আমরা অনেক সময় একটানা কয়েকটা ট্রেড এ যদি লস খাই তাহলে আমরা চিন্তায় পরে যাই। পরের ট্রেডগুলো আমাকে অব্যশই লাভ করতে হবে না হলে আমি লস রিকভার করতে পারব না। বেশি ভাবতে যেয়ে ভালো ট্রেডগুল ও অনেক সময় মিস হয়ে যায়।
Printable View
আমরা অনেক সময় একটানা কয়েকটা ট্রেড এ যদি লস খাই তাহলে আমরা চিন্তায় পরে যাই। পরের ট্রেডগুলো আমাকে অব্যশই লাভ করতে হবে না হলে আমি লস রিকভার করতে পারব না। বেশি ভাবতে যেয়ে ভালো ট্রেডগুল ও অনেক সময় মিস হয়ে যায়।
একবার লস হয়ে গেলে সত্যিই বুুকের ভিতরে সব সময় ভয় কাজ করে থাকে । সে ভয় আর কখনোই যেতে চায় না । সুতরাং অামরা কখনোই ফরেক্সে না বুঝে ট্রেড করব না তাহলেই এই সমস্যায় পড়তে হবে । আর অাপনারাও এই ফরেক্স ব্যবসা করার অাগে দক্ষতা অর্জন করুন তারপর এই ব্যবসা করুন ।
ফরেক্স ট্রেডিংয়ে কম বেশি লসের ঝুকি অবশ্যই থাকবে কিন্ত তাই কবে ভয় পেলে চলবেনা কারন ভয় না পেয়ে লস থেকে শিক্ষা গ্রহন করে সামনের দিকে এগ্রিযে যাওয়াটাই প্রকৃত দক্ষ ট্রেডারের অন্যতম বৈশিষ্ট। যারা ফরেক্সে লস করার পর লসের প্রকৃত কারন উতঘাটন করে সামনের দিকে এগ্রিয়ে যেতে যানে তারাই ফরেক্সে ভাল ভাবে টিকে থাকতে পারে সফলতার সাথে।
অাপনারাও এই ফরেক্স ব্যবসা করার অাগে দক্ষতা অর্জন করুন তারপর এই ব্যবসা করুন ।ফরেক্স ট্রেডিংয়ে কম বেশি লসের ঝুকি অবশ্যই থাকবে কিন্ত তাই কবে ভয় পেলে চলবেনা কারন ভয় না পেয়ে লস থেকে শিক্ষা গ্রহন করে সামনের দিকে এগ্রিযে যাওয়াটাই প্রকৃত দক্ষ ট্রেডারের অন্যতম বৈশিষ্ট।
লস বিজনেসের একটা অংশ প্রতিটা বিজনেসে কমবেশি লাভ লস থাকে ফরেক্স বিজনেসে ও এমন যে অনেক অবিজ্ঞ ফরেক্স মার্কেট সেই ট্রেডার ফরেক্স মার্কেট অনেক কম লস করে।তাই আমাদের উচিত আগে ফরেক্স মার্কেট অবিজ্ঞতা অর্জন করে ট্রেড ওপেন করা ফরেক্স মার্কেট লস হলে আমাদের দরকার সর্বপ্রথম লস কেন হলো তা খুজে বের করা এবং ভুল সংসদন করার চেষ্টা করা।
ফরেক্সে লা না খেলে কিছু সেখা যায়না। ফরেক্স আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কারনে লসের সম্মুখীন হতে হয়।। একাধিক ট্রেড করা তার মধ্যে একটি।। ফরেক্স ট্রেডিং করে আমরা অনেক সময় অনেক কিছু সিখতে পারি। লস থেকে লসের কারন গুলী বুঝতে পারি।। ফরেক্স ট্রেডিং সিখতে হলে অবশ্যই লস থেকে সিক্ষা লাভ করতে হবে। লস করার কারন গুলী অনুধাবন করতে হবে।।
ফরেক্সে ট্রেড করার সময় লাভের থেকে লস করার দুশ্চিন্তা বেশি করি। কারন লাভ হলে তো ভালোই কিন্তু লস হলে তা পূনঃরুদ্ধার করা কঠিন হয়ে যায়। পর পর কয়েকটি ট্রেড লস হলে অবশ্যই মনে ভয় জাগে কারন ফরেক্স ট্রেড যতই উদাশীন হয়ে যাব ততই লস খাবো। তারপরেও চেষ্টা করি লস হলে মনকে শান্ত করে ট্রেড পরিচালন করার।
ফরেক্সে পর পর কয়েক বার পর পর লস হলে আর সহজে রিকভারি করা যায় না । রিকভারি করার জন্ন আবারও ভুল ট্রেড দেয়া হয় । তাই প্রথমেই মাথা টান্ডা করে ট্রেড দিতে হবে যাতে লস হলেও বেশি না হয় এবং প্রফিট ও হয় ।
অাসলে কথায় বলে বনের বাঘে খাওয়ার আগে মনের বাঘে খায় । আমরা অনেক সময় এমন সব বিষয় নিয়ে ভীত হয়ে পড়ি যে বিষয়গুলোকে সত্যিকার অর্থেই আমরা চাইলে এড়িয়ে যেতে পারি । একবার লস হয়েছে তো কি হয়েছে? পরবর্তীতে ভুল থেকে শিক্ষা নিয়ে লাভ করব এটা মনে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে । আর ভয় মনে থাকলে তা খারাপ প্রভাব ফেলবে ।
ফরেক্সে ছোট খাট লস হলে তা রিকবার করা যায়্ কিন্তু একবার বড় লস হয়ে গেলে তা রিকভার করার জন্য মন ব্যকুল হয়ে উঠে। আর এই কারনেই আমরা যেভাবে খুশি ট্রেড করে টাকা উশুল করতে চাই। আমাদের মনে রাখতে হবে যে ফরেক্সে যা খুশি ট্রেড করে প্রফিট করা যায় না। আমাদেরকে সব নিয়ম মেনেই ট্রেড করতে হয়। আমরা নিয়ম মেনে চলিনা বিধায় ফরেক্স ট্রেড আমাদের কাছে আরও জটিল হয়ে যায়।
ফরেক্স মার্কেটে আপনি উত্তেজিত হলেই আপনি বড় ধরনের লসের সম্মুখিন হয়ে পড়বেন ।মার্কেটে কোন অবস্থাতেই উত্তেজিত হওয়া যাবে না । আপনার দুই তিনটি ট্রেড যখন মার্কেটে লসের সম্মুখিন হয় তখন আপনার উচিত মার্কেটে ঠান্ডামাথায় মার্কেট এ্যনালাইসিস করে তারপর ট্রেড নেওয়া । বেশি চিন্তিত হয়ে পড়লে আপনি আরও লসের সম্মুখিন হতে পারেন । ধণ্যবাদ ।
প্রতিটা ব্যবসায়ে লাভ লস থকে তাই লাভ হলে যেমন খুশি লাগে তেমনি লস হলে হতাশ হওয়া যাবে না । লস হলে আগে লসের কারন জানার চেষ্টা করতে হবে , যাতে পরবর্তিতে এমন ভুলের কারনে আর লস না হয় । লস হলে হতাশ হয়ে কোন কাজ করা যাবে না । হতাশ না হয়ে সেখান থেকে পরের কাজ আবার শুরু করতে হবে । ফরেক্সে ভুলের বা লসের মাধ্যমে অনেক কিছু শেখা যায় । তাই লসকে লস না মনে করে এটাকে পরবর্তিতে লাভের কারন মনে করতে হবে ।
আসলে আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করি আর প্রত্যশা করি শুধু লাভের । আর আমাদরে আশা ভরসার বিপরীতে যদি কোন ধরনর লস হয় তবে তার জন্য আমরা অনেক বেশি পরিমাণে নিজেদেরকে অনেক পরিমাণে হতাশ মনে করি । আর লসের কারণে মনের মধ্য এক ধরনের ভয় কাজ করে যে আবার কি কোন লস করব কিনা এই ভেবে । তাই আমাদের উচিত হবে কোন ধরনের ভয় মনে না রেখে সঠিক বিশ্লেষণ নির্ভর পড়ালেখা করা ।
আসলে লাভ লস বিজনেসের একটা অংশ। প্রতিটা বিজনেসে কমবেশি লাভ লস থাকে।কিন্তু যারা ফরেক্স বিজনেসে অভিজ্ঞ তারা ফরেক্স মার্কেট অনেক কম লস করে।তাই আমাদের উচিত আগে ফরেক্স মার্কেট অভিজ্ঞতা অর্জন করে ট্রেড ওপেন করা ফরেক্স মার্কেট লস হলে আমাদের দরকার সর্বপ্রথম লস কেন হলো তা খুজে বের করা এবং ভুল সংশোধন করার চেষ্টা করা।
ফরেক্স এ এমন লোক নাই যে তার প্রথম ডিপোজিট করা ডলার হারায়নি। ফরেক্স এ লস করলেই মনে হয় আমাকে এখনি লাভ করতে হবে আর এই মন মানষিকতা আরো লসের দিকে নিয়ে যায়।ফরেক্স এ যখন লস হয় তখন অনেক খারাপ লাগে আর মনে হয় আমাকে দ্বারা ফরেক্স করা সম্ভব হবে না।
প্রথমবার লস হলে সেটা আমাদের হৃদয়ে ভয় ধরিয়ে দেয় । তােই আমাদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে । ফরেক্সে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে এইমার্কেটে ভয় নিয়ে কাজ করলে আপনি সফলতাকে জয় করতে পারবেন না । তাই আপনাকে সর্বদা ভয়কে করতে হবে জয় যাতে করে আপনি হতে পারেন । সফলতার জন্য প্রয়োজন হলো আপনার ভয়কে জয় করা ।
ফরেক্স ট্রেডিংয়ে কম বেশি লসের ঝুকি অবশ্যই থাকবে কিন্ত তাই কবে ভয় পেলে চলবেনা ফরেক্স ব্যবসা করার অাগে দক্ষতা অর্জন।লস থেকে শিক্ষা গ্রহন করে সামনের দিকে এগ্রিযে যাওয়াটাই প্রকৃত দক্ষ ট্রেডারের অন্যতম বৈশিষ্ট।আমাদেরকে সব নিয়ম মেনেই ট্রেড করতে হবে।
ভাই ফরেক্স মার্কেটে আপনার ভয়কে জয় করা জানতে হবে। তানাহলে কিছুই করতে পারবেন না। ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য আপনাকে প্রচুর সাহস নিয়ে কাজ করতে হবে। লস হচ্ছে হতে দেন কোন সমস্যা নেই, লস থেকে আসল শিক্ষাটা গ্রহন করার চেষ্টা করেন, কেন এবং কোথায় এবং কিভাবে লসগুলোর স্বীকার হচ্ছেন সেটা আগে খুঁজে বের করেন এবং সে অনুযায়ী আপনি পরবর্তি ট্রেডগুলোতে পার্টিসীপেট করবেন। সুতরাং ভয়কে সংবরন করে কাজ করার নামই ব্যবসা।
ফরেক্স ব্যবসায় খুব কমন একটা ব্যপার যে, লস করার পরও আরও বেশী ট্রেড করা ইচ্ছা জাগে এবং সেটা করা হয় একমাত্র লস রিকভার করার চেষ্টায়। কিন্তু দু:খের বিষয় যে, লস তো রিকভার হয়ই না বরং হয় আরও বড় লস। লস করার পর অবশ্যই আপনি আর ট্রেড করবেন না যদি ফরেক্স মার্কেটে টিকে থাকতে চান। লস করার পর ট্রেডিং ছেড়ে অন্য কোন কাজ করবেন এবং এনালাইসিস করার চেষ্টা করবেন লসটা কেন হলো এবং যখন আপনি পুরোপুরি বুঝতে পারবেন লস হওয়ার কারন তখন যদি আপনার ট্রেডিং করা মত উপযুক্ত মনমানসিকতা থাকে তাহলে ট্রেড করবেন।
ভাই আসলে ভয় পাওয়ার কোন কারণ নেই, আপনি যে কোন ব্যবসাই করতে জান না কেন সব ধরনের ব্যবসায় লাভ লস দুটোই বিদ্যমান থাকবে। তাই আমার মতে ফরেক্স মার্কেটে আপনি যদি লস করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ঠান্ডা মাথায় চিন্তা করে কাজ করতে হবে। কোন ভাবেই আপনাকে মাথা গরম করা যাবে না, ত না হলে আপনাকে অনবরত লস করতে থাকেন প্রায় প্রতিটি ট্রেডে। এজন্য মাথা গরম থাকা কালীন লস রিকভার করা চিন্তা করবেন না বরং সঠিকভাবে কৌশল অবলম্বন করে লসগুলো ঠেকানোর চেষ্টা করুন। আর কি কারণ উক্ত ট্রেডগুলোতে লস হয়েছে সেই বিষয়গুলো মাথায় রেখে নতুন ট্রেডিং কৌশল পরিকল্পনা করুন। তাহলে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন।
আমার মনে হয় যে কোন ধরনের লসকে আমাদেরকে সাধারণভাবে নেওয়া উচিত। কারণ এই ব্যবসা করতে গেলে লস হবেই। কিন্তু আমরা এটাকে সাধারণভাবে না নিয়ে সেই লসটাকে উদ্ধারের জন্য পরের ট্রেডে আরো একটু বেশি ঝুকি নিয়ে শুরু করি। ফলাফল আরো একটি বড় ধরনের লস। আমারদের উচিত একবার লস করার পর সেটা ভুলে গিয়ে নতুন করে চিন্তা করা, কারণ নতুনভাবে চিন্তা না করলে কখনই ভাল সিদ্ধান্ত নেওয়া যায় না।
কথায় আছে চুন খেয়ে মুখ পুড়ে দই দেখেও ভয়। একবার লস খাওয়ার পর যখন দেখি আম্র পরবরতি ট্রেডটাও বিপরীত দিকে যাইতেছে তখন বুকের মাঝে কেমন যেন লাগে মনে হই আবার মুখ পুড়ব।
আমার মতে বার বার ট্রেড করে লস করলে ঐদিন ট্রেড না করা ভালো। বার বার লস করলে আপনি আর ট্রেড করতে ভালো লাগবে না.
আপনি অনেক ভাল পোস্ট করছেন এই কারনেই অনেক ট্রেডার অ্যাকাউন্ট জিরো করে তারা কয়েকটা ট্রেড লস করার পর তারা আরও বড় লট এ ট্রেড করে তার কারন এ তারা আরও বড় লস করে ফেলে কিন্তু নিয়ম হল আপনি যত লস হতে থাকবে আপনি তত কম লট এ ট্রেড করবেন তাহলে অ্যাকাউন্ট জিরো হবে না আপনি ফরেক্স মার্কেট এ টিকে থাকবেন আর নিয়নিত লাভ ও করতে পারবেন
ফরেক্সে লস হওয়াটা এটা নতুন কোন বিষয় নয়। প্রতিটি বিজনেজের একটা কমন বৈশিষ্ট্য হল এই জায়গাটাতে আপনাকে লাভ লসের মধ্য হতে আপনাকে আপনার ব্যবসাটা ভালভাবে করতে হবে। লক্ষ রাখতে হবে যেন লসের পরিমাণটা ধীরে ধীরে কমিয়ে আনতে পারেন, সেভাবেই আপনাকে মানি ম্যানেজম্যান্ট করে সব কাজ এখানে করতে হবে, সব সময় চালাক ও সচেতন থাকতে হবে, ভয় করলে সামনে এগুতে পারবেন না, তাই ভলিওম কম রেখে ট্রেড করেন ।
এটা একদম ঠিক যে, এই ব্যবসায় লস হওয়া নতুন কিছু নয় আর সকল ব্যবসায় লাভের পাশাপাশি লস হতেই পারে, তাই বলে লস হলেই ভেঙ্গে পড়লে চলবে না। আপনার লস হওয়ার পর যদি আপনার মনকে শক্ত করে আবার ট্রেড করতে শুরু করেন আর আগের লস থেকে যদি কিছু শিখার চেষ্টা করেন তাহলে আমার মনে হয় আপনি দিন দিন আপনার লস কমিয়ে লাভের পরিমাণটা বাড়াতে পারবেন।
এটাই আমাদের একটা বড় ধরনের সমস্যা৷আমরা যখন পরপর কয়েকটি ট্রেডে লস করতে থাকি তখন আমাদের মাথা গরম হয়ে যায় এবং আমরা খুবই উত্তেজিত হয়ে ভাবতে থাকি যে এই লসগুলো কিভাবে দ্রুত রিকোভার করা যায় ? অথচ ফরেক্স মার্কেটের নিয়ম হচ্ছে যখনই আপনার লস হবে তখনই ওপেনিং ট্রেডগুলো ক্লোজ করে দিয়ে মার্কেট থেকে বের হয়ে যাওয়া অত্যাবশ্যক৷ এরপর আস্তে ধীরে আপনি অ্যানালাইসিস করতে থাকুন যে কেন আপনার এই ট্রেড গুলোতে লস হয়েছে ? অবশ্যই আপনি আপনার লস এর কারণগুলো খুঁজে বের করবেন এবং সেগুলোর সমাধান বের করবেন৷এরপর এই ভুলগুলো থেকে নিজেকে সংশোধন করে নিবেন পাশাপাশি আপনাকে বুঝতে হবে আপনি এখনো প্রফিটেবল ট্রেড করার জন্য উপযুক্ত হন নি৷তাই আপনাকে আরো প্রচুর শিখতে হবে,জানতে হবে এবং আরো ভালোভাবে ডেমো ট্রেড এ প্র্যাকটিস করে করে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে হবে৷মনে রাখবেন যখনই আপনার লস হবে তখনই বুঝবেন আপনার শিক্ষায় বেশ ঘাটতি রয়েছে৷ফরেক্স মার্কেটে লস হলে চিন্তা বা হতাশ হওয়ার কোনোও কারণ নাই এবং অবশ্যই চেষ্টা করতে হবে আমাদের শিক্ষা,চর্চা,অভিজ্ঞতা ও দক্ষতাকে আরও সমৃদ্ধ করতে৷
আসলে আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করি আর প্রত্যশা করি শুধু লাভের । আর আমাদরে আশা ভরসার বিপরীতে যদি কোন ধরনর লস হয় তবে তার জন্য আমরা অনেক বেশি পরিমাণে নিজেদেরকে অনেক পরিমাণে হতাশ মনে করি । আর লসের কারণে মনের মধ্য এক ধরনের ভয় কাজ করে যে আবার কি কোন লস করব কিনা এই ভেবে । তাই আমাদের উচিত হবে কোন ধরনের ভয় মনে না রেখে সঠিক বিশ্লেষণ নির্ভর পড়ালেখা করা ।
ফরেক্স ট্রেডিংয়ে কম বেশি লসের ঝুকি অবশ্যই থাকবে কিন্ত তাই কবে ভয় পেলে চলবেনা কারন ভয় না পেয়ে লস থেকে শিক্ষা গ্রহন করে সামনের দিকে এগ্রিযে যাওয়াটাই প্রকৃত দক্ষ ট্রেডারের অন্যতম বৈশিষ্ট। যারা ফরেক্সে লস করার পর লসের প্রকৃত কারন উতঘাটন করে সামনের দিকে এগ্রিয়ে যেতে যানে তারাই ফরেক্সে ভাল ভাবে টিকে থাকতে পারে সফলতার সাথে।
আমরা যদি এক বার আমাদের সব মুনাফা হারিয়েছি, তা হলে আমরা দ্বিতীয় বার এর থেকে মুনাফা করতে পারি । এই মুহূর্তে আমরা অনেক কিছু করতে পারি, তাই আমাদের সতর্ক ও বাণিজ্য করা উচিত ।
আমরা জানি যে একটি উন্নয়নশীল দেশে শিক্ষার্থীরা শিক্ষার মাধ্যমে তার রুটি উপার্জন করে। তবে একজন ছাত্র হিসাবে আমি মনে করি যে পার্ট টাইম ফরেক্স ট্রেডিং টিউশনের চেয়ে অনেক ভাল। সুতরাং একজন ছাত্র হিসাবে আমি আরও ফরেক্স ট্রেডিং ব্যবসায়ের পছন্দ করি। আমাদের যদি আরও বেশি পরিমাণে জ্ঞানের পাশাপাশি ফরেক্স ট্রেডিং ব্যবসায়ের অভিজ্ঞতা থাকে তবে ফরেক্স মার্কেট থেকে আমাদের লাভের খুব দরকার short এটি উপার্জনের সত্যিই সহজ উপায়।
ফরেক্স মার্কেটে আপনি উত্তেজিত হলেই আপনি বড় ধরনের লসের সম্মুখিন হয়ে পড়বেন ।মার্কেটে কোন অবস্থাতেই উত্তেজিত হওয়া যাবে না । আপনার দুই তিনটি ট্রেড যখন মার্কেটে লসের সম্মুখিন হয় তখন আপনার উচিত মার্কেটে ঠান্ডামাথায় মার্কেট এ্যনালাইসিস করে তারপর ট্রেড নেওয়া । বেশি চিন্তিত হয়ে পড়লে আপনি আরও লসের সম্মুখিন হতে পারেন । ধণ্যবাদ
ফরেক্স ট্রেডিং ব্যবসাতে লাভ করলে অনেক ভালো লাগে কিন্তুু একবার লস করলে অনেক খারাপ লাগে।তবে আমি মনে করি লস এবং লাভ নিয়েই ফরেক্স ব্যববসা।তাই লসতে ভয় না করে কাছে লাগিয়ে এগিয়ে যান লাভ একদিন না একদিন হবেই হবে।
ফরেক্স মার্কেটে আপনি উত্তেজিত হলেই আপনি বড় ধরনের লসের সম্মুখিন হয়ে পড়বেন ।মার্কেটে কোন অবস্থাতেই উত্তেজিত হওয়া যাবে না । আপনার দুই তিনটি ট্রেড যখন মার্কেটে লসের সম্মুখিন হয় তখন আপনার উচিত মার্কেটে ঠান্ডামাথায় মার্কেট এ্যনালাইসিস করে তারপর ট্রেড নেওয়া । বেশি চিন্তিত হয়ে পড়লে আপনি আরও লসের সম্মুখিন হতে পারেন ।
লস হলে খারাপ লাগা ভয় পাওয়াটাও স্বাভাবিক। আমার যখন লস হয় তখনতো আমি মনে করি আমার হয়তো ফরেক্স করা ঠিক হবে না আমি পারবো না ফরেক্সে আসা আমার ভুল হয়েছে। তবে যখন ভাবি এটি একটি বিজনেস এবং এখানে প্রথম প্রথম লস হবে তবে একসময় এই লস আর হবে না যখন নিজেকে দক্ষ ট্রেডার হিসেবে গড়তে পারবো তখন আবার সব স্বাভাবিক মনে হয়।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে গিয়ে যদি আমরা একবার লচ করে থাকি তাহলে তখন থেকে আমাদের মধ্যে একটা ভয় কাজ করে থাকে । আর সেই ভয়ের কারনে আমরা পরবর্তী ট্রেড ওপেন করতে ভয় পায় । মনে হয় যদি নতুন করে ট্রেড ওপেন করে লচ রিকোভার করার জন্য যদি আবার লচের সম্মুখীন হয় তাহলে । কিন্তু না,,, আমাদের উচিত ট্রেড ওপেন করার আগে সকল প্রকার চিন্তাভাবনা বাদ দিয়ে ধৈর্য্য সহকারে মনে সাহস নিয়ে ট্রেড করতে হবে এবং প্রতিটি ট্রেড ওপেন করার আগে অবশ্যই মার্কেট ভালোকরে এনালাইসিস করে তারপর ট্রেড ওপেন করতে হবে । তাহলে অবশ্যই আমরা ভয়কে জয়লাভ করে ট্রেড করে ভালো অর্থ উপার্জন করতে পারবো,,,,, ধন্যবাদ ।
হবে Then তারপরে আপনি এতে একজন বিলিয়নেয়ার হতে পারেন এবং আপনি এতে লক্ষ লক্ষ উপার্জন করতে পারেন। একটি পাতা হবে এবং আমি মনে করি আপনি বিলিয়নেয়ার পাতা হয়ে ওঠার জন্য খুব বেশি সময় নষ্ট করবেন না এটি বাস্তব সত্য আপনার কখনও ভাল গ্রেভি কাটা উচিত নয় the অপারেটিংটি কেটে ফেললে আপনি প্রতি হাজারে লাভ পাবেন। সুতরাং আমি মনে করি আপনার যখন লাভ হয়
লাভ লোকসান ব্যবসার একটি অংশ। লাভ হলে স্বাভাবিক ভাবে নিজের কাছে ভালো লাগা কাজ করে,লস হলে মনের ভেতর অস্থিরতা ভয় ঢুকে যায়।
লসের যে কি কষ্ট যারা লস করে তারাই বুঝে এছাড়াও যদি আপনার অ্যাকাউন্ট মার্জিন কল পায় তাহলেও তো কষ্টের সীমা বলে কিছু থাকে না । আসলে আমাদের ট্রেডিং করতে গিয়ে লস হবেই আর এটা মেনে নিয়েই আমাদের ট্রেড করতে হবে । আমাদের ডেমো অ্যাকাউন্ট এ অনেক অনুশীলন করতে হবে এবং নিজেদের ট্রেডিং কৌশল দ্বারা কিভাবে লস কমানো যায় সেটার চেষ্টাই করতে হবে ।