ফরেক্স মার্কেট এ আমরা অনেকেই আছি যারা এই মার্কেট এ বেশী থেকে বেশী পিপস পেতে চাই অবশেষে কিছুই পাই না । তাই আমি মনে করব এখানে আমাদের সকলের উচিত টার্গেট অনুসারে পিপস নেওয়া । আমি মনে করি প্রতিদিন যদি আমরা ৫-১০ পিপস করে ফরেক্স মার্কেট থেকে নিতে পারি তাহলে আমাদের মাসে গিয়ে দাড়ায় প্রায় ১০০-২০০ পিপস যা কিনা একজন সাধারণ ট্রেডার এর জন্য যথেষ্ট তাই আমাদের কে ৫ পিপস কে কম ভাবলে চলবে না আমাদের কে প্রতি নিয়ত এমন লাভ করে যেতে হবে তবে কম পিপস নেওয়ার জন্য মার্কেট থেকে বেশী ঝুঁকি নেওয়া চলবে না তাই মানি ম্যানেজমেন্ট করেই আপনাকে এগিয়ে যেতে হবে ।