আমি আপনাদের সবার কাছে জানতে চাই যে দিত্বীয় স্তরের ভেরিফাই এর জন্য কি কি লাগবে ? আমার কাছে গত ১৬ ফেব্রুয়ারী এর ইসলামী ব্যাংক এর স্টেটমেন্ট আছে । সুধু এটা দিয়েই কি ভেরিফাই হবে না সাথে আর কিছু লাগবে?
Printable View
আমি আপনাদের সবার কাছে জানতে চাই যে দিত্বীয় স্তরের ভেরিফাই এর জন্য কি কি লাগবে ? আমার কাছে গত ১৬ ফেব্রুয়ারী এর ইসলামী ব্যাংক এর স্টেটমেন্ট আছে । সুধু এটা দিয়েই কি ভেরিফাই হবে না সাথে আর কিছু লাগবে?
হা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে হবে। এছাড়া পানির বিল, গ্যাসের বিল, বিদ্যুৎ বিল অথবা ডিশ বিল দিয়েও ভেরিভিকেশন করানো যাবে। তবে এটা যদি ২য় স্তরের ভেরিভিকেশন হয়। প্রথম স্তরের ভেরিভিকেশন হলে হবে না।
দ্বিতীয় স্তর ভেরিফাই করার জন্য প্রথম স্তরের প্রদত্ত অ্যাড্রেস এর প্রুফ দিতে হয়।এজন্য ব্যংক স্টেটমেন্ট,পানি বিল,বিদ্যুৎ বিল যেকোন বিল হলেই হবে।তবে এই স্টেটমেন্টগুলো প্রথম স্তরে প্রদত্ত অ্যাড্রেসের অনুরূপ অ্যাড্রেসের হতে হবে।তাহলে দ্বিতীয় স্তর ভেরিফাই সম্পন্ন হবে।
দিত্বীয় স্তরে ভেরিফিকেশন করার জন্য আপনাকে কারেন্ট বিল সব শেষ অথবা আপনার ব্যাংক একাউন্টের সব শেষ 6 মাসের তথ্য দিয়ে আপনি দিত্বীয় স্তরে ভেরিফিকেশন করতে পারবেন ।
দ্বিতীয় স্তরের ভেরিফিকেশনে আসলে আপনার ঠিকান ভেরিফাই করতে চায় তাই আপনি যদি আপনার প্রথম স্তর ভেরিফাই শেষ করে থাকেন তবে এই স্তরে আপনাকে আপনার এড্রেস সম্পর্কে তথ্য দেবার জন্য কোন ব্যাংক স্টেটমেন্ট অথবা আপনার পরিশোধিত বিদ্যুৎ,পানি, গ্যাস ইত্যাদি বিলের কপি আপলোড করতে পারেন। ধন্যবাদ।
বিভিন্ন ব্রোকার আপনার কাছে আপনার ভেরিফিকেশন ডকুমেন্ট চাই । ইন্সটাফরেক্স আপনার কাছে দুই ধরনের ভেরিফিকেশন চাই । একটি হচ্ছে আপনার নাম,পরিচয় ভেরিফাই করার জন্য আপনার কোন আইডি কার্ড এর স্ক্যান কপি যেটা ১ম স্তরের ভেরিফিকেশন বা বিগেনার লেভেল ভেরিফিকেশন নামে পরিচিত এবং দ্বিতীয়টি হচ্ছে আপনার ঠিকানা যাচাই করার জন্য যেটি ২য় স্তরের ভেরিফিকেশন নামে পরিচিত। আপনি এটি সম্পন্ন করতে পারলে আপনার একাউন্ট হাইলি ভেরিফাইড হবে এবং আপনি নিশ্চিন্তে ট্রেড করতে পারবেন ।
দ্বিতীয় ধাপ ভেরিফিকেশন এর জন্য আপনার ব্যাংক স্টেটমেন্ট , পানির বিল এর কপি , বিদ্যুৎ বিল এর কপি, গ্যাস বিল এর কপি ৬ মাস মেয়াদের লাগবে । এই কপি গুলো লাগে মূলত ঠিকানা ভেরিফাই করার জন্য । আপনি যে ঠিকানা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন ঐ ঠিকানা গুলো ঐ কপির ঠিকানার সাথে মিল থাকতে হবে । এ ছাড়া আপনার দ্বিতীয় ধাপ ভেরিফিকেশন এর জন্য আর কিছু না হলেও চলবে ।
দ্বিতীয় স্তরের ভেরিফাই করার জন্য আপনার বর্ত্মান ঠিকানা সহ যে কোন ধরনের ডকুমেন্ট হলেই হবে । বিভিন্ন ব্রোকার এই ভেরিফিকেসোন করিয়ে নেই আপনার ঠিকানা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য । এতা যেকোন ডকুমীন্ট হতে পারে । যেখানে আপনার ঠিকানা আছে সেটা হলেই হবে । সেটা হতে পারে আপনার বাংক স্টেটমেন্ট , আপনার বিদুয়ত বিল, আপনার বাসার পানি বিল , বা আপনার বাসার গ্যাস বিল । যেকোন একটি কিছু হলেই আপনি আপনার একাউন্ট টি ২য় স্তর পর্যন্ত ভেরিফাই করিয়ে নিতে পারবেন ।
ভেরিফিকেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে দুই স্তরের ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। আপনি দ্বিতীয় স্তরের ভেরিফিকেশন কমপ্লিট করতে আপনার ব্যাংক স্টেটমেন্ট, পাসপোর্ট, বিদ্যুৎ বিলের কপি, ইন্টারনেট বিলের কপি এসব ডুকুমেন্টরি ব্যবহার করতে পারবেন। ব্যাংক স্টেটমেন্ট যেন দুই মাসের পুরনো না হয় সেটা লক্ষ্য রাখবেন। আপনি যে ডুকুমেন্ট সাবমিট করবেন তার তথ্য আর আপনার ১ ম স্তর ভেরিফিকেশনের ডুকুমেন্টের তথ্য আর একাউন্টের তথ্য একই হতে হবে। ভেরিফিকেশনের সমস্যা হলে, ব্রোকারের সাপোর্ট ডেক্সে যোগাযোগ করুন।
ফরেক্স ট্রেডিং করতে ট্রেডিং অ্যাকাউন্টের দ্বিতীয় স্তর ভেরিফাই করে তারপর ট্রেডিংয়ে যাওয়ায় ভালো।দ্বিতীয় স্তর ভেরিফাই করার জন্য যেকোন বিল প্রয়োজন।হতে পারে ইলেকট্রনিক বিল,ইন্টারনেট বিল,গ্যাস বিল ইত্যাদির মধ্যে যেকোন একটা বিল স্কান করে আপলোড করতে হয়।
ফরেক্সে ট্রেড করার জন্য অ্যাকাউন্ট ভেরিফিকেসন করা দরকার আর প্রথম স্তর ভেরিফিকেসন হলে দ্বিতীয় স্তরের জন্য আপানার ব্যাংক ষ্টেটমেনট/বিদ্যুৎ বিল/ গ্যাস এবং পানি বিল ইত্যাদির মাধ্যমে দ্বিতীয় স্তরের ভেরিফিকেসন করতে পারবেন এটা শুধু মাত্র বোকার কোম্পানিগুলো আপনার ঠিকানা কর্ণফরম হওয়ার জন্য চেয়ে থাকেন তাই আপনি উল্লেখিত বিষয়ের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন।
হ্যাঁ , আমি মনে করি আপনি আপনার ব্যাংক এর এই স্টেটমেন্ট দিলে হবে। এখানে মুলত আপনি এটা দিয়ে ভেরিফাই এর কাজ সেরে নিতে পারেন। তারপরে ও আপনি এখানে আপনার অ্যাকাউন্ট ব্যাবহার কারির নামের যেকোনো বিল দিয়ে করতে পারেন।গ্যাস বিল কিবা ইলেক্ট্রিক বিল দিয়ে আপনি তা করতে পারেন। আর যদি আপনার অর্থাৎ ব্যাবহার কারির পাসপোর্ট থাকে তবে আরও ভালো। তবে হ্যাঁ , আপনি প্রথমে শুদু ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দেখতে পারেন।
প্রথম স্তরের ভেরিফিকেশন হওয়ার পরে আশে ২য় স্তরের ভেরিফিকেশন প্রক্রিয়া আর েএখানে এমন সব তথ্যাদি দিতে হয় যা প্রথম স্তরে দেওয়া তথ্যর প্রমান দেয়। যেমন প্রথম স্তরে দেওয়া তথ্য কে আরও স্পষ্ট করতে এ পর্যয়ে ব্যংক স্টেটমেন্ট, পানি বিল, গ্যাস বিল, বিদ্যুত বিল েইত্যদির কাগজ জমা দিতে হবে যাতে আপনার সম্পর্কে পূর্ণাদি তথ্যাদি এখানে স্পষ্ট থাকে। ধন্যবাদ।
ইন্সতাফরেক্সের লাইভ একাউন্টের দ্বিতীয় লেভেল ভেরিফাই করতে আপনার ব্যাংক স্টেটমেন্ট অথবা বিদ্যুৎ বিলের কাগজের স্ক্যান কপি এবং আপনার আইডি কার্ড ধরে এক কপি ছবি। তাহলেই আমি মনে করি আপনার ট্রেডিং একাউন্ট ভেরিফাই হয়ে যাবে। ধন্যবাদ
ইন্সতাফরেক্সের দ্বিতীয় স্তর ভেরিফাই করতে আপনার ভোটার আইডি কার্ড এর হাতে ধরা একটি ছবি এবং ব্যাংক স্টেটমেন্ট লাগবে। তাহলেই আশা করছি আপনার ইন্সতাফরেক্সের দ্বিতীয় লেভেল ভেরিফাই হয়ে যাবে। ধন্যবাদ
ফরেক্সে একাউন্ট ভেরিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারন মানি উইথড্র করার জন্য ভেরিফাই হওয়া একাউন্টের প্রয়োজন হয়। ফরেক্সে দুই স্তরের ভেরিফিকেশন সিস্টেম রয়েছে। দ্বিতীয় স্তর ভেরিফাই করার জন্য প্রথম স্তরের প্রদত্ত অ্যাড্রেস এর প্রুফ দিতে হয়।এজন্য ব্যংক স্টেটমেন্ট,পানি বিল,বিদ্যুৎ বিল যেকোন বিল হলেই হবে।তবে এই স্টেটমেন্টগুলো প্রথম স্তরে প্রদত্ত অ্যাড্রেসের অনুরূপ অ্যাড্রেসের হতে হবে।তাহলে দ্বিতীয় স্তর ভেরিফাই সম্পন্ন হবে। ভেরিফিকেশন টা যত্ন সহকারে করা উচিত।
দ্বিতীয় স্তর ভেরিফাই করতে আপনাকে খুব বেশি কিছু না শুধু একটি ব্যাংক স্টেটমেন্ট এবং আপনার আপলোডকৃত ডকুমেন্ট হাতে নিয়ে একটি মোবাইলে তোলা ছবি লাগবে। তাহলেই আমি মনে করি আপনি দ্বিতীয় লেভেল ভেরিফাই করাতে পারবেন। ধন্যবাদ
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য একটি রিয়াল একাউন্ট খলা লাগে আর এই রিয়াল একাউন্ট ভেরিফাই করতে হয় আর ভেরিফাই করার জন্য দ্বিতীয় স্তরের ভেরিফাই করার জন্য একটি এড্রেস পুরুপ দেয়া লাগে যেমন বাংক স্টেট মেন্ট লাগে।
ফরেক্সে একাউন্ট ভেরিফিকেশন এর দুটি স্তর রয়েছে।প্রথম লেভেলটি ভোটার আইডিকার্ড এর স্কান করা ছবি আপলোড করলেই ৭২ ঘন্টার মধ্যে একাউন্ট ভেরিফাই হয়ে যায়।কিন্তু দ্বিতীয় লেভেল ভেরিফাই করতে অনেকে সহজে পারে না। দ্বিতীয় লেভেল ভেরিফাই করতে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট,বিদ্যুবিলের কাগজ,ড্রাইভিং লাইন্সেস ও পাসপোর্ট এর স্কান করা ছবি আপলোড করলেই ৭২ ঘন্টার মধ্যে দ্বিতীয় লেভেল ভেরিফাই হয়ে যাবে।
ফরেক্সে একাউন্ট ভেরিফিকেশন এর দুটি স্তর রয়েছে ।প্রথম টা নিজের আইডি কার্ড স্ক্যান করে ভেরিফাই করতে হয় ।কিন্তু দ্বিতীয় লেভেলের ভেরিফাই একটু কঠিন এর জন্য দরকার ব্যাংক স্টেটমেন্ট,বিদ্যুবিলের কাগজ,ড্রাইভিং লাইন্সেস ও পাসপোর্ট এর স্কান করা ছবি আপলোড করলেই ৭২ ঘন্টার মধ্যে দ্বিতীয় লেভেল ভেরিফাই হয়ে যাবে।
দ্বিতীয় স্থরের ভেরিফাই এর জন্য আপনাকে ঠিকানা ভেরিফাই করতে হবে। তাই আমরা বিদ্যুৎ বিল, ব্যাংক স্টেইটমেন্ট অথবা পাসপোর্ট এর স্ক্যান কপি জমা দিতে হবে।
এটি ভেরিফাই হলে ট্রেড মানি উঠাতে পারবেন।
দীতিও পরজাএর ভেরিফ্য করার জন্য আমাদের ব্যাংক স্তাতেমেন্ত দরকার। আমাদের কাছে যদি ব্যাংক স্তেতেমেন্ত থাকে তাহলে আমরা ভাল ভাবে আকাওন্ত ভেরিফ্য করতে পারব। আকাওন্ত ভেরিফ্য করার জন্য আমাদের সব সময় আপলোড দিতে হবে।
ফরেক্স মার্কেটের যে একাউন্ট ভেফাই করার জন্য দ্বিতীয় স্তরের ভেরিফাই করার জন্য বাংক স্টেট মেন্ট লাগে জাকে বলে অ্যাড্রেস ভেরিফাই করার এই স্টেট মেন্ট দেয়া লাগে তাই বাংক স্টেট মেন্ট দিলে ভ্রিফাই হয়ে যায়।
ন।ফরেক্স একাউন্টে দ্বিতীয় স্তরের ভেরিভিকেসন করার জন্য লাগে ব্যাংক ষ্টেট মেন্ট দিয়ে দ্বিতীয় স্তরের ভেরিফিকেসন করতে লাগে এবং এই ব্যাংক ষ্টেট মেন্ট দিয়ে করতে হয় ।
দ্বিতীয় স্তরের ভেরিফিকেশান এর জন্য দরকার হবে ব্যাংক স্টেটমেন্ট এর কপি। এই কপিটার স্কেন কপি সংগ্রহ করে তার পরে তা ব্রোকারের ক্লায়েন্ট কেবিনেট এ ভেরিফিকেশান এর জন্য দিন। আশা করা যায় আপনার ভেরিফিকেশান হয়ে যাবে। যদি তার পরও কোন সমস্যা দেখা দেয় তবে লাইভ চ্যাটে কথা বলুন।
ফরেক্স মার্কেটে যে একটি রিয়াল একাউন্ট করা লাগে তা ভেরিফাই করার জন্য দ্বিতীয় স্তরের জন্য একটি এড্রেস পুরুপ দেয়া লাগে সেটা হল ব্যাংক ষ্টেট মেন্ট দিলে ভেরিফাই করা যায় ।
হা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে হবে। এছাড়া পানির বিল, গ্যাসের বিল, বিদ্যুৎ বিল অথবা ডিশ বিল দিয়েও ভেরিভিকেশন করানো যাবে। তবে এটা যদি ২য় স্তরের ভেরিভিকেশন হয়।ইন্টারনেট বিল,গ্যাস বিল ইত্যাদির মধ্যে যেকোন একটা বিল স্কান করে আপলোড করতে হয়।
আপনি যদি ১ম স্তরের ভেরিফেকেশন করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এবার দ্বিতীয় ন্তরের বেরিফিকেশন করতে হবে। তার এর জন্য দরকার শুধু মাত্র একটি ব্যাংকস্টেটমেন্ট এর স্ক্যান কপি। আর এটি ভালো রজুলেশনের হতে হবে।
দ্বিতীয় স্তরের ভেরিফিকেশনের জন্য আপনাকে ব্যাংক স্টেটমেন্টের স্ক্যান কপি তা না হলে বিদ্যুত বিলের অথবা টেলিফোন বিলের স্ক্যান কপি দিতে হবে তবে আপনি ফাস্ট ভেরিফিকেশন যার নামের ডকুমেন্ট দিয়ে করেছেন ঠিক সেকেন্ড ভেরিফিক্মেনের ডকুমেন্টও তারই নামে হতে হবে তা না হলে ভেরিফিকেশন ম্যানেজার কতৃক আপনার ডকুমেন্ট বাতিল হয়ে যাবে।
ফরেক্স মার্কেট ভেরিফেকেশন করা অত্যন্ত জরুরি।ভেরিফাই ছাডা আপনে টাকা উদ্র করতে পারবেন না।তাই আপনাকে অবশ্যই ভেরিফাই করতে হবে।দ্বিতীয় স্তরের ভেরিফাইর জন্য আপনাকে গ্যাস বিল অথবা কারেন্ট বিল,পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে হবে।
২য় স্তরের ভেরিফাই করতে আমার কোন ধারনা ছিলনা। যদি ভবিষ্যতে জানতে চাই আমার কাছে ব্যাংক স্টেট মেন এবং ভোটার আইডি ছাড়া কিছু নাই।পানির বিল, গ্যাস বিল আমার নামে না বাসার মালিকের বিল দিলে কি হবে....
অ্যাকাউন্ট ভেরিফিকেসন করা দরকার আর প্রথম স্তর ভেরিফিকেসন হলে দ্বিতীয় স্তরের জন্য আপানার ব্যাংক ষ্টেটমেনট/বিদ্যুৎ বিল/ গ্যাস এবং পানি বিল ইত্যাদির মাধ্যমে দ্বিতীয় স্তরের ভেরিফিকেসন করতে পারবেন এটা শুধু মাত্র বোকার কোম্পানিগুলো আপনার ঠিকানা কর্ণফরম হওয়ার জন্য চেয়ে থাকেন তাই আপনি উল্লেখিত বিষয়ের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন।
সেকেন্ড লেভেল ভেরিফিকেশন কম্পিলিট করার জন্য প্রয়োজন হবে প্রথম লেভেল ভেরিফিকেশন করতে আপনি যার ডকুমেন্ট ব্যবহার করেছেন ঐ বেক্তির ব্যাংক স্টেটমেন্টের অথবা টেলিফোন বা বিদ্যুত বিলের স্ক্যান করা কপির যার মাধ্যমে আপনি সফল ভাবে দ্বিতীয় স্তরের ভেরিফিকেশন করতে সক্ষম হবেন।
ফরেক্স মার্কেটে একটি রিয়াল একাউন্ট ভেরিফাই করা লাগে আর এই একাউন্ট ভেরিফাই করতে কিছু ডকুমেন্ট লাগে সেই ডকুমেন্ট প্রথম স্তরে লাগে আইডি কার্ড অথবা পাসপোর্ট আর দ্বিতীয় স্তরের জন্য লাদে অ্যাড্রেস ভেরিফাই তার জন্য লাগে ব্যাংক ষ্টেট মেন্ট।
দিত্বীয় স্তরের ভেরিফিকেশন এর জন্য যার নামে একাউন্ট খুলা হয়েছে তার ন্যাশনাল আইডি কার্ড/ পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর উভয় পাস স্ক্যান করা ফাইল এবং ব্যাংক স্টেটমেন্ট/পানির বিলের কাগজ দিয়ে সাবমিট করলেই ২য় স্তরের ভেরিফিকেশন হয়ে যাবে।
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য যে একাউন্ট করা লাগে সেই একাউন্ট দুই স্তরে ভেরিফাই করতে হয় তাই প্রথম স্তরে লাগে আইডি অথবা দ্বিতীয় স্তরের জন্য লাগে অ্যাড্রেস যেমন ব্যাংক স্টেট মেন্ট লাগে দ্বিতীয় স্তরের জন্য।
আমাদের ফরেক্স করতে হলে আমাদের অবশ্যই আকাওন্ত ভেরিফাই করতে হবে তা না হলে আমরা ঠিক মত প্রফিট উথাতে পারবো না। আমার মনে হয় ট্রেডিং আকাওন্ত ভেরিফাই করা শুব সহজ যদি আমাদের রিয়েল দকুমেত্ন থাকে তাহলে আমরা খুব সহজে এই ভেরি ফাই করতে পারি তারপর আমরা ট্রেড সুরু করতে পারবো।
ফরেক্স ট্রেডিং করতে ট্রেডিং অ্যাকাউন্টের দ্বিতীয় স্তর ভেরিফাই করে তারপর ট্রেডিংয়ে যাওয়ায় ভালো। ভেরিফাই শেষ করে থাকেন তবে এই স্তরে আপনাকে আপনার এড্রেস সম্পর্কে তথ্য দেবার জন্য কোন ব্যাংক স্টেটমেন্ট অথবা আপনার পরিশোধিত বিদ্যুৎ,পানি, গ্যাস ইত্যাদি বিলের কপি আপলোড করতে পারেন। ধন্যবাদ। সাধারন্ত এইগুল নেই আপনার এড্রেস থিক আসে কিনা সেতা দেখার জন্য।
ব্যংক স্টেটমেন্ট,পানির
বিল,বিদ্যুৎ বিল,ডিস বিলের কাগজ হলে চলবে । এতে অাপনের নাম না থাকলে চলবে
আমরা খুব ভালো করে জানি ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমদের একাউন্ট গুলো ভেরিফাই করতে হয় আর এই ভেরিফাই ৩ টি স্তরে আর ২য় স্তরের ভেরিফিকেসনের জন্য এড্রেস সম্পর্কে তথ্য দেবার জন্য কোন ব্যাংক স্টেটমেন্ট অথবা আপনার পরিশোধিত বিদ্যুৎ,পানি, গ্যাস ইত্যাদি বিলের কপি আপলোড করতে পারেন।