যুক্তরাষ্ট্রের স্টেলান্টিস ৯২ হাজার জিপ গ্র্যান্ড চেরোকি ফিরিয়ে নেবে
[IMG]http://forex-bangla.com/customavatars/1646397785.jpg[/IMG]
যুক্তরাষ্ট্রে প্রায় ৯২ হাজার জিপ গ্র্যান্ড চেরোকি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ক্রাইসলারের মূল কোম্পানি স্টেলান্টিস। দেশটির জাতীয় মহাসড়ক নিরাপত্তা প্রশাসন (এনএইচটিএসএ) জানিয়েছে, হাইব্রিড কন্ট্রোল প্রসেসরের সফটওয়্যার ত্রুটির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ধরনের ত্রুটি গাড়ির চালনাশক্তি কমাতে পারে, যা বড় ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি করবে। মোট ৯১ হাজার ৭৮৭টি গাড়ি এ ফিরিয়ে নেয়ার তালিকায় থাকবে। কোম্পানি জানিয়েছে, ত্রুটি সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়া হবে, যাতে গ্রাহকরা নিরাপদে গাড়ি ব্যবহার করতে পারেন। খবর রয়টার্স