দুবাইয়ের দ্য হার্ট অব ইউরোপ
[IMG]http://forex-bangla.com/customavatars/279389001.jpg[/IMG]
দুবাইয়ের একটি আবাসিক এলাকা দ্য হার্ট অব ইউরোপ। এর মধ্যে অবস্থিত সুইডেন দ্বীপটি ঐশ্বর্য ও স্থাপত্যের দিক থেকে বিস্ময়ের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। এখানে উপকূলের কাছাকাছি আটটি প্রাসাদ, একটি বুটিক হোটেল, একটি উল্টানো সুইডিশ ভাইকিং জাহাজের মতো ভবন রয়েছে। প্রতিটি জাঁকজমকপূর্ণ বাসভবনের ছাদে রয়েছে ভাইকিং জাহাজের উল্টে যাওয়া হুলের মতো কাঠামো, যা সম্পূর্ণভাবে কাচ দিয়ে তৈরি। এ বিলাসবহুল আবাসের অভ্যন্তরীণ সৌন্দর্য স্ক্যান্ডিনেভিয় ন নকশা ও শৈলীর বহিঃপ্রকাশ ঘটায়। মনোমুগ্ধকর স্ক্যান্ডিনেভিয় ন জীবনযাপনের অভিজ্ঞতা প্রদান করে।