এআইয়ের ত্রুটি বের করলেই ৩০ হাজার ডলার দেবে গুগল
[IMG]http://forex-bangla.com/customavatars/269855914.png[/IMG]
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেমে ত্রুটি বের করতে পারলে ৩০ হাজার ডলার পর্যন্ত পুরস্কার দেয়া হবে। সম্প্রতি এক বাগ বাউন্টি প্রোগ্রাম চালু করে এ ঘোষণা দিয়েছে টেক জায়ান্টটি। দীর্ঘদিনের ভালনারেবিলিটি রিওয়ার্ড প্রোগ্রামকে (সফটওয়্যারে বাগ বা দুর্বলতা খুঁজে পেলে পুরস্কার দেয়া) সম্প্রসারণ করে এবার এআই-নির্ভর নিরাপত্তাঝুঁকি শনাক্তে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। নিরাপত্তা বিশেষজ্ঞ এবং হ্যাকারদের সহযোগিতায় এআইয়ের অপ্রত্যাশিত বা ক্ষতিকর আচরণ শনাক্ত করতে চায় বলে জানিয়েছে গুগল। এর মধ্যে থাকতে পারে ব্যক্তিগত তথ্য ফাঁস, ভুল কমান্ড কার্যকর হওয়া কিংবা সংযুক্ত ডিভাইস হ্যাক হয়ে যাওয়া।