ট্রেড প্লান বলতে কি বুঝি, কিভাবে ট্রেড প্লান করব একটু শেয়ার করবেন প্লিজ। কারন প্রায় সবার মতে ফরেক্সে ট্রেড প্লান না করলে লসের সম্ভাবনাই বেশি।
Printable View
ট্রেড প্লান বলতে কি বুঝি, কিভাবে ট্রেড প্লান করব একটু শেয়ার করবেন প্লিজ। কারন প্রায় সবার মতে ফরেক্সে ট্রেড প্লান না করলে লসের সম্ভাবনাই বেশি।
ট্রেড প্লান সম্পুর্ণ নিজের মতো করে করা উচিত। আমি যতটুকু শিখেছি ততটুকু শিক্ষার উপর আমাকে নির্ভর করতে হবে।
ট্রেড প্ল্যান এমনভাবে করতে হবে যেন এখানে স্টপ লস এবং টেইক প্রফিট ব্যবহার করা হয়। মানি ম্যানেজমেন্ট অবশ্যই অনুসরণ করতে হবে। তা না হলে এই একাউন্ট বাচানো অনেক কঠিন হয়ে যাবে।
প্রত্যেক জনেরই ট্রেড করার জন্য নিজস্ব প্লান থাখে। এতে হয়তবা প্রথম ধিকে একটু লস খাবেন,এতে অবশ্যই ভঁয় পাওয়ার কিছু নেই। আমি আশা করি-লস খাওয়ার পর আপনি আপনার সঠিক প্লান ধরে লাভের মুখ দেখবেন । তাই বলতে চাই- কারো দিকে না তাকিয়ে নিজের মতই প্লান করুন:accute::ok: ।
প্রতিটা ট্রেড এর জন্য প্লান থাকা দরকার। আপনে যতটুকু ফরেক্স সম্পর্কে জানেন সেইরকম হিসাব করে ট্রেড করা উচিত।
ট্রেড প্ল্যান ফরেক্স এর জন্য খুব জরুরি বিষয়।ফরেক্স একাউন্ট মানেজমেন্ট স্টপ প্রফিট স্টপ লস ইত্যাদি বিষয়ের দিকে খেয়াল রেখে আপনাকে ট্রেড প্ল্যান করতে হবে।ট্রেড প্লানে আপনি আপনার নিজের জ্ঞানকে কাজে লাগান যা আপনি অর্জন করেছেন।
এই কথা একদম সত্যি যে প্লান ছাড়া ট্রেড করলে লস এর সম্ভাবনা অনেক বেশি। আমি কিভাবে ট্রেড করব এইটা আমাকেই ঠিক করতে হবে। আমি প্রতিদিন একটি নিদিষ্ট লক্ষ্য নিয়ে ট্রেড করি। আমি লক্ষ্য ঠিক করে যে প্রতিদিন আমি কি পরিমান লাভ করব বা কি পরিমান লস মেনে নিব। আমি ঠিক করি লাভ এবং লস মিলিয়ে প্রতিদিন আমি মূলধনের ।০.০৫% লাভ করব। এবং মাসে আমি আমার একাউন্ত এর ১০% লাভ করব। আমার এই লক্ষ্য পূরণ হয়ে গেলে আমি সেইদিনের জন্য ট্রেড অফ করে দেই। না হলে দেখা যায় বেশি লোভ করতে গেলে আগের লাভ ও চলে যায়। আর ফরেক্স মার্কেট এ ০.০৫% লাভ করা কঠিন নয়।
সকল কাজ এর মুল হল প্লান আপনি প্লান ছাড়া কোন কিছু করে মনে হয় না সফল হতে পারবেন তাই ফরেক্স মার্কেট এ প্রতিটা ট্রেড করার ক্ষেত্রে আপনাকে ভাল করে প্লানিং করে ফরেক্স করতে হবে যাতে করে আপনি এখানে থেকে ভাল একটা প্রফিট বের করে নিতে পারেন ।
কোন কাজই প্লান ছাড়া করা বোকামি কারন উদ্দেশ্য ছাড়া কাজ করলে কখনই সফলতার দরজরায় পোঁছানো যাই না, তাই প্রতিটা ট্রেড প্লান প্রোগ্রাম করে করা উচিত,তাহলে ধিরে ধিরে আপনি একজন ভাল মানের ত্রেদার হতে পারবেন, যেটা ফরেক্স মার্কেটে সফলতার বড় চাবিকাঠি ।
ট্রেড প্লান করার জন্য আমাদের কে সঠিক নিয়ম মেনে চলতে হবে তাহলে আমরা এই মার্কেট থেকে ট্রেড প্লান করেই ভাল টাকা উপার্জন করতে পারি । প্রতিটি বিজনেস এ ট্রেড প্লান থেকে থাকে তাই ফরেক্স মার্কেট এ ট্রেড প্লান রয়েছে যার কারনে আমরা এই মার্কেট হতে লাভবান হতে পারি ।
প্রত্যেক জনেরই ট্রেড করার জন্য নিজস্ব প্লান থাখে। এতে হয়তবা প্রথম ধিকে একটু লস খাবেন,এতে অবশ্যই ভঁয় পাওয়ার কিছু নেই। আমি আশা করি-লস খাওয়ার পর আপনি আপনার সঠিক প্লান ধরে লাভের মুখ দেখবেন । তাই বলতে চাই- কারো দিকে না তাকিয়ে নিজের মতই প্লান করুন
আপনার ট্রেড প্লান করতে হলে নির্ধারণ করতে হবে আপনি কত পিপ লস অথবা কত পিপ লাভ করতে চান সেই রেশিও অনুসারে আপনি আপনার একাউন্ট হতে টেক প্রফিট আর স্টপ লস এর ব্যাবহার করবেন । এভাবে আপনি ট্রেড প্লান ব্যাবহার করে আপনার একাউন্ট এ মুনফা বৃদ্ধি করতে পারেন ।
ট্রেড প্লান করার জন্য আপনাকে ভাল করে ডেমো একাউন্ট এ অনুশীলন করতে হবে কিভাবে আপনি কোন সিস্টেম এর মাধ্যমে ট্রেড করতয়ে চান তা আগে সিলেক্ট করতে হবে তাহলে আপনি এই মার্কেট হতে ভাল করে ট্রেড প্লান করতে পারবেন । ট্রেড প্লান করার জন্য ফরেক্স মার্কেট এ আপনি চাইলে যে কোন সিনিয়র ট্রেডার এর হেল্প নিতে পারেন ।
আমি কোন অর্ডার দেয়ার আগে সবার প্রথমে ১ দিনের চার্ট দেখি, তারপর দেখি মার্কেট প্রাইস কোন গুরত্তপূর্ণ সাপোর্ট অথবা রেসিস্তেন এর সামনে আছে কিনা অথবা সেতা টেস্ট করছে কিনা। যদি আমি দেখি গুরুত্বপূর্ণ সাপোর্ট অথবা রেসিস্তেন কোন রেভারসাল ক্যান্ডেল ফরমেশন হয়েছে কিনা, তারপর আমি যে জিনিসটি খেয়া রাখি তা হল পরবর্তী নিউজ কখন পাবলিশ হবে। ট্রেড করার সময় আমি এ জিনিসগুল খেয়াল রাখি।
আমি খুব চিন্তা ভাবনা করে ট্রেড করি। আমি কোন ট্রেড করার জন্য ১ দিনের এবং ৪ ঘন্টার চার্ট দেখি, তারপর দেখি মার্কেট প্রাইস কোন গুরত্তপূর্ণ সাপোর্ট অথবা রেসিস্তেন এর সামনে আছে কিনা অথবা সেতা টেস্ট করছে কিনা। যদি আমি দেখি গুরুত্বপূর্ণ সাপোর্ট অথবা রেসিস্তেন কোন রেভারসাল ক্যান্ডেল ফরমেশন হয়েছে কিনা, তারপর আমি যে জিনিসটি খেয়া রাখি তা হল পরবর্তী নিউজ কখন পাবলিশ হবে। ট্রেড করার সময় আমি বিভিন্ন দিক বিবেচনা করে ট্রেড করি।
যেহেতু এটা একটা লাভ লস এর জাইগা তাই আপনাকে আগে ট্রেড এর নিয়ম কানুন গুলো অনুসরন ক্রে সে অনুসারে ট্রেড প্লান করা উচিত ।
ট্রেড প্লান ছাড়া ট্রেড করলে লাভ না লস হয় এটা আমরা সবাই জানি তাই আমরা আমাদের লস কে কমিয়ে এনে আমরা যদি লাভ করতে চাই তাহলে আমাদের কে প্লান করে কাজ করতে হবে ফরেক্স মার্কেট এ প্লান ছাড়া কোণ কাজ হয় না । আমি আমার সকল কাজ করতে গেলে প্লান করেই করি ।
প্রতিদিন আপনি একটি করে ট্রেড প্লান করুন এবং আপনি আপানর সেই ট্রেড প্লান অনুসারে আপনি ট্রেড করার চিন্তা করুন । ট্রেড করতে হলে আপনাকে আপনার ইমসন আর লোভ রেখে ট্রেড করতয়ে হবে কারন এ সকল বেপারের জন্য আমাদের বেশির ভাগ ট্রেডার মার্কেট এ লস করে ।
ট্রেড প্লান এর মাধ্যমে আপনি আপানর সকল ট্রেড এ প্লান করেই ট্রেড চালু করবেন । প্লানিং করে ট্রেড করার মজা হল সকলের এনালাইসিস একসাথে নিয়ে ট্রেড করার মত কারন এতে করে আমাদের লাভের দিকটাই বেশী প্রাধান্য পায় এবং এ সকল ট্রেড থেকে আমরা বেশী পরিমাণে লাভ করে থাকি ।
ট্রেড প্লান করতে হলে আপনাকে ফরেক্স শিখে তারপরে প্লানিং এর মাধ্যমে আয় করতে হবে অনেকেই আমরা আছি যারা ফরেক্স করি কিন্তু কোন প্লান করি না এ জন্য আমরা এই মার্কেট হতে অনেক ভাল করে লাভ করতে পারি । ফরেক্স করে আমরা আমাদের জীবনের সকল সমস্যা কে দূর করতে পারি ।
যে কোন কাজ করতে হলে তার আগে প্রস্তুতি নিতে হয় । ট্রেড প্লান হল ব্যাবসার প্রস্তুতি । ট্রেড প্লান করতে হলে আগে চিন্তা ভাবনা করে নিতে হবে । কিভাবে কাজ করব ? কখন কাজ করব ? কোথায় কাজ করব ? এটা আগে ঠিক করে নিতে হবে । প্লান ছাড়া কোন কাজ করা যায় না । সুতরাং প্রত্যেক মানুষের উচিত কাজ করার আগে প্লান তৈরী করা ।
আমাদের সকলের একটা ভাল প্লান দরকার আমাদের ব্যবসার জন্য আমাদের প্রতেকের একটা ভাল প্লান এই পারে আমাদের ট্রেড গুলোকে আর ভাল ও লাভ জনক করতে তাই আমি বলব আমাদের ট্রেড শুরুর আগে একটা ভাল সিগনাল ফলো করতে হবে তার পর আমরা হয় তো আমাদের লক্ষে পোঁছতে পারব
ট্রেড প্ল্যান করার জন্য আপনাকে আগে ফরেক্স সম্পর্কে জানতে হবে। তারপর আপনাকে আপনার জ্ঞান, বাজেট, সময় এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে ট্রেড প্ল্যান করতে হবে।
প্রত্যেক জনেরই ট্রেড করার জন্য নিজস্ব প্লান থাখে। এতে হয়তবা প্রথম ধিকে একটু লস খাবেন,এতে অবশ্যই ভঁয় পাওয়ার কিছু নেই। আমি আশা করি-লস খাওয়ার পর আপনি আপনার সঠিক প্লান ধরে লাভের মুখ দেখবেন । আমি আশা করি-লস খাওয়ার পর আপনি আপনার সঠিক প্লান ধরে লাভের মুখ দেখবেন । তাই বলতে চাই- কারো দিকে না তাকিয়ে নিজের মতই প্লান করুন ।
যে কোন কাজের জন্য নির্দিষ্ট একটা প্ল্যান থাকা উচিত যার মাধ্যমে কাজ টাকে সহজ করে নেয়া যায় এবং দ্রুত সফলতা বয়ে আনতে পারে। তবে প্ল্যানটা নিজের থাকা বাঞ্চনীয়। তাহলে ব্যর্থ হলেও কিছুটা স্বস্থি পাওয়া যায়।
আমি মনে করি ফরেক্স প্রবেশ করার আগে আপনাকে সর্বপ্রথম ট্রেড প্লানিং সম্পর্কে ধারণা অর্জন করতে হবে। তারপর আপনি ফরেক্স এ ট্রেড প্লানিং নিয়ে আয় করতে পারবেন। কেননা কোন প্লানিং ছাড়া আপনি ফরেক্স এ সফলতা লাভ করতে পারবে না।
ট্রেড প্লান করার জন্য আপনাকে মার্কেট থেকে অবিজ্ঞতা অর্জন করতে হবে কারন অবিজ্ঞতা ছাড়া আপনি এই মার্কেট হতে কোন লাভ করতে পারবেন না । সমস্ত ট্রেড করার জন্য আপনাকে ট্রেড প্লান করে কাজ করতে হবে তাহলে আপনি ফরেক্স মার্কেট হতে সফলতা লাভ করতে পারবেন ।
প্রতিটা বিজনেস আপনাকে জানতে হবে তবে হা সব বিজনেস এ লস আচে কিন্তু তাই বলে আপনি থেমে থাকবেন টা কিন্তু নই আপনাকে আপনার কাজ করতে হবে আপনাকে আপনার যোগ্য টা দিয়ে আপনার লক্ষে পোঁছতে হবে এই ছাড়া কোন রাস্তা নাই তাই আমি বলতে আপনি লস করবনে কিন্তু আপনাকে সাফল্য অর্জন করার মানসিকত থাকতে হবে
আমরা প্রথমে একটার গতিবিধি দেখতে থাকব। বিভিন্ন টাইম ফ্রেম যেমন ১, ৪ ঘন্টার টাইম ফ্রেম ফলো করে নির্ধারিত স্থান নিয়ে ট্রেড করব।
ট্রেড প্লান বলতে আমরা বলতে পারি ট্রেড করার কৌশল। আপনি যখন কোন ট্রেড করবেন তখন আপনাকে স্তির করতে আপনি কোন পিআরএ ট্রেড করবে। যেই পিআরটি ট্রেড করবেন সেই পিআরটি কোন ট্রেন্ডএ চলছে সেই দিকটি আপনাকে নির্নয় করতে হবে। তার পরে আপনাকে ট্রেড দিতে হবে। ট্রেড দেওয়ার আগে আপনাকে স্থির করতে হবে আপনার ডিপোজিট অনুসারে মানি ম্যানেজমেন্ট ঠিকরেখে ট্রেড দিলে ভলুম সাইজ কেমন হবে। সব বিষয়গুলির সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনাকে ট্রেড দিতে হবে। অতেএব ট্রেড প্লান না করে কোন ট্রেড দেওয়া উচিত না।
ফরেক্স মার্কেট সম্পর্কে আপনার কতুটুকু অভজ্ঞতা আছে তা কাজে লাগিইয়ে ট্রেড অপেন করে লাভ করাকে বুঝায়। এটা সম্পূর্ন আপনার নিজের উপর নির্ভর করে।
ফরেক্স মার্কেট এর উপর আপনার কি রকম ধারনা আছে তার উপর ডিপেন্ড করে আপনার প্ল্যান করা উচিত আর এটাই ট্রেডিং প্ল্যান। ফরেক্স মার্কেট এ এই প্ল্যান টাই আপনাকে এনে দিবে সফলতা। যা সুস্থ প্ল্যান ছাড়া সম্ভব না।
ট্রেড প্ল্যান এমন হওয়া উচিত যার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় এবং কোনভাবেই ক্ষতির সম্মুখীন হতে না হয়।
আমি মনে করি ট্রেড প্লান বলতে বুঝায় ট্রেড করার কৌশল । ফরেক্স মার্কেট সম্পর্কে আপনার কতুটুকু অভজ্ঞতা আছে কতুটুকু অভজ্ঞতা নিয়ে ট্রেড করতে পারবেন এটা করায় ট্রেড প্লান । ফরেক্স মার্কেট এর প্ল্যান টাই আপনাকে এনে দিবে সফলতা । যা সুস্থ প্ল্যান ছাড়া সম্ভব না ।
ট্রেড প্ল্যান করতে হলে অবশ্যই আপনাকে নিউজের প্রতি লক্ষ্য রাখতে হবে এবং মানি ম্যানেজমেন্ট মানতে হবে।আর অবশ্যই স্টপ লস ইউজ করতে হবে।অথবা আপনি চাইলে ট্রেইলিং স্টপ ও ব্যাবহার করতে পারেন নিউজ টাইমে।
ট্রেড প্লান বলতে আমরা বলতে পারি ট্রেড করার কৌশল। আপনি যেই পিআরটি ট্রেড করবেন সেই পিআরটি কোন ট্রেন্ডএ চলছে সেই দিকটি আপনাকে নির্নয় করতে হবে। আমি মনে করি ট্রেড প্লান না করে কোন ট্রেড দেওয়া উচিত না।
সব কজের একটি প্লান থাকে্। ফরেক্স মার্কেটে ট্রেড আপনার নিজ প্লান ্অনুযায়ী করা উচিত । আপনি নিজে যতটুকু যানেন সে ্অনুযায়ী ট্রেড করা উচিত । তবে আমার মতে প্রথম দিকে ছোট লটে ট্রেড করা উচিত এবং স্টপ লস ব্যবহার না করে ট্রেড করা।এর ফলে আপনার লস হলে আপনি বুঝতে পারবেন কেন আপনার লস হল আর আপনি যদি বেশি লটে ট্রেড করেন তাহলে আপনার লস হলে বেশি হবে এতে আপনার একাউন্ট টিকিয়ে রাখা কষ্ট হবে।
সব কাজেরই ক্ষেত্রে দক্ষতার সহিত প্লান করতে হয়। ব্যাবসার ক্ষেত্রে ভাল একটা প্লান না হলে সাফপ্ল্য পাওয়া যায় না। তাই ফরেক্স যেহেতু একটা ব্যাবসা তাই এখানে প্লান খুবই গুরুত্ত্বপুর্ন। আমার মতে ফরেক্স এ ভাল করতে হলে, পরিকল্পনা সহিত ছোট ছোট ট্রেড করাই ভাল।এতে সাফল্য পাওয়ার সম্ভানা থাকে।