সেকেন্ডে ৪৩০ টেরাবাইট গতি- নতুন বিশ্ব রেকর্ড
[IMG]http://forex-bangla.com/customavatars/95901609.jpg[/IMG]
ইন্টারনেটের গতিতে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাজ্য ও জাপানের এক দল গবেষক। সাধারণ অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করেই তারা প্রতি সেকেন্ডে ৪৩০ টেরাবাইট (টিবিপিএস) তথ্য আদান-প্রদান করতে সক্ষম হয়েছেন। এ গতি এতটাই বেশি যে প্রায় ৮০ গিগাবাইটের জনপ্রিয় ভিডিও গেম ব্যাটলফিল্ড ৬–ডাউনলোড করতে সময় লাগবে মাত্র ১ মিলিসেকেন্ড। গবেষকরা মনে করছেন, এ প্রযুক্তি ভবিষ্যতের ৭জি বা সপ্তম প্রজন্মের ওয়্যারলেস নেটওয়ার্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।