-
লাভ এবং ক্ষতি
আপনি সর্বদা প্রথম অবস্থায় ব্যবসা সবচেয়ে কম লক্ষ্য সেট করতে পারে এবং তারপর আপনার ব্যবসা স্থাপন নিশ্চিত করা উচিত। আমি মনে করি প্রতি দিন আপনার ট্রেড 200 পিপ দ্বারা অস্থির করতে পারেন এবং যদি আপনার ট্রেডিং অ্যাকাউন্টে $3 আছে, তাই আমি মনে করি আপনার ব্যবসা অ্যাকাউন্টটি ক্ষতিগ্রস্ত করা উচিত নয় বলে।
-
৯৫% ট্রেডাররা ফরেক্স মার্কেটে লস করে থাকে । ফরেক্সকে টাকা আয় করার মেশিন বলা যেতে পারে । আবার ফরেক্স ব্যবসা মানে টাকা নষ্ট করার ব্যবসা ও বটে । ফরেক্স আন্তর্জাতিক ফাইনান্সিয়াল ব্যবসা তাই লাভ এবং ক্ষতি তো কোন ব্যাপার না । ফাইনান্সিয়াল ব্যবসা মানেই তো লাভ এবং ক্ষতি । কিন্তু আমাদের হতাশ হলে চলবে না ।
-
ফরেক্সে ব্যবসা করতে হলে আপনাকে এখানে লাভ এবং লস মেনে নিয়েই এখানে কাজ করার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করতে হবে। লসগুলো থেকে প্রতিনিয়ত শিক্ষা গ্রহন করতে হবে, কিভাবে লসটাকে আরো কমিয়ে আনা যায় সেই চেষ্টা করতে হবে। আর এভাবে করতে করতে একসময় দেখবেন যে আপনার লসের পরিমাণটা অনেকাংশে কমে এসেছে এবং আপনি আস্তে আস্তে লাভবান হতে থাকবেন আশা করা যায়।
-
আসলে ফরেক্স এমন একটি ব্যবসা এখানে লাভ লস মেনেই আপনাকে কাজ করতে হবে। সেজন্য আপনাকে লসগুলো মেনে নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেডে প্রস্তুত হয়ে উঠতে হবে। তবে প্রতিনিয়ত কিভাবে লসগুলো কভার করা সম্ভব সে বিষয়গুলো নিয়ে আপনাকে গবেষণা বা পর্যবেক্ষণ করতে হবে। আর লসের কারণগুলো খুজে বের করার চেষ্টা করতে হবে। আর এভাবে প্রতিনিয়ত লসের কারণগুলো খুজে বের করার ফলে এক সময় ক্ষতির চেয়ে লাভের পরিমাণটা বেশি করতে পারবেন। এজন্য দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে ফরেক্স এ ধৈর্য্য সহকারে টিকে থাকার চেষ্টা করুন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত কিভাবে আরও বেশি প্রফিট করা সম্ভব হবে।
-
এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে বা রাখা উচিত যে - আপনার যে কোন সময় বেশ বড় অঙ্কের লস হতেই পারে। এই লস এর ব্যাপারে আগেই আগাম প্রস্তুতি নিয়ে রাখা উচিত বলে আমি মনে করি। কেননা আপনি যদি লসের বিষয়টা মাথায় না রাখেন তবে প্রফিট ধরে রাখা কঠিন হতে পারে বলে আমার ধারণা।
-
ট্রেডের মুল লক্ষ হল,আয় করা তবে বড় কোন ঝুকি না নেওয়া উচিত। প্রথম অবস্থায় বড় ঝুকি নিলে হতাশ হওয়া ছাড়া কোন উপায় নাই। আমি মনেকরি সব ট্রেডারের উচিত একটা পরিকল্পনা করে সব কিছু এগিয়ে নেওয়া, তবে ১% -২% ঝুকি নেওয়া বুদ্ধিমানের কাজ। লাভ হলে আনন্দে আত্মহারা হওয়া বা লস হলে হতাস হওয়ার কিছু নাই। তবে না বুজে ট্রেড করলে লাভের চেয়ে লস বেশি হয়। বেশি লাভ করতে হলে আপনাকে নিউজ বুজতে হবে, এটাই সঠিক পথে থাকা। তবে ফরেক্র সবসমায় লাভ হবে এমন কোন কথা নাই।
-
আমার মতে আপনি যদি ফরেক্স মার্কেটে ট্রেড করতে চান তাহলে আপনাকে সঠিক লক্ষ নির্ধারণ করতে হবে। কারণ ট্রেডের মূল লক্ষ হচ্ছে আয় করা বড় ধরনের ঝুনি নেওয়া না। আমার মতে সকল ট্রেডারের উচিত একটা পরিকল্পনা নিয়ে ফরেক্স মার্কেটে এন্ট্রি হওয়া। তবে বেশির ভাগ বুদ্ধিমান ট্রেডার ১/২% ঝুকি নিয়ে ট্রেড করে। তবে আপনি যদি না বুঝে কোন ট্রেডে এন্ট্রি হন তাহলে আপনি অবশ্যই লস করবেন এবং এ লসের ক্ষতি আপনি কখনও তা পূরণ করতে পারবেন না। এজন্য বেশি বেশি করে ফরেক্স নিউজ ফলো করুন এবং বুঝার চেষ্টা করুন। তাহলে অবশ্যই ভাল প্রফিট অর্জন করতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে লস দিয়ে দিয়েই শিখতে হয়৷এজন্য ঘাবড়ে যাওয়ার কোনোও কারণ নাই৷লস না করলে এখানে একলাইনও বুঝতে পারবেন না৷তাই সঠিক ভাবে স্টপলস ও টেকপ্রফিট ব্যাবহার করে মানি মেনেজমেন্ট ও রিস্ক রিওয়ার্ড রেশিও ফলো করে ট্রেড করতে হবে৷যতই অভিজ্ঞ হবেন ততই লস কমে যাবে ও প্রফিট আসতে থাকবে৷
-
মুনাফা এবং ক্ষতি হলো একটি ব্যবসায়ের অংশ। ফরেক্স যেহেতু একটি ব্যবসা সেহেতু এই অংশটি এই ব্যবসা এর সাথে জড়িত। হ্যা আপনি যদি নিয়মিত মুনাফা অর্জন করতে চান তাহলে আপনাকে লক্ষ্য ঠিক রেখে এই ব্যবসা করতে হবে এবং পাশাপাশি আপনাকে ঠিকমত বাজার বিশ্লেষণ করতে হবে। আপনি যদি এগুলো ঠিকমত করতে পারেন তাহলে আপনার মুনাফার পরিমাণ বেশি হবে আর যদি না করতে পারেন তাহলে আপনার ক্ষতির পরিমাণ বেশি হবে।
-
ভাই ফরেক্স মার্কেটে একজন ট্রেডারের লাভ এবং ক্ষতি নির্ধারণ হয়ে থাকে তার ট্রেডিং গত বিভিন্ন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। কেননা এখানে তার ট্রেডিং গত কৌশলটাকে সে কিভাবে কাজে লাগাচ্ছে সেটা আগে তাকে দেখতে হবে। এরপর সে নিজেই ডিসাইড করতে পারবে যে, সে কি প্রফিটে থাকবে না লসের সম্ভাবনা রয়েছে তার যে কোন একটা ট্রেডে।
-
আপনাকে হিসেব করতে হবে ব্যবসায়ীর মত করে। আপনি যদি আবেগ অনুভূতি ইত্যাদি সব কিছু মিক্স আপ করে হিসেব করেন তবেই আপনি বড় অংকের লস খাবার জন্য মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে রাখেন। আপনাকে সলিড ব্যাবসায়ীর মত করে ভাবতে হবে তবেই না লাভের মুখ দেখবেন।
-
আমি মনে করি ফরেক্স এমন একটি মার্কেট এখানে নতুন অবস্থায় ৯৫% ট্রেডার লস করে থাকে। কারণ এটা এমন একটি মার্কেট এখান লস না করলে আপনি কখনই ফরেক্স সম্পর্কে ভাল অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না। তাই আপনাকে মূল লক্ষ্য ঠিক রেখে লস মেনে নিয়ে আপনাকে ট্রেডিং কৌশল পরিচালনা করতে হবে। আর এভাবে যদি আপনি মিনিমাম ১/২ বছর এই মার্কেটে অবস্থান করতে পারেন তাহলে আপনি অবশ্যই এক সময় ফরেক্স থেকে ভাল মুনাফা উপার্জনের সক্ষম হতে পারবেন।
-
ফরেক্সে ব্যবসা করতে হলে আপনাকে এখানে লাভ এবং লস মেনে নিয়েই এখানে কাজ করার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করতে হবে। লসগুলো থেকে প্রতিনিয়ত শিক্ষা গ্রহন করতে হবে, কিভাবে লসটাকে আরো কমিয়ে আনা যায় সেই চেষ্টা করতে হবে। আর এভাবে করতে করতে একসময় দেখবেন যে আপনার লসের পরিমাণটা অনেকাংশে কমে এসেছে এবং আপনি আস্তে আস্তে লাভবান হতে থাকবেন আশা করা যায়।
-
সব ব্যাবসায় লাভ ও ক্ষতি হবেই. ফরেক্স এ ও তেমন লাভ লস হবেই. কিন্তু ফরেক্স এ লস টা একটু বেশি হয় কারণ আমরা যারা ট্রেডিং করছি বিষেশ করে আমি এখনো ভালো করে কিছুই শিখতে পারি নি অতচ ট্রেডিং করছি তো করছি. সাইকেল চালাতে পারি মোটরসাইকেল চালাচ্ছি তাই একটু উল্টা পাল্টা তো হবেই. কিন্তু মূল জিনিস হলো লস দিয়া ট্রেডিং শিখতে হবে. তবেই আমরা একদিন ফরেক্স ট্রেডিং করে অনেক অনেক ইনকাম করতে পারবো. তাই ভালো করে মনোযোক দিয়া ট্রেডিং শিখতে হবে তাইলে একদিন সফলতা আসবেই আসবে.
-
আপনি কি পোস্ট করছেন আমি বুঝতে পারি নাই ভাল করে তবে আপনি ফরেক্স মার্কেট এ যে বাবশা করতে চান সেই বাবশাতে রিস্ক থাকবে তবে আপনাকে চেচটা করতে হবে কি ভাবে আপনি কম রিস্ক নিয়ে ফরেক্স মার্কেট এ থেকে বেশি লাভ করতে পারেন এটা করলে আপনার লস কম হব মার্কেট এ আর আপনার লাভ বেশি হবে ফরেক্স মার্কেট এ
-
প্রথম প্রথম ফরেক্স এ লস বেশী করেন নাই আমার মনে হয় এমন কোন ট্রেডার পৃথিবীতে একটিও নেই। তবে যদি আপনি শিখতে থাকেন একটি সিস্টেম নিয়ে তাহলে আপনার লাভ আসবে এক সময়। তবে আপনার কোথায় ভূল সেই ভূল গুলো বের করে বার বার এনলাইসিস করে দেখতে হবে। তাহলে আপনার ভূল যখন কমতে থাকবে লাভও তখন বাড়তে থাকবে। আর একটি বিষয় আপনাকে সব সময় ট্রেডিং এ বাচিয়ে রাখতে পারে সেটা হলো সঠিক মানিম্যানেজম্যান্ট অর্থাত রিস্ক টু রিওয়ার্ড রেশিও।
-
প্রফেশনাল ট্রেডাররা ধৈর্য্য ধরে ২% এর বেশি রিস্ক নেন না। কিন্তু যারা নতুন ট্রেডার তারা বড় রিসক নিয়ে ট্রেড করে তারাতারি বড়লোক হতে চায়। এজন্য মার্কেট ৯৫% ট্রেডার লুজা হয়ে থাকে তাদের নিজেদের দোষে। আর দোষ দেয় মার্কেট এর। বলে থাকে ফরেক্স মার্কেট নাকি জুয়া খেলা। আসলে যারা ফেেইলুর তারাই এই কথা বলে।
-
ব্যবসায় লাভ এবং ক্ষতি দুটোই থাকবে।তবে লসের লাগাম ধরে পরিকল্পনা মাফিক ট্রেড যদি আপনি করতে পারেন তবেই আপনি সাফল্য লাভ করতে পারবেন।আর যদি অপরিকল্পিত ধৈর্যহারা হয়ে ট্রেড করেন তাহলে আপনি নিশ্চিত ক্ষতির সম্মুখিন হবেন।
-
লাভ এবং ক্ষতি উভয় যে কনো ব্যবসায়ের একটি অংশ,তাই ব্যবসা সুরু করতে হলে আপনাকে উভয় মেনে চলতে হবে,ফরেক্স ও একটি বিজিনেস,এই ব্যবসায়ে লাভ এবং ক্ষতি উভয় হতে পারে,আপনি ফরেক্স মার্কেট দিয়ে একটানা প্রফিত করতে পারবেন না,তাই লাভ এবং লস মেনে নিয়ে ফরেক্স করুণ।
-
ফরেক্স ট্রেডিংয়ে ধারাবাহিকভাবে প্রফিট করতে হলে প্রথমে আপনাকেমনকে বুঝতে হবে। কেননা কোন পজিশনে অর্ডার নেবার জন্য আপনার ব্যাক্তিগত মতামতের মাধ্যমে সিন্ধান্ত নিতে হবে এবং এটা সম্পুর্ণ আপনার মনের আশা আকাঙ্খা, ভয় ও দুর্বলতা ট্রেডে প্রভাব ফেলে। একজন ট্রেডার হিসাবে আপনি এমন একটি পজিশন নিবেন যেখানে আপনার সকল মানবিক অনুভূতির র্উদ্ধে থাকতে হবে।
-
প্রতিটি ব্যাবসায়েই লাভ এবং লসের ঝুকি রয়েছে ফরেক্স মার্কেটেও লসের যেমন ঝুকি রয়েছে ঠিক তেমনি এখানে রয়েছে লাভের বা ভাল প্রফিটের অপার সম্ভাবনা এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য সব থেকে যেটি বেশি প্রয়োজন তা হল অনেক ভাল ফরেক্স ট্রেডিং বিষয়ক জ্ঞান এবং শিক্ষা।
-
আমি মনে করি প্রতিটি ব্যবসায় লাভ এবং ক্ষতি দুটোই বিদ্যমান রয়েছে, আর ফরেক্স এর ক্ষেত্রে ঠিক তেমনি। ফরেক্স মার্কেটে ট্রেড করতে এলে আপনাকে অবশ্যই লাভ ক্ষতি মেনে নিয়েই ট্রেড করতে হবে। কারণ এটাতে যেমন লাভ হওয়ার সম্ভাবনা থাকে বেশি ঠিক তেমনি ক্ষতি হওয়ারও সম্ভাবনা থাকে। অতএব এই মার্কেটে ট্রেড করার আগে আপনাকে কঠোর ভাবে মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, এমনকি দক্ষ ও অভিজ্ঞ ট্রেডারের কাছ থেকে পরামর্শ নিয়েই ট্রেডিং কৌশল পরিচালনা করতে হবে। তাহলে হয়তো আপনার ট্রেডিং ক্ষতি হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও হ্রাস পাবে বলে আমার বিশ্বাস।
-
লাভ এবং ক্ষতি উভয় যে কনো ব্যবসায়ের একটি অংশ,তাই ব্যবসা সুরু করতে হলে আপনাকে উভয় মেনে চলতে হবে,ফরেক্স ও একটি বিজিনেস,এই ব্যবসায়ে লাভ এবং ক্ষতি উভয় হতে পারে,আপনি ফরেক্স মার্কেট দিয়ে একটানা প্রফিত করতে পারবেন না,তাই লাভ এবং লস মেনে নিয়ে ফরেক্স করুণ।
-
৯৫% ট্রেডাররা ফরেক্স মার্কেটে লস করে থাকে । ফরেক্সকে টাকা আয় করার মেশিন বলা যেতে পারে । আবার ফরেক্স ব্যবসা মানে টাকা নষ্ট করার ব্যবসা ও বটে । ফরেক্স আন্তর্জাতিক ফাইনান্সিয়াল ব্যবসা তাই লাভ এবং ক্ষতি তো কোন ব্যাপার না । ফাইনান্সিয়াল ব্যবসা মানেই তো লাভ এবং ক্ষতি । কিন্তু আমাদের হতাশ হলে চলবে না ।
-
লাভ এবং ক্ষতি প্রতিটা ব্যবসাতেই আছে, তাই বলে কি কেউ ব্যবসা করবেনা।আপনি যদি ফরেক্স ট্রেডিং ব্যবসা ভালোভাবে শিখে তার পর ব্যবসা শুুরুু করতে পারেন তাহলে আপনার কোন লস হবেনা।ফরেক্স ব্যবসা করুুণ এবং বেশি বেশি লাভ করুন।
-
আমার প্রিয় ভাই, যদি আমাদের এই বাহিনীর বাণিজ্যে লোকসান ভোগ করতে হয়, তবে আমাদের এই ক্ষতি থেকে শিখতে হবে এবং ক্ষতির বিষয়ে আমাদের কখনই উদ্বিগ্ন হওয়া উচিত নয়, কারণ যে কেউ সেই সময় ভ্রমণে বেশি চিন্তিত, তত বেশি এটা তোলে এবং যখন লাভের কথা আসে তখন এটি খুব বেশি লোভী হওয়া উচিত নয়
-
ব্যবসা মানেই লাভ-ক্ষতি দুটি থাকবে। ফরেক্স মার্কেটে লাভ-ক্ষতি দুইটা আছে। আপনি লাভের আশা করবেন কিন্তু লাসের আশা করবেন না এটা তো হবে না। ব্যবসা করতে গেলে অবশ্যই লাভ যেমন থাকবে তেমনি লস ও থাকবে। তবে ফরেক্স মার্কেটে বুঝেশুনে ট্রেড করতে পারলে এবং ভালো দক্ষতা অর্জন করে ট্রেড করতে পারলে ভালো লাভ আশা করা যায়।
-
শুধু ফরেক্স মার্কেটেই নয় -যে খানে লাভ আছে সেখানে লস ও আছে। লাভ-লস এই দুটি বাক্য একে অপরের সাথে নিবীর সম্পর্ক রয়েছে। একটি ছাড়া অন্যটি যেন বিথা। কোন ব্যবসা তে যেমন শুধু লাভ হয় না তেমনি করেই কোন ব্যবসাতে একাথারে লস ও হয় না। ফরেক্স মার্কেটটা টুটালী ডিফারেন্ট কারন-এই মার্কেটএ কখন লাভ আর কখন লস হবে সেটা কেউই ফিক্সড করে বলতে পারবে না। লাভ লস নিয়েই ফিরেক্স।
-
আপনি যদি কোনও লাভ করতে চান তবে আমি মনে করি কোনও লাভ করার জন্য আপনার কখনই পড়াশোনায় ভুল করা উচিত নয়, তবে আপনি এতে একটি লাভ করতে সক্ষম হবেন এবং আপনার ক্ষতি অনুযায়ী আপনার এখনও কাজ করতে হবে। আপনার অবশ্যই একটি ভাল লাভ করা উচিত যাতে আপনার এটির জন্য ভাল পরিকল্পনা করা উচিত যাতে আপনি এই মুদ্রায় ভাল কথা বলে লাভ অর্জন করতে পারেন।
-
ফরেক্স মার্কেটে লাভ-ক্ষতি দুই বিদ্যমান। এই মাধ্যমে কাজ করার জন্য দক্ষতার বিশেষ প্রয়োজন রয়েছে। সঠিক দক্ষতাকে কাজে লাগিয়ে ফরেক্স মাধ্যমে খুব সহজেই মুনাফা অর্জন করা যায়। এই মাধ্যমে সফলতা অর্জনের মধ্য দিয়ে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলা সম্ভব। এক্ষেত্রে ফরেক্সের বিশেষ গুরুত্ব রয়েছে....... ধন্যবাদ।
-
লাভ ক্ষতি বিজনেসের একটা পার্ট। লাভ যেমন হয় বিজনেসে তেমনি ক্ষতিও হতে পারে।তাই বলে বড় ঝুকিঁ নিয়ে বিজনেস করবোও না তাই কি হয়।আর ভালো প্রফিট করতে হলে ঝুকিঁ।
আমরা সবাই বাংলা একটা প্রবাদ এর সঙ্গে পরিচিত আর তা হল লোভে পাপ পাপে মৃত্যু ছোটবেলা থেকেই আমরা এই প্রবাদ বাক্যটি শুনতে শুনতে বড় হয়েছি তবে বাস্তবিক লাইফে অর্থাৎ কর্মব্যস্ততা ময় এই জীবন ব্যবস্থায় আমরা এই প্রবাদ বাক্যটি অনুসরণ করে খুব কমই চলতে পারি। এটা সত্য যে লোভ মানুষকে সব সময় বিপথে পরিচালিত করে যার ফলশ্রুতিতে মানুষ বিভিন্ন ধরনের অযোক্তিক কর্মকান্ডে লিপ্ত হয়ে থাকে। আমরা সবাই জানি যে ফরেক্স মার্কেটে সফলতার অন্যতম প্রধান চাবিকাঠি হলো সঠিক ফরেক্স ট্রেডিং জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতা যা অর্জন করতে দীর্ঘ সময় ব্যয় হয়ে যায় তথাপি এই দীর্ঘ সময় ব্যয় করার পর অর্জিত ফরেক্স ট্রেডিং জ্ঞানের আলোকে অনেক সময় আমরা ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করতে পারিনা আর এর পিছনে থাকে লোভের প্ররোচনা। লোভ একজন অভিজ্ঞ ফরেক্স ট্রেডারকে ও অতি উৎসাহী এবং অতি আবেগী করে ভূল ট্রেডিং এর দিকে যেতে উৎসাহিত করে যার ফলে অভিজ্ঞতা এবং দক্ষতা সম্পন্ন জ্ঞান থাকা সত্বেও অনেক ফরেক্স ট্রেডার শুধুমাত্র লোভের দাঁড়া পরিচিত হয়ে ফরেক্স মার্কেটে বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পরে। তাই প্রত্যেক ফরেক্স ট্রেডারের উচিত নিজের লোভকে নিয়ন্ত্রণে রেখে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহণ করা এতে করে প্রফিট অল্প হলেও বিনিয়োগকে অনেক বেশি নিরাপদ রেখে মার্কেটপ্লেসে সফলতার সাথে নিজের অবস্থান নিশ্চিত করা যায়।আর লাভ ক্ষতি যাই হোক ভেঙ্গে না পড়ে নতুন করে আবার ট্রেড করা শুরু করতে হবে।তাতে ভালো প্রফিট অবশ্যই হবে
-
প্রিয় বন্ধু, আপনি একদম ঠিক বলেছেন, ফরেক্স ট্রেডিং একটি খুব ভাল অনলাইন ব্যবসায়। প্রত্যেকেই এতে যোগ দিতে পারে। ফরেক্স ট্রেডিং একই ব্যক্তিদের সাথেও যোগ দিতে পারে যাদের ফোর এক্স এবং তারপরে অঞ্জন জ্ঞান সম্পর্কিত তথ্য রয়েছে কারণ অভিজ্ঞতা না থাকলে আমরা এটি একটি খুব ভাল ব্যবসা যা সেনাবাহিনীতে যোগদান করতে পারি না। আজ অনেকে ফরেক্সে যোগ দেবেন।
-
ভাই ফরেক্স মার্কেটে একজন ট্রেডারের লাভ এবং ক্ষতি নির্ধারণ হয়ে থাকে তার ট্রেডিং গত বিভিন্ন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। কেননা এখানে তার ট্রেডিং গত কৌশলটাকে সে কিভাবে কাজে লাগাচ্ছে সেটা আগে তাকে দেখতে হবে। এরপর সে নিজেই ডিসাইড করতে পারবে যে, সে কি প্রফিটে থাকবে না লসের সম্ভাবনা রয়েছে তার যে কোন একটা ট্রেডে।
-
সব ব্যাবসায় লাভ ও ক্ষতি হবেই. ফরেক্স এ ও তেমন লাভ লস হবেই. কিন্তু ফরেক্স এ লস টা একটু বেশি হয় কারণ আমরা যারা ট্রেডিং করছি বিষেশ করে আমি এখনো ভালো করে কিছুই শিখতে পারি নি অতচ ট্রেডিং করছি তো করছি. সাইকেল চালাতে পারি মোটরসাইকেল চালাচ্ছি তাই একটু উল্টা পাল্টা তো হবেই. কিন্তু মূল জিনিস হলো লস দিয়া ট্রেডিং শিখতে হবে. তবেই আমরা একদিন ফরেক্স ট্রেডিং করে অনেক অনেক ইনকাম করতে পারবো. তাই ভালো করে মনোযোক দিয়া ট্রেডিং শিখতে হবে তাইলে একদিন সফলতা আসবেই আসবে.
-
লাভ এবং ক্ষতি ফরেক্স ট্রেডারদের জন্য এই দুইটাই সঙ্গী। তবে যদি কেউ মার্কেট যথাযথভাবে এনালাইসিস করে সঠিক ভাবে ট্রেড করতে পারেন তাহলে অবশ্যই বাস কমিয়ে লাভ এর মাত্রা বাড়াতে পারেন। তবেই তুমি সফল।
-
ফরেক্সে কাজ শুরু করার আগেই নিজের মানসিকতা পুরোপুরি প্রস্তুত করতে হয় যে, যেকোনো সময় লাভ অথবা লস হতেই পারে। তবে কাজ ভাল করে শিখে ঠান্ডা মাথায় ট্রেড করলে লস অনেকটাই কমিয়ে আনা সম্ভব। লস যদি কমানো যায় আপনি সফল হবেন ইনশাআল্লাহ।
-
প্রতিটি ব্যবসায় লাভ এবং ক্ষতি দুটোই বিদ্যমান রয়েছে, আর ফরেক্স এর ক্ষেত্রে ঠিক তেমনি। ফরেক্স মার্কেটে ট্রেড করতে এলে আপনাকে অবশ্যই লাভ ক্ষতি মেনে নিয়েই ট্রেড করতে হবে। কারণ এটাতে যেমন লাভ হওয়ার সম্ভাবনা থাকে বেশি ঠিক তেমনি ক্ষতি হওয়ারও সম্ভাবনা থাকে। যদি অপরিকল্পিত ধৈর্যহারা হয়ে ট্রেড করেন তাহলে আপনি নিশ্চিত ক্ষতির সম্মুখিন হবেন।
-
ফরেক্স মার্কেট প্রতিদিন ভালো যায় না্। ফরেক্স এ প্রফিট প্রতিদিন করা যায় না। আবার করা ও যেতে পারে। এটা নিশ্চিতভাবে বলা যায় না। কেননা মার্কেট এ কোন কিছু নিশ্চিতভাবে বলা যায় না। প্রতিদিন ২০০ পিপ গেইন করতে পারলে অনেক আয় করা সম্ভব।
-
লাভ এবং ক্ষতি দুটির সমন্বয়েই ফরেক্স ট্রেডিং । আর এজন্যই ফরেক্স সম্পূর্ণ বৈধ। ফরেক্স ব্যবসা হিসাবে লাভ এবং ক্ষতি উভয় আছে। তবে আমরা যদি ফরেক্স সম্পর্কে ভালভাবে জেনে, বুঝে ,শিখে এবং দীর্ঘ্য অভিজ্ঞতা-দক্ষতা নিয়ে ট্রেড করতে পারি তাহলে ক্ষতির চেয়ে লাভের পরিমাণটাই বেশী। জানার পাশাপাশি মার্কেট এ্যানালাইসিস, মানি ম্যানেজমেন্ট, টেক প্রফিট- স্টপ লস, লট/ভলিউম ইত্যাদি বিষয়গুলো সঠিক নিয়মে প্রয়োগ করে, লোভহীন আবেগ নিয়ন্ত্রণে রেখে ট্রেড করতে পারলে ফরেক্স আমাদের জন্য লাভ জনক ব্যবসা হিসাবে দেখা দিবে।
-
মহিদুল ভাইয়ের কথাটা ঠিক বোধগম্য না হলেও যেটা বুঝেছি তার প্রেক্ষিতেই বলছি। লাভ-ক্ষতি নির্ভর করে দক্ষতা, অভিজ্ঞতা ও ভাগ্যের ওপর। ফরেক্স মার্কেট থেকে আয় করতে হলে অবশ্যই ফরেক্স সম্পর্কিত সকল জ্ঞান অর্জন করতে হবে। এনালাইসিস খুব ভালোভাবে শিখতে হবে। ট্রেড করার জন্য কমপক্ষে 100 ডলার দিয়ে শুরু করা উচিত। অল্প লটে ট্রেড করা এবং সেটা অবশ্যই লং টাইম ফ্রেমে। মানি ম্যানেজমেন্ট করা। নিউজ ফলো করা ইত্যাদি বিষয়ের ওপর ভিত্তি করে ফরেক্স এ লাভ- ক্ষতি হয়।