Originally Posted by 
TanjirKhandokar1994
				
			 
			ফরেক্স মার্কেটে নতুন ট্রেডাররাই সবচেয়ে বেশি ভুল করে থাকেন। আমিও তার ব্যাতিক্রম না। প্রথম অবস্থায় আমিও অনেক ভুল করেছি এবং তার প্রতিদানও দিতে হয়েছে। আমি আমার ভুল গুলো খেয়াল করে দেখেছি যে আমি মানিম্যানেজমেন্ট না মেনে ট্রেড করতাম এবং এনালাইসিস না করেই ট্রেড করতাম এবং তাতে করে আমি লসের সম্মুখীন হয়েছি যা আমি মোটেই চাইনি। তাই আমি এই ভুল গুলো শুধরে নিতে চেষ্টা করছি আর আমি চাই যারা ফরেক্স ট্রেডিংএ নতুন তারা যেন অবশ্যই এই ভুল গুলো থেকে বিরত থাকে। তাহলে অবশ্যই এখানে টিকে থাকা সম্ভব হবে।