পাঁচ ব্যাংকের আমানতকারীরা ৪% মুনাফা পাবেন
[IMG]http://forex-bangla.com/customavatars/2138349919.jpg[/IMG]
একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের ২০২৪ ও ২০২৫ সালের জন্য মুনাফা না দেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দুই বছরের জন্য ৪ শতাংশ হারে মুনাফা দেয়া হবে। এছাড়া চলতি বছর থেকে বাজারভিত্তিক মুনাফা দেয়া হবে। ব্যাংকটি সাড়ে ৮ থেকে সাড়ে ১০ শতাংশ মুনাফার হার ঘোষণা করেছে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বুধবার রাতে পাঁচ ব্যাংকের প্রশাসকদের চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। এর আগে ১৫ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, লোকসান হওয়ায় একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের ২০২৪ ও ২০২৫ সালের জন্য আন্তর্জাতিক নিয়ম ও শরিয়াহ নীতি অনুযায়ী কোনো মুনাফা দেয়া হবে না। তখন পাঁচ ব্যাংকের প্রশাসক বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছিল, রেজলিউশন স্কিমের সুষম বাস্তবায়ন নিশ্চিত করার উদ্দেশ্যে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হলো।
বিষয়টি নিয়ে আমানতকারীরা সমালোচনা ও দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেন। এমন পরিস্থিতিতে এখন নতুন করে ৪ শতাংশ মুনাফা দেয়ার সিদ্ধান্ত দেয়া হয়েছে। শুধু ব্যক্তিগত ও মেয়াদি আমানতের ক্ষেত্রে এ মুনাফা কার্যকর হবে। অন্য আমানতকারীরা মুনাফা পাবেন না।
আর্থিক সংকটে থাকায় শরিয়াহভিত্তিক এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত নেয় সরকার। এসব ব্যাংকে প্রায় ৭৫ লাখ আমানতকারীর ১ লাখ ৩১ হাজার কোটি টাকা জমা রয়েছে।
পাঁচ ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে নতুন একটি ব্যাংক গঠন করতে গত ১ ডিসেম্বর সরকারকে লাইসেন্স দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। পূর্ণাঙ্ক রাষ্ট্রায়ত্ত এ ব্যাংকের ৩৫ হাজার কোটি টাকার পরিশোধিত মূলধনের মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা।