দীর্ঘমেয়াদি পরিকল্পনা থেকেই মেনাসকে অধিগ্রহণ করেছে মেটা
[IMG]http://forex-bangla.com/customavatars/1470071877.jpg[/IMG]
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিযোগিতা যখন আরো তীব্র হচ্ছে, ঠিক তখনই বড় এক কৌশলগত পদক্ষেপ নিল মেটা প্লাটফর্ম। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল কোম্পানিটি সম্প্রতি স্বায়ত্তশাসিত এআই প্রযুক্তিতে কাজ করা স্টার্টআপ মেনাস এআই অধিগ্রহণ করেছে। এ পদক্ষেপের মাধ্যমে মেটা শুধু চ্যাটবট ও ছবি তৈরির প্রযুক্তিতেই সীমাবদ্ধ থাকছে না; বরং এমন এআই ব্যবস্থার দিকে এগোচ্ছে, যা নিজে থেকেই পরিকল্পনা করতে এবং জটিল কাজ সম্পন্ন করতে সক্ষম। মেটার মেনাস অধিগ্রহণের সম্ভাব্য পাঁচটি কারণ নিয়ে আলোচনা করেছে ইন্ডিয়া টুডে—
মেটার বড় এআই পরিকল্পনার অংশ
মেটা দীর্ঘদিন ধরেই এআই খাতে বড় বিনিয়োগ করছে। গুগল, মাইক্রোসফট ও ওপেনএআইয়ের মতো প্রতিদ্বন্দ্বীদে সঙ্গে পাল্লা দিতে মেটা নিজেদের এআই প্রযুক্তিকে আরো কার্যকর করতে প্রস্তুত। লামা ল্যাঙ্গুয়েজ মডেল, মেটা এআই সহকারী এবং এআই-চালিত স্মার্ট ডিভাইস এর উদাহরণ। মেনাস এআই অধিগ্রহণ মেটার সেই দীর্ঘমেয়াদি কৌশলেরই অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ প্রযুক্তি ব্যবহার করে মেটা ব্যবসা ও সাধারণ ব্যবহারকারীদের জন্য আরো কার্যকর স্বয়ংক্রিয় সেবা তৈরি করতে পারবে।
মেনাস এআইয়ের কাজ কী
মেনাস এআই মূলত ‘জেনারেল-পারপাস এআই এজেন্ট’ তৈরি করে। এসব এআই এজেন্ট মানুষের নির্দেশ ছাড়াই বহু ধাপের কাজ করতে পারে। যেমন বাজার গবেষণা, বড় তথ্য বিশ্লেষণ, কোড লেখা ও ঠিক করা, রিপোর্ট তৈরি কিংবা পরিকল্পনা করা।
অল্প সময়ে দ্রুত সাফল্য
যাত্রা শুরুর মাত্র আট মাসের মধ্যেই মেনাস এআই উল্লেখযোগ্য সাফল্য পায়। প্রতিষ্ঠানটি জানায়, বার্ষিক আয় ১০ কোটি ডলার ছাড়িয়েছে এবং বর্তমানে তা ১২ কোটি ৫০ লাখ ডলারের কাছাকাছি। বিনামূল্য ও সাবস্ক্রিপশন দুই ধরনের সেবার মাধ্যমে কোম্পানিটি এরই মধ্যে লাখো ব্যবহারকারী ও ব্যবসাপ্রতিষ্ঠান ে যুক্ত করেছে।
চীনে সূচনা, বিশ্বজুড়ে বিস্তার
মেনাস এআইয়ের সূচনা হয়েছিল চীনা স্টার্টআপ ‘বাটারফ্লাই ইফেক্ট’-এর অংশ হিসেবে। পরে এটি আলাদা হয়ে সিঙ্গাপুরে সদর দপ্তর স্থাপন করে বৈশ্বিক বাজারে কাজ শুরু করে।
অধিগ্রহণের পর কী পরিবর্তন হতে পারে
মেটা জানিয়েছে, মেনাস এআই আগের মতোই সাবস্ক্রিপশনভিত্ িক সেবা চালু রাখবে। কর্মীরা মেটার এআই টিমে যুক্ত হবেন, তবে পণ্যের মূল কাঠামো ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসবে না। প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো এ প্রযুক্তিকে নিজেদের প্লাটফর্মে যুক্ত করে আরো শক্তিশালী ও কার্যকর এআই ব্যবস্থা তৈরি করা, যা ভবিষ্যতে ব্যবহারকারী ও ব্যবসায়িক কাজে বড় পরিবর্তন আনতে পারে।