স্ক্যালপিং ফরেক্স বিষয়টা কেউ কি একটু বুঝিয়ে বলতে পারেন? এক একজন এক এক আন্সার দিচ্ছে, আমি ক্লিয়ার হতে পারছি না।
Printable View
স্ক্যালপিং ফরেক্স বিষয়টা কেউ কি একটু বুঝিয়ে বলতে পারেন? এক একজন এক এক আন্সার দিচ্ছে, আমি ক্লিয়ার হতে পারছি না।
স্কাল্পিং বলতে মুলত ছোট ছোট ট্রেড করারকেই বঝাই। অল্প সময়ে ছোট ছোট ট্রেড করাই স্কাল্পিং। এটা ১-২০ পিপ্স এরও হতে পারে। তবে যদি ২০ পিপস এর উপরে উঠে যাই তাহলে সেটা স্কাল্পিং বলে না সেটা সাধারন ট্রেড হয়ে যাই।
বন্ধু স্ক্যাপ্লিং বলতে মুলত বোঝায় ষল্প সময়ের জন্য যে সকল ট্রেড নেওয়া হয়। অর্থাৎ ৩০মিনিট ১ঘনটা বা সর্বোচ্ছ ১ দিনের জন্য সামান্ন কিছু পিপস নেবার জন্য স্ক্যাপ্লিং করা হয়। ধন্যবাদ।
স্কাল্পাপিং এর মুল অর্থ হল মার্কেটে স্বল্প সময়ের জন্য স্বল্প পিপস নিয়ে বেরহয়ে যাওয়া। সাধারনত ১৫ মিনিট থেকে ১ ঘন্টার মধ্যে যে সকল ট্রেড করা হয় সেগুলোকেই স্কালপিং বলে। সাধারনত নতুনদের বেশি স্কালপিং করতে দেখা যায়। তবে অনেক ট্রেডারদের দেখা যায় যারা তাদের মার্কেটিং স্ট্রাটেজিতেউ স্কালপিং পদ্ধতি বেছে নেয়। এ ক্ষেত্রে কোন সমস্যানেই তবে খেয়াল রাখা ভালো যেন অ্যাভারোজ মার্কেট টাইম মোটামুটি ১৫ মিনিট এর বেশি হয়। তাহলে আর সমস্যা হবে বলে মনে হয় না।
ফরেক্স এ স্ক্যল্পিং নামে একটা কথা আছে এটা হলো যে আপনি খুব কম সময়ের মধ্যে একটি নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে ভার ট্রেড করা । অনেক কোম্পানি আপনাকে স্ক্যাল্পিং করতে দিতে দেয় না আবার অনেক কোম্পানি আপনাকে স্ক্যল্পিং করতে দিবে । আামার হিসেবে সবচেযে ভাল স্ক্যাল্পিং পদ্ধতি হচ্ছে বুলিস্গার ব্রান্ড স্ক্যাল্পিং এট করে আমি বেশ লাভবান হযেছি।
হ্যা বন্ধু ফরেক্স মার্কেটে আমরা সবাই কম বা বেশি স্কেলপিং শব্দটির পরিচিত কিন্ত আমাদের মাঝে অনেকেই স্কেলপিং ট্রেডিং এর মানে কি তা সম্পর্কে অবগত নয়, আসলে স্কেলপিং হল একটু গতিশীল মার্কেটে ছোট ছোট সময়ে বা সামা্ন্ন কিছু পিপস নেবার জন্য ট্রেড করা আর এতে লাভ বেশি হলেও কিন্তু স্পেড ব্যয় এবং ঝুকি দুটোই বেশি থাকে।ধন্যবাদ।
ফরেক্স মার্কেটে স্কাল্পিং বলতে ছোট ছোট ট্রেড করাকে বোঝায়। সাধারনত ১-২০ পিপসের ট্রেডগুলকে স্কাল্পিং বলে।২০ পিপসের উপরের ট্রেডকে কখনও স্কাল্পিং বলে না।
আপনি ফরেক্স এ বিভিন্ন উপায়ে ট্রেড করতে পারেন । তার মধ্যে স্কেল্পিং একটি উপায় । এই স্কেল্পিং হল খুব অল্প সময় এ ট্রেড করে কিছু পিপস হাতিয়ে নেওয়া । আপনি ১৫ থেকে ৩০ মিনিট মধ্যে ট্রেড করে যে যা প্রফিট করে সেটাই হল স্কাল্পিং । ফরেক্স এ স্কাল্পিং করে অনেক ভালো মুনাফা অর্জন করা যাই । তাই আমি একজন ভালো স্কাল্পার হতে চাই ।
স্ক্যাল্পিং হচ্ছে খুব অল্প সময়ের জন্য ওপেন করা ছোট ছোট ট্রেড । আমরা যখন স্ক্যাল্পিং করি তখন আমদের উদ্দেশ্য থাকে যে আমরা খুব অল্প পরিমান প্রফিট হলেই আমরা মার্কেট থেকে আমরা বের হয়ে যাব । স্ক্যাল্পিং করার জন্য আমাদের উচিৎ ছোট টাইম ফ্রেম নিয়ে বেশি বেশি এনালাইসিস করা । আপনি অল্প সময়ে মার্কেট এর মুভমেন্ট যত ভালো বুঝবেন আপনি স্ক্যাল্পিং এ তত বেশি সফল হতে পারবেন । স্ক্যাল্পিং এর সময় উদ্দেশ্য থাকে মার্কেট এর ছোট ছোট মুভমেন্ট কে কাজে লাগিয়ে প্রফিট করা।
সহজ কথায় হল আপনি কোন ট্রেড ওপেন করলেন তাতে আপনার সাথে সাথে অল্প কিছুখোনের মধ্যে লাভ হয়েছে আপনার আর রোভ দরকার নেই তখন আপনি সেই ট্রেড বন্ধ করে দিয়ে রাভ করলেন ফরেক্স মার্কেটে এই কাজকে স্ক্যালপিং ট্রেডিং বলে থাকে । বলতে গেলে সট টাইম ট্রেড ।
স্ক্যাল্পিং বলতে ছট ছোত ট্রেড করা বঝায়। সাধারনত ছোট ছোট ট্রেড করে মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরিয়ে যাওয়াই স্ক্যাল্পিং। কিন্তু ব্যক্তিগত ভাবে আমি স্ক্যাল্পিং সমর্থন করিনা। কারন স্ক্যাল্পিং এর মাধ্যমে ট্রেডিং দক্ষতা বৃদ্ধি পায় না। অনভিজ্ঞতাটা থেকেই যায়। তাছারা আমার মনে হয় এটা বেশ ঝুকিপূর্ন। আমি নিজেও অনেকবার ধরা খেয়েছি।
কয়েক মিনিটের ছোট ট্রেড গুলোকে স্ল্যপিং বলে।যেহেতু স্ল্যপিং অল্প সময়ে তাই আমাদের ছোট টাইমফ্রেমে ট্রেড অপেন করতে হবে।স্ল্যপিং এর সময় অনেক অ্যনালাইসিস করতে হবে তা না হলে লস হওয়ার সম্ভবনা থাকে।
স্ক্যালপিং বলতে হলো ছোট ছোট ট্রেড করা বুঝায়। ছোট ছোট করা মাধ্যমে মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হওয়াই হলো স্ক্যালপিং বলে। এভাবে করলে সাধারণ ভাবে অভিজ্ঞা হওয়া যায় না। এভাবে করলে তেমন ভাবে শিখা যায় না। কারন অনেক সমস্যা হয়। যার কারণে মাঝে মধ্যে লস হয়ে থাকে । তাই আমি মনে করি এভাবে না করাই ভালো ।
আপনি খুব কম সময়ের মধ্যে একটি নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে ভার ট্রেড করা । অনেক কোম্পানি আপনাকে স্ক্যাল্পিং করতে দিতে দেয় না আবার অনেক কোম্পানি আপনাকে স্ক্যল্পিং করতে দিবে ।ব্যক্তিগত ভাবে আমি স্ক্যাল্পিং সমর্থন করিনা। কারন স্ক্যাল্পিং এর মাধ্যমে ট্রেডিং দক্ষতা বৃদ্ধি পায় না। অনভিজ্ঞতাটা থেকেই যায়। তাছারা আমার মনে হয় এটা বেশ ঝুকিপূর্ন।
আসলে বিষয়টি স্ক্যাল্পিং ফরেক্স হবে না বিষয়টা হবে স্ক্যাল্পিং ফরেক্স ট্রেডিং যা করতে অনেক বেশি ফরেক্স ট্রেডিংয়ে দক্ষতা এঅভিজ্ঞতা অর্জনের প্রয়োজন হয় সবাই আবার স্ক্যাল্পিং ট্রেড করে প্রফিট অর্জন করতে পারে না। শর্ট টাইমফ্রেমে মূলত স্ক্যাল্পিং ট্রেড করা হয়ে থাকে স্ক্যাল্পিং ফরেক্স ট্রেডিং করতে হলে ব্যলেন্স বেশি থাকা যেমন আবশ্যক তেমনি ভাল মার্কেট অ্যানালাইসিস এবং মানিম্যানেজমেন্টের জ্ঞান থাকাও গুরুত্বপূর্ন।
।ফরেক্স মার্কেটে স্কাল্পিং বলতে বঝা জায় যে ছট ছট ট্রেড এন্ট্রি নেয়াকে বজায় ।তাই ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খলা থাকে এই মার্কেটে সারাদিন যদি ছট ছট ট্রেড করা হয় তাহলে প্রফিট করে ভের হয়ে আসা জায়।
শর্ট টাইম ফ্রেমে অল্প সময়ের জন্য ট্রেড ওপেন করে ৫-২০ পিপস পর্জন্ত লাভ নিয়ে ট্রেডটিকে কেটে নেওয়া হয় তাকে স্ক্যাল্পিং বলে।স্ক্যাল্পিং করলে প্রতিদিন অসংখ্য ট্রেড ওপেন করতে হয়।আমাদের কাছে স্ক্যাল্পিং একটি খুব জনপ্রিয় ট্রেডিং পদ্ধতি।তবে স্ক্যাল্পিং করতে প্রচুর দক্ষতা ও অভিঙ্গতার প্রয়োজন পড়ে।সবাই স্ক্যাল্পিং করে ফরেক্সে লাভ করতে পারেনা।আর স্ক্যাল্পিং করতে হলে আপনাকে ফরেক্সে প্রচুর সময় দিতে হবে।
স্কাল্পিং আঁকটা সর্ট তেরম ট্রেডিং কউশল এবং আমরা স্কাল্পিং করে অঙ্কজে টাকা আয় করতে পারি কিন্তু এক্সপারত রা সব সময় বড় মার্কেট এ ট্রেড করে থাকে তাদের কাসে স্কাল্পিং থিক মত কাজ করে না। স্কজাল্পিং করএ মার্কেট থেকে অনেক টাকা আয় করা যায় কিন্তু এটা ভাল স্ট্রাটেজি না।
স্কাল্পিং ফরেক্স মার্কেট থেকে খুব তারাতাড়ি টাকা আয় করার একটা অভিনব পদ্ধতি সাধারনত ছোট ছোট করা মাধ্যমে মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হওয়াই হলো স্ক্যালপিং বলে।এতে ফরেক্স মার্কেটে লসের সম্ভবনা খুব কম থাকে কিন্তু অভিজ্ঞ ট্রেডার হওয়া যায় না স্ক্যাল্পিং করলে প্রতিদিন অসংখ্য ট্রেড ওপেন করতে হয়।
স্কেলপিং হল কম সময়ে মার্কেট থেকে কম লাবে বের হয়ে যাওয়া। স্কেলপিং করতে হলে কম সময়ের ৫ মিনিট ১৫ মিনিট টাইম ফ্রেম ভাল ভাবে এনালাইসিস করা। এই কম সময়ের টাইম ফ্রেমে এনালাইসিস করলে তাহলে আপনি লাভ তুলতে পারবেন।
কম সময়ে বেশি টাকা কামানো জন্য মানুষ স্কেলপিং করে। আমার মতে ফরেক্স এ অভিজ্ঞ না হয়ে স্কেলপিং করা ঠিক না। আগে অভিজ্ঞ হন তারপর স্কেলপিং করেন ।,
স্কাল্পাপিং এর মুল অর্থ হল মার্কেটে স্বল্প সময়ের জন্য স্বল্প পিপস নিয়ে বেরহয়ে যাওয়া। সাধারনত ১৫ মিনিট থেকে ১ ঘন্টার মধ্যে যে সকল ট্রেড করা হয় সেগুলোকেই স্কালপিং বলে।
এক থেকে বিশ পিপ্স এর ভিতর কাজ করলে তাকে স্ক্যালপিং ট্রেডিং বলে না । কিন্তু যদি এর থেকে বেশি পিপ্স নিয়ে কাজ করা হয় তাহলে তা স্ক্যালপিং ট্রেডিং করা হবে । আমি এর সম্পর্কে এত টুকুই জানি । আমার কোন ট্রেডার বন্ধু যদি আর কিছু জানেন তাহলে জানান ।
স্কালিং বলতে অল্প সময়ের ছোট ছোট ট্রেড করা ।স্কালিং এর উদ্দেশ্য হল ছোট ছোট ট্রেড করে অল্প কিছু লাভ করে বের হয়ে যাওয়া । স্কাস্লিং এর জন্য সট টাইম ফ্রেম ব্যবহার করা দরকার আর ভাল ভাবে এনালাইসিস করা দরকার।
আপনি অল্প সময়ে মার্কেট বুঝতে পারলে আপনি স্কালিং করতে তত ভাল পারবেন । ২০ পিপস এর কম ট্রেড কে স্কালিং বলে ।
ফরেক্স মার্কেটে অনেক প্রকার ট্রেড করা যায় কেউ লং ট্রেড করে আবার কেউ সর্ট ট্রেড করে আবার কেউ স্কাল্পিং করে স্কাল্পিন ভাল অনেকে স্কাল্পিং করে সারা দিন স্কাল্পিং করে ভাল প্রফিট করা যায় তবে স্কাল্পিং করার অভিজ্ঞতা থাকতে হবে,
স্কাল্পিং একটি শর্ট টার্ম ট্রেডীং কউশল আমাদের সব সময় মনে রাখতে হবে যেন আমাদের ট্রেড মার্কেট ত্রেন্দ এর বিপরিতে না বসে। মার্কেট যে দিকে যাবে আমাদের ট্রেড সে দিকে করতে হবে তা না হলে আমাদের কোন লাভ হবে না। স্কাল পিং করলে অনেক টাকা আয় করা যায় না।
ফরেক্স মার্কেটে স্কাল্পিং একটি স্টাটেজি প্লান ভাল প্লান এই প্লান অনুযায়ী ফরেক্স ট্রেড করলে ভাল প্রফিট করা যায় তবে স্কাল্পিং করতে গেলে ভাল অভিজ্ঞতা থাকা লাগে আর এই অভিজ্ঞতা না থাকলে স্কাল্পিং করা উচিৎ না কারন স্কাল্পিং একটি কঠিন ট্রেডিং পদ্দতি।
স্ক্যালপিং হচ্ছে সর্ট টাইম ট্রেডিং কওশল।মানে আপনার ট্রেড টি ৩০ সেকেন্ড এর ও হতে পারে আবার ৫ মিনিট এর ও হতে পারে কিন্তু ১ ঘন্টার হবে না। সাধারনত এই সব ট্রেড এর আলাদা কওশল থাকে এবং কম সময়ে বেশি লাভ করা সম্ভব।
স্কাল্পিং হল ফরেক্স মার্কেট থেকে খুব কম সময়ে টাকা আয় করার একটা উপায় সারা দিন স্কাল্পিং করে ভাল প্রফিট করা যায় তবে স্কাল্পিং করার অভিজ্ঞতা থাকতে হবে, আর এজন্য মার্কেটে শর্ট তেরম ট্রেড করতে হয় আর স্কাল্পিং করলে খুব বেশি লসের সম্ভাবনা থাকে না
ফরেক্স এ অনেক রকম টাইম ফ্রেম আছে ।। ৫ মিনিট, ১৫ মিনিট , ৩০ মিনিট , ১ ঘন্টা , ৪ ঘন্টা , ১ দিন , ১ সপ্তাহো , এবং ১ মাসের টাইম ফ্রেম ।। যারা এক দিন , ১ সপ্তাহো , এক মাসের টাইম ফ্রেম এ ট্রেড করে তাদের বলাহই লং টাইম ট্রেডার বলা হই ।। আর যারা ১ ঘন্টা , ৩০ মিওনিট , ১৫ মিনিট , ১৫ মিনিট ৫ মিনিট এর টাইম ফ্রেম এ ট্রেড করে তাদের বলাহই স্কাল্পিং বা সর্ট টাইম ট্রেড ।।
স্কালপিং এর মাধ্যমে ট্রেড করলে ভালো , কিন্তু স্কালপিং এর মাধ্যমে ট্রেড করা ভালো না । আপনি যদি ভালো ট্রেড করতে চান তাহলে আপনাকে ভালো করে ফরেক্স শিখতে হবে ।
ফরেক্স মার্কেটে স্কাল্পিং একটি ভাল ট্রেডিং প্লান এই প্লান অনুযায়ী জারা ট্রেড করে তারা ফরেক্স মার্কেটে দেখেছি ভাল প্রফিট করতে পারে তাই স্কাল্পিং হল ৫ মিনিটের টাইম ফ্রেমে কাজ করতে হয় ছট করে একটি ট্রেড ওপেন করতে হয় ৫ থেকে ১০ পিপ করে নিতে হয়।
ফরেক্স নিয়ে জানার আকাঙ্ক্ষা অনেক। ফরেক্স এর উপর আমি প্রাথমিক ধারনা লাভ করেছি মাত্র। স্ক্যালপিং ফরেক্স নিয়ে তাই আমি কিছু জানি না, আমি স্ক্যালপিং ফরেক্স নিয়ে জানতে চাই । তাই আমি ফরেক্স এর দক্ষ ট্রেডারদের কাছে অনুরোধ করব যে স্ক্যালপিং ফরেক্স নিয়ে সংক্ষেপে কিছু বলার জন্য। যাতে আমরা যারা ফরেক্সে নতুন তারা যেন উপকৃত হতে পারি।
স্ক্যাল্পিং বলতে বুঝায় মুলত ছোট ছোট ট্রেড করারকেই। অল্প সময়ে ছোট ছোট ট্রেড করাকেই স্কাল্পিং বলে। এটা ১-২০ পিপ্স এরও হতে পারে। তবে যদি ২০ পিপস এর উপরে উঠে যায় তাহলে সেটা স্কাল্পিং বলে না সেটা সাধারন ট্রেড হয়ে যায়।সহজ কথায় হল আপনি কোন ট্রেড ওপেন করলেন তাতে আপনার সাথে সাথে অল্প কিছুক্ষনের মধ্যে লাভ হয়েছে আপনার আর রোভ দরকার নেই তখন আপনি সেই ট্রেড বন্ধ করে দিয়ে রাভ করলেন ফরেক্স মার্কেটে এই কাজকে স্ক্যালপিং ট্রেডিং বলে থাকে । বলতে গেলে সট টাইম ট্রেড ।
স্কাল্পিং বলতে মুলত ছোট ছোট ট্রেড করারকেই বঝাই। অল্প সময়ে ছোট ছোট ট্রেড করাই স্কাল্পিং। এটা ১-২০ পিপ্স এরও হতে পারে। তবে যদি ২০ পিপস এর উপরে উঠে যাই তাহলে সেটা স্কাল্পিং বলে না সেটা সাধারন ট্রেড হয়ে যাই।
স্ক্যাল্পিং করার জন্য আমাদের উচিৎ ছোট টাইম ফ্রেম নিয়ে বেশি বেশি এনালাইসিস করা । আপনি অল্প সময়ে মার্কেট এর মুভমেন্ট যত ভালো বুঝবেন আপনি স্ক্যাল্পিং এ তত বেশি সফল হতে পারবেন । স্ক্যাল্পিং এর সময় উদ্দেশ্য থাকে মার্কেট এর ছোট ছোট মুভমেন্ট কে কাজে লাগিয়ে প্রফিট করা ।স্ক্যাল্পিং হচ্ছে খুব অল্প সময়ের জন্য ওপেন করা ছোট ছোট ট্রেড । আমরা যখন স্ক্যাল্পিং করি তখন আমদের উদ্দেশ্য থাকে যে আমরা খুব অল্প পরিমান প্রফিট হলেই আমরা মার্কেট থেকে আমরা বের হয়ে যাব ।
স্কাল্পাপিং এর মুল অর্থ হল মার্কেটে স্বল্প সময়ের জন্য স্বল্প পিপস নিয়ে বেরহয়ে যাওয়া। সাধারনত ১৫ মিনিট থেকে ১ ঘন্টার মধ্যে যে সকল ট্রেড করা হয় সেগুলোকেই স্কালপিং বলে। সাধারনত নতুনদের বেশি স্কালপিং করতে দেখা যায়। তবে অনেক ট্রেডারদের দেখা যায় যারা তাদের মার্কেটিং স্ট্রাটেজিতেউ স্কালপিং পদ্ধতি বেছে নেয়।
স্ক্যাল্পিং হচ্ছে খুব কমসময়ের জন্য সাধারনত কয়েকসেকেন্ড বা মিনিট এর জন্য ট্রেড নিয়ে বের হয়ে আসা । আপনার লাভের আশা থাকবে সর্ব্বোচ্চ ২০ পিস । এর বেশি হলে তাকে আর স্ক্যাফ্পিং বলা যাবে না । আর লসের পরিমানও কম হতে হবে ।
আসলে ফরেক্স মার্কেটে একজন ফরেক্স ট্রেডার দুই ভাবে ট্রেড করতে পারে। একটি হচ্ছে লং টাইম ট্রেড আর একটি হচ্ছে স্কেল্পিং। স্কেল্পিং করতে হলে একজন ফরেক্স ট্রেডারকে সব সময় কম্পিউটার অথবা মোবাইলের সামনে থাকতে হবে।
ফরেক্স মার্কেট এ স্ক্যালপিং করে মুলত দক্ষ ট্রেডার তার ৫ মিনিট থেকে ৩০ মিনিট এই সময়ে স্ক্যালপিং করে হয় প্রফিট হবে না হয় লস হবে তারা ট্রেড ক্লোজ করে দেয়,তারা মুলত শর্ট টাইম ফ্রেম ব্যাবহার করে এই কাজ করে থাকে,এতে অনেক সময় ভাল প্রফিট করা যায়।