ওপেনএআই, ওরাকল ও সফটব্যাংকের পাঁচ নতুন এআই ডাটা সেন্টার
[IMG]http://forex-bangla.com/customavatars/1566729728.jpg[/IMG]
স্টারগেট প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রে ওপেনএআই, ওরাকল ও সফটব্যাংক যৌথভাবে পাঁচটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডাটা সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছে। এসব কেন্দ্র যুক্ত হলে মোট উৎপাদন সক্ষমতা পৌঁছবে প্রায় ৭ গিগাওয়াটে। আর আগামী তিন বছরে বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৪০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। প্রতিবেদন অনুযায়ী, নতুন পাঁচটি কেন্দ্রের পাশাপাশি টেক্সাসের অ্যাবিলিন শহরে প্রধান সুবিধা ও কোরওয়েভের চলমান প্রকল্পগুলোও যুক্ত হবে এ উদ্যোগে। এতে ‘স্টারগেট’ বিশ্বের অন্যতম বড় এআই ডাটা অবকাঠামোতে রূপ নেবে।
নতুন এ উদ্যোগের মধ্যে টেক্সাস, নিউ মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলে তিনটি কেন্দ্র নির্মাণ করবে ওপেনএআই ও ওরাকল। অন্য দুটি কেন্দ্র ওহাইও ও টেক্সাসে গড়ে তুলবে ওপেনএআই ও সফটব্যাংক। নতুন সাইটগুলো নির্বাচিত হয়েছে একটি জাতীয় পর্যায়ের প্রক্রিয়ার মাধ্যমে, যেখানে ৩০টির বেশি অঙ্গরাজ্যের ৩০০ প্রস্তাব পর্যালোচনা করা হয়। এটি শুধু প্রথম ধাপ বলে জনিয়েছে প্রতিষ্ঠানগুলো। এর বাইরে আরো নতুন প্রকল্প ঘোষণার পরিকল্পনা রয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে ওপেনএআই জানিয়েছিল, সফটব্যাংক ও ওরাকলের সঙ্গে মিলে তারা যুক্তরাষ্ট্রজুড় একাধিক এআই ডাটা সেন্টার নির্মাণ করবে। প্রাথমিকভাবে এ উদ্যোগে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করা হয়। আগামী চার বছরে মোট বিনিয়োগ দাঁড়াতে পারে ৫০০ বিলিয়ন ডলারে।
ওপেনএআই জানিয়েছে, ওরাকল, সফটব্যাংক ও অন্যান্য অংশীদারদের সঙ্গে তারা একত্রে ৫০০ বিলিয়ন ডলারের প্রকল্প বাস্তবায়ন করছে। এর ফলে ১০ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন অবকাঠামো তৈরি হবে।