সারাদিন ফরেক্স ফরেক্স করবেন না।
	
	
		আপনারা সারাদিন ফরেক্স ফরেক্স করবেন না। আর কম্পিউটার এর সমানে সারাদিন বসে থাখবেন না। ট্রেড যেখানে জাওয়ার যাবে আপনি বসে থাক্লেও যাবে না থকেলেও যাবে। স্টপ লস ট্রেড র অংস। আপনার ট্রেড এ যদি লস খাওয়ার সাম্রথ না থাকে তাহলে আপনার লাভ করার অধিকার নাই। তাই স্টপ লস আর টেক প্রফিত দিয়ে বাইরে জান।
	 
	
	
	
		ট্রেডিং এর মাঝে একটু বিরতি রাখবেন
	
	
		ভাই ভাল কথা বলেছেন। আসলেই সারাদিন ট্রেড করলে যেমন মানসিক ক্লান্তি চলে আসবে, তেমনি এতে করে আপনার লসের পরিমাণও বেড়ে যেতে পারে। সুতরাং ট্রেডিং এর জন্য সপ্তাহে আপনি একটা রুটিন করে নিতে পারেন, তাতে আপনার চাপটাও কম থাকবে এবং আপনি ঝুঁকিমুক্তভাবে ট্রেড করতে পারবেন।