ইন্ডিকেটর নির্ভর হওয়া কি ভাল?
ফরেক্স মার্কেটরে ডিফল্ট(ফ্রী) সহ অনেক কমার্শিয়াল ইন্ডিকেটর পাওয়া যায়। কখনো পুরোপুরি ইন্ডিকেটর নির্ভর হয়ে ট্রেড করবেন না। ইন্ডিকেটর কে ব্যাবহার করবেন ট্রেড বা অর্ডারের পারফেকশন বাড়াতে অর্থাৎ আপনি যে সব স্ট্রেটিজি জানেন সেই অনুসারে অর্ডার করতে ইন্ডিকেটর আপনাকে সাহায্য করবে এবং আপনার ডেসিশন মেকিং এ হেলপিং হেন্ড হিসেবে কাজ করবে। যে ইনডিকেটরই ব্যাবহার করবেন প্রথমে অবশ্যই তার বিহেবিয়ার বুঝে ভালোভাবে ডেমোতে প্র্যাকটিস করে ইন্ডিকেটর এর সাকসেস রেইট বুঝে তারপর লাইভ মার্কেটে এপ্লাই করবেন। যেহেতু ইন্ডিকেটর টেকনিক্যাল এনালাইসিস বেস একটি ইন্সট্রুমেন্ট তাই ফান্ডামেন্টাল নিউজ এর কারনে ইন্ডিকেটর কখনো তার স্বাভাবিক নির্দেশনার ব্যাতিক্রম করতে পারে। তাই সাবধান থাকুন। কিছু কমন এবং ভালো ফলাফল প্রদান করে এমন ইন্ডিকেটর শিখে ট্রেড করুন।
ইনডিকেটর এর উপর নির্ভরশীলতা ।
আমিও আপনাদের সাথে একমত যে, ফরেক্স সম্পর্কে বিভিন্ন সময়ে দিক নির্দেশনা পাওয়ার জন্য ভাল ইনডিকেটর ব্যবহার করা যাইতে পারে । তবে ইনডিকেটর এর উপরে ১০০% নির্ভরশীল হওয়া যাবে না । এ ব্যাপারে সবসময় সচেতন থাকতে হবে । অন্যথাই ভাল ফলাফল আশা করা যাবে না । ফান্দামেন্তাল এনালাইসিস কে সরবোচ্ছ অগ্রাধিকার দিতে হবে ।
ইন্ডিকেটর নির্ভর শীল হবেন না
ব্যবহার করে ট্রেডে লাভবান হবেন কিনা যানি না, তবে এটা বলতে পারি মাঝে মধ্যে ইন্ডিকেটর কাজ করলেও বেশির ভাগ সমই লস হওয়ার সসম্ভাবনা থাকে, তাই বন্ধুদের কে বলি ইন্ডিকেটর এর থেকে, মার্কেট নিউজ কাজ বেশি করে।:rules: