-
মানি ম্যানেজমেন্ট
ফরেক্স ট্রেড করে টিকে থাকতে চাইলে সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট জানতে হবে। মানি ম্যানেজমেন্ট মানে আপনার জমানো টাকা যেন সবসময় ঠিক থাকে বা নষ্ট হয়ে না যায়। একটি ট্রেড এন্ট্রি নেওয়ার আগে আপনাকে মনে করতে হবে যে , ট্রেডটি ষ্টপলস হিট করবে। যদি তা হয় তাহলে আপনি কত লস নিতে পারবেন কিংবা আপনি কতটুকু লস করতে তৈরী আছেন তা ট্রেড এন্টি নেওয়ার আগেই আপনাকে নির্ধারন করতে হবে। সব সময় মূল ব্যালেন্সের মাত্র 1-2% লস নেওয়া যেতে পারে। ধরুন আপনার ব্যালেন্স 100 ডলার, তাহলে প্রতি ট্রেডে 1-2 ডলার লস নিতে পারেন। 100 ঢলার একাউন্টে 0.01 লটে ট্রেড করতে পারেন। যত বেশি রিস্ক নিবেন তত তারাতারী একাউন্ট খালি হবে।
-
ডভফতথড থথথথথথ ছদডডদদদধ ডঢঢঢধ
-
👉 ফরেক্স ট্রেডিংয়ে সফল হওয়ার মূল ভিত্তি হলো মানি ম্যানেজমেন্ট। প্রতিটি ট্রেডে কত শতাংশ ঝুঁকি নেবেন, লট সাইজ কেমন হবে এবং স্টপ লস কোথায় বসাবেন—এসব ঠিক না করলে ভালো স্ট্রাটেজিও কাজে আসে না। দীর্ঘমেয়াদে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে মানি ম্যানেজমেন্ট অপরিহার্য।