সৌদি আরবে নির্মিত প্রথম ইভি বনাম অ্যাস্টন মার্টিনের লাগোন্ডা
[IMG]http://forex-bangla.com/customavatars/1370320487.jpg[/IMG]
সৌদি কোম্পানি নির্মিত প্রথম বিদ্যুচ্চালিত গাড়ি সিইইআর ইভির অস্পষ্ট ছবি ফাঁস হয়েছে সম্প্রতি। অবশ্য নকশাগত সাযুজ্যের কারণে প্রথমে অনেকে অ্যাস্টন মার্টিন লাগোন্ডা ইভি ভেবে এটিকে ভুল করেছেন। কিন্তু পরে জানা যায়, গাড়িটি আসলে সিইইআর মোটরসের তৈরি। বিশ্লেষকরা বলছেন, গাড়িটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে প্রদর্শিত নকশা যদি চূড়ান্ত সংস্করণের কাছাকাছি হয়, তাহলে নিশ্চিতভাবেই ব্যাপক দৃষ্টি আকর্ষণ করবে।
অ্যাস্টন মার্টিন নিয়ে জলঘোলা হওয়ার পর সিইইআর মোটরস সম্প্রতি একটি টিজার প্রকাশ করে। এতে স্পষ্ট হয়, ফাঁস হওয়া ছবিটি আসলে সৌদি আরবের প্রথম পূর্ণাঙ্গ ইভির। গাড়িটির সামনের অংশ অত্যন্ত লম্বা, যেখানে বিশাল একটি উইন্ডশিল্ড নিচের দিকে নেমে এসেছে। অপেক্ষাকৃত ছোট একটি হুডে শেষ হয়েছে এ উইন্ডশিল্ড।
গাড়ির সামনে ফ্লাট নোজ, এর সঙ্গে যুক্ত রয়েছে আগ্রাসী ধাঁচের হেডলাইট। ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, গাড়িটির ছাদ বেশ নিচু, যা একে অ্যারোডায়নামিক আকৃতির চেহারা দিয়েছে। কোম্পানির প্রকাশিত টিজারে এ ধরনের আভাস থাকলেও এতে গুরুত্বপূর্ণ সব তথ্য ও ক্লোজআপ চমক হিসেবে গোপন রাখা হয়েছে।
ধারণা করা হচ্ছে, অ্যাস্টন মার্টিনের লাগোন্ডা মডেলটি ২০১৮ সালের লাগোন্ডা ভিশন কনসেপ্টের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে। সম্প্রতি যে প্রটোটাইপটি দেখা গেছে, তার সঙ্গে সিইইআর গাড়িটির বিস্ময়কর মিল রয়েছে। দুটিতেই রয়েছে বড় আকারের, বেশ ঢালু উইন্ডশিল্ড এবং প্রায় একই রকম সামনের নকশা। দুটি গাড়ির চেহারার মিল সত্যিই চোখে পড়ার মতো।
অবশ্য অ্যাস্টন মার্টিনের প্রথম পূর্ণাঙ্গ ইভি এখনো আনুষ্ঠানিকভাবে উন্মোচন হয়নি। শোনা যাচ্ছে, প্রকল্পটি বিলম্ব হতে পারে। এর মাঝে সিইইআর মোটরসের ইভি নতুন করে সে গাড়িকে আলোচনায় নিয়ে এসেছে। শুধু তা-ই নয়, অপ্রত্যাশিত এক তুলনা ও প্রতিযোগিতার মুখে পড়ে যাচ্ছে অ্যাস্টন মার্টিন ও সিইইআর।
সিইইআর মোটরস একটি যৌথ উদ্যোগ। সৌদি আরবের সার্বভৌম তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সঙ্গে এতে অংশীদারত্ব করছেন তাইওয়ানের শীর্ষ ইলেকট্রনিকস কোম্পানি ফক্সকন।