-
লস এর পর আপনি কি করেন ?
ফরেক্স ট্রেডিং এ আমরা অনেকেই ট্রেড করে থাকি এবং ফরেক্স মার্কেট থেকে আমরা যথেষ্ট প্রফিট ও করে থাকি কিন্তু মাঝে মাঝে যখন লস হয় তখন আমি লস কেন হলো সে কারণ খুঁজে বের করে ভুল সধ্রে আবার নতুনকরে ট্রেড করতে সুরু করি আপনি যখন লস করেন কোনো ট্রেড এ তখন কি করেন ?
ফোরাম মেম্বার হতে এখানে ক্লিক করুন
-
লাভ/লোকসান জিবনের একটি অংশ... লস এর পর কার না খারাপ লাগে।। ঠিক তেমনি আমারও কারাপ লাগে। কিন্তু লস এর কথা নিয়ে দিন কাটালে থো কপালে ভাত জুতবেনা... তাই লস হলা আমি আবার পুর দমে কাজ শুরু করি যেই ভুল গুলো ছিল থা ঠিক করে লস এর পরিমান কমিয়া আনার চেষ্টা করি এবং পরিশেষে লক্ষ অর্জন করি......
-
লস এর পরে আমি কিছু দিন ট্রেড বন্ধ রাখি। ছোট লস হলে দু’এক দিন পরে লসের কারন খুজে বের করি। এবং শেখান থেকে শিক্ষা গ্রহন করিন। আর বড় লস হলে বেশ কিছু দিন ট্রেড বন্ধ রেখে মাইন্ড সেটের জন্য কোথাও না কোথাও যেমন সমুদ্রের পাড়ে ঘুরতে যাই এবং ফিরে এসে দেখি কেন লস করলাম। নিজেকে সংশোধন করে আবার শুরু করি।
-
প্রথম দৃষ্টিতে ফরেক্স কিন্তু সহজ মনে হয়। কারন যেহুতু লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে। তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে। কিন্তু আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন......... লস হলে নতুন করে আবার করব।।
-
প্রত্যেক কাজে লাভ না হলে লস থাকে। লস হলে বসে থেকে কোন লাভ হই না। বরং লস কান হয়েছে তা বের করে কিভাবে লাভ করা যাই তা নিয়ে চিন্তা করা উচিত। যাতে করে আমারা যেন ভবিষ্যতে আর কোন লসে না পরি। আমার ভালো ভাবে কাজ করতে পারি।
-
আমার যখন প্রথম লস যায় তখন আমি অনেক মন খারাপ হয়ে ছিল। তারপর আমি মনে করলাম যে, যে কোন ব্যবসা করতে গেলে লস্ হয়ে থাকে। তাই লসের জন্য মন খারাপ না করে আবার আমি কাজ শুরু করি।
-
ফরেক্স মার্কেটে আমরা সবাই লাভের আশায় ট্রেড করি। যখন আমরা ট্রেড করি তখন লসের কথা না ভেভে তাড়া তাড়ি ট্রেড দিয়ে বসি। তাতে দেখা যায় লাভ না হয়ে লসের স্বীকার হতে হয়। আমি নিজেও অনেকবার লসের স্বীকার হয়েছি। আমি যখন লস করেছি তখন লসের কারনটি নির্নয় করে তার সমাধান এর চেষ্টা করেছি। তাতে দেখা যায় আস্তে আস্তে আর লসের স্বীকার হতে হয় না। তাই উচিত লসের কারন নির্নয় করে তার সমাধান করা।
-
লাভ লস ব্যাবস্যর একটি অংশ। এই বলে আমের লাভ হছে বলেই যে আমর ব্যাবসা করতে হবে আর লস হলে বলেই ব্যাবসা করতে হবে না তার কন কারন নাই। লস করলে কি সের জন্য লস করেছে সেই বিশয় জেনে সংসধন করে এবার ব্যাবসা আরাম্ভো করা।
-
ফরেক্স এ আমি একজন নতুন সদস্য, এইকদিন ফরেক্স এ ট্রেড করে লাভ্লস উভয়ের সন্মুক্ষিন আমি হয়েছি, তবে যখন আমি লস করি তখন আমার মনটা খারাপ হয় আর এটাই স্বাভাবিক, কিন্তু তবুও আমার মন ভাঙ্গেনা আর আমি মাথাও গরম করিনা, আমি মনে করি সকল্কেই এটা করা উচিত ।
-
লস হলে দৈয্যধারণ করে মার্কেট পর্যবেক্ষন করি। প্রকৃতপক্ষে আমি কেন লস করলাম তাই দেখার চেষ্টা করি। যদি দেখি এই লসটা খুবই সাভাবিক তবে পূর্ণ উদ্যোমে ট্রেড চালিয়ে যাই। আর যদি দেখি এটা আমার গ্রেড মিসটেক তবে আমি কিছু ট্রেড করা থেকে বিরত থাকি।
-
মার্কেট এ লস করার পর কয়েদে লাভ নাই তাই আমি ফরেক্স শিখতে থাকি এবং কিছুদিন শিখার পরে আমি আবার ফরেক্স ট্রেডিং সুরু করে দেই কারন আমি মনে করি ফরেক্স থেকে আমরা খুব সহজেই আয় করতে পারব যদি আমাদের এখানে ইচ্ছে থাকে কারন ইচ্ছে না থাকলে আমরা এই মার্কেট হতে কখনই লাভবান হয়ে যেতে পারব না ।
-
লস এর পর আমি খুজে দেখি কী কারনে আমার লস হইছে তা সংশধন করার চেষ্টা করি। এবং কীভাবে লাভ করা যায় সে পদ্ধতি খুজে বার করি।
-
ব্যাবসা মানে লাভ আর লস। তাই আমি মনে করি লস হলে আগ্বে আমি দেখব কন কারনে আমার লস হল দেন আমি সেটা সংসধন করার চেষ্টা করব তাহলে পরবর্তীতে আমি লাভ করতে পারব।
-
একটা সময় ছিল যখন লস করলেই রিভেঞ্জ ট্রেড করতাম আর যদি দেখতাম কোনও অর্ডার এর উলটা দিকে প্রাইস যাচ্ছে তখন সেই প্রাইস এর সাথে আরেকটা অর্ডার ওপেন করতাম আর বড় বড় ধরা খাইতাম। কিন্তু এখন আর এরকম করিনা, কারন আমার মদ্ধে একটা আত্ত বিশ্বাস চলে আসছে যে আমি যদি আজ একবার লস করি তো কাল দুই বার আমি প্রফিত করতে পারব।
-
লোকসান জিবনের একটি অংশ... লস এর পর কার না খারাপ লাগে।। ঠিক তেমনি আমারও কারাপ লাগে আমি যখন লস করেছি তখন লসের কারনটি নির্নয় করে তার সমাধান এর চেষ্টা করেছি। তাতে দেখা যায় আস্তে আস্তে আর লসের স্বীকার হতে হয় না। তাই উচিত লসের কারন নির্নয় করে তার সমাধান করা।
-
লস তো হতেই তাই বলে ভেংগে পড়লে তো চলবে না আর আমি মনে করি ফরেক্স এ লাভ লস আছে আর আমাদের কে লস আর লাভ এর বেচে থাকতে হবে মানে ফরেক্স এ টিকে থাকতে হবে তাই আমি ফরেক্স এ লস করলে ভেঙ্গে পড়ি না নিজেকে আর ভাল ভাবে তৈরি করি
-
ফরেক্স মার্কেট ট্রেডিং করে আমরা ট্রেড করি তবে তার পরেও আমরা লস করি এর কারণ ফরেক্স মার্কেট আমরা অনেক দুরবল । ফরেক্স মার্কেট লস হলে দৈয্যধারণ করা এতে ভেঙ্গে পরার কোন কারন নেয় । ব্যবসার করতে হলে লস হয় তার পরও আমরা ব্যবসার করি ।
-
লসের পর আপনার মন খারাপের কোনো কারন নেই। কারন ফরেক্সটা এমনই একটা জায়গা যেখান থেকে আপনি লাভবান হবেনই। লসের পর আপনি খুঁজে বের করেন কেনো আপনার লস হলো। তারপর সেটা সমাধানের চেষ্টা করুন। আর মনে মনে প্রতিজ্ঞা করুন এই ধরনের ভুল আর কোনদিন করবেন না। এবার আরেকটি স্ট্যাটেজি অনুসরণ করে ট্রেড করুন।
-
লাভ ও লস নিয়েই ট্রেডিং । ব্যবসার ক্ষেত্রে লস লাভ হবেই । লস হলে লসের কারন নির্নয় করে তার সমাধান করা উচিত ।
-
যেকোন কাজে কেউ কখনো লস প্রত্যাশা করে না তেমনি আমিও । এর জন্য আমি চাঈ আমার প্রত্যেকটি ট্রেড লাভে ক্লোজ করি কিন্তু দক্ষতার অভাবে সম্ভব হয় না।আমার ট্রেডে যখন লস হয় তখন আমি ্অপেক্ষা করি এবং দেখি লস কভার করা যায় কিনা কিন্তু যখন দেখি এটা আর সম্ভব নয় তখন আমি আমার ট্রেড ক্লোজ করি।লস হলে একটু খারাপ লাগে কিন্তু লস মেনে নিয়ে পুনরায় ট্রেড করি। আমার শিক্ষক বলেন লস মেনে নেওয়া ভালো ট্রেডার হওয়ার একটি গুন। কারন লস না হলে শিখা যায় না।
-
আমার মনে হয় প্রত্যেকটি ট্রেডার কে লসের পর তার কারণগুলো খুজে বের করা উচিত এবং প্রচুর পরিমাণে লসের কারণ গুলোর সম্পর্কে প্রশিক্ষণ নেওয়া উচিত। এতে করে একজন ট্রেডারের দরকার পড়ে ভাল দক্ষতা, অভিজ্ঞতা, কৌশল মনোভাব এবং জানার আগ্রহ ইত্যাদি যদি আপনার ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন তাহলে হয়ত আপনি লসের এর হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাবেন আমার বিশ্বাস।
-
প্রত্যেক ব্যবসায়ে লস আছে , লস ছাড়া কোন ব্যবসায়ে মজা আসে না । আমার কোন কাজে লস হলে আমার মাথা টিক থাকে না , তখন আমি ঠান্ডা মাথাই আমার ভুল গুলা সমাধান করার চেষ্টা করি , যাতে এই ভুল গুলা পরবর্তিতে আর না হয় । ফরেক্স মার্কেট এ লস হলে তখন অনেক ক্ষতি হয় । তখন আমি মানি ম্যানেজমেন্ট ও এনালাইসিস আরো বেশি করে অনুশীলন করি ।
-
লস এরপর আমি আমার লস করার কারনগুলো খুজে বার করি। যদি আমার কোনো ভুল হয় ভুলগুলো কেনো হল তার কারন ও পতিকার খুজে বের। কারন ভবিষ্যতে যেন আমি এই ভুল গুলা না করি। আমার মতে ভুল খুজে বের করা একজন ভাল ট্রেডারের অন্যতম প্রধান কাজ। তা না হলে বার বার লস করতেই থাকব।
-
ব্যবসা করতে হলে লাভ ক্ষতি মেনে নিতে হয় । ফরেক্স ট্রেড করতে হলে এর সম্পর্কে ভালোভাবে জানতে হয়। তারপর ট্রেড করতে হয়। কারন এখানে অল্প ভুলের কারনে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। ক্ষতির পর চুপচাপ বসে না থেকে কী কারনে ক্ষতি হল সেটা যাচাই করে তা সংশোধন করে সতর্কতার সহিত ট্রেড করা উচিত।
-
ফরেক্স এ আমি একজন নতুন সদস্য, লস এর পরে আমি কিছু দিন ট্রেড বন্ধ রাখি। ছোট লস হলে দু’এক দিন পরে লসের কারন খুজে বের করি। এবং শেখান থেকে শিক্ষা গ্রহন করিন। আর বড় লস হলে বেশ কিছু দিন ট্রেড বন্ধ রেখে মাইন্ড সেটের জন্য কোথাও না কোথাও যেমন সমুদ্রের পাড়ে ঘুরতে যাই এবং ফিরে এসে দেখি কেন লস করলাম। নিজেকে সংশোধন করে আবার শুরু করি।
-
লস এর পর কি কারনে লস হল তা খোঁজে বের করা উচিত এবং পরবর্তিতে সতর্ক থাকা উচিত ।
-
ফরেক্স এ লস করলে আমাদের লস থেকে ফরেক্স শিখতে হবে কারন আমরা অনেকেই আছি এই মার্কেট এ লস করে থাকি তাই লস করলে আমাদের ভয় পেতে নেই কারন আমরা মনে করি ফরেক্স মার্কেট হতে ট্রেড করতে হলে আমাদের লস নিয়েই ট্রেড করতে হবে ।
-
সকল ব্যাবসাই লাভ লস দুটিই আছে। লাভ হক আর লস হক মেনে নিতে হবে। তেমনি ফরেক্স মার্কেটে ও লাভ ও লস দুটিই রয়েছে। ফরেক্স মার্কেটে যখন আমার একটা ট্রেড লস হয় তখন আমি ওই ট্রেডটি ভালো করে দেখি কি ভুল হয়েছে তারপর সেটা সংশোধ করে নেই।
-
আমি কিংবা লস প্রত্যাশা যে কোন কেউ. প্রতিটি ট্রেড নেভিগেশন মুনাফা আমি আমার বন্ধ কিন্তু এটি দক্ষতার অভাব হয় না. আমার ট্রেড, আমি ক্ষয় হয় এবং কিনা মনে করি, কিন্তু আমি এটা এখন আর সম্ভব হলে লস আচ্ছাদিত দেখেছি যখন, আমি আমার ট্রেড বন্ধ করে দিত. আমি লস সম্পর্কে খারাপ বোধ একটি ট্রেড গ্রহণ করলে ক্ষতি. আমার শিক্ষক ব্যবসায়ীদের একটি ক্ষমতা কমে যাওয়া গ্রহণ করতে পছন্দ করেন. শিখা লস নয়.
-
ফরেক্স মর্কেটে লস হতে পারে ফরেক্স মর্কেট লাভ লস নিয়ে ব্যবসা তাই যেকোন সময় লস হতে পারে তাই লস হলে ভেঙে পড়লে চলবে না।আমি যেমন লস হলে আগে দেখতে হবে লস কেন হলো সেটা ভের করতে লসের কারন ভের করে ভূল টাকে সংসোধন করতে হবে তাহলে পরর্তিতে যাতে করে ভূল যেন না হয় সেটা পর্যবেক্ষন করতে হবে ।আমি এই ভবে ট্র্রড করি এতে অনেক উপকারিতা আছে।
-
ফরেক্স মার্কেট এ লস হলে কিছুই করার থাকে না আমি আবার পড়ে ট্রেড করার জন্য তৈরি হই কারন আমার কখন লাভ কখন লস এমন ভাবেই আমাকে ট্রেড করতে হয় ফরেক্স করতে হলে আমাদের কে সব সময় এই মার্কেট হতে ভাল করে টাকা আয় করার জন্য প্রস্তুত থাকতে হয় তা না হলে আমাদের যে কোন সমস্যায় পড়ে যেতে হয় ।
-
লস করলে আমি আমার সেই লস এর কারন খোজার চেষ্টা করি কোথায় আমার কি ভুল হয়েছে তা বের করার চেষ্টা করি কারন আমি চাই না আমার ভুলের কারনে আমি বার বার লস করি । তাই আমি আমার ভুল কে খুজে বের করে তা সংশোধন এর চেষ্টা করি যাতে সামনে এ রকম ভুলের কারনে আমার আর লস না হয় ।
-
লস হলে আমি আবার লাভের আশায় ভালো ভাবে ট্রেডিং করে থাকি।
-
ফরেক্স মার্কেট এ বিজনেস করতে গেলে লস হতেই পারে। লস হলে মন খারাপ না করে, কি জন্য লস হল সেইটা খুজে বের করা উচিৎ। আমি নিজেও লস করলে আমার ভুল খুজে বের করার চেষ্টা করি। আমি আজ দুপুরে ১৫ ডলার লস করচি। লস করার পর অবশ্য আমি আমার ভুল বুঝতে পারছি। এতে আমার অনেক ভালো হইচে।
-
লস এর পর আমি আবার লাভের জন্য চেস্ঠা করি।
-
লসের পর আমি আমার ভুলটা বের করার চেষ্টা করি। আর এটা ধরতে পারলে সেটা কিভাবে সমাধান করব সেটা নিয়ে গবেষণা করি। আর যদি আমার আমার গবেষণা লব্ধ ফলটা পেয়ে যাই তাহলে সেই ভুলটা যাতে আর না হয় সে বিষয়ে সতর্ক থাকার চেষ্টা করি। আর এভাবেই আমি আমার দক্ষতাকে আরো পরিপক্ক করে গড়ে তুলি।
-
রেক্স ট্রেডিং এ আমরা অনেকেই ট্রেড করে থাকি এবং ফরেক্স মার্কেট থেকে আমরা যথেষ্ট প্রফিট ও করে থাকি কিন্তু মাঝে মাঝে যখন লস হয় তখন আমি লস কেন হলো সে কারণ খুঁজে বের করে ভুল সধ্রে আবার নতুনকরে ট্রেড করতে সুরু করি আপনি যখন লস করেন কোনো ট্রেড এ তখন কি করেন ?
-
লোকসান জিবনের একটি অংশ... লস এর পর কার না খারাপ লাগে।। ঠিক তেমনি আমারও কারাপ লাগে।
-
লসের পর স্বাভাবিকভাবে একটু হতাশ হয়ে পড়ি পরে লসের কারণ খোজার চেষ্টা করি এবং তা সমাধান করতে চেষ্টা করি। ফরেক্স ট্রেডিং লস একটি অংশ তা আমাদের সবারই মানতে হবে। তাই বুঝে শুনে আমাদের উচিৎ ট্রেড করা।
-
লস এর পর আমার খুব খারাপ লাগে