সবাই ক্যান্ডেলস্টিক চার্ট দেখে ট্রেড করে থাকে । চার্ট মূলত তিন ধরনের,যথাঃ-লাইন চার্ট, বার চার্ট এবং ক্যান্ডেলস্টিক চার্ট । এখন আমার প্রশ্ন হচ্ছে,আমি কি ক্যান্ডেলস্টিক চার্ট না দেখে অন্য দুট উপায়ের যে কোন একট দেখে ট্রেড করতে পারি?
Printable View
সবাই ক্যান্ডেলস্টিক চার্ট দেখে ট্রেড করে থাকে । চার্ট মূলত তিন ধরনের,যথাঃ-লাইন চার্ট, বার চার্ট এবং ক্যান্ডেলস্টিক চার্ট । এখন আমার প্রশ্ন হচ্ছে,আমি কি ক্যান্ডেলস্টিক চার্ট না দেখে অন্য দুট উপায়ের যে কোন একট দেখে ট্রেড করতে পারি?
আসলে ফরেক্স মার্কেট এ কোনটা কাজ করে সেটি সঠিকভাবে বলা সম্ভব নয় ।তবে আমার দেখা মতে ফরেক্স মার্কেট এ ভাল কাজ করে সাপোর্ট রেসিসটেন্স এবং ক্যান্ডেলিস্টিক । যখন কোন একটি সাপোর্ট বা রেসিসটেন্স েএ কোন রিভার্সাল ক্যান্ডেল তৈরি হয় তখন মার্কেট অন্য দিকে মুভ করে বা ব্রেক আউট হয় ।
ভাই ফরেক্স মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন খুব গুুত্বপূর্ণ।আমি ফরেক্স মার্কেটে ক্যান্ডেলস্টিক চার্ট দেখে ট্রেড করি।আমি লাইন চার্ট ও বার চার্ট দেেখে ট্রেড করিনা।কারন আমি লাইন চার্ট ও বার চার্টের মাথামুন্ডু কিছুই বুঝিনা এবং এই চার্ট গুলো দেখে আমি টকনিক্যাল এনালাইিস করতে পারিনা।তবে লাইন চার্টের মাধ্যমে আমি একটি গুরুত্বপূর্ন কাজ করে থাকি।সেটা হল সাপোর্ট লেভেল ও রেসিসটেন্স লেভেল নির্ধারন করা।
আপনি কোন কিছু না দেখে ট্রেড করলে কোন সমস্যা নেই তবে আমি মনে কররি ফরেক্স মার্কেটে আমাদের কে ক্যান্ডেলস্টীক চার্ট দেখে ট্রেড করতে হয় অন্য যে দুইটি রয়েছে সেগুলো দেখে ট্রেড করা যায় তবে মার্কেট সম্পর্কে পরিপুর্ন ধারনা পাওয়া যায়না তার জন্য আমাদের কে ক্যান্ডেলস্টীক দিয়ে এনালাইসিস করতে হয়।
চার্ট ট্রেডিং এ সফলতার পিছনে তেমন একটা মোক্ষম ভুমিকা পালন করেনা.আপনি তিনটি চার্ট এর মধ্যে যেকোনো চার্ট এ ট্রেড করেই সফল হতে পারবেন.এইটি আসলে এক এক জনের পছন্দের বেপার সেপার.অনেকের জন্য হতে পারে ক্যান্ডেলস্টিক পছন্দ তার কারণ এইটাও হতে পারে যে তারা এই চার্ট এ ট্রেড মুভমেন্ট সহজে বুঝতে পারে.কিন্তু তার মানে আইনা যে অনন্য চার্ট এ আপনি ট্রেড করতে পারবেননা.এইটা নিজের নিজের পছন্দ.
আমি মনে করি কোন কিছু না দেখে ট্রেড করলে কোন সমস্যা নেই তবে ফরেক্স মার্কেটে আমাদের কে ক্যান্ডেলস্টীক চার্ট দেখে ট্রেড করতে হয়। অন্য যে দুইটি রয়েছে সেগুলো দেখে ট্রেড করা যায় না।তবে মার্কেট সম্পর্কে পরিপুর্ন ধারনা পাওয়া যায়না তার জন্য আমাদের কে ক্যান্ডেলস্টীক দিয়ে এনালাইসিস করতে হয়।
হ্যা আপনি ক্যান্ডেল চার্ট না দেখে অন্য দুটি চার্ট দেখেও ট্রেড করতে পারবেন। তবে আমার মনে হয় ক্যান্ডেলস্টিক চার্ট দেখেই ট্রেড করা ভাল। কারন পরিক্ষামূলক ভাবে ক্যান্ডেলস্টিক চার্ট অন্য দুটি পদ্ধতির থেকে ভাল কাজ করে। ক্যান্ডেল চার্ট ঠিকমত জব্ধ করতে পারলে ফরেক্স এ ভাল করা যায়।আর এ জন্য অধিকাংশ মানুষ ক্যান্ডেল চার্ট দেখেই ট্রেড করেন।
আপনি ট্রেড করার জন্য প্রধান তিনটি চার্ট এর মধ্যে যেকোনো একটি চার্ট এই ট্রেড করতে পারবেন.কারণ তিনটিতেই আপনি ট্রেড করতে পারবেন যা ট্রেডিং অ সমানভাবে উপযোগী.ক্যন্ডেলস্টিক চার্ট ছাড়াও আপনি বাকি দুটি চার্ট ট্রেড করেও সফল হতে পারেন.এইখানে মার্কেট প্রদর্শন অ ভিন্নতা কেবল বাকি সব ই একইরকম.আপনি ত্রাদের হিসেবে আপনার সুবিধা অনুযায়ী যেকোনো চার্ট বেবহার করতে পারেন.
কেন্ডল স্টিক চার্ট দেখে ট্রেড করাটাই আমি মনে করি অনেক ভাল কারন আমি দেখেছি সব ফরেক্স ট্রেডারাই ফরেক্স ট্রেড করে একমাত্র কেন্ডেল স্টিক চার্ট দেখে। তাই আমি মনে করি আপনি যদি ভাল করে ফরেক্স ট্রেড করতে চান তবে সবাত মত কেন্ডেল স্টিক ব্যবহাত করেই ট্রেড করেন।
ফরেক্স মার্কেটে ভাল ট্রেডিং এর জন্য মানসম্মত মার্কেট এনালাইসিস অনেক বেশি প্রয়োজনীয়। মার্কেট এনালাইসিস আপনার ট্রেডে সফল হওয়ার সম্ভাবনা অনেক গুন বাড়িয়ে তোলে। মার্কেট এনালাইসিসের ত্নটি ভাগের মধ্যে একটি হচ্ছে টেকনিক্যাল এনালাইসিস। আর টেকনিক্যাল এনালাইসিসের একটি অংশ হচ্ছে কেন্ডেলস্টিক চার্ট। কেন্ডেলস্টিক চার্ট দেখে এনালাইসিস করে আমরা মার্কেটের বর্তমান ও ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে নির্ভুল ধারণা পেতে পারি বলে কেন্ডেলস্টিক চার্ট দেখে এনালাইসিস করা ট্রেডের জন্য ভাল।
আমার মনে হয় ক্যান্দেলস্তিক চাট দেখে ট্রেড করা উচিত । আমি আমরা ডেমো ট্রেড এ এই চাট প্যাটার্ন অনুসরণ করি । এটি দিয়ে আমি ভাল ট্রেড করতে পারি । তবে বুঝার জন্য অন্য প্যাটার্ন অনুসরণ করা যেতে পারে ।
ফরেক্স মার্কেট এ ভাল করার জন্য অ্যানালাইসিস প্রয়োজন । আর এ অ্যাানালাইসিস ক্যান্ডেল স্তিক এর মাধ্যমে সম্ভব । আপনি যত বেশি অ্যানালাইসিস বুঝবেন তত বেশি আপনি সফল হবেন ।
ফরেক্স মার্কেটের চার্ট না দেখে ট্রেড করা ভালনা। কারন যদি কেউ চার্ট না দেখে ট্রেডিং করতে চায় সে ত মার্কেটের মুভমেন্ট বুঝতে পারবেনা,তাই ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে যে কোন চার্ট দেখতে হবে, তাহলে মার্কেটের মুভমেন্ট বুঝা যায়,তাই আমাদের ফরেক্স থেকে ভাল প্রফিট করার জন্য ক্যান্ডেলস্টিক চার্ট দেখতে হবে।
আপনি ট্রেড করার জন্য প্রধান তিনটি চার্ট এর মধ্যে যেকোনো একটি চার্ট এই ট্রেড করতে পারবেন.কারণ তিনটিতেই আপনি ট্রেড করতে পারবেন যা ট্রেডিং এ সমানভাবে উপযোগী.ক্যন্ডেলস্টিক চার্ট ছাড়াও আপনি বাকি দুটি চার্ট ট্রেড করেও সফল হতে পারেন.এইখানে মার্কেট প্রদর্শন এ ভিন্নতা কেবল বাকি সব ই একইরকম. কিন্তু সবচেয়ে ভাল ক্যান্ডেলস্টিক চার্ট ।
ফরেক্স মার্কেটে তিন প্রকার চার্ট দেখা যায়। যেমন লাইন চার্ট, বার চার্ট এবং ক্যান্ডেলস্টিক চার্ট।ক্যান্ডেলস্টিক চার্ট ছাড়া আমি কিছু বুঝিনা তাই আমাকে ট্রেড করতে হয় ক্যান্ডেলস্টিক চার্ট দেখে। ফরেক্স মার্কেটে সফলতা বা লস নির্ভর করে চার্ট। কারন আপনি চার্ট দেখে ট্রেড করা যায়।
চার্ট না দেখে আমরা কখনোই ভালো ট্রেডার হতে পারব না । আমরা সব সময় ক্যান্ডেল চার্ট দেখে তারপর ফরেক্স ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও সব সময় ফরেক্স ব্যবসা ধৈর্য্যের সহিত করার চেষ্টা করুন তাহলেই লাভবান হতে পারবেন । অবশ্যই ধৈর্য্যের ফল রয়েছে । আমরা সকল ট্রেডের ধৈর্য্য ধারণ করার চেষ্টা করব ।
আপনি ক্যন্ডেলস্টিক দেখেও ট্রেড করতে পারেন। তবে ক্যন্ডেলস্টিক দেখে ট্রেড করার আগে আপনাকে ক্যন্ডেলস্টিক সম্পর্কে ভাল ধারনা নিতে হবে। তবেই আপনি ক্যন্ডেলস্টিক দেখে ট্রেড করতে পারবেন। বিভিন্ন রকমের ক্যন্ডেলস্টিক হয়ে থাকে। কোন ক্যন্ডেলস্টিক এর পরে মার্কেট কোন দিকে মুভ করতে পারে সে সম্পর্কে আপনার ধারনা থাকতে হবে।
মার্কেট এনালিসিস করা প্রতিটা ট্রেডের জন্য খুবি গুরুত্ত্বপূর্ন আর ক্যান্ডেল স্টিক চার্ট মার্কেট এনালিসিস করতে সহায়ক।তাই মার্কেট এনালিসিস এর জন্য কেন্ডেল স্টিক চার্ট অনুসরন করাই বেশি সুবিধা জনক।এবং মার্কেটের মুভমেন্ট সম্পর্কে সহজেই বুঝতে পারি।
ফরেক্স মার্কেটে সাধারনত ৩ ধরনের চার্ত থাকে ।যতা-
চার্ট মূলত তিন ধরনের,যথাঃ-লাইন চার্ট, বার চার্ট এবং ক্যান্ডেলস্টিক চার্ট ।
এই ৩ টি চার্টের মধ্যে সব থেকে জনপ্রিয় হল ক্যান্ডেলস্টিক চার্ট।ক্যান্ডেলস্টিক চার্ট এর মধ্যমে ট্রেড করলে বেশি লাভ পাওয়া যাই।
আমাদের দেশ বাংলাদেশ অরথনৈতিক দিক দিয়ে অন্যান্য দেশের চেয়ে পিছিয়ে । আর আমাদের দেশের বেশির ভাগ লোক অহংকারি আর হিংশুক টাইপের যার কারণে কেউ উন্নতি করতে পারতেছে না। আর অন্যান্য দেশে একজনে যা জানে তা অন্যদেরকে বলে দেয় । আমি মনে করি ফরেক্র মারকেট সম্পরকে যারা ভাল যানে তারা চাইলে অনেক বৈদেশীক মুদ্রা অরজন করতে পারে। তবে যারা ফরেক্র করে তারা চাইলে আমাদের দেশের অনক উন্নত করতে পারে।
ফরেক্স মার্কেট এ তিন ধরনের চার্ট রয়েছে। এখানে তিন ধরনের চার্ট ই গুরুত্বপূর্ন। আপনি সকল চার্টই এনালাইসিস করতে পারেন। একজন ট্রেডার তার পছন্দ সই চার্ট ব্যবহার করে এনালাইসিস করতে পারে। ফরেক্স এ জনপ্রিয় চার্ট হচ্ছে ক্যান্ডলস্টিক চার্ট। এটাই সবাই ব্যবহার করে।
আসলে আমাদের দেশ বাংলাদেশ অরথনৈতিক দিক দিয়ে অন্যান্য দেশের চেয়ে পিছিয়ে । আর আমাদের দেশের বেশির ভাগ লোক অহংকারি আর হিংশুক টাইপের যার কারণে কেউ উন্নতি করতে পারতেছে না। আর অন্যান্য দেশে একজনে যা জানে তা অন্যদেরকে বলে দেয় । আমি মনে করি ফরেক্র মারকেট সম্পরকে যারা ভাল যানে তারা চাইলে অনেক বৈদেশীক মুদ্রা অরজন করতে পারে। তবে যারা ফরেক্র করে তারা চাইলে আমাদের দেশের অনক উন্নত করতে পারে।
হ্যা ভাই আপনি এখানে ক্যান্ডেলস্টিক চার্ট দেখে ট্রেড না করলেও চলবে কোন সমস্যা নেই। কারন এখানে সবাই তার ভিন্ন ভিন্ন প্যার্টন নিয়ে কাজ করে যেমন কেউ লাইন চার্ট, কেউবা মনে করেন বার চার্ট আবার কেউ কেউ ধরেন যে ক্যান্ডেলস্টিক চার্ট প্যার্টান নিয়ে কাজ করতে বেশি ভালবাসেন, এখন যার যেটা ভাল লাগে আরকি। সুতরাং আপনার যেটা এখানে ভাল লাগে আপনি সেটাকেই ডেবলাভ করে ট্রেড করতে পারেন, কেননা এখানে কেউ কারো অধীনে নয়, এখানে সবাই তার নিজস্ব নিয়মকে ফলো করে চলছে। কারন এটা হল সবার জন্য স্বাধীন একটা ব্যবসা।
ফরেক্স চার্টের চিত্র তিন প্রকারে দেখানো যায় যেমোন : বার, লাইন, ক্যান্ডেলস্টীক। আপনার কাছে চার্টের যেটা বুঝতে সুবিধা হয় সেটা ব্যবহার করতে পারেন। তবে সবচেয়ে বেশী ব্যবহার করা হয় ক্যান্ডেলষ্টীক কারণ ক্যন্ডেলস্টীক বেশী পরিমানে বনর্না করতে পারে আর একটি সুবিধা হলো ক্যান্ডেলস্টীক নিজের খুশিমত ব্যবহার করা যায় তাই বেশী ট্রেডারের ক্যান্ডেস্টীক পছন্দ। শুধু মাত্র আমরা যদি ক্যান্ডেস্টীক এর সাইকোলজি ভালভাবে স্টাডি করতে পারি তাহলে আমার মনে হয় ট্রেডিং এর ৮০ ভাগ জানা হয়ে গেল।
আমার জানামতে আপনি যে কোন চার্ট দেখই ট্রেড করতে পারেন, আপনার ট্রেডের জন্য যে ক্যান্ডেলস্টিক চার্ট দেখেই ট্রেড করতে হবে এমনটা নয়। তবে হ্যা বেশিরভাগ ট্রেডাররা ক্যান্ডেলস্টিক চার্ট দেখে ট্রেড করেন কারণ ক্যান্ডেলস্টিক চার্ট দেখে ট্রেড করাটা অনেক সহজ আর আপনি অন্যান্য চার্টের থেকে ক্যান্ডেলস্টিক চার্ট দিয়ে বাজার ভালভাবে বিশ্লেষণ করতে পারবেন ফলে আপনি মুনাফাও ভাল উপার্জন করতে পারবেন। আমি সবসময় ক্যান্ডেলস্টিক চার্ট দেখে ট্রেড করি এতে আমি অনেক সহজ অনুভব করি।
আমার জানা মতে আপনি ফরেক্স মার্কেটে ভাল ট্রেড করতে চাইলে আপনাকে অবশ্যই চার্ট দেখে ট্রেড করতে হবে কারণ চার্টের উপর ফরেক্স বাজারে অবস্থান সম্পর্কে অনেক কিছু বুঝা যায়। আর বেশির ভাগ অভিজ্ঞ ট্রডাররা আমার জানা মতে ক্যান্ডেলস্টিক চার্ট দেখেই ট্রেড করে থাকে। এবং তার উপর ভিত্তি করে যারা বাজার বিশ্লেষণ করত পারে তারাই এই মার্কেট হতে সফল ভাবে মুনাফা উপার্জন করতে সক্ষম হতে পারে।
যদি ফান্ডামেন্টাল এবং টেকনিকেল এনালাইসিস ভালো জানা থাকে তবে অবশ্যই ক্যান্ডলস্টিক ছাড়াও ভালো ট্রেড করা সম্ভব। কারণ চার্ট প্যাটার্ন হচ্ছে মার্কেট উদ্ধমূখি না নিম্নমূখি তা দেখার জন্য তাই আপনি যেকোন চার্ট প্যাটার্ন অনুসরণ করলেই হলো। তবে ক্যান্ডল স্টিক হচ্ছে সবথেকে বেশী ব্যবহৃত আমার মনে হয়। ক্যান্ডল ষ্টিক ব্যবহার করে অনেক সময় বেশী ভালোভাবে এনালাইসিস করা সম্ভব বলেও আমার মনে হয়।
হ্যা ভাই এখানে আপনি যে কোন একটা চার্ট ব্যবহার করে ট্রেড করতে পারেন। এটা সবার জন্য স্বাধীন একটা ব্যবসা। কেননা এখানে আপনি আপনার টাকা খরচ করছেন, শ্রম আপনার, এনালাইসিস আপনার তাই আপনি এখানে কারো অধীনে নন, আপনি আপনার আন্ডারে কাজ করছেন। সুতরাং আপনি এখানে লাইন চার্ট ব্যবহার করবেন না বার চার্ট ব্যবহার করবেন না অন্যকিছু এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ইচ্ছের উপর।
ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান থাকলে যে কেউ ক্যান্ডলস্টিক না দেখেও ট্রেড করতে পারবে। তবে আমার মতে চার্ট দেখাটা উত্তম কারণ অনেক সময় বিভিন্ন ইন্ডিকেটর ভালো ভালো সিগন্যাল দিয়ে থাকে তাই চার্ট না দেখেতো আর কোন ইন্ডিকেটর ব্যবহার করা যাবে না তাই ট্রেড করাটাও সঠিক হবে না। যারা স্কেল্পিং কারে প্রতিনিয়ত তারা আমার মতে সবসময় চার্ট অনুসরণ করে কারণ তাদের চার্টে বিভিন্ন ইন্ডিকেটর ব্যবহার করা হয় যার মাধ্যমে সে বুঝতে পারে মার্কেট মুভমেন্ট।
আমার মতে আপনি ক্যান্ডেলস্টিক চার্ট না দেখে আপনি কখনই ভাল ট্রেডার হতে পারবেন না, কেননা মার্কেটের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ না বিবেচনা করে আপনি কখনই এই মার্কেটে ট্রেড করে ভাল ট্রেডিং কৌশল পরিচালনা করতে পারবেন না। এজন্য আমি মনে করি প্রত্যেক ট্রেডারের ক্ষেত্রে উচিত বেশি বেশি ক্যান্ডেলিস্টক চার্ট দেখে ট্রেড করা। আর এটার মাধ্যমে আপনি আপনার কৌশলগত অভিজ্ঞতাগুলো প্রয়োগ করে সফলতা অর্জন করতে পারেন।
জী,আপনি কেন্ডেলস্টীকগুলো না দেখেও শুধু বার চার্ট অথবা লাইন চার্ট দেখে ট্রেডে এন্ট্রী করতে পারবেন৷তবে কেন্ডেলস্টীকগুলো এনালাইসিস করা তুলনামূলক সহজ ও সঠিক হয়৷টেকনিক্যাল এনালাইসিসের মূল বিষয়বস্তু হচ্ছে এই কেন্ডেলস্টীকের বিভিন্ন প্যাটার্ণ এনালাইজ করা যা বার চার্ট অথবা লাইন চার্ট এ সম্ভব হয় না৷
এটা সত্যি যে ক্যান্ডেলস্টিক ছাড়াও এই ব্যবসায় ট্রেড করা যায়, কিন্তু আপনি যদি অন্য চার্ট যেমন বার চার্ট অথবা লাইন চার্ট দেখে ট্রেড করেন তাহলে আমার মনে হয় আপনি ঠিকমত বাজার বিশ্লেষণ করে বাজারে প্রবেশ করতে পারবেন না। বর্তমানে ক্যান্ডেলস্টিক এতটা জনপ্রিয় হওয়ার কারণ হলো এর মাধ্যমে সহজেই বাজার বিশ্লেষণ করা যায় আর অনেক বেশি সঠিক এন্ট্রি পয়েন্ট পাওয়া যায় যার মাধ্যমে খুব সহজেই ভাল মুনাফা উপার্জন করা সম্ভব হয়ে থাকে।
ফরেক্স মার্কেট এ আপনি ক্যান্ডেলস্টিক চার্ট না দেখেও ট্রেড করতে পারবেন ফরেক্স মার্কেট এ ৩ ধরেনের চার্ট পাওয়া যাই তার মধ্য ক্যান্ডেলস্টিক চার্ট সব থেকে বেশি ব্যবহার করা হয় আপনি চাইলে লাইন চার্ট এ ট্রেড করতে পারেন আমি ফরেক্স মার্কেট এ অনেকে লাইন চার্ট এ ট্রেড করে লাভ করতে দেখছি তাই আপনি যেই ভাবেই ট্রেড করেন না কেন লাভ করতে পারাতাই বড় কথা
আমার মনে হয় ফরেক্স মার্কেটে আপনার ট্রেডের জন্য যে ক্যান্ডেলস্টিক চার্ট দেখেই ট্রেড করতে হবে এমনটা নয়। তবে হ্যা বেশিরভাগ ট্রেডাররা ক্যান্ডেলস্টিক চার্ট দেখে ট্রেড করেন কারণ ক্যান্ডেলস্টিক চার্ট দেখে ট্রেড করাটা অনেক সহজ আর আপনি অন্যান্য চার্টের থেকে ক্যান্ডেলস্টিক চার্ট দিয়ে বাজার ভালভাবে বিশ্লেষণ করতে পারবেন ফলে আপনি মুনাফাও ভাল উপার্জন করতে পারবেন। আমি সবসময় ক্যান্ডেলস্টিক চার্ট দেখে ট্রেড করি এতে আমি অনেক সহজ অনুভব করি।
মেটাট্রেডার প্লাটফরামে মূলত তিন ধরনের চার্ট রয়েছে। তবে সবার পছন্দ বা জনপ্রিয় হচ্ছে জাপানিজ ক্যান্ডলস্টীক চার্ট। আপনি যে চার্ট দেখে মার্কেট অ্যানালাইসিস করুন না কেন সবচেয়ে ক্যান্ডলস্টীক চার্ট ই সবাই প্রাধান্য দিয়ে থাকে। আমিও কান্ডলস্টীক চার্ট দেখে ট্রেড করি।
মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন খুব গুুত্বপূর্ণ, কারন টেকনিক্যাল এনালাইসিসের একটি অংশ হচ্ছে কেন্ডেলস্টিক চার্ট।অধিকাংশ মানুষ ক্যান্ডেল চার্ট দেখেই ট্রেড করেন এবং সফলতাও অর্জন করেন।তাই আমি এটাকে অনেক গুরুত্ব দেই।
আপনি চাইলে যেকোন চার্ট দেখেই ট্রেড করতে পারেন সেটা আপনার মর্জি। তবে যদি সুবিধার কথা মাথায় রাখেন তবে অন্য দুইটি চার্ট এর চেয়ে ক্যান্ডেলস্টিক চার্ট এনালাইসিস করা খুবই সহজ এবং যথেষ্ট কার্যকর। ক্যান্ডেলস্টিক চার্ট এর মাধ্যমে প্রাইস একশনটা খুব ভালো করে বোঝা যায় আর তাছার প্রায় সব ট্রেডারই এখন ক্যান্ডেলস্টিক চার্ট ব্যাবহার করে ট্রেড করে থাকে।
কারণ তিনটিই আপনি ট্রেড করতে পারেন যা অ-অভিন্ন কার্যকর। কনডেসেন্ডিং চার্ট ছাড়াও, আপনি দুটি চার্টের ব্যবসায়ের মাধ্যমে সফল হতে পারবেন। এটা একই. আপনি আপনার সুবিধা হিসাবে যে কোনও চার্ট ব্যবহার করতে পারেন। ব্যবসায়ের জন্য তিনটি প্রধান চার্টের একটি। কারণ তিনটিই আপনি ট্রেড করতে পারেন যা অ-অভিন্ন কার্যকর। কনডেসেন্ডিং চার্ট ছাড়াও, আপনি দুটি চার্টের ব্যবসায়ের মাধ্যমে সফল হতে পারবেন
আপনার কাছে চার্টের যেটা বুঝতে সুবিধা হয় সেটা ব্যবহার করতে পারেন । তবে সবচেয়ে বেশী ব্যবহার করা হয় ক্যান্ডেলষ্টীক কারণ ক্যন্ডেলস্টীক বেশী ভালভাবে মার্কেট মুভমেন্টগুলো দেখাতে পারে আর একটি সুবিধা হলো ক্যান্ডেলস্টীক নিজের খুশিমত ব্যবহার করা যায় তাই বেশী ট্রেডারের ক্যান্ডেস্টীক পছন্দ । আমি মনে করি প্রত্যেক ট্রেডারের ক্ষেত্রে উচিত বেশি বেশি ক্যান্ডেলিস্টক চার্ট দেখে ট্রেড করা ।
সব সময় ক্যান্ডেল চার্ট দেখে তারপর ফরেক্স ব্যবসা করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর আপনারাও সব সময় ফরেক্স ব্যবসা ধৈর্য্যের সহিত করার চেষ্টা করুন তাহলেই লাভবান হতে পারবেন । অবশ্যই ধৈর্য্যের ফল রয়েছে । আপনার যেটা এখানে ভাল লাগে আপনি সেটাকেই ডেবলাভ করে ট্রেড করতে পারেন, কেননা এখানে কেউ কারো অধীনে নয়, এখানে সবাই তার নিজস্ব নিয়মকে ফলো করে চলছে। কারন এটা হল সবার জন্য স্বাধীন একটা ব্যবসা।