-
মানি ম্যানেজমেন্ট
ফরেক্স ট্রেড করে টিকে থাকতে চাইলে সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট জানতে হবে। মানি ম্যানেজমেন্ট মানে আপনার জমানো টাকা যেন সবসময় ঠিক থাকে বা নষ্ট হয়ে না যায়। একটি ট্রেড এন্ট্রি নেওয়ার আগে আপনাকে মনে করতে হবে যে , ট্রেডটি ষ্টপলস হিট করবে। যদি তা হয় তাহলে আপনি কত লস নিতে পারবেন কিংবা আপনি কতটুকু লস করতে তৈরী আছেন তা ট্রেড এন্টি নেওয়ার আগেই আপনাকে নির্ধারন করতে হবে। সব সময় মূল ব্যালেন্সের মাত্র 1-2% লস নেওয়া যেতে পারে। ধরুন আপনার ব্যালেন্স 100 ডলার, তাহলে প্রতি ট্রেডে 1-2 ডলার লস নিতে পারেন। 100 ঢলার একাউন্টে 0.01 লটে ট্রেড করতে পারেন। যত বেশি রিস্ক নিবেন তত তারাতারী একাউন্ট খালি হবে।