আপনি নিজের এনালাইসিস অনুসারে ট্রেড করলে, লস ট্রেড ক্লোজ করে দিবেন আর win ট্রেড দরে রাখবেন, কিন্তু যদি আপনি অন্যের এনালাইসিস ফলো করেন কিংবা লক্কে জক্কে এনালাইসিস করেন তাহলে win ট্রেড ক্লোজ করে দিবেন আর লস ট্রেড দরে রাখবেন। প্রমানিত...।
Printable View
আপনি নিজের এনালাইসিস অনুসারে ট্রেড করলে, লস ট্রেড ক্লোজ করে দিবেন আর win ট্রেড দরে রাখবেন, কিন্তু যদি আপনি অন্যের এনালাইসিস ফলো করেন কিংবা লক্কে জক্কে এনালাইসিস করেন তাহলে win ট্রেড ক্লোজ করে দিবেন আর লস ট্রেড দরে রাখবেন। প্রমানিত...।
ফান্ডামেন্টাল এবং টেকনিকাল দুইটাই সমান গুরুত্ত দিতে হবে ।
ভাই অাপনার কথাটি প্রকৃত পক্ষে চিরসত্য।এই ৪ দিন অাগের ঘটনা আমি ইউরো/জাপানা ইর্য়ানে গত ২০১৬-০১-২৫ তারিখে বাই দিয়ে ট্রেড ওপেন করেছিলা।আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে ফরেক্স শিখতে ছিলাম।আমার ভাই কে আমি যখন ট্রেডটি দেখাই তখন ভাইয়া টেডটি দেখে বললো ট্রেডটি যেন ক্লোজ করি।তার কথা শুনে আমি ২০১৬-০১-২৮ ইং ব্রস্পতিবার ট্রেডটি ক্লজ করি।পরের দিন সকাল ৯ টায় দেখি ট্রেডটি উপরে দিকে প্রায় ১৫০ পিপস এরও বেশ উঠেছে।এটা দেখে আমি ভাবলাম পায় ২০০০ টাকা আমি লস করেছি।
ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এই দু ধরনের এনাইসিস কেই গুরুত্ব দিয়ে ট্রেড করতে হবে । সবসময় নিজের মেধা খাটিয়ে এনালাসিস করার উপর গুরুত্ব দিতে হবে । এতে একদিকে যেমন আপনি অনেক বেশী জানতে পারবেন,অন্যদিকে পরনির্ভরশীলতা দূর হয়ে যাবে । নিজের দক্ষতা এবং এই মার্কেটে টিকে থাকতে হলে নিজেকেই এনালাইসিস করতে হবে ।
আমি মনে করি ট্রেড ধরে রাখাটা নির্ভর করে সম্পূর্ণ নিজের ওপর । আপনার বুঝতে হবে কতক্ষন পযর্ন্ত ট্রেড ধরে রাখলে লাভ হবে আর কতক্ষন পযর্ন্ত লস করব । এ বিষয়ে সিদ্ধান্ত ট্রেড নেয়ার আগে নেয়া উচিত । ট্রেড ওপেন করার পর টিপি বা স্টপলস কোনটিই মুভ করা বা সরানো উচিত নয় । হয় টিপিতে হিট করবে না হয় স্টপলসে হিট করবে । ধের্য ধারন করে বসে থাকা উচিত । কারন বেশিরভাগ ক্ষেতেই আমরা লাভজনক ট্রেড আগে ক্লোজ করে দেই ।
এ্যানালাইসিস ছাড়া কোন ট্রেডারগণই জীবনে উন্নতি করতে পারবে না । যে যত বশেী এ্যানালাইসিস করবে সে তে বেশী সফলকাম হতে পারবে । আমাদরে প্রত্যেকেরই এজন্য এ্যানালাইসিসবান হতে হবে যাত করে জীবনকে সাফল্যবান করে গড়ে তোলা যায় ।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে এনালাইসিস করে ট্রেড করতে হবে কারন ফরেক্স মার্কেটে ভুল করলে আমাদের অনেক বড় লসের সম্মুখিন হতে হবে। সেই লস কভার করতে আমাদের ফনেক হিমসিম খেতে হয় এমন কি একাউন্ট জিরো করে ফেলি। ফরেক্স মার্কেটে টিকে থাকতে আবেগ থেকে দুরে থাকতে হবে। লোভ করা যাবেনা।
ফরেক্স মার্কেটে মার্কেট এ্যনালাইসিসের বিকল্প কিছ*ু নেই । আর এই এ্যনালাইসিস নিজেকেই করতে হবে । ভালভাবে মার্কেট এ্যনালাইসিস না করলে আপনাকে বড় ধরনের লসের সম্মুখীন হতে পারেন । তাছাড়া মার্কেটে ট্রেড করতে হবে ধৈয্য সহকারে । আপনার লাভজনক ট্রেডটি দ্রুত ক্লোজ না করে ধৈর্য্য ধারন করুন ।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই নিজে এ্যানালাইসিস করতে জানতে হবে। অন্যের এ্যানালাইসিস এবং সিগনাল দিয়ে কোন দিনে প্রফিটেবল ট্রেডার হওয়া যায় না। এই মার্কেটে টিকে থাকতে হলে নিজের বুদ্ধিতে ট্রেডিং করা শিখতে হবে। অন্যের উপর নির্ভর করে টিকে থাকা যাবে না।
ফরেক্স মার্কেটে সফলভাবে ট্রেড পরিচালোনার জন্য আপনাকে অবশ্যই এনালাইসিস করা যানতে হবে।এনালাইসিস ছারা ট্রেড করবেন তো লস খাবেন।ফরেক্স মার্কেটে তিন ধরনের এনালাইসিস আছে ফান্ডামেন্টাল,টেকনিক্যাল ও সেন্টিমেন্টাল এনালাইসিস।এই তিনধরনের এনালাইসিস এর মধ্যে ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস ট্রেড করার ক্ষেত্রে খুবগুরুত্বপূর্ণ।এরমধ্য আমি টেনিক্যাল এনালাইসিস দ্বারা ট্রেড করে থাকি।
আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি নিজের অ্যনালাইসিস থেকে বড় আর কিছু হতে পারে না।আমরা কম প্রফিট করব।তবুও নিজের স্ট্রাটেজি দিয়ে ট্রেড করব।এতে আমাদের কনফিডেন্ট বাড়বে এবং আরো ভালভাবে ফরেক্স শিখা হবে।আমরা যদি আমাদের ট্রেডিং দক্ষতাকে কাজে লাগায় তাহলে আমরা অবশ্যই ফরেক্স থেকে বড় কিছু আশা করতে পারি।যা আমাদের জন্য একটা আশাসরুপ বাণী।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদেরকে অবশ্যেই এনালাইসিস করে ট্রেড করতে হবে । কেননা ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যেখানে নিজের ইচ্ছামত ট্রেড করলে নিজের টাকাই লস করে লুজার হতে হবে । তাই আমাদেরকে ট্রেড করার পূর্বে টেকনিকেল এনলাইসিস করে ট্রেড সম্পর্কে ভালভাবে ধারণা নিতে হবে । আর ফান্ডামেন্টাল এনালাইসিস ও টেকনিকেল এনালাইসিস এর সমন্বয় করে যদি ট্রেড করা যায় তবে ভাল একটা ফলাফল আসবে । আর নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে ।
আপনি অনেকটা ঠিক বলেছেন।আমরা বাঙালিরা নিজেদের বিশ্বাস করিনা কিন্তু অন্যকে বেশি সঠিক মনে করি বলেই এমনটি হয়।আসলে নিজের অ্যানালাইসিস অনুযায়ী ট্রেড করলে এবং সামান্য লস হলে মননে হয় ভুল ট্রেড নিয়েছি তাই ক্লোজ করি। কিন্তু অন্যের অ্যানালাইসিস ফলো করলে মনে হয় ধৈর্য্য ধরতে হবে এজন্য সামান্য লস হলেই ট্রেড ক্লোজ করার প্রয়োজন নেই।
ফরেক্স মার্কেটের অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস হলে এই মার্কেট এনালাইসিস। মার্কেট এনালাইসিস না করে ট্রেড করা মানে আন্দাজে ট্রেডিং করা। ফরেক্স মার্কেটে আন্দাজে ত্রেইং করার ফল কখনই ভাল হয় না। এইভাবে ট্রেডিং করতে থাকলে অল্প কয়েকদিনের ভিতরে ব্যালেন্স জিরো হবার সম্ভাবনা আছে। তাই মার্কেট এনালাইসিস করে ট্রেডিং করা উচিত।
ফরেক্স মার্কেটে এনালা্সিস করা অত্যন্ত প্রয়োজন । এনালা্সিস ছাড়া এ মার্কেটে সফল হওয়া সম্ভব নয় । এনালা্সিস দু প্রকার । ফান্ডামেন্টাল এনালা্সিস এবং টেকনিক্যাল এনালা্সিস । এনালা্সিস ছাড়া ট্রেড করলে বেশিরভাগ ট্রেডে লসের সম্ভাবনা থাকবে । এনালা্সিস করা অত্যন্ত প্রয়োজন।
মার্কেট অ্যানালাইসিস হল ফরেক্স ট্রেডিংয়ের প্রান এটি আমি এই কারনে বললাম কারন প্রান ছাড়া যেমন একজন মানুষের পক্ষে বেচে থাকা সম্ভাব না ঠিক তেমনি ফরেক্স মার্কেটে প্রতিনিয়ত ভাল প্রফিট করতে হলে ট্রেড করার পূর্বে ভাল ভাবে মার্কেট অ্যানালাইসিসের কোন বিকল্প নেই অ্যানালাইসিস জ্ঞান যার যত বেশি সে এখানে তত ভাল ফল করতে পারবে।
আমি মনে করি নিজের অ্যনালাইসিস থেকে বড় আর কিছু হতে পারে না।আমরা কম প্রফিট করব।তবুও নিজের স্ট্রাটেজি দিয়ে ট্রেড করব।এতে আমাদের কনফিডেন্ট বাড়বে এবং আরো ভালভাবে ফরেক্স শিখা হবে।আমরা যদি আমাদের ট্রেডিং দক্ষতাকে কাজে লাগায় তাহলে আমরা অবশ্যই ফরেক্স থেকে বড় কিছু আশা করতে পারি।যা আমাদের জন্য একটা আশাসরুপ বাণী।
পরের বুদ্ধিতে রাজা হওয়ার চেয়ে নিজের বুদ্ধিতে ফকির হওয়াও ভাল। তাই ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে সব দিকে নজর রেখেই ট্রেড শিখতে হবে। এমনতো নয় যে আমরা লস ছাড়াই ট্রেড শিখতে পারব। লস যখন দিতেই হবে তখন এই লসটা যত কমে আনা যায় ততই ভাল।
ট্রেড তা নিজের এনালাইসিস দিয়েই করা উচিত.কারণ এনালাইসিস জিনিষটা অভিজ্ঞতার ভিত্তিতে তৈরী.তাই আপনি অন্নজের এনালাইসিস দিয়ে ট্রেড করে সুবিধা পাবেন কিনা জানিনা কারণ তার এনালাইসিস তার অভিজ্ঞতার ভিত্তিতে তৈরী যা সে ট্রেডিং এ উপলব্ধি করেছে.ঠিক তেমনি আপনি যা উপলব্ধি করেছেন তা দিয়ে তৈরী এনালাইসিস কে কাজে লাগান.
আপনি নিজের এনালাইসিস অনুসারে ট্রেড করলে, লস ট্রেড ক্লোজ করে দিবেন আর win ট্রেড দরে রাখবেন, কিন্তু যদি আপনি অন্যের এনালাইসিস ফলো করেন কিংবা লক্কে জক্কে এনালাইসিস করেন তাহলে win ট্রেড ক্লোজ করে দিবেন আর লস ট্রেড দরে রাখবেন । অন্যের এ্যানালাইসিস এবং সিগনাল দিয়ে কোন দিনে প্রফিটেবল ট্রেডার হওয়া যায় না। এই মার্কেটে টিকে থাকতে হলে নিজের বুদ্ধিতে ট্রেডিং করা শিখতে হবে। অন্যের উপর নির্ভর করে টিকে থাকা যাবে না।
ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এই দু ধরনের এনাইসিস কেই গুরুত্ব দিয়ে ট্রেড করতে হবে । সবসময় নিজের মেধা খাটিয়ে এনালাসিস করার উপর গুরুত্ব দিতে হবে । এতে একদিকে যেমন আপনি অনেক বেশী জানতে পারবেন,অন্যদিকে পরনির্ভরশীলতা দূর হয়ে যাবে । ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই নিজে এ্যানালাইসিস করতে জানতে হবে। অন্যের এ্যানালাইসিস এবং সিগনাল দিয়ে কোন দিনে প্রফিটেবল ট্রেডার হওয়া যায় না। এই মার্কেটে টিকে থাকতে হলে নিজের বুদ্ধিতে ট্রেডিং করা শিখতে হবে। অন্যের উপর নির্ভর করে টিকে থাকা যাবে না।
ফরেক্স মার্কেটে মার্কেট এ্যনালাইসিসের বিকল্প কিছ*ু নেই । আর এই এ্যনালাইসিস নিজেকেই করতে হবে । ভালভাবে মার্কেট এ্যনালাইসিস না করলে আপনাকে বড় ধরনের লসের সম্মুখীন হতে পারেন । তাছাড়া মার্কেটে ট্রেড করতে হবে ধৈয্য সহকারে । আপনার লাভজনক ট্রেডটি দ্রুত ক্লোজ না করে ধৈর্য্য ধারন করুন । সবসময় নিজের মেধা খাটিয়ে এনালাসিস করার উপর গুরুত্ব দিতে হবে । এতে একদিকে যেমন আপনি অনেক বেশী জানতে পারবেন,অন্যদিকে পরনির্ভরশীলতা দূর হয়ে যাবে । নিজের দক্ষতা এবং এই মার্কেটে টিকে থাকতে হলে নিজেকেই এনালাইসিস করতে হবে ।
এনালাইসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস । কারন ফরেক্স মার্কেটে এনালাইসিস ব্যাতিত সফলতা আশা করা দক্ষতা ব্যাতিত ইনকাম করার মতই । তাই একটা কথা ফরেক্স মার্কেটে আমি প্রায় শুনতে পায় যে একজন ট্রেডারকে ভালো একজন ট্রেডার হওয়ার পূর্বে অবশ্যই একজন ভালো বিশ্লেষক হতে হবে । অর্থ্যা্ৎ যে ট্রেডার ভালভাবে এনালাইসিস দক্ষতা অর্জন করতে পারবে সে ট্রেডারই ভবিষ্যতে অনেক বেশি ভালো করতে পারবে । আর ভালো করার অন্যতম হাতিয়ার হল দক্ষতা অর্জন ।
আপনি কি হুমায়ন আহমেদ এর বই পড়েন নাকি। আপনার পোষ্ট পড়ে একটু না হেসে পাড়লাম না। যাই হোক নিজের বুদ্ধিতে ফকির হলেও ভাল । অন্যর সাজেশান নিয়ে দেখেছি ভাল একটা কাজ হয়না । আবার নিজে নিজে এনালাইসিস করে যখন ট্রেড ওপেন করি ঠিক তারপরেই মার্কেট ৫০ পিপস প্রতিকুলে যায়। বুঝিনা কিছু কেন এমন হয়।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে এ্যানালাইসিস করতে হবে। ফরক্স এ ২ ধরণের এনালাইসিস এর মাধ্যমে আপনি ট্রেডিং শুরু করতে পারেন। ১। ফান্ডামেন্টাল এনালাইসিস ২। টেকনিক্যাল এনালাইসিস । এনালাইসিস এর মাধ্যমে আপনি বুঝবেন মার্কেট এখন আপ এ যাবে কিংবা ডাউন এ যাবে, আন্দাজ বা ধারণা করে তো আর ট্রেড করা যাবে না। তাই যদি হত তাহলে এত শিখারই বা কি দরকার। অর্থাৎ আমি বোঝাতে চাইছি আপনি কোন ট্রেড ওপেন করার আগে তার একটি ভালো ইফেক্টিভ বিশ্লেষণ করে নিতে হবে যেন আপনার অর্ডারটি পজেটিভ হয়।
অন্যর উপর নিরভর কার মানে বোকামী করা । সবসময়ি নিজের উপর নিরভর করবেন । নিজে এ্যানালাইসেস শিখে তারপর ট্রেড দিবেন । তানা হলে দ্রুত মারকেট থেকে ক্যাশ হারিয়ে বিদায় হতে হবে । এবিশয়টে ১০০ ভাগ সঠিক । অন্যে আমার চেয়ে ভালো বুঝে সেটা কেন আমি মেনে নেব ।
একজন ফরেক্স ট্রেডার হিসাবে প্রত্যেকটি কারেন্সের ইতিহাস জানা দরকার । যেমন অন্তত বিগত ৩ বছরের মধ্যে কোন কারেন্সি সরব নিন্মে আসা এবং সরব উপরে যাওয়া । এগুলো জানা থাকিলে এ্যানালাইসেসে সুবিধা হবে বিশেশ করে দীরঘ সময়ের ট্রেডে ।
আমি একজন নতুন ট্রেডার তবে আমার অল্পসময়ের অভিজ্ঞতায় বুঝলাম এখানে ১০০ ডলারে মাসে যেমন ১০০০ ডলার আয় করা সম্ভব। আবার ১ সপ্তাহে ক্যাশ জিরো হয়ে যাওয়াঅ সম্ভব ।
বাংলাদেশ ফরেক্স ফোরামে আমি একজন গর্বিত ট্রেডার। আমি এনালাইসিস করি ৩ ভাবে।
১.ফান্ডামেন্টাল
২.টেকনিক্যাল
৩.সেন্টিমেন্টাল
১ ও ২ বেশি ব্যবহার করি। এনালাইসিস ছাড়া ট্রেড করলে দেউলিয়া হতে বেশি সময় লাগবেনা।
ফরেক্স ট্রেডে নিজের দক্ষতা বাড়াতে হলে সবসময় নিজের এনালাইসিসের উপর গুরুত্ত বেশি দেওয়া উচিত। কারন এনালাইসিসে যত বেশি দক্ষ হওয়া যায় ট্রেডের সফলতা তত বেশি নিশ্চিত করা যায়। ট্রেডের ক্ষেত্রে এনালাইসিসের গুরুত্ত অপরিসীম। তাই যথাসম্ভব এনালাইসিস করে বুঝে ট্রেড করতে হবে।
আমি টেকনিকাল এনালাইসিস কে বেশি ভাল বাশি
স আমি সব সময় টেকনিকাল এনালাইসিস করি
ভাই অাপনার কথাটি প্রকৃত পক্ষে চিরসত্য।এই ৪ দিন অাগের ঘটনা আমি ইউরো/জাপানা ইর্য়ানে গত ২০১৬-০১-২৫ তারিখে বাই দিয়ে ট্রেড ওপেন করেছিলা।আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে ফরেক্স শিখতে ছিলাম।আমার ভাই কে আমি যখন ট্রেডটি দেখাই তখন ভাইয়া টেডটি দেখে বললো ট্রেডটি যেন ক্লোজ করি।তার কথা শুনে আমি ২০১৬-০১-২৮ ইং ব্রস্পতিবার ট্রেডটি ক্লজ করি।পরের দিন সকাল ৯ টায় দেখি ট্রেডটি উপরে দিকে প্রায় ১৫০ পিপস এরও বেশ উঠেছে।এটা দেখে আমি ভাবলাম পায় ২০০০ টাকা আমি লস করেছি।
ভালোভাবে মার্কেট এ্যানালাইসিস না করলে আপনাকে বড় ধরনের লসের সম্মুখীন হতে পারেন । আমি টেনিক্যাল এনালাইসিস দ্বারা ট্রেড করে থাকি । ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে ধৈয্য সহকারে । ফরেক্স মার্কেটে টিকে থাকতে আবেগ থেকে দুরে থাকতে হবে । অামরা বেশী করে এ্যানালাইসিস করার চেষ্টা করব ।
সবাই যার যার এনালাইসিস এ কাজ করুন । তাহলে লস কম হবে। কারন আপনি না জেনে অন্যর এনালাইসিস এ ট্রেড করলে সে লস করলে আপনি ও লস করবেন। আর তাছার নিজের একটা অভিমত থাকে। যে মার্কেট কোন দিকে যেতে পারে। শুধু পরের এনালাইসে দেখলে হবে না। নিজেই এনালাইসিস করতে হবে।
যেহেতু ফরেক্স ব্যাবসা স্প্যাকুলেটিভ বা অনুমাণ নির্ভর ব্যাবসা৷তাই এখানে এনালাইসিস করে করে একটা নিশ্চিত ধারণা নিয়ে তারপর ট্রেডে Buy/Sell করার জন্য সিদ্ধান্ত নিতে হয়৷অবশ্যই নিজের এনালাইসিস অনুসারে ট্রেড করা উত্তম৷নিজের বোকামীতে ফকির হলেও মন মানে৷আর অন্যের বুদ্ধিতে কদাচিৎ সফল হলেও কখোনোই নিজের মনকে মানাতে পারবেন না৷
ভাই এখানে আপনি অন্যের এনাল্যাইসিস ফলো না করে নিজের এনালাইসিস অনুসরন করে ট্রেড করা বেশি ভাল । আপনি সবসময় চেষ্টা করবেন নিজের মেধাকে কাজে লাগিয়ে দক্ষতার সাথে কিভাবে ট্রেড করা যায় । এত আপনার আত্মবিশ্বাসটাও বেড়ে যাবে এবং ভুলভ্রান্তিগুলোও আসতে আসতে সমাধান হতে থাকবে । সুতরাং নিজের এনালাইসিস অনুসারে সবসময় ট্রেড করা অনেক লাভজনক বলে আমি মনে করি ।
এনালাইজ ব্যাপার টা বেশ গুরুত্বপূর্ন একটা পার্ট ফরেক্স ট্রেডিং এ। আপনাকে খুব ভালো ভাবে একটা ট্রেড সফল করতে হলে সুন্দর ভাবে আগে এনালাইজ করতে হবে। এনালাইজ অবশ্যই টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল এই দুইটাই করা দরকার। নয়তো দেখা যাবে টেনকিক্যাল এনালাইজে এক রেজাল্ট আবার ফান্ডামেন্টালে অন্য একটা রেজাল্ট চলে আসবে । এনালাইজের উপর আমাদের ভালো ভাবে গুরুত্ব দিতে হবে
অাগের ঘটনা আমি ইউরো/জাপানা ইর্য়ানে গত ২০১৬-০১-২৫ তারিখে বাই দিয়ে ট্রেড ওপেন করেছিলা।আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে ফরেক্স শিখতে ছিলাম।আমার ভাই কে আমি যখন ট্রেডটি দেখাই তখন ভাইয়া টেডটি দেখে বললো ট্রেডটি যেন ক্লোজ করি।তার কথা শুনে আমি ২০১৬-০১-২৮ ইং ব্রস্পতিবার ট্রেডটি ক্লজ করি।পরের দিন সকাল ৯ টায় দেখি ট্রেডটি উপরে দিকে প্রায় ১৫০ পিপস এরও বেশ উঠেছে।এটা
ফরেক্স বাজারে সফলতা অর্জন করার জন্য ফরেক্স মার্কেট এনালাইসিস করার বিশেষ গুরুত্ব রয়েছে ফরেক্স মার্কেট এনালাইসিস এর উপর নির্ভর করে ফরেক্স বাজারের কাজের সফলতা..... ধন্যবাদ।
ফরেক্স ট্রেডিং ব্যবসায় এনালাইসিস হল এক জন ট্রেডারের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এনালাইসিস ছাড়া ফরেক্স ট্রেডিং ব্যবসাতে অভিজ্ঞতা অর্জন করা সম্ভব নয়। ফরেক্স ট্রেডিং ব্যবসা সম্পর্কে জানতে হলে অবশ্যই এনালাইসিস করার গুরুত্ব অপরিসীম। ফরেক্স ট্রেডিং এ ভালো করতে হলে অবশ্যই ফরেক্স মার্কেটের বিভিন্ন বিষয় নিয়ে এনালাইসিস করতে হবে। এনালাইসিস করার মধ্যে উল্লেখ্য বিষয় গুলো হল ফান্ডেমেন্টাল, টেকনিক্যাল এবং সেন্টিমেন্টাল এনালাইসিস।