এখানে যা দরকার তা হল আপনার যে কোন কাজের জন্য মিনিমাম স্টেবিলিটি অর্থাৎ আপনার একটা রেস্পন্সিবিলিটি বা একটা সফল নির্ভরতা। এই ক্ষেত্রে আপনার মানসিক কিংবা শিক্ষাগত বিষয়টা আপনি নিজেই পরিমাপ করবেন।
Printable View
এখানে যা দরকার তা হল আপনার যে কোন কাজের জন্য মিনিমাম স্টেবিলিটি অর্থাৎ আপনার একটা রেস্পন্সিবিলিটি বা একটা সফল নির্ভরতা। এই ক্ষেত্রে আপনার মানসিক কিংবা শিক্ষাগত বিষয়টা আপনি নিজেই পরিমাপ করবেন।
আমার জানামতে ফরেক্সে ট্রেডিং করতে হলে কুন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। তবুও আপনার বেসিক কিছু জ্ঞানের প্রয়োজন আছে। ফরেক্সে ট্রেডিং করতে হলে আপনার প্রয়োজন দক্ষতা। দক্ষতা থাকলেই এখান থেকে উন্নতি করা যায়। ধন্যবাদ
ফরেক্স মার্কেটে আমি মনে করি ২ টা যোগ্যতা থাকা দরকার। এক, আপনার ফরেক্স মার্কেট সমন্ধে ধারণা, মানে আপনি যে ফরেক্স ব্যবসা করবেন কিভাবে করবেন সেই সম্পর্কে ধারণা। দুই, আপনার মার্কেট গবেষণা করার অ্যাবেলিটি। এ দুইটা জিনেসের সমন্বয় এ ই ফরেক্স ব্যবসা টা। তাই আপনি যদি ফরেক্স এ ব্যবসা করতে চান আগে এ দুটো বিষয়ে আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে।
ফরেক্সে ট্রেডিং করতে হলে কুন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। তবুও আপনার বেসিক কিছু জ্ঞানের প্রয়োজন আছে। ফরেক্সে ট্রেডিং করতে হলে আপনার প্রয়োজন দক্ষতা। দক্ষতা থাকলেই এখান থেকে উন্নতি করা যায়। ধন্যবাদ
আপনি চাইলেই শেয়ার বিজনেস এর মত যেকোন শিক্ষা ছারাই এটা করতে পারবেন না, আপনাকে অবশ্যই নুন্যতম কিছু প্রাথমিক শিক্ষা এবং তার পাশা পাশি আপনাকে কম্পিউটার এর উপর ভাল ধারনা থাকতে হবে জাতে করে কোন সফট্ব্যার কিভাবে সেটাপ করতে হয় এবং অনেক সময় আপনাকে কোন হেল্প এর জন্য কাস্টমার কেয়ার এ ফোনে অথবা মেসেজ এ কথা বলতে হতে পারে আর তার জন্য হলেও আপনাকে শিক্ষাগত জোগ্যতা কিছু পরিমান না থাকলে কিছু বুজে উঠতে পারবেন না। এবং এর পাশাপাশি আপনাকে অধিক চিন্তার ও ধৈর্যশীল হতে হবে এই সব জোগ্যতা ছাড়া এই মার্কেটে আপনাকে অশহায় মনে হবে।
ফরেক্স মার্কেট অনলাইনভিত্তিক একটি প্রতিষ্ঠান। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অনলাইন কার্যক্রমের উপর ঙ্গান থাকা চাই।তাছাড়াও এই মার্কেটে টিকে থাকতে প্রচুর পরিশ্রম করতে হবে।শুধু পরিশ্রম করলেই চলবে না পরিশ্রমের পাশাপাশি ধৈর্যেরও প্রয়োজন রয়েছে।
আমি মনে করি ফরেক্সে মার্কেটে ট্রেড করতে হলে তিনটি জিনিস জানা দরকার । এক আপনার কম্পিউটার ও অনলাইন সম্পর্কে ভাল জ্ঞান থাকতে হবে । দুই আপনার ফরেক্স সম্পর্কে জ্ঞান থাকতে হবে । তিন আপনার মার্কেট গবেষণা করার মত মন মানসিকতা থাকতে হবে । যদি এই সব গুন আপনার মধ্যে থাকে তাহলে আপনি ফরেক্সে ভাল করতে পারবেন ।
ফরেক্স ট্রেডিং করতে দেখার দৃষ্টান্তে কোনো যোগ্যতা থাকার দরকার হয় না।কিন্তু আসলে অন্তর্নিহিত অনেক গুনাবলি থাকতে হবে।মানসিকতার দিক থেকে হতে হবে অনেক বড়।কোনো রকমের লোভ বা ভয় বা ছোটমনের অধিকারি হলে ফরেক্স মার্কেটে সফলতা আসবে না।আর প্রচুর প্রচুর ধৈর্য্য সাথে সাহস এবং অধ্যাবসায় এবং পরিশ্রমি হতে হবে।এসব যোগ্যতা আপনাকে ফরেক্সে অনেক এগিয়ে দেবে বলে আমি মনে করি।
ট্রেডিং এর জন্য যেসব যোগ্যতা প্রয়োজন তার মধ্যে প্রথমেই আপনাকে ফরেক্স মার্কেটের বেসিক বিষয় গুলো জেনে নিতে হবে যেমন টাইমফ্রেমের ব্যবহার, পেয়ার ইত্যাদী। এরপর আপনাকে মার্কেট এনালাইসিস করতে হবে যেমন মার্কেট কোন পর্যায়ে গেলে আপনার বায় নেয়া উচিত নহবে কোন পর্যায়ে গেলে সেল নেয়া উচিত হবে, কত লট নিতে হবে এসব ব্যপার। আমার মতে এগুলোই ত্রেডিং এর যোগ্যতা।
ফরেক্স মার্কেট সমন্ধে ধারণা, মানে আপনি যে ফরেক্স ব্যবসা করবেন কিভাবে করবেন সেই সম্পর্কে ধারণা আর আপনার মার্কেট গবেষণা করার অ্যাবেলিটি।আপনাকে অবশ্যই নুন্যতম কিছু প্রাথমিক শিক্ষা এবং তার পাশা পাশি আপনাকে কম্পিউটার এর উপর ভাল ধারনা থাকতে হবে জাতে করে কোন সফট্ব্যার কিভাবে সেটাপ করতে হয় এবং অনেক সময় আপনাকে কোন হেল্প এর জন্য কাস্টমার কেয়ার এ ফোনে অথবা মেসেজ এ কথা বলতে হতে পারে আর তার জন্য হলেও আপনাকে শিক্ষাগত জোগ্যতা কিছু পরিমান না থাকলে কিছু বুজে উঠতে পারবেন না।
ফরেক্স একটি পেশা, এখান থেকে ইচ্ছামত আয় করা জায়,তাই কষ্ট একটু বেশিই করতে হবে। আমরা দীর্ঘ ১৭ বছর পড়াশুনা শেষে ৩০,০০০/= টাকা ইনকাম করতে পারি। যদি ৩০,০০০/= ইনকামের জন্য ১৭ বছর শিখতে হয় তবে ফরেক্স থেকে ইনকাম করা যায় আনলিমিটেড তাহলে এখানে কেন সময় নিয়ে শেখার মানুষিকটা থাকেনা।
ফরেক্স মার্কেটে আমি মনে করি ২ টা যোগ্যতা থাকা দরকার। এক, আপনার ফরেক্স মার্কেট সমন্ধে ধারণা, মানে আপনি যে ফরেক্স ব্যবসা করবেন কিভাবে করবেন সেই সম্পর্কে ধারণা। দুই, আপনার মার্কেট গবেষণা করার অ্যাবেলিটি। এ দুইটা জিনেসের সমন্বয় এ ই ফরেক্স ব্যবসা টা। তাই আপনি যদি ফরেক্স এ ব্যবসা করতে চান আগে এ দুটো বিষয়ে আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে।
ফরেক্স ট্রের্ডি এ আমার অনেক উপকার হচ্ছে এবং আমি এর মাধ্যমে ব্যবসা কতে পারছি এবং আমি ফরেক্স এর কাজের মা্ধ্যমে ব্যবসা সম্মন্ধে অনেক ধারনা পাওয়া যায় এবং এই ফরেক্স এ কাজের মা্ধ্যমে অনেক ভালভাবে করতে পারা যায় এবং ফরেক্স কাজ এর মাধ্যমে আমরা ট্রের্ডি সম্পর্কে অনেক কিছু বুঝতে পারি এবং এর কাজের মা্ধমে অনেক ভালভাবে ট্রের্ডি সম্পর্কে আমরা বুঝতে পারি।
ফরেক্স ট্রেড করতে চাইলে আপনাকে অনেক ধর্য্যশীল হতে হবে। ফরেক্স একটি মজার ব্যবসা তবে প্রথমদিকে ফরেক্সকে খুব কঠিন মনে হবে। তবে ধর্য্য ধরে ফরেক্স করেতে থাকলে এই ব্যবসা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। তাই ফরেক্স এ যোগ্যতা বলতে ধর্য্যকেই বুজায়।
ট্রেডিং এর জন্য ভালো মানের কিছু স্ট্রাটিজি জানা থাকতে হবে। ফরেক্স এর ব্যাপারে বেশ ভালো ধারনা রাখতে হবে। আর মানি মেনেজমেন্ট সম্পর্কে ভালো ধারনা রাখতে হবে।
ফরেক্স ট্রেডিং এর জন্য আপনাকে অনেক জ্ঞেনি হতে হবে এমন কোন খথা নাই। আপনাকে কিছু ইনডিকেটর এবং তাদের বেবহার জানতে হবে।আর যে দেশের টাকা নিয়ে কাজ করচেন সে দেশের পরিস্থিতি জানতে হবে। একটু ধরজ আর স্রমই পারে আপনাকে এ কাজে সফল করতে। চেষ্টা করতে হবে।
ট্রেডিং এর জন্য আপনার কি যোগ্যতা থাকার প্রোয়জন আমি বলব ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সব রকমের যোগ্যতা থাকা দরকার যোগ্যতা দক্ষতা এগুলো ফরেক্স মার্কেটের মুল বিষয় এগুলো সম্বন্ধে যার যত দখল আছে সে তত বেশি সফল বেসিক কতগুলো বিষয় যেমন ইকোনমিক্যাল ক্যলেন্ডার রিড করা মার্কেটের গতি বুযা যে এটা আপে যাচ্ছে নাকি ডাউনে যাচ্ছে ক্যান্ডেল স্টিক অ্যানালাইসিস করা ক্যান্ডেল স্টিক চিহ্নিত করা কালার সেট করা সোজাকথা সবধরনের যোগ্যতা থাকাটা আবশ্যক।
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ফরেক্স সম্পর্কে জানতে হবে। তার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে মানি ম্যানেজমেন্ট মেনে চলা, ডেমোতে ট্রেড করে নিজেকে দক্ষ করে তুলতে হবে।
আমার মতে ফরেক্স ট্রেডিং এর জন্য সবার আগে যা দরকার তা হচ্ছে ধৈর্য। এছাড়া ফরেক্স মার্কেটিং সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা থাকা প্রয়জোন। তবেই একজন সফল ট্রেডার হতে পারবে।
ফরেক্স মার্কেট এ টিকে থাকার জন্য সবচেয়ে যে গুন বা যোগ্যতা আপনার থাকা দরকার তা হচ্ছে নিজের লোভ সামলে রেখে মানি ম্যানেজমেন্ট মেনে সুশৃংখল ভাবে ট্রেড করা । আমরা অনেকেই তো ফরেক্স ট্রেড করি কিন্তু আমরা সবাই কি সফল হতে পারি । পারি না কারন সফল হবার জন্য যে গুন গুলোর দরকার সেগুলো আমাদের মধ্যে নাই । তাই আমাদের মধ্যে সেসব গুন নিয়ে আসতে হবে বা তৈরি করতে হবে তাহলেই আমরা একজন সফল ট্রেডার হতে পারব ।
হ্যা আমি আপনাদের সাথে একমত,কারন ফরেক্স করতে গেলে দুইটা যোগ্যতা অবসস্যাই প্রয়োজন তা নাহলে ফরেক্স এ কাজ করা যাবে না ।এছাড়া আমি আরও কয়েকটা যোগ্যতা যোগ করতে চাই যেমন ফরেক্স এ ট্রেড করতে হলে তার কিছু শিক্ষা প্রয়োজন আছে কেননা তার ফরেক্স লেখা বা পোস্ট করা এই সব বিষয়গুলো যেন পড়তে কোন সমস্যা না হয় তাই লেখাপড়া জানাটা জরুরি।
সফল ভাবে ট্রেড করার জন্য আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে ভাব ধারণা লাভ করতে হবে। তাছাড়া আপনাকে ভাল ইংরেজি জানতে হবে।
ফরেক্স ট্রেড করার জন্য আনুষ্ঠানিক শিক্ষা প্রয়োজন না হলেও আমার মতে কিছু বেসিক শিক্ষা অবশ্যই প্রয়োজন । কারণ শিক্ষা মানুষের অন্তরকে আলোকিত করে । তবে ফরেক্স করার জন্য প্রধানত ফরেক্স সম্পর্কিত শিক্ষায় খুব বেশি প্রয়োজন হয় । কারণ ফরেক্স ব্যবসায় টাইমফ্রেমের ব্যবহার , পেয়ার , ক্যান্ডেলস্টিক এবং অনন্য মৌলিক বিষয়ে জ্ঞান নিয়েই ট্রেড শুরু করা উচিত । অন্যথায় পদে পদে বাাঁধার সম্মুখিন হতে হবে ।
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য প্রথমে যে সব যোগ্যতার প্রয়োজন ফরেক্স সম্পর্কে বেসিক জ্ঞান অর্জন করতে হবে। ডেমোতে প্রেকটিস করতে হবে এবং মার্কেট এনালাইসিস করা জানা প্রয়োজন।
ট্রেডিং করর জন্য একটা সুন্দর মন এবং ধৈর্যশীলতা প্রয়োজন ।
ফরেক্স ট্রাডিং করার জন্য যে সকল যোগ্যতার প্রয়োজন তার মধ্যে অন্যতম হল ফরেক্স সম্প্রিক্ত সাধারন জ্ঞান, অধ্যাবসায় ও ধৈর্যশীলতা ।
কাজের জন্য মিনিমাম স্টেবিলিটি
অর্থাৎ আপনার একটা রেস্পন্সিবিলিটি
বা একটা সফল নির্ভরতা। আপনার এটি খুবি প্রয়োজন
ফরেক্স ব্যবসা করতে হলে একজন ফরেক্স ট্রেডারকে অনেক কিছুই শিখতে হয়।আসলে ফরেক্স ব্যবসা করতে কোন প্রকার প্রাঠিস্টানিক য্যেগ্যতার ধরকার নেই বললেই চলে। আপনি যদি কোন রকম ইংরেজি পরতে বা বলতে পারেন তবে আমু মনে করি আপনি ফরেক্স মার্কেটে ব্যবসা করার জন্য যোগ্য।
আমি মনে করি ফরেক্স মার্কেটে ২ টা যোগ্যতা থাকা দরকার। এক, আপনার ফরেক্স মার্কেট সমন্ধে ধারণা, মানে আপনি যে ফরেক্স ব্যবসা করবেন কিভাবে করবেন সেই সম্পর্কে ধারণা। দুই, আপনার মার্কেট গবেষণা করার অ্যাবেলিটি। এ দুইটা জিনেসের সমন্বয় এ ই ফরেক্স ব্যবসা টা। তাই আপনি যদি ফরেক্স এ ব্যবসা করতে চান আগে এ দুটো বিষয়ে আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে।
ফরেক্স ট্রেডিং এর জন্য কোন প্রাতিস্ঠানিক সার্টিফিকেট কিংবা কোন ইন্টারভিউ দিতে হয় না। এর জন্য দরকার ফরেক্স সম্পর্কে বেসিক জ্ঞান আর দরকার মার্কেট এনালাইসিস করার সামর্থ্য বা দক্ষতা।এবং অবশ্যই নিজের বেশি পাবার লোভ কে কনট্রোল করার মানসিকতা। তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারবেন।
ফরেক্স মার্কেটে যে কোন পেশাজীবির লোক ট্রেড করতে পারে।ফরেক্স মার্কেটে ট্রেড করতে আপনার বেশি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই।শুধু আপনার বয়স ১৮ বছর হতে হবে।
ফরেক্স ট্রেড করতে কোন যোগ্যতা লাগে না ।নারী - পুরুস বিভিন্ন পেশাজীবী বা বেকার বির্বিশেষে সবােই ফরেক্স ট্রেড করতে পারে । ফরেক্স করতে শিক্ষাগত কোন যোগ্যতাও প্রয়োজন নেই ।যাদের নেই সংয়োগ সহ কম্পিউটার বা ভাল মানের স্মার্ট ফোন আছে তারা সবাই ফরেক্স করতে পারবে ।
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য যে যোগ্যতা প্রয়োজন আপনাকে প্রথমে ফরেক্স বেসিক ভাল করে জানতে হবে, এরপর আপনাকে অনেক বেশি করে ডেমো প্রেকটিস করতে হবে, বিভিন্ন টাইম প্রেম ব্যাবহার করা জানতে হবে।আপনাকে মার্কেটে একটা সফল ট্রেডার পদ্দতি বের করতে হবে।
ভাই ফরেক্স মাকেটে আপনি যত দক্ষ হবেন আপনি তত লাভ করতে পারেবেন | আমি মনে করি ফরেক্স মাকেটে দক্ষ ট্রেডার হতে পারলে আপনি ফরেক্স থেকে আনেক আয় করতে পারবেন | ফরেক্স আপনার জিবন কে বদলে দিতে পারে আনবার আপনার সব কিছু কেরে নিতে পারে |
আমি মনে করি ফরেক্স আপনি যদি দক্ষতা অজন করতে পারেন তবে আপনি ফরেক্স থেকে আয় করতে পারেন | ফরেক্স মাকেট সম্পরকে আপনার সথিক ধারনা থাকতে হবে তবে আপিনি ফরেক্স থেকে আয় করতে পারবেন | আপনাকে ফরেক্স মাকেটে বীভীণ্ণ মাকেট সম্পরকে আপনাকে একটা বিশেষ ধারনা থাকতে হবে তবে আপনি আয় করতে পারবেন ফরেক্স থেকে |
আমি মনে করি ফরেক্স মার্কেট এ টেড করতে হলে যোগ্যতা থাকা দরকার নাই যা থাকতে হবে তা হল আপনার টেড করে লাভ করার ইসছা থাকতে হবে তা হলে আপনি ফরেক্স মার্কেট এ ভাল করতে পারবেন কেও মায়ের পেটে থেকে সব কিছু সিখে আসে না তাই আপনি যদি ফরেক্স মার্কেট এ সময় দেন তা হলে আপনি সফল হবেন ১০০% কারর না হয় ৬ মাস লাগবে আপনার সেই খান এ ১ বছর লাগবে তবুও সফল হতে পারবেন ফরেক্স মার্কেট এ
ফরেক্স ট্রেডিং এর জন্য একাডেমিক শিক্ষা হয়ত দরকার নাই । কিন্তু এ ব্যবসার জন্য কম্পিউটারে ইন্টারনেট অপারেট করা, ফরেক্স ট্রেডিং বিষয়ে জানা, মার্কেট বোঝার মতো পড়া, এবং এনালাইসিস দক্ষতা একজন ফরেক্স ট্রেডারের থাকতেই হবে। এ জন্য শিক্ষিত মানুষের জন্য এ ব্যবসা।
টেৃডিং এর জন্য ভাল ফরেক্স ট্রেড করা বা ব্যবসা করার মানসিকতা দরকার আর কিছুই লাগবে না। মানষিকভাবে প্রস্তুত স্বরূপ ট্রেড শৃুরু করব আমরা তবেই ভাল ফসল ঘরে আসতে পারে।
ভাল একটি স্ট্র্যাটেজি, ভাল মানি ম্যানেজমেন্ট এবং অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য তেমন কোন যোগ্যতার প্রয়জন হয় না। এই মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে এর ট্রেডিং করার পদ্ধতি শিখতে হবে। তবে ফরেক্স ট্রেডিং যেহেতু একটি আন্তর্জাতিক মানের ব্যবসা আর ফরেক্স ট্রেডিংয়ের যাবতীয় বিষয়গুলো ইংরেজিতে তাই ইংরেজিতে একটু ভাল হলে চলবে। এ মার্কেটে ট্রেডিং করার জন্য কোন বিশ্ববিদ্যালয়ের বা কোন কলেজের বা স্কুলের সার্টিফেকেটের প্রয়জন নেই। এ মার্কেটে সফলভাবে ট্রেডিং করা শিখাটাই হল বড় কথা।