ফরেক্স শিখতে কত মাস লাগবে এটা নির্ধারন করা সম্ভব না । কারও ক্ষেত্রে ৩ বছর আবার কারও ক্ষেত্রে ৫ বছর প্রকৃত পক্ষে একজন সাধারণ ট্রেডার কে প্রফেশনাল বা এক্সপার্ট এর পর্যায় যেতে কমপক্ষে ৩ বছর সময় লেগে যায় । অনেকে মনে করে যে মাত্র ২ মাস ডেমো করেই সে এক্সপার্ট হয়ে যাবে , কিন্তু তার ধারনা সম্পূর্ণ ভূল । তিন বছরের আগে আপনি কখনই এক্সপার্ট হতে পারবেন না ।