Trading profession কঠিন সব কাজের মধ্যে একটি। এই কঠিন মার্কেটে টিকে থাকার জন্য নিজেকে তৈরি করুন, সময় দিন। নিজেকে ৫ বছর পর কোথায় দেখতে চান সে লক্ষ্য স্থির করে কাজ শুরু করুন। ট্রেডিং শুরুর ২-৩ বছরের মধ্যে ফলাফল আশা না করে নিজের দুর্বল পয়েন্টগুলো নিয়ে কাজ করুন। মার্কেটে যারা আজ এক্সপার্ট তারা কিন্তু বহু কাঠখড় পুড়িয়ে নিজেদের অবস্থান তৈরি করেছে। আপনার জন্যও এই দীর্ঘ পথ সহজ হবে না। একজন বিগেনারের সবগুলো স্টেপই আপনাকে পাড়ি দিতে হবে।