ামি ফরেক্স মার্কেটে ডেমো একাউণ্টে প্রাকটিস করি রিয়েল একাউণ্টের মত কিন্তু কোণ ভাবেই লাভ করতে পারছি না।কোণ পেয়ারে ট্রেড করলে লাভ হবার সম্ভবনয়া অনেক বেশি থাকে?
Printable View
ামি ফরেক্স মার্কেটে ডেমো একাউণ্টে প্রাকটিস করি রিয়েল একাউণ্টের মত কিন্তু কোণ ভাবেই লাভ করতে পারছি না।কোণ পেয়ারে ট্রেড করলে লাভ হবার সম্ভবনয়া অনেক বেশি থাকে?
ফরেক্স এ সকল কারেন্সি পেয়ার কম বা বেশী মুভ করে। আপনি যদি দ্রুত প্রফিট আনতে চান তাহলে যে গুলো বেশী মুভ করে সেগুলো ফলো করতে পারেন। jpy পেয়ার গুলো মারাত্নক ভাবে মুভ করে। আর ও অন্যান্য পেয়ার আছে যে গুলো ট্রেড করলে আপনি প্রফিট করতে পারেন।
মার্কেট এ একেক সময় একেকটা পেয়ার বেশি মুভ করে আপনি যদি মুভিং এভারেজ দেখে ট্রেড করেন তাহলে আপনি কারেন্সি পেয়ারের ভালো সুবিধা নিতে পারেন সেজন্য আপনাকে লং টাইম ট্রেড না করে সর্ট টাইম ট্রেড করতে হবে অথবা আপনি স্ক্যাল্পিং ট্রেড করতে পারেন।
কোন পেয়ার বেশি শক্তি শালী সেটা আগে জানতে পাররে যেকোন কেও একদিনে কোটি পতি বনে যেতে পারে। ফরেক্সে কোন পেয়ার শক্তি শালী হতে পারে যেই বিষয়ে আপনাকে ঘবেষণা করে বের করতে হব। যকে ফরেক্সের ভাষায় অ্যানালাইসিস বলা হয়। আপনাকে ট্রেড ওপেন করার পূর্বে মার্কেট ভাল করে এনালাইসিস করে নিতে হবে যে কোন কারেন্সি শক্তি শালি হতে পরে সে অনুযায়ি আপনাকে ট্রেড ওপেন ও ক্লোজ করতে হবে।
আসলে মেজর বা বেশি পরিচিত কারেন্সি বা পেয়ার গুলোতে ট্রেড করে লাভ বেশি কারণ এইসব কারেন্সি বা পেয়ারগুলোতে ট্রেড করার জন্য ব্রোকারগুলো কম স্প্রেড বা ব্রোকার ফি কাটে। আর কম স্প্রেড হওয়ার কারণে ঐসব ট্রেডে আপনার লাভের পরিমাণও বেশি হবে এটাই স্বাভাবিক। মেজর পেয়ারগুলোর মধ্যে ইউরো-ইউএসডি, জিবিপি-ইউএসডি, ইউএসডি-জেপিওয়াই, ইউএসডি-সিএইছএফ এই পেয়ারগুলোতে ট্রেড করা ভালো।
আমরা মেজর পেয়ারগুলোর মধ্যে ইউরো-ইউএসডি, জিবিপি-ইউএসডি, ইউএসডি-জেপিওয়াই, ইউএসডি-সিএইছএফ এই কারেন্সীতে ট্রেড করা ভালো । আমরা ধৈর্য্যেরসহিক কারেন্সি পেয়ারের ভালো সুবিধা নিতে পারব যদি আমরা মার্কেট ভালোভাবে এ্যানালাইসিস করতে পারি । সেজন্য আপমাদেরকে লং টাইম ট্রেড করতে হবে ।
Forex প্রায় প্রত্যেক পিয়ারে লাভ করা যায় আবার।ফরেক্স আসলে একটি কঠিন মার্কেট এখানে কোন পেয়ারকে বিশ্বাস করতে পারবেন না 100% সুতরাং যে পেয়ার হোক না কেন মনোযোগ সহকারে ট্রেড করতে হবে এবং সাহসের সাথে তবেই প্রফিট পাওয়া যেতে পারে।
আপনার লাভ বা লস নির্ভর করবে আপনার স্ট্যাটেজির উপর।যেহেতু আপনি ডেমো করেন সেহেতু আপনি ডেমো একাউন্টে কোন পেয়ারে বেশি প্রফিট করতে পারেন এবং আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী কোন পেয়ারে একুরেসী ভাল আসে সেটাই মূল বিষয়। যেহেতু আপনি ফরেক্স মার্কেটে নতুন সেহেতু যদি অতি অল্প সময়েই রিয়েল ফরেক্স এ ট্রেড করতেই চান তবে রিয়েল ফরেক্স এ যদি gbp usd ট্রেড করেন তবে ভাল হবে বলে আমি মনে করি।
কোন কারেন্সি পেয়ারে ট্রেড করা লাভ ফরেক্স মার্কেটের ক্ষেত্রে এ কথাটি ঠিক মানায় না।কারন হলো ফরেক্স সারা পৃথিবীর জন্য ওপেন মুদ্রাবাজার । এখানে একটি নিদিষ্ট কারেন্সি পেয়ারে সব সময় ট্রেড সিগন্যাল পাওয়া যাবে না। মার্কেট অনেক সময় সাইডওয়ে বা সমান্তরাল ভাবে চলতে থাকে তখন ট্রেড ওপেন করা বেশ ঝুকিপূর্ণ। কাজেই যে কারেন্সি পেয়ার আপনার এনালাইসিসের ভিত্তিতে সঠিক নিগন্যাল দিবে সেই কারেন্সি পেয়ারে ট্রেড ওপেন করা ভাল।
যদি দ্রুত প্রফিট আনতে চান তাহলে যে গুলো বেশী মুভ করে সেগুলো ফলো করতে পারেন। jpy পেয়ার গুলো মারাত্নক ভাবে মুভ করে । একটি নির্দিষ্ট কারেন্সি পেয়ারে সব সময় ট্রেড সিগন্যাল পাওয়া যাবে না । মার্কেট অনেক সময় সাইডওয়ে বা সমান্তরাল ভাবে চলতে থাকে তখন ট্রেড ওপেন করা বেশ ঝুকিপূর্ণ । অামরা বেশী করে দক্ষতা অর্জন করার চেষ্টা করব ।
সবার ই কিছু প্রিয় পেয়ার থাকে। যে কণ কারন্সি তে ট্রেড করবে। যেমন অনেক আছেন যারা শুধু ডেমো ট্রেড করে যে কোন একতি পেয়ার এ দক্ষ হয়। আমি লাইভ ট্রেড ও gbpusd কারনেসি পেয়ার এ ট্রেড করি। কারন এই পেয়ার টি খুব ভালো ভাবে মুভ করে থাকে।
আপনি যেহেতু নতুন তাই আমার ধারনা মতে বলব আপনি ইউএসডি জেপিওয়াই কারেন্সি পেয়ারে কাজ করতে পারেন। কারন এটার ট্রেন্ড সাধারণত একই দিকে থাকে এবং এর মুভ খুব কম হয়ে থাকে। আর তাছাড়া আপনি যে কোন কারেন্সি পেয়ারে ট্রেড করে লাভ করতে পারবেন । কারন আপনার যদি ট্রেডিং স্কিল ভাল থাকে, মার্কেটের চাহিদা মোতাবেক যদি চলতে পারেন, মার্কেটের ট্রেন্ড ধরে ও সাইকোলোজি বুঝে যদি আগাতে পারেন, তাহলে যে কোন কারেন্সি পেয়ারে আপনি ট্রেড করে ভাল প্রফিট নিতে পারবেন ।
যেকোনো পেয়ারেই আপনি লাভ করতে পারবেন আবার লসও করতে পারবেন৷ফরেক্স মার্কেটের লাভ-লস সম্পূর্ণ নির্ভর করে আপনার অভিজ্ঞতা এবং দক্ষতার উপর৷আপনার ট্রেডিং স্ট্রাটেজি যতোই মজবুত থাকবে আপনি ততোই প্রফিট করতে পারবেন৷আপনার এই ট্রেডিং স্ট্রেটিজিকে তৈরি করতে এবং তা মজবুত করতে দীর্ঘদিন যাবত নিয়মিত প্র্যাকটিস করে করে পর্যাপ্ত অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে হবে৷এরপর আপনি যেকোনোও পেয়ারে ট্রেড করবেন আপনার লাভ হবেই হবে৷তাই নির্দিষ্ট কোন পেয়ারে ট্রেড করলে আপনার লাভ হবে লস হবে - এটা কখনোই সঠিক নয়৷তবে প্রথমদিকে নতুন অবস্থায় মেজর পেয়ার-eur/usd,gbp/usd,usd/jpy ইত্যাদিতে প্র্যাকটিস করে করে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করুন৷
আরে ভাই ডেমো ট্রেড তো লস করার জন্যই। আপনি ডেমো ট্রেড এ যে লস গুলো করছেন কেন করছেন সেগুলো কি আপনি এনালাইসিস করেছেন। নাকি শুধু লস করেই বসে আছেন। আপনি যদি ডেমো ট্রেড এর লসগুলো ভাল করে দেখেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ভূল কোথায়। ফরেক্স ট্রেডিং শেখার এটি একটি ট্রিক বলতে পারেন যে, নিজের করা ভূল থেকে শিক্ষা গ্রহন করতে হবে। যদি ভালভাবে লেগে থেকে অাপনি যদি ভূল গুলো সংশোধন করতে পারেন এবং আপনি বুঝে ট্রেড নেওয়ার চেষ্টা করেন তাহলে আপনার বোধ হয় অন্য কারও কাছে যেতে হবে না।
নতুনদের এমনটা হয় চিন্তার কিছু নাই। এর একমাএ কারন তারা ঘন্টায় ৬-৭ টা ট্রেড ওপেন করে, যখন এমটি ৪ এর সামনে বসে তখনই এন্টি নেয়, মাকের্ট নিচে বা উপরে নামতে দেখলে এন্টি নেয় আরো অনেক কারন। আমি প্রথম দিকে এমনটা করাকে খারাপ মনে করি না কারন এমনটা করলে কখনো লাভ করা সম্ভাব নয় তা বুজতে এটা করতে হবে। এবার আসি মূল আলোচনায় এমনটা করলে আপনি কখনো লাভ করতে পারবেন না। আপনার যা করতে হবে দিনে ১ টা বা ২ টা ট্রেড নিতে পারেন সাপোর্ট রেসিটেন্স দেখে। আপনি প্রথম দিকে শুধু ইউরো ইউএসডিতে ট্রেড নিন।
আপনি যে ট্রেডিং সিস্টেম এ ট্রেড করছেন সেই ট্রেডিং সিস্টেম এ দেখেন কোন কোন পেয়ার এ আপনার ট্রেডিং সিস্টেম ভাল কাজ করে সেই সব পেয়ার এ ট্রেড করলে আপনি অনেক ভাল করতে পারবেন আর আপনি যদি এটা না জানেন কোন কোন পেয়ার এ ভাল কাজ করে তাহলে আপনি মেজর পেয়ার এ ট্রেড করতে পারেন কাজ মেজর পেয়ার প্রাই সব ট্রেডিং সিস্টেম এই ভাল কাজ করে
আমি সকল কারেন্সি পেয়ার এ ট্রেড নিই,আমার সব পেয়ার পছন্দ,কারণ আমি আমার কৌশল এবং সিস্টেম অনুযায়ী এন্ট্রি নিয়,আমি ভালো লেভেল হতে এন্ট্রি পেলে নিয়,তাই আমার কাসে সব পেয়ার সমান।
আপনাকে লাভ করতে হলে প্রথম যেটি করতে হবে তা হলো ট্রেডিং কৌশল এবং কিছু ইনডিকেটর সম্পর্কে ধারণা নিতে হবে তাহলে আপনি সব কারেন্সী তাই কম বেশি লাভ করতে পারবেন. যেমন আমি মুভিং এভারেজ এবং এম এ সি ডি ব্যবহার করি. আপনি এই দুটি ইনডিকেটর আপনার ডেমো একাউন্ট এ সেট করুন এবং দেখুন কখন মার্কেট উপরে যাই এবং কখন মার্কেট নিচে যাই. তখন ইনডিকেটর কোন পর্যায় ছিল. এটি একবার বুজতে পারলে আপনি ইনডিকেটর দেখে পরবর্তী ট্রেড কি করবেন বুজতে পারবেন.
ফরেক্স মার্কেটে অনেকগুলি কারেন্সি পেয়ার রয়েছে।এগুলোর মধ্যে কিছু জনপ্রিয় কারেন্সি পেয়ারও রয়েছে।যেমন জিবিপি/ইউএসডি,ইউরো/ইউএসডি,ইউরো/ জিবিপি,ইউএসডি/এইউডি ইত্যাদি।এ সকল জনপ্রিয় কারেন্সি পেয়ারগুলো মোটামুটি ভালই মুভ করে থাকে এবং এগুলো অনেক বিশ্বস্ত।একজন ট্রেডার হিসেবে আমি সবসময় এসকল কারেন্সিতে ট্রেড করে থাকি।
যে কারেন্সি পেয়ারগুলো যত দ্রুত মুভ করে তার প্রফিট তত বেশি।আপনি যদি দ্রুত প্রফিট আনতে চাই তবে এই দ্রুত মুভ করা পেয়ারগুলো ফলো করতে হবে।jpy পেয়ারগুলো মারাত্মক ভাবে মুভ করে।নির্দিষ্ট কারেন্সি পেয়ারে সবসময় ট্রেড সিগন্যাল পাওয়া যায় না।মার্কেট অনেক সময় সমান্তরাল ভাবে চলতে থাকে।তখন ট্রেড ওপেন করা অনেক বেশি ঝুকিপূর্ণ।এজন্য আগে আমাদের অনেক বেশি দক্ষ হয়েই ট্রেড করা উচিত।
আমার মতে মার্কেট একেক সময় এককটা পেয়ারে বেশি মুভ করে আপনি যদি মুভিং এভারেজ দেখে ট্রেড করে ন তাহলে আপনি কারেন্সি পেয়ারের ভালো সুবিধা নিতে পারেন সেজন্য আপনাকে লং টাইম ট্রেড না করে সর্ট টাইম ট্রেড করতে হবে অথবা আপনি স্ক্যালিং ট্রেড করতে পারেন।আপনার অভিজ্ঞতার পর আপনার ট্রেডে আসা ভালো।
আমি সব সময় gbp-usd , gbp-jpy কারেন্সি পেয়ারকে বেছে নেই লাভজনক ট্রেড করার জন্য । কারণ এই দুটি মেজর পেয়ারের মুভমেন্ট অন্যান্য পেয়ারগুলির তুলনায় অনেক বেশী । আগে অনেক মুভ করত এই দুটি পেয়ার কিন্তু ব্রেক্সিট বিষয় নিয়ে আলচনার পর থেকে ব্রিটেন পাউন্ডের দামের যে ধস নেমেছিল তারপর থেকে এই পেয়ারের মুভমেন্ট অনেকটাই কমে গিয়েছে বলে আমি মনে করি । যদিও পাউন্ড এখনো ইউএস ডলারের বিপরীতে ঘুরে দাঁড়িয়েছে ।
কোন কারেন্সি কখন আপডাউন করবে তা আগে থেকে বলা সম্ভব নয়, কারণ এটা আগে থেকে বুঝতে পারলে সবাই ফরেক্স করে কোটিপতি হয়ে যেতে পারতো। তবে প্রত্যেকটা কারেন্সি কম বেশি মুভ করে থাকে, আপনি যে কোন কারেন্সিতেই ট্রেড করার মাধ্যমে কম বেশি লাভ করতে পারবেন। তবে আপনি যদি খুব দ্রুত প্রফিট করতে চান এবং আপনার যদি ফরেক্স সম্পর্কে যথাযথ অভিজ্ঞতাও ধারণা থাকে তাহলে আপনি স্কাল্পিং করতে পারেন, অন্যদিকে আপনি যদি লং টাইম ফ্রেমে ট্রেডিং করতে চান তাহলে, ইউর ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি জিপিওয়াই ইত্যাদি কারেন্সিতে ট্রেডিং করতে পারেন ।আমার মতে এই কারেন্সি গুলো অনেক বেশি মুভমেন্টকরে থাকে, আর আমি নিজেও এই সকল কারেন্সি ট্রেডিং করে থাকি।
হ্যাঁ ভাই আমরা মুদ্রায় কাজ করি যেমন আমরা জোড়ায় করি এবং আমাদেরও জোড়ায় ট্রেড করা উচিত pairs আমরা যদি জোড়ায় ট্রেড করি তবে আমরা সেখানে খুব ভাল বাণিজ্য করতে পারি। যদি আমরা সেখানে দুর্দান্ত লাভ করতে পারি, তবে আমাদের বাণিজ্য করতে হবে, তবে আমাদেরকে মুদ্রা জোড়ায় বাণিজ্য করতে হবে, আমরা জোড়ায় ট্রেড করে সফল হতে পারি।
আপনার যদি ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা থাকে তাহলে আপনি যে কোন কারেন্সি পেয়ারেই ট্রেড করে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন। আর আপনার যদি ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি কোন কারেন্সি পেয়ারেই ট্রেড করে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারবেন না। আসলে এখানে মুনাফা উপার্জনের জন্য কারেন্সি পেয়ার আসল জিনিস নয়, আসল হলো আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা। তাই আগে ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করুন তারপর যে কোন কারেন্সি পেয়ার নির্বাচন করে ট্রেড শুরু করুন।
ভাই আপনার আনাল্যসিস যদি ভালো হয় তাহলে আপনি যেকোনো পেয়ারই আনাল্যসিস করে ট্রেড দিলে সেই ট্রেড থেকে লাভ করতে পারেন । আমার জানামতে আমাদের দেশের বেশিরভাগ ট্রেডারই usd এর সাথে সংযুক্ত পেয়ার গুলোতে ট্রেড করে থাকে । আমিও প্রথম দিকে usd এর সাথে যুক্ত পেয়ারগুলোতে ট্রেড করতাম । তবে বর্তমানে আমি সব চেয়ে বেশি ট্রেড করি gbp/jpy পেয়ারে । এই পেয়ারটা আমার কাছে অনেক ভালো মনে হয় ।
USDjPY এবং GBPUSD জুটি মুদ্রায় লেনদেনের জন্য খুব ভাল thisএতে আমরা খুব দ্রুত বাণিজ্য করতে শিখব কারণ এটি খুব ভাল এবং বেশ ব্যয়বহুল তাই আমাদের সেগুলিতে বাণিজ্য করা দরকার যাতে আমরা তাদের ব্যবসায়ের মাধ্যমে বিশাল লাভ করতে পারি এবং আমরা তাদের কাছ থেকে বাণিজ্য শিখতে পারি।
আপনি যদি ফরেক্স ট্রেডিং এর ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ ও দক্ষ হয়ে থাকেন তাহলে যে কোন পেয়ার ট্রেড করেই ফরেক্স থেকে লাভবান হতে পারবেন।কিন্তু এ ব্যাপারে যদি আপনার অভিজ্ঞতা ও দক্ষতা তুলনামূলকভাবে কম থাকে তাহলে সবগুলো পেয়ারে ট্রেডিং করা উচিত না কেননা কিছু কিছু পেয়ার আছে যেগুলোতে মুভমেন্ট এর পরিমাণ তুলনামূলকভাবে অনেক বেশি আর সেইসব পেয়ারে আপনি কোন ট্রেড ওপেন করে থাকেন এবং সেটি যদি আপনার বিপরীত দিকে যায় তাহলে যেকোনো সময় আপনার ব্যালেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমার মতে আপনি প্রথম অবস্থায় eurusd, gbpusd, usdcad ইত্যাদি পেয়ারগুলো তে ট্রেডিং করতে পারেন। কারণ এই পেয়ারগুলো প্রতি সপ্তাহে মোটামুটি পরিমাণে মুভমেন্ট করে থাকে। তাই আপনি যদি সঠিক দিকে সঠিক ট্রেড ওপেন করতে পারেন তাহলে এই সকল কারেন্সি পেয়ারের ট্রেড করার মাধ্যমে ফরেক্স থেকে খুব ভাল প্রফিট করতে পারবেন।
যেসব পেয়ারগুলো বেশি মুভ করে থাকে এ পেয়ার গুলোতে ট্রেড করা লাভজনক। যেমন মেজর পেয়ার গুলোর মধ্যে gbpusd, eurousd, usdcad, eurochf ভালোই মুভ করে। তাছাড়া স্প্রেড কম। তাই এই পেয়ারে ট্রেড করা অনেকটা লাভজনক। তবে অবশ্যই ভালো করে মার্কেট এনালাইসিস করে নিতে হবে এবং যেহেতু বেশি মুভ করে তাই বেশি লট নিয়ে ট্রেড করা একদমই উচিত নয়। কারণ মার্কেট বিপরীতে চলে গেলে অ্যাকাউন্ট ব্যালান্স শূন্য হতে বেশি টাইম লাগবে না। তাই অবশ্য এই বিষয়টি মাথায় রাখতে হবে। অন্যদিকে গোল্ড, সিলভার ইত্যাদি মেটালগুলি সবচেয়ে বেশি মুভ করে কিন্তু এগুলোর স্প্রেড অনেক বেশি। তাই যাদের ব্যালেন্স অল্প তাদের কখনো এই কারেন্সিতে ট্রেড করা উচিৎ নয়। এগুলি খুবই ঝুঁকিপূর্ণ।
কোন কারেন্সি পেয়ারে বেশি ভাল হবে ভাবতে হলে আগে নিজের এনালাইসিস টা বেশি করে করতে হবে।আপনার যদি বেশি লাভ করতে ইচ্ছা করে তাহলে গোল্ড কারেন্সি পেয়ারে ট্রেড করেন সেই ক্ষেত্রে আপনি প্রচুর লাভ করতে পারবেন।কন্তু মাথায় রাখতে হবে যেই কারেন্সি পেয়ার বেশি মুভ করে সেই কারেন্সি পেয়ার কিন্তু আপনার ব্যালেন্স জিরো করে দিতে পারে।তাই আমি মনে করে লাভ নিয়ে না ভেবে অথবা বেশি রিস্ক না নিয়ে প্রতি দিন অল্প অল্প করে যদি লাভ করা হয় তাহলে মাস শেষে আপনার বড় একটা এমাউন্ট হবে।কন্তু আপনি বেশি লাভ করতে চেষ্টা করবেন দেখবেন মাস শেষে আপনার ব্যালেন্স জিরো।তাই আপনি ভাবুন কোন টা আপনার করা উচিত।
মার্কেটে যেসব কারেন্সি খুব তাড়াতাড়ি মুভ করে সেগুলোতে ট্রেড করা ভালো। ফরেক্স মার্কেটে অতিপরিচিত মুদ্রাগুলো মুভ বেশি করে সে ক্ষেত্রে ঐসকল কারেন্সিতে ট্রেড করা প্রয়োজন। আমার মতে jpy কারেন্সি বেশি মুভ করে সেক্ষেত্রে এই কারেন্সিতে ট্রেড করা ভালো। যারা অল্পতেই বেশি প্রফিট করতে চান তারা মুভ করা কারেন্সি গুলো বেছে নিতে পারেন। তাহলে মার্কেটে আপনারা ভালোভাবে লাভবান হতে পারবেন।.......ধন্যবাদ
মেজর বা বেশি পরিচিত কারেন্সি বা পেয়ার গুলোতে ট্রেড করে লাভ বেশি কারণ এইসব কারেন্সি বা পেয়ারগুলোতে ট্রেড করার জন্য ব্রোকারগুলো কম স্প্রেড বা ব্রোকার ফি কাটে। আর কম স্প্রেড হওয়ার কারণে ঐসব ট্রেডে আপনার লাভের পরিমাণও বেশি হবে এটাই স্বাভাবিক। মেজর পেয়ারগুলোর মধ্যে ইউরো-ইউএসডি, জিবিপি-ইউএসডি, ইউএসডি-জেপিওয়াই, ইউএসডি-সিএইছএফ এই পেয়ারগুলোতে ট্রেড করা ভালো।
ফরেক্স মার্কেটে কোন কারেন্সি পেয়ারে ট্রেড ওপেন করা লাভজনক সেটা নির্ভর করে একান্তই একজন ট্রেডারের দক্ষতার উপর । এক একজন ট্রেডার এর মতামত এক এক রকম এবং কারেন্সি নির্বাচন করা ও আলাদা ধরনের । তাই যার যে কারেন্সিতে ট্রেড ওপেন করার দক্ষতা বেশি,,, সেই ট্রেডার সেই কারেন্সি পেয়ারে ট্রেড ওপেন করলে বেশি লাভজনক হবে,,,, ধন্যবাদ ।
ফরেক্স ট্রেডিং ব্যবসাতে সব কারেন্সিতেই ট্রেড করা যায়।তবে এধের মধ্য কিছু কারেন্সি আছে যেগুুলোতে ট্রেড করা ভালো।যেমন eurusd, gbpusd, usdcad,eurchf ইত্যাদি কারেন্সিতে ট্রেড করা ভালো।এ কারেন্সিগুলো আমার ভালো লাগে।
ফরেক্স এ সকল কারেন্সি পেয়ার কম বা বেশী মুভ করে। আপনি যদি দ্রুত প্রফিট আনতে চান তাহলে যে গুলো বেশী মুভ করে সেগুলো ফলো করতে পারেন। jpy পেয়ার গুলো মারাত্নক ভাবে মুভ করে। আর ও অন্যান্য পেয়ার আছে যে গুলো ট্রেড করলে আপনি প্রফিট করতে পারেন
মার্কেট এ একেক সময় একেকটা পেয়ার বেশি মুভ করে আপনি যদি মুভিং এভারেজ দেখে ট্রেড করেন তাহলে আপনি কারেন্সি পেয়ারের ভালো সুবিধা নিতে পারেন সেজন্য আপনাকে লং টাইম ট্রেড না করে সর্ট টাইম ট্রেড করতে হবে অথবা আপনি স্ক্যাল্পিং ট্রেড করতে পারেন।
যেসকল কারেন্সি পেয়ারের ভোলাটিলিটি কম এবং কম রেঞ্জের মধ্যে ওঠানামা করে থাকে সেই সকল কারেন্সি পেয়ারে ট্রেড করা সবচেয়ে নিরাপদ। সাধারণত যে সকল কারেন্সি পেয়ারের লিকুইডিটি বেশি থাকে তারা কম ভোলাটাইল হয়ে থাকে। এখানে ভোলাটিলিটি বলতে মার্কেটের ওঠানামার হার বোঝানো হয়েছে। অর্থাৎ যে সকল কারেন্সি পেয়ার প্রতিদিন অধিক পরিমাণ উঠানামা করে সেই সকল কারেন্সি পেয়ারে ট্রেড করা নিরাপদ নয় এবং যে সকল কারেন্সি পেয়ার কম ওঠা নামা করে থাকে সে সকল কারেন্সি পেয়ারে ট্রেড করা নিরাপদ। কম ভোলাটাইল কারেন্সি পেয়ার গুলোর মধ্যে ইউরো/ইউএসডি, ইউরো/জিবিপি,এনজেডডি/ইউএসডি, ইউএসডি/সিএইচএফ অন্যতম।
[ATTACH=CONFIG]10387[/ATTACH]
যদি দ্রুত প্রফিট আনতে চান তাহলে যে গুলো বেশী মুভ করে সেগুলো ফলো করতে পারেন। jpy পেয়ার গুলো মারাত্নক ভাবে মুভ করে । একটি নির্দিষ্ট কারেন্সি পেয়ারে সব সময় ট্রেড সিগন্যাল পাওয়া যাবে না । মার্কেট অনেক সময় সাইডওয়ে বা সমান্তরাল ভাবে চলতে থাকে তখন ট্রেড ওপেন করা বেশ ঝুকিপূর্ণ । অামরা বেশী করে দক্ষতা অর্জন করার চেষ্টা করব ।
আমার মতে মেজর কারেন্সি গুলি। কারন এই গুলির মুভমেন্টে ২-৩ হাজার পিপ্স। এখানে ডলার, জি বি পি, এন জেড, এ ইউ ডি, কেড, সি এস এফ জে পি ওয়াই এই কারেন্সি গুলি ট্রেড করার জন্য উত্তম বলে আমি মনে করি।
আপনি যদি ফরেক্স ট্রেড এর উপর দক্ষতা অর্জন করেন,তাহলে আপনি যে কোন কারেন্সী পেয়ার দিয়ে ফরেক্স মার্কেট এ লাভ করতে পারবেন,কিন্তু ফরেক্স মার্কেট এ jpy পেয়ার গুলো বেশি মুভমেন্ট করে থাকে,তাই বেশি লাভ করতে চাইলে jpy পেয়রা এ ট্রেড করতে পারেন কিন্তু অব্যশই ম্যানি ম্যানেজমেন্ট অনুসরন করে ট্রেড করবেন।