আপনি ট্রেডার না ইনভেস্টর!
সাধারণত এই মার্কেট এ তিন শ্রেনীর লোক দেখা যায়। ১- জুয়াড়ি, ২- ট্রেডার, ৩- ইনভেস্টর। সাধারণত এখানে ৩ নম্বর শ্রেনীর লোক সব থেকে কম এবং সব থেকে প্রফিটেবল। কারণ
- এরা কখনও লসে বের হয়ে যায় না।
- এরা মাসিক কোন টার্গেট সেট করে না।
- এরা মাসের নিচে কোন চার্ট দেখে না।
- এরা ইনভেস্ট করে।
বাকী দুই শ্রেনীর সাথে আমরা খুব ভাল ভাবে পরিচিত। তাই আর বেশি কিছু বললাম না। হ্যাপি ট্রেডিং
আমি প্রথমে ইনভেস্টর তারপর ট্রেডার।
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যাবসায়িক প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন ট্রেডাররা প্রাথমিক পর্যায়ে তাদের নিজস্ব অর্থ ইনভেস্ট করে থাকেন এবং উক্ত ইনভেস্ট করা অর্থ দিয়ে পরবর্তীতে ট্রেড করে থাকেন। ট্রেডিং এ সফলতা অর্জন করা খুবই ধৈর্য ও সময় সাপেক্ষ ব্যাপার। কারণ যেকোনো ট্রেডার প্রথমেই ট্রেডিংয়ে প্রফিট অর্জন করতে সক্ষম হয় না।দক্ষতা, অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তা কে কাজে লাগিয়ে ট্রেডিং করলে প্রফিট অর্জন সম্ভব হয়। মূলত কোন ট্রেডার যখন সফলভাবে প্রফিট অর্জনে সক্ষম হয় তখনই অভিজ্ঞ সফল ট্রেডার হিসেবে বিবেচিত হয়। এজন্য অবশ্যই ফরেক্স প্লাটফর্মে প্রথমে ইনভেস্টর হিসেবে এরপর ট্রেডার হিসেবে নিজের জায়গা করে নিতে হয়।