আমরা জানি ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ। আমরা খুব কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।
Printable View
আমরা জানি ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ। আমরা খুব কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।
বিভিন্ন সাইট আছে যেখানে ভাল নিউজ পাওয়া যাবে। তবে mt4 বা mt5 এই ধরনের সফটওয়ার গুলোচে ও নিউজ পাওয়া যায়।
mt 4 এ কি ভাবে নিউজ পাওা যাবে বিস্তারিত বল্বেন?, আর ফরেক্স ফেক্ট্রির চেয়ে ভাল কনু সাইট আসে কি ?
অনেকে অনেক সাইট ফলো করে নিউজ এর জন্য।তবে আমি ব্যক্তিগত ভাবে forexfactory ফলো করি।কারন এই সাইটের নিউজ গুলি সহজে বুঝা যায় এবং দ্রুত পাওয়া যায়।
এখন তো ইন্টারনেট এর যুগ।আপনি গুগল মামার কাছে সার্চ দিন,অনেক কিছু খুজে পাবেন।
আমরা খুব কম সময়ে কথা থেকে নিউজ পাব ? যা আমরা দেখে খুব সহজেই ট্রেড করে ভাল আয় করতে পারব ফরেক্সে ।ফরেক্সে খুব ভাল ইমপ্যাক্ট ফেলে এর নিউজ
সুনির্দিষ্ট কোন তথ্য আপনাকে কেউ দিতে পারবে বলে আমার মনে হয় না তবে নিউজ সাইট পড়ে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে ধারণা পাবেন। যা কাজে লাগিয়ে আপনি ট্রেড করতে পারবেন। ট্রেড করার জন্য শুধুমাত্র নিউজ সাইটের উপর নির্ভরশীল হলে চলবে না নিজের বিচার ক্ষমতাও থাকতে হবে।
ফরেক্সে নিউজ বড় ধরনের একটি বিষয়। হয়ত আপনি নিউজ ট্রেড করবেন না। কিন্তু কারেন্সি সম্পর্কে তো ধারণা রাখতে হবে। অর্থনীতিতে কার কোথায় অবস্থান হচ্ছে, যেটা ট্রেড করার ক্ষেত্রে জরুরী। এজন্য Forexfactory.com দেখতে পারেন। এটার সমস্যা আছে, এতে সঠিক ও সকল নিউজ পাওয়া যায় না। নির্ভরযোগ্য নিউজের জন্য investing.com দেখতে পারেন। ভাল লাগলে Thanks দিতে ভুলবেন না কিন্তু।
ফরেক্স ট্রেডিংয়ে নিউজের মাধ্যমে বিভিন্ন দেশের অর্থনীতির খোজ খবর নেওয়া যায়।আর এগুলো ভালো ইফেক্টও ফেলে থাকে।তাই নিয়মিত ভালো নিউজ পাওয়ার জন্য ফরেক্স নিউজ সাইট যেমন, ফরেক্সফ্যাক্টরি,ইনভেস্টিং ইত্যাদি আর কিছু ভালো সাইটে নিয়মিত ভিজিট করতে হবে।তবে আমি ফরেক্সফ্যাক্টরির অ্যাপস ইন্সটল করে রেখেছি যা থেকে নিয়মিত নিউজগুলো পায়।
আমি ফরেক্স মার্কেটে নতুন তাই খুব ভাল জানিনা কোথায় ভাল নিউজ পাওা যায় । তবে আমি মনে করি সব থেকে উত্তম হল গুগোলের সাহায্য নেওয়া । এতে আপনি অনেক নিউজের সাইড পাবেন । সেখান থেকে খুব সহজেই নিউজ কালেক্ট করতে পারবেন ।
প্রতিদিনকার ফরেক্স মার্কেটের ফান্ডামেন্টাল নিউজ এবং উক্ত নিউজ সমূহের বিস্তারিত বিবরন যে সাইটের মাধ্যমে একজন ট্রেডার পেতে পারেন সেটা হল forexfactory.com, এই সাইটে প্রতিদিনকার ফরেক্স নিউজ খুব সহজভাবে উপস্থাপন করা হয়েছে। এই সাইটে সব ধরনের নিউজ ধারাবাহিকভাবে বর্ণিত থাকে। ফলে যে কেউ উক্ত নিউজসমূহ সহজেই অনুসরন করতে পারে।
এটি আসলে ব্যক্তির উপর নির্ভর করে । কারো কাছে mt4 আবার কারো কাছে mt5 আবার কারো কাছে Forex factory . তবে আমি মনে করি আপনি গুগোলে সার্চ দিন । দিলে অনেক সাইট পাবেন । সেখান থেকে আপনার পছন্দমত একটি সাইট বেছে ফলো করুন ।
আমি নতুন তাই ঠিক ভাবে জানে না কি ভাবে নিউজ পাওয়া যাই। যদি পারান কেউ জানাবেন দয়াকরে।
আপনি যদি এন্ড্রয়েড ফোন ব্যাবহার করেন। তাহলে google paly store গিয়া myfxbook লিখে সার্চ দিয়েন। fx লোগো দেয়া একটা apps পাবেন। সেটা ইন্সটল দিলে আপনাকে প্রতি নিউজ এর ১০ মিনিট আগে আপনাকে সতর্ক করে দিবে। এবং নিউজ এর রেজাল্ট আপনাকে নোটিফিকেশন এর মাধ্যমে জানিয়ে দিবে। ধন্যবাদ
ভাল নিউজ এর জন্য অনেক সাইট আছে, তবে গুগলে সাস করলে অনেক ভাল ভাল নিউজ সাইট পাওয়া যায় । যা থেকে সঠিক ভাবে এনালাইসিস করে লাভ করা সম্ভব।
আমি কয়েটি ভাল web site এর ঠিকানা দিচ্ছি যেখানে আপনি নিউজ গুল দেখতে পারবেন... ১। forexfacry.com ২। bloomberg.com ৩। CNBC.com 4.investing.com এছাড়াও আরও অনেক ভাল ভাল সাইট আছে যেখানে নিউজ পাবিলিস হয়।
ভালো নিউজ পাওয়া নির্ভর করে এক মাত্র নিজস্ব ব্যাক্তির উপর । আজ কাল ভালো নিউজ পাওয়া যায় ইন্টারনেট এর মাধ্যামে আমরা যদি ইন্টারনেট এর সঠিক প্রয়োগ করে বিভিন্ন ওয়েব সাইট এ সারস করি তাহলে আমরা প্র্যাতাশা করতে পারি।
আমরা ভালো নিউজ instaforex এর ওয়েবসাইট এ পেতে পারি। এই ব্রোকারের নিউজ গুলো অনুসারন করলেই ভালো ট্রেড করতে পারি। তাছাড়া আমরা মেটাট্রেডার ৪ এ অনেক ভালো ভালো ফরেক্স এর গুরুত্ব পূর্ন নিউজ পেতে পারি। আমরা নিউজ নটিভিকেশন এর মাধ্যমে খুব তারাতারি নিউজ বুঝতে পারি।
গুগল মামাকে সার্চ করলে একাই বলে দিবে কোন নিউজ সাইট তা ভাল। তবে আপনি বিভিন্নও নিউজ সাইট থেকে নিউজ সংগ্রহ করে ট্রেড করলে আপনি অনেক বেশি এনালাইসিস করতে পারবেন ফলে আপনার ট্রেড এর লাভ এর অনেক নিকট বর্তি হতে থাকবেন। আমিও শুরুর দিকে ভাল বুঝতে পারিনি তবে এখন বেশ অগ্রসর। আপনিও ধিরে ধিরে শিখতে শিখতে আপনি যে কোন নিউজ পরে ভাল ত্রেদ ডেভেলপার হতে পারবেন।
নিউজের জন্য সব চেয়ে কার্যকরী ওয়েব সাইট হচেছ ফরেক্স ফ্যক্টরী, মাই এফ এক্স বুকে ও আপনি বেশ ভাল নিউজ পাবেন। মোটামুটি সব ব্রোকারের ওয়েব সাইটেও আপনি নিউজ পাবেন। সব চেয়ে বড় কথা হল আপনার চেষ্টা এবং ইচ্ছা থাকলে গুগল থেকে নিজের পছন্দ মত অনেক ওয়েব সাইট পাবেন যেখান থেকে আপনার দরকারী নিউজ সংগ্রহ করুন। ইনভেস্টিং .কম ও একবার ঘুরে আসতে পারেন। আশা করি হতাশ হবেন না।
এখন ফরেক্স নিউজ নিয়ে অনেক সাইট রয়েছে। এখন তো নানা রকম এপ্স ও বের হয়েছে ফরেক্স নিউজের উপর। তবে সবচেয়ে জনপ্রিয় সাইট হল ফরেক্স-ফেক্টরি।
ফরেক্স মার্কেটে কেউ নিউজ ট্রেড করে থাকলে তার সফলতা এবং ব্যার্থতা দুটোই আমাদের সাথে শেয়ার করবেন তাহলে সবার একটা ধারনা হবে।
আমার দেখা বেশ ভাল নিউজ সাইট হল ফরেক্স ফ্যক্টরী এবং ইনভেস্টিং । আরো অনেক সাইট আছে তার মাধ্যে আছে মাই এফএক্স বুক এবং আর কোথাও না থাকলে আপনার ব্রোকারের ওযেব সাইটে আছে । যাই হোক নিউজ বুঝে ট্রেড করতে পারলে ভাল কিন্তু না বুঝলে ঐ সময় ট্রেড না করাই নিরাপদ।
ফরেক্সে আমরা ট্রেড করার সময় উক্ত ট্রেডকে প্রফিটেবল করার জন্য বিভিন্ন ধরনের এনালাইসিস যেমন ফান্ডামেন্টাল এনালাইসিস,টেকনিক্যাল এনালাইসিস ও সেন্টিমেন্টাল এনালাইসিস করে থাকি।এর মধ্যে অন্যতম হচ্ছে ফান্ডামেন্টাল এনালাইসিস এই ফান্ডামেন্টাল এনালাইসিস মানে হচ্ছে একটি দেশের অর্থনৈতিক,সামাজিক ও রাজনৈতিক সার্বিক অবস্থাকে বুঝায়।এসব বিষয়ের উপর যে নিউজ তৈরি হয় তাই হচ্ছে ফরেক্স নিউজ।আর এই নিউজ পাওয়ার সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে ফরেক্স ফ্যক্টরি ও ইনভেস্টীং।
হাজারটা ওয়েব সাইট আছে নিউজের জন্য। তবে কেউ চাইলে ফরেক্স ফ্যাক্টরী বা মাই এফ এক্স বুকে দেখতে পারেন ভাল নিউজ পাবেন। বিভিন্ন ফোরামে বিভিন্ন দেশের ট্রেডারদের সাথে আলোচনা করে বুঝা যায় ট্রেডারদের সেন্টিমেন্ট। যাই হোক চোখ কান খোলা রেখে দেখুন সব পেয়ে যাবেন্।
বিভিন্ন পত্রিকায় আমরা ভালো নিউজ পেতে পারি।বিভিন্ন ওয়েবসাইটেও আমরা ভালো নিউজ পেতে পারি। সফটওয়্যারেরর মাধ্যমে আমরা ভালো নিউজ পেতে পারি।
ফরেক্স মার্কেট করতে হলে অর্থনীতির খবর রাখতে হবে । এই মার্কেটে নিউজ গুলো প্রভাব ফেলে । এই নিউজ গুলো পাওয়া যাবে forexfactory.com এবং investing.com থেকে জানতে পারেন ।
ভাল নিউজ কোথায় পাব? আপনারা আমন কোন আপ এর নাম জানেন। বা বিভিন্ন অয়েব সাইটের নাম জানেন। জানলে জানান। আমার জানামতে আমন কোন কিছু নাই।
dailyfx.com আর forexfactory.com বেস্ট। forexfactory আমার কাছে খুব বাশি ইউজার ফ্রেন্ডলি
আমরা ২ই ধরনের এনালাইসিস এর মাধ্যমে ট্রেড করার চেষ্টা করি, একটি হল টেকনিক্যাল এনালাইসিস আরেকটি হল ফান্ডামেন্তাল এনালাইসিস। মুলত ফান্ডামেন্তাল এনালাইসিস এর জন্য নিউজ বেশি প্রয়োজন হয়। এখন অনেক গুলো নিউজ সাইট আছে, যেমন Forex factory, Daily FX, এছাড়াও আপনি যেই মেটাট্রেডারে ট্রেড করবেন সেই মেটাট্রেডারে নিউজ ফ্রেমে ভালো নেউজ পাওয়া যায়।
আমি ও প্রথম প্রথম এই সমস্যাই অনেক ভুগেছি ।। পরে এই ফোরামে একটা পোস্ট দি এবং ফরামের বন্ধুরা আমাকে অনেক হেল্প করে ।। আপনি যে মেটা ট্রেডার ব্যবহার করেন , হোক সেটা মেটা ট্রেডার ফোর অথবা মেটা ট্রেডার ফাইভ।। সেখানে নিচের দিকে নিউজ নামে একটা বার আছে সেখানে ক্লিক করলেই আপনি অনেক নিউজ পাবেন এবং এখানে প্রতিদিন অনেক অনেক নিউজ পাবেন ।। এছারাও ফরেক্স ফাচতর*্য নামে একটা ওয়েব এদড্রেস আছে আপনি সেখানে গেলেও অনেক নিউজ দেক্তে পাবেন ।। যা আপনার জন্য অনেক উপকারী হবে।।
ফান্ডামেন্টাল এনালাইসিসের জন্য নিউজের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ । এমন অনেক নিউজ আছে যেটা রিলিজের সাথে মার্কেটের প্রভাব এত বেশি যে অনেক ট্রেডারই ব্যালেন্স জিরো হয়ে যায় । এক্ষেত্রে অনেক সময় এনালাইসিস কাজে লাগে না । তাই সব সময় নিউজ ওয়েবসাইটগুলোতে লক্ষ্য রাখতে হবে । সবচেযে ভাল এবং বহুল ব্যবহৃত নিউজ ওযেবসাইট হল ফরেক্সফ্যাকটরি ।
আমি ফরেক্স মার্কেটে নতুন তাই খুব ভাল জানিনা
কোথায় ভাল নিউজ পাওা যায় । তবে আমি মনে করি সব
থেকে উত্তম হল গুগোলের সাহায্য নেওয়া । এতে আপনি
অনেক নিউজের সাইড পাবেন । সেখান থেকে খুব সহজেই
নিউজ কালেক্ট করতে পারবেন ।
নিন্মের ঠিকানায় যোগাযোগ করলে ফরেক্স সম্পর্কে ভাল তথ্য পাওয়া যাবে।
www.forexdailyinfo.com
www.forexnodepositbous.blogspot.com
MD ABU SHAHARIA
RoboOption Ltd.
বর্তমানের প্রেক্ষাপটে আপনি কোন নিউজ এর খোঁজ করার জন্য আপনি নেটএ সার্চ দিলেই পেয়ে যাচ্ছেন ।তবে আমি মনে করি নেট এ ও যদি না পেয়ে থাকেন কোন গুরুত্বপূর্ণ তথ্য তাহলে আপনি মেটা ট্রেড ৪ এবং ৫ এ দেখতে পারেন ।
ফরেক্স এ ভাল নিউজ পেতে হলে কিছু ওয়েবসাইট আছে তবে আমার টিক জানা নেই।আমার কথা হছে ফরেক্স এ নিউজ এর চেয়ে ভাল বা অভিজ্ঞ একজন ট্রেডারের আছে ভাল ভাবে আয়ত্ত করে ট্রেড করলে অনেক ভাল কিছু করা যাবে যা নিউজ এর চেয়ে বেশি কাজে লাগবে।যদি কোন পেজ বা ওয়েবসাইট থাকে দয়া করে জানান।
েএটা এমন একটা প্রশ্ন যে এটা আমি যে কাজ করি সেটা তেই করা হয় এটার কাজ নিয়ে এই প্রশ্ন এর উওর আমি এক কথায় বলতে চায় সেটা হল এটা বিভিন্ন যে কাজ করেন তার উয়েব সাইড এ দেওয়া আছে তাছাড়া আসলে শুধু নিউজ দেখে কখনও ট্রেড করা ঠিক না। নিউজ পাবলিশ হবার পর ৫ মিনিত পর ট্রেড করা সবচেয়ে ভাল। কারন নিউজ পাবলিশ হবার সাথে সাথে মার্কেট কিছুটা অনাকাঙ্গিত আচরন করে,
আপনি ফরেক্স মার্কেট এর নিউজ অনেক জায়গায় পেয়ে থাকবেন তবে কোন মাধ্যমটি আপনাকে অনেক দ্রুত খবর দিবে বিভিন্ন দেশ সম্পর্কে এবং কি ধরনের এফেক্ট পরতে পারে তা নিয়ে এসব কিছু সবার আগে পাবেন forexfactory.com এ এখানে সকল নিউজ পেয়ে থাকবেন আবার আরেকটা সাইট আছে যেখানে আপনার ইনভেস্টিং নিয়ে আলোচনা করে আর তা হল investing.com এই সাইট ও আপনি সকল খবর পাবেন।এবং এখান থেকে সকল নিউজ কালেক্ট করতে পারবেন।
ভাই জানলে কেউ ষরাসরি এড্রেসটা দেন।কোথা থেকে ভাল নিউজ পাব এর একটা ভাল সাইট দিন পিালচ