কন পেমেন্ট পসেস ব্যাবহার করবো. এবং কনটি ভাল মনে করেন.
Printable View
কন পেমেন্ট পসেস ব্যাবহার করবো. এবং কনটি ভাল মনে করেন.
পেমেন্ট পসেস আনকেই রয়েছে তবে বাংলাদেশ থেকে তারাতারি ডলার পাবার জন্য skrill.com peyja.com সব থেকে ভাল মনে করি ।
ফরেক্স মাের্কটে পেমেন্ট প্রসেস এর জন্য neteller কে সব চেয়ে ভাল মাধ্যম বলে মনে করি। কারন এর মাধ্যমে সহজে কোনো প্রকার ঝামেলা ছাড়া টাকা তোলা এবং ডিপোজিট করা যায়। এই জন্য আমি neteller কে পেমেন্ট প্রসেস এর জন্য ভাল মাধ্যম মনে করি।
আমি মনে করি ফরেক্স এ আমি payza কে ভাল প্যমেন্ট হিসেবে গ্রহন করে থাকি । কারণ payza বাংলাদেশে ভাল চলে এবং খুব তারাতাড়ি টাকা পাওয়া যাই ।
আমার মতে সবচাইতে সুবিধাজনক পেমেন্ট প্রসেসর হচ্ছে নেটেলার।আমি নিজেও এটা ব্যাবহার করি।তাছাড়া ইন্সটাফরেক্সের নিজস্ব মাস্টার কার্ড আছে।যেটা দিয়ে আপনি ওয়ার্ল্ডের যেকোনো এ টি এম বুথ থেকে অনায়াসেই টাকা তুলতে পারবেন।
ফরেক্স মার্কেটে পেমেন্ট প্রসেস এর জন্য নেটালার কে সব চেয়ে ভাল মাধ্যম বলে মনে করি।কারন আমি নিজে নেটালার মাধ্যমে সহজে কোনো প্রকার ঝামেলা ছাড়া টাকা তুলতে পারি।আর আপনি ফোরামের নিয়ম অনুযায়ী পোস্ট বা থ্রেড করবেন।আকর্ষণীয়, জ্ঞানগর্ভ, শিক্ষণীয় কোনো কিছু থাকলে তা নিয়ে আপনার থ্রেড ওপেন করুন। থ্রেড ওপেন করলে তার বিষয়বস্তু নিয়ে ৩-৪ লাইন লিখুন।
আমার কাছে পেমেন্ট প্রসেস করার সব থেকে ভাল উপায় মনে হয়েছে neteller. এছাড়া skrill.com এবং peyja.com ও বেশ ভাল। বর্তমানে পেমেন্ট প্রসেসের আরেকটি মাধ্যম হল মাস্টার কার্ড। এর মাধ্যমে ওয়াল্ড ব্যাপী মানি ম্যানেজমেন্ট করা যায়। এত কিছু সত্ত্বেও আমার কাছে neteller সব থেকে সহজ উপায় মনে হয়েছে।
আমার মতে ফরেক্স এ সবচাইতে ভাল বা বেশি ব্যবহার করা হয় নেটালার । কারণ নেটালার এ কোন ঝামেলা ছাড়া আপনে খুব সহজে টাকা তুলতে পারেন । আমার কাছে এই প্যমেন্ট প্রসেস ভাল লাগে ।
পেমেন্ট প্রসেসর প্রায় সবগুলো একই রকম। তমে আমাদের দেশে যেহেতু পেপাল নেই তাই আমাদের একটু অসুবিধা এখনো আছে, আপনি প্রথমে দেখবেন আপনার ব্রোকার কোন কোন পেমেন্ট প্রসেসর সাপোর্ট করে তার পর এর মধ্যে একটি ভাল দেখে ব্যবহার করতে পারেন। আমাদের দেশে বেশ জনপ্রিয় মানিব্রোকারস, পাইজা, নেথেলার ইত্যাদি।
পেমেন্ট প্রসেস অনেক আছে তার মধ্যে আমি মনে করি আমার কাছে payza পেমেন্ট প্রসেস ভাল কারণ payza বাংলাদেশে ভাল চলে । তাই এই পেমেন্ট প্রসেস আমি ব্যবহার করে থাকি ।
আমি পেমেন্ট প্রসেস ব্যাবহার করে থাকি payza কারণ এই পেমেন্ট প্রসেস বাংলাদেশে ভাল চলে । এখানে কোন ঝামেলা ছাড়া আপনে খুব সহজে টাকা তুলতে পারবেন । তাই আমি payza কে সাপোর্ট করে থাকি ।
payza দিয়ে পেমেন্ট অনেক সহজ । তবে neteller রয়েছে , যার যেটাতে সুবিধা হয় । তবে আমি payza কে বেশী সাপোর্ট করব ।
ইন্টারনেটে অনেক পেমেন্ট প্রসেস রয়েছে এর মধ্যে আমার কাছে পেইজা ও মানিবোকার্স অনেক ভাল লাগে । এখানে এ দুটিতে অনেক সুবিধা রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য পেইজা ।
আমার মতে আমি বলরো যে পেমেন্ট প্রসেসরের ক্ষেত্রে আপনি মাষ্টার কার্ড ব্যবহার করাই ভালো কারন এটি ব্যবহারে আপনি সরাসরি আপনার প্রফিট আপনি যে কোন বুত থেকে টাকা্ তুলতে পারবেন। তাই আপনি মাষ্টার কার্ড ব্যবহারে কোন কোন ব্রকারে বোনাস দিয়ে থাকে যদি আপনি মাষ্টার কার্ড দিয়ে ডিপোজিট করেন। আর যদি আপনার মাষ্টার কার্ড না থাকে বা আপনি সংগ্রহ করতে না পারেন তা হলে আপনি ই্স্কিল, পারফেক্ট ম্যানি ইত্যাদি আপনে ব্যবহার করতে পারেন।
আমি মনে করি ফরেক্স এ আমি payza কে ভাল প্যমেন্ট হিসেবে গ্রহন করা উচিত । কারণ payza বাংলাদেশে ভাল চলে এবং খুব তারাতাড়ি টাকা পাওয়া যায় ।
পেমেন্ট পসেস আনকেই রয়েছে তাই বাংলাদেশ থেকে তারাতারি ডলার পাবার জন্য skrill.com peyja.com সব থেকে ভাল মনে হয় আমার ।
ফরেক্স এ আমি payza কে ভাল প্যমেন্ট হিসেবে গ্রহন করি । কারণ payza বাংলাদেশে ভাল চলে এবং খুব তারাতাড়ি টাকা পাওয়া যায় ।
আপনি পেমেন্ট এর জন্য master card ব্যবহার করতে পারেন বা সরাসরি ব্যাংকে মানিব্রোকার, পেইজা এর মাধ্যমে উইথড্র দিতে পারেন। এটা Broker এর সিদ্ধান্তের উপর নির্ভর করে। :rules:
ফরেক্স এ টাকা জমা এবং উত্তোলনের জন্য বিভিন্ন পেমেন্ট প্রসেসর আছে তার মধ্যে নেটেলার এবং perfect money আমার কাছে খুব ভাল লাগে এর বিভিন্ন সুবিধার কারনে। আর আমি নিজেও নেটেলার ব্যবহার করি।
ফরেক্স এ আমি payza কে ভাল প্যমেন্ট হিসেবে গ্রহন করে থাকি । কারণ payza বাংলাদেশে ভাল চলে এবং খুব তারাতাড়ি টাকা পাওয়া যাই ।
আমার মতে সবচে ভালো হোলো ণেটেলার।এইটা আপনার টাকা নিরাপদ এ রাকবে এইটা আমার জন্য খুব ভালো আপনার জন্য কি আমি জানি না । এইটা আমি বছর দরে লেনদেন করছি।
ফরেক্সে পেমেন্ত প্রসেস অনেক আছে তবে নেতেলার তা ভালো বলে আমি মনে করি ।
আমি সাধানত মানিবুকার পেমেন্ট ব্যবহার করি। এটা আমের জন্যে সহজ মনে হয়। আমি মানিবুকার দিয়ে টাঁকা সহজে তুলতে পারি।
এবং ব্যাংক এর মাধমে এটা টাঁকা তোলা যায়।
moneybooker and payza বাংলাদেশ এর জন্য ভাল । এগুলো ব্যবহার করা বাংলাদেশ এর জন্য খুব সহজ ।
তাই আমরা এগুলো বাবহার করতে পারি।
আমাদের দেশের প্রেক্ষাপটে Nettler এবং Skrill/MoneyBookers পেমেন্ট প্রোসেস ব্যাবহার করা ভালো। কারণ এই দুটি পেমেন্ট প্রসেসে টাকা ভাঙ্গানো সহজ হয়। তাই আমি মনে করি এই দুটির একটি ব্যাবহার করাই ভালো।
আমি মনে করি ফরেক্স মার্কেট এ ডিপোজিট করার জন্য নেটলার অনেক ভাল। নেটলার থেকে ফরেক্স মার্কেট এ ডলার জমা বা তুলতে কোন চার্জ কাটে না । নেটলার থেকে অনেক তারাতারি ডলার জমা ও তুলতে পারবেন যা অন্য মাদ্দমে ১ থেকে ২৪ ঘণ্টা সময় লাগতে পারে । তাই আমার কাছে নেটলার কে অনেক ভাল মনে হয় । তাই আমি নেটলার দিয়ে ডিপোজিট করছি।
ফরেক্স এ অনেক ধরনে পেমেন্ট প্রসেস রয়েছে। তার মধ্যে আমি মানিবুকার বা স্কিল ব্যবহার করি। মানিবুকার বা স্কিল থেকে টাকা উঠানোর জন্য আমি মাষ্টার কার্ড ব্যবহার করি।
আমার মতে মানীবকার এবং নেইটডলার ভাল । আর পেয়জাটাও ভাল কারন এর টাকা ব্যাংকে দিয়ে কম খরচ এ উওলোন করা যায় ।
ট্রেডিং একাউন্ট পেমেন্ট প্রসেস করার জন্য আমি ব্যাক্তিগত ভাবে নেটলার একাউন্ট ব্যবহার করি কারন আমার মনে হয় নেটলার ডলার এর ডিমাস্ড বেশি তবে অাপনি পেইজা, মানি বুকার ব্যবহার করতে পারেন। ধন্যবাদ
আপনি আপনার ফরেক্স এর টাকা উইথড্র করার জন্য ইন্সটাফরেক্স এর বেনকার্ড ব্যাবহার করে আপনি অনায়াসেই টাকা উঠাতে পারেন । এটি একটি মাস্টার কার্ড তাই আপনি এ কার্ড দিয়ে যেসব বুথ মাস্টার্ড কার্ড সাপোর্ট করে সেখান থেকে বিশ্বের যেকন দেশে টাকা উঠাতে পারবেন।
অনেক রকম পেমেন্ট প্রসেস ই চালু আছে এখন ।। এর মদ্ধে আপনাকে আপনার শুবিধা মত একটি বেছে নিতে পারেন।। তবে বাংলাদেশ এর জন্য মানি বুকার , নেটেলার, স্ক্রিল ভাল হবে মনে হই।। আর সব চাইতে ভাল হই আপনি যদি ইন্সটা ফরেক্স এর পেমেন্ট প্রসেস ব্যবহার করেন।। এটি অনেক শুবিধাজনক।
ব্রোকার ভেদে বিভিন্ন রকম পেমেন্ট প্রসেস রয়েছে।তবে অধিকাংশ ব্রোকারেই প্রায় একই রকম পেমেন্ট প্রসেস রয়েছে।তবে আমার কাছে বিভিন্ন রকম পেমেন্ট প্রসেসের মধ্যে Neteller মাধ্যমটি ভালো লাগে।আর এটা অধিকাংশ ব্রোকারেই সাপোর্ট করে।তাছাড়াও মানি বুকারস পেমেন্ট প্রসেসরও বেশ ভালো লাগে।
পেমেন্ট ম্যাথড নির্ভর করে আপনপার মেন্টালিটির উপর, আপনি কোন ব্রোকার এর আছেন তার উপর। পেমেন্ট ম্যাথড এর ক্ষেত্রে পেপালটা বেশ ভালো্। তবে বাংলাদেশ থেকে এটার অ্যাকাউন্ট খোলা সহজ নয়। সুতরাং এর পাশাপাশি নিটেলার/স্ক্রিল(মানিবুকার্স)/পেঅনার ইত্যাদি ভালো সার্ভিস দিয়ে থাকে। তাবে নিটেলার এর রেট টা একটু বেশি পাওয়া যায়।
পেমেন্ট প্রসেসর এর জন্য অনেক ধরনের উপায় আছে। অনেকেই ভিন্ন ভিন্ন পেমেন্ট প্রসেসর ব্যাবহার করে থাকে। তবে নেটেলার টাই আমার কাছে ভাল বলে মনে হয়। এইটা দিয়ে অনেক সহজেই পেমেন্ট তোলা যায় এবং ডিপোজিট ও করা যায়। আর এই সব ক্ষেত্রে ব্রোকার এর পেমেন্ট প্রসেসর এর নিয়মাবলী গুলো মেনে চললে আরও ভাল হবে।
আমারা দেখে থাকি সাধারনত আমাদের দেশে তেমন কোন পেমেন্ট মেথড ভাল কাট করে না অল্পকিছু পেমেন্ট মেথডই রয়েছে । এখন এই মুহুর্তে আমাদের দেশে যে সকল পেমেন্ট মেথড রয়েছে তার মধ্যে মানিবুকার্স,নিটেলার ,পেওনির ইত্যাদি .তো বিভিন্ন কোম্পানি বিভিন্ন পেমেন্ট মেথডে তাদের পেমেন্ট টি দিয়ে থাকে ,তো আমার মনে হয় আমাদের দেশের প্রেক্ষাপটে মানিবুকার্স এবং নিটেলারই সব চাইতে ভাল।
পেসজা,নেটেলার, মানি-বুকারস এগুলোর মধ্যে যেকোনোটি ব্যাবহার করতে পারেন আপনি।এছাড়া ইন্সটা ফরেক্স মাস্টার কার্ড দিয়ে আপনি পৃথিবীর যেকোনো বুথ থেকে টাকা তুলতে পারবেন।
ফরেক্স হতে টাকা উত্তোলনের বিভিন্ন উপায় আছে। তবে আমার মতে নেটেলার হচ্ছে আমার মতে ভালো প্রসেস। নেটেলার্্ব এখন মুহুর্তে ডলার ডিপোজিট এবং উত্তোলন করা যায়। এছাড়াও নেটলারে একাউন্ট খোলতেও ঝামেলা নেই। বর্তমান সময়ে এটি একটি ভালো প্রসেস। আমি নিজেও নেটেলার ব্যবহার করি। এর নিরাপত্তাও ভালো।
আমার কাছে নেটেলার এর মাধ্যমে ফরেক্স করা অনেক ভাল , এর মাধ্যমে ফরেক্স এ ডরার যেমন সহজে ঢুকানো যায় তেমনি তুলাও যায় । তার পরেও নিজের কাছে যে ওয়ে বাল লাগে এবং সহজ হয় তা ব্যবহার করা অনেক ভাল ।
আমার দেখা মতে বাংলাদেশের জন্য সব থেকে উপযোগী পেমেন্ট প্রসেসর হলো স্ক্রিল, পেইজা টাকেও বাদ দিব না। স্ক্রিল এই জন্যই বললাম আপনি কিছু ব্রোকার সাইট খুজে দেখুন প্রায় সবগুলো্তেই স্ক্রিল সাপর্টেড তথ্য পাবেন, এছাড়া স্ক্রিল এর ব্যবহার তুলনামুলক সোজা। তবে ফরেক্স এর জন্য স্ক্রিল ই বেষ্ট। আপনি কোনটা ব্যবহার করেন জানি না তবে যদি দ্রুত ফরেক্স একাউন্ডে ক্যাশ ইন আউট করতে চান তবে স্ক্রিল ব্যবহার করুন। আর হ্যা, স্ক্রিল একাউন্ট এ আপানার তথ্য ইমেইল ঠিকানা এগুলো যেন আপনার ফরেক্স একাউন্টের সাথে মিলে সেদিকে খেয়াল রাখবেন।
অনেক পেমেন্ট প্রসেস আসে আমার মতে আমদের দেশের কথা ভাবলে স্ক্রিল সবছেয়ে ভাল । যদিও অনেকে মনে করেন আতে জতিলতা বেশি । এছাড়া আপনি neteller , payza , payoneer ব্যবহার করতে পারেন । তবে আমার মতে skrill / neteller ব্যাবহার করা ভাল ।