ফরেক্স ট্রেডে টিকে থাকার একটা মোক্ষম ঔষধ কিন্তু স্টপলস। স্টপলস না দেবার কারনে কত শত একাউন্ট জিরো হয় তা সবাই জানে ।মানি ম্যানেজমেন্টের মেইন জিনিসই হলো স্টপলস। স্টপলস মেনে নেয়াটাই লংটাইম ট্রেডে টিকে থাকার একটা উপায়।
Printable View
ফরেক্স ট্রেডে টিকে থাকার একটা মোক্ষম ঔষধ কিন্তু স্টপলস। স্টপলস না দেবার কারনে কত শত একাউন্ট জিরো হয় তা সবাই জানে ।মানি ম্যানেজমেন্টের মেইন জিনিসই হলো স্টপলস। স্টপলস মেনে নেয়াটাই লংটাইম ট্রেডে টিকে থাকার একটা উপায়।
স্টপ লস ফরেক্স এর আরেকটি গুরুত্ব পূর্ণ একটা বিষয়। স্টপ লস ব্যাবহারে আপনার একাউন্তে পুরোপুরি ফাকা হওয়া থেকে বাচিয়ে দেয়, যদি আপনি ট্রেড এ লস খান অর্থাৎ ট্রেড যদি আপনার বিপক্ষে যায়। তবে স্টপ লস দিয়ে আপনি ট্রেড কে নিয়ন্তন করতে পারবেন, অর্থাৎ আপনি কতটুকু লস মানিয়ে নিতে পারবেন টা আগেই নির্ধারণ করাই হচ্ছে স্টপ লস। একজন ভাল মানের ট্রেডার হবার জন্য আপনাকে অবশ্যই স্টপ লস ইউস করা জরুরী।
স্টপ লস ব্যবহার করলে লস কম হয়।
স্টপ লস ব্যাবহার করা হয় যাতে লস কম হয় লং ট্রেডিং এর জন্য স্টপ লস খুব কাজে দেয় যখন লস এর পরিমান একটি নির্দিষ্ট স্থানে চলে যায় তখন আপনাআপনি ট্রেডিং কোলজ হয়ে যায়। সট ট্রেডিং এ ও স্টপ লস সেট করা ভাল।। তাহলে লস কম হহবে।। হঠাত করে অনেক লস হবে না।
স্টপ লস ফরেক্সের একটি গুরুত্বপূর্ন ট্রেডিং টুলস। আমরা অনেকেই লং টার্ম ট্রেড করে থাকি। সেক্ষেত্রে সবসময় মার্কেটে নজর রাখা সম্ভব না। কিন্তু মার্কেটে সব সময় একরকম মুভ করে না। হয়তো এমন মুভ করলো যে ট্রেড নাগালের বাইরে চলে গেল। এই অনাকাঙ্খিত লস এড়ানোর জন্যই একটা নির্দিষ্ট পরিমান লসে মার্কেট সেট করে রাখা হয় যেখানে মার্কেট গেলে ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। এটাই স্টপ লস।
স্টপ লস হল আপনি যেই ট্রেডটি বসিয়েছেন সেটার থেকে আপনি কত টাকা লস পর্যন্ত আপনি এক্সেপ্ট করবেন । আরেকটা ব্যাপার হল আপনি যদি স্টপ লস স্ট্রেটিজি ফলো করে চলেন তাহলে আপনি অল্প সময়ের জন্য ট্রেড করছেন এবং মার্কেট ফল এর কারনে আপনার একাউন্ট জিরো হওয়ার সম্ভবনা কম থাকে, এবং আপনি লস যদি সেল এ করে থাকেন এবং এটা কতটুকু উপরে উঠার কারনে আপনি লস খেয়েছেন তার উপর বেস করে নেক্স সেল এ কিন্তু আপনি লাভ করবেনই কারন মার্কেট এর কিন্তু ফ্লো থাকেই কস একবার টপ এ যাবার পর কিন্তু মার্কেট আবার নিচের দিকে ফল করবে তাতে আপনি লাভবান হবেন। আর স্টপ লস এর কারনে আপনি বড় ধরনের লস এড়াতে পারবেন।
স্টপ লস ব্যবহারে অযথা বড় মাপের লস থেকে একাউন্টকে রক্ষা করে। তবে সব সময় মনে রাখা দরকার যে আপনার টেক প্রফিট থেকে বড় স্টপ লস যেন না হয় এবং এমন জায়গায় যেন স্টপ লস সেট করা না হয় যেন মার্কেট স্পাইক করলেই তাকে পেয়ে যায়। সাবধানে ব্যবহার করুন।
স্টপলস হলো একধরনের সীমানা যে সীমানা না থাকলে আপনি ফরেক্স এ কোন দিনই লাভ করতে পারবেন না। স্টপলস ফরেক্স ট্রেডিং এর একটা গুরুত্ব পূর্ণ বিষয় আর এই স্টপলস হলো ট্রেড করা আগে নির্দিষ্ট করে দেওয়া যে আমি কোন পর্যন্ত ট্রেড করবো এবং আমি কত টুকু লাভ করবো বা কত টুকু লস করবো সেইটা নির্ধারন করা। আপনাদের সবারই উচিত এই স্টপলসের দিকে ভাল ভাবে নজর দেওয়া এবং স্টপলস সম্পর্কে বেশি বেশি জানা আর ভাল ভাবে ট্রেড করা চেস্টা করা।
অধিক লস এর ঝুঁকি কমাতে স্টপ লস ব্যাবহার করতে হয় । অ্যাকাউন্ট খুব তারা তারি লস হয়ে জিরো না হওয়ার জন্য স্টপ লস ব্যাবহার করতে হয় । স্টপ লস ব্যাবহার করলে নিদিষ্ট পরিমাণ লস হয় এর বাইরে লস হয় না । এই জন্য অ্যাকাউন্ট কে অধিক লস হতে রক্ষা করার জন্য স্টপ লস ব্যাবহার করতে হয় ।
আমার ট্রেড করার পূর্বে মার্কেট প্রাইজ সম্পর্কে ভাল করে অ্যানালাইসিস করে তার পর ট্রেড ওপেন করে থাকি কিন্তু সব সময় গবেষনার ফলাফলের দিকে মার্কেট অগ্রসর হয় না কখন কখন বিপরীত দিকেও মার্কেট মোর নেয় আর তার ফলে আস্তে আস্তে করে ইকুয়েটি কমতে থাকে,মার্জিন কমে গিয়ে অ্যাকাউন্ট শূন্য হওয়ার উপক্রম হয়। আর অ্যাকাউন্টকে শূন্য হওয়ার হাত থেকে স্টপ লস ব্যবহারের মাধ্যমেই বাচানো সম্ভাব।
ভাই আপনি মনেকরেন আপনি একটি ট্রেড প্রেস করেচেন ।কিন্তু স্টপ্লস দেন্নাই এরপরে দেখলেঞ্জে আপনার একাউন্ট খালি।এর একমাত্র কারন হচ্চে আপনি স্টপ্লস দেন্নাই। তাই আমাদের উচিৎ প্রতিটি ট্রেড এর ক্ষেত্রে স্টপ্লস দেয়া।সটপ্লস নাদিয়ে যদি ট্রেড করেন তাহলে আপনার একাউন্ট আর খালি হবে। যদি আপনার একাউন্ট একে বারে খালি হয়ে যাই তাহলে আপনি আর ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারবেন্না।তাই স্টপ্লস ব্যাবহার কোরুন।
স্টপ লস ট্রেডার দের জন্য খুবই ভাল একটা টুল । আপনার মানি ম্যনেজমেন্টের ওপর নির্ভর করে আপনি হিসাব করবেন যে আমি এর বেশি লস করব না । কিন্তু সব সময় আপনি মার্কেটে বসে থাকবেন না । তাই স্টপ লস ব্যবহার করলে কোন ভাবে যদি আপনার করা ট্রেড লসে যায় তাহলে আপনার নির্ধারিত পরিমাণ ই লস হবে । তার বেশি লস হবে না। স্টপ লস ব্যবহার করাটা অতি জরুরি । এর ব্যবহার না করার কারণে অনেক একাঊন্ট জিরো হয়ে যায় ।
স্টপ লস ব্যাবহারে আপনার একাউন্তে পুরোপুরি ফাকা হওয়া থেকে বাচিয়ে দেয়, যদি আপনি ট্রেড এ লস খান অর্থাৎ ট্রেড যদি আপনার বিপক্ষে যায়। তবে স্টপ লস দিয়ে আপনি ট্রেড কে নিয়ন্তন করতে পারবেন। তবে সব সময় মনে রাখা দরকার যে আপনার টেক প্রফিট থেকে বড় স্টপ লস যেন না হয় এবং এমন জায়গায় যেন স্টপ লস সেট করা না হয় যেন মার্কেট স্পাইক করলেই তাকে পেয়ে যায়। সাবধানে ব্যবহার করুন।
স্টপলস টি আসলে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখে । আপনারা বা আমরা যদি স্টপ লাসের সাথে টিপি ব্যবহার করি তাহলে আমাদের লসের পরিমান কমে যাবে এবং সঠিক অ্যানালাইসিস করে ট্রেড করলে আমারা অনেক উপকৃত হবো। তাই আমদের উচিত সকল ক্ষেত্রে ট্রেড ওপেন করলে এস এল ও টিপি ব্যবহারের অভ্যাস করা।
স্টপ লস ব্যবহার করলে অনাকাংখিত লসের হাত থেকে বাচা যায়। অনেক সময় স্টপ লস ব্যবহার করলেই লস বেশি হয়। কেননা আপনার এনালাইসিস ঠিক থাকলেও স্টপ লস সাপোর্ট বা রেসিসটেন্স এর বাইরে প্লেস করেন না। সাপোর্ট বা রেসিসটেন্স এর ৪/৫ পিপ দুরে স্টপ লস বসানো উচিত। অনেক সময় দেখা যায় যায় স্টপ লসে হিট করার পর ট্রেড আবার আপনার বসানো টেক প্রফিটের দিকে যায়। তখন ব্যথিত হওয়া ছাড়া করার কিছু থাকে না।
ফরেক্স এ টিকে থাকতে হলে অবসই স্টপ লস ব্যাবহার করা উচিত , স্টপঅলস ব্যাবহার করলে একাআউন্ট জিরো হয়া থেকে এবং একাউন্ট এ অনেক লস হয়া থেকে বাচা যাই ।। আমি আগে ফরেক্স এ এন্ট্রি নেয়ার সমই কোনো স্টপলস ব্যাবহার করতাম না
ফলে অনেক সমই অনেক লস করে ফেলতাম ।। এবং এই লস কাভার করতে যেয়ে অনেক বেশি লটে এন্টি নিতাম ফলে একাউন্ট জিরো করে ফেলতাম ।। এখন আর এইগুলা হই না ।। এবং ফরেক্স থেকে ভালো মানের প্রফিট করি ।।
স্টপ লস ফরেক্সের খুবই গুরুত্বপূর্ন একটি অংশ । যেখানে আমরা অনেকেই লং টার্ম ট্রেড করে থাকি । সেক্ষেত্রে সবসময় মার্কেটে নজর রাখা সম্ভব না । কিন্তু মার্কেটে সব সময় একরকম মুভমেন্ট করে না । হয়তো এমন মুভ করলো যে ট্রেড নাগালের বাইরে চলে গেল । এই অনাকাঙ্খিত লস এড়ানোর জন্যই একটা নির্দিষ্ট পরিমান লসে মার্কেট সেট করে রাখা হয় যেখানে মার্কেট গেলে ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যাবে । আর এটাকেই স্টপ লস বলে ।
স্টপ লস ব্যবহার করলে আপনি ফরেক্সে এক ধরনের সুবিধা পাবেন। আর সেটা হল যে আপনি চাইলে আপনার ট্রেডটি নিজে ক্লোজ না করে অটোমেটিক ক্লোজ করতে পারবেন। কারন স্টপ লস অপশনটি ব্যবহার করা মানে আপনি সব্বোচ্চ কত লসে আপনার ট্রেডটি ক্লোজ করতে চান সেটি। আর আপনি স্টপ লস ব্যবহার করলে ফরেক্স থেকে আপনি বড় ধরনের লস থেকে বেচে যেতে পারবেন।
ফরেক্সে ব্যবসা করার জন্য সব ধরনের সুযোগ রয়েছে । এবং সেটা খুব ভালো ভাবে বুঝা যায় স্টপ লস এর মত এত অসাধারণ একটা অপশন দেখার মাধ্যমে । স্টপ লস ব্যবহার করার মাধ্যমে আমরা অনেকভাবে উপকৃত হতে পারি । ফরেক্স ব্যবসায় সবকিছুই অনিশ্চিত । এখানে যদি স্টপ লস ব্যবহার করা হয় তবে একাউন্ট শূণ্য হওয়া থেকে রক্ষা পাবে । কারণ অনেক সময় স্টপ লস না দেওয়ার কারণে আমাদের অনুপস্থিতে মার্কেট সম্পূর্ণ বিপরীতে গিয়ে জিরো করে দেয় ।
ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস থেকে বাছার জন্য আমরা ফরেক্স মার্কেট এ স্টপ লস ব্যাবহার করি।এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস থেকে বাছতে পারি।ফরেক্স মার্কেট এ স্টপ লস ছারাও আমরা টেকপ্রপিট ব্যাবহার করি।ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস থেকে বাচা বা কাংখিত আয় করার জন্য আমরা এই গুলো ব্যাবহার করি।এই সুযোগটি অন্য কোন বিজনেস এ নাই।ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করা খুবই সহজ।তাই এই সুযোগ ফরেক্স মার্কেট এ রয়েছে।
স্টপ লসে আমার দুটি মত-
১। যাদের ব্যালেন্স কম তাদের স্টপ লস ব্যবহার একান্ত জরুরী, না হলে একাউন্ট জিরো হয়ে যাবে। অর্থাৎ ট্রেডিং জিবনে ইতি পড়ে যাবে।
২। যাদের ব্যালেন্স বেশি তারা স্টপ লস ব্যবহার না করে নিশ্চতভাবে লাভ তুলে নিতে পারে।
স্টপলস মানেই লস থেকে অন্তত মোটামুটি রেহাই পাওয়া যায় । যদি ট্রেডাররা এই স্টপলস দিয়ে রাখে তাহলে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায় । তাই আমরা এই স্টপলস ব্যবহার করব এবং অন্যকে এই স্টপলস ব্যবহার করার জন্য অনুরোধ করব । কেননা স্টপলস দেওয়া না থাকলে এক পর্যায় এ্যাকাউন্ট শূণ্য হয়ে যেতে পারে ।
আপনি যদি স্টপ লস স্ট্রেটিজি ফলো করে চলেন তাহলে আপনি অল্প সময়ের জন্য ট্রেড করছেন এবং মার্কেট ফল এর কারনে আপনার একাউন্ট জিরো হওয়ার সম্ভবনা কম থাকে, এবং আপনি লস যদি সেল এ করে থাকেন এবং এটা কতটুকু উপরে উঠার কারনে আপনি লস খেয়েছেন তার উপর বেস করে নেক্স সেল এ কিন্তু আপনি লাভ করবেনই কারন মার্কেট এর কিন্তু ফ্লো থাকেই কস একবার টপ এ যাবার পর কিন্তু মার্কেট আবার নিচের দিকে ফল করবে তাতে আপনি লাভবান হবেন।
স্টপ লস দিয়ে আসলে বড় ধরনের লসের হাত থেকে রক্ষা পাওয়া যায়। নির্দিষ্ট পিপ্সে গিয়ে হিট করার জন্য একটা বর্ডার দিয়ে দেওয়া হল "স্টপ লস"। আবার একি ই ভাবে তেক প্রফিত ও দিয়ে দেওয়া যায় । নির্দিষ্ট বর্ডার এ গিয়ে হিট করলেই টেক প্রফিত কিংবা আমার প্রফিত আমি পেয়ে যাব। বর্ডার টাকে প্যারামিটার ও বলা যায়।
স্টপ লস (stop loss): স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন। ধরুন, আপনি ১.৩৫৪০ তে একটি বাই ট্রেড ওপেন করলেন। আপনি চাচ্ছেন ৫০ পিপস লাভ করবেন এবং ৫০ পিপসের বেশি লস করবেন না। তাহলে আপনি ৫০ পিপস স্টপ লস এবং ৫০ পিপস
স্টপ লস ব্যাবহারে আপনার একাউন্তে পুরোপুরি ফাকা হওয়া থেকে বাচিয়ে দেয়, যদি আপনি ট্রেড এ লস খান অর্থাৎ ট্রেড যদি আপনার বিপক্ষে যায়। তবে স্টপ লস দিয়ে আপনি ট্রেড কে নিয়ন্তন করতে পারবেন, অর্থাৎ আপনি কতটুকু লস মানিয়ে নিতে পারবেন টা আগেই নির্ধারণ করাই হচ্ছে স্টপ লস।
স্টপ লস ব্যবহারে লসের ঝুকিঁ বা পরিমান কম করা যায়। ফরেক্স মার্কেটের গতি অনেক সময় খুব দ্রুত উঠানামা করে। তখন ট্রেড করা থাকলে এবং মার্কেট ট্রেডের বিপরিতে গেলে লসের সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আমরা লসের পরিমান কমাতে স্টপ লস ব্যবহার করি।
আমরা অনেকে ফরেক্স এ ট্রডিং এর মাধ্যমে টাকা করছি। কিন্তু আমরা অনেক সময় লসের সম্মুখীন হয় তাই এই লস এড়াতে স্টপলস ব্যবহার করা হয়।
স্টপ লস ট্রেডিং এর একটি অংশ.স্টপ লস ট্রেডিং এর ক্ষেত্রে একটি উপকারী মাধ্যমে.এর মাধ্যমে ত্রাদের গণ ট্রেডিং একাউন্ট এর ব্যালান্স লস খাবিয়া থেকে রখিয়া কেটে পারে.এইটা ট্রেডিং এর একাউন্ট কে মার্জিন লস থেকে বাচাতে পারে.এবং ত্রাদের যদি অন্য কাজে বেস্ট থাকে তাহলে স্টপ লস সেট করে চলে যেতে পারত যার ফলে তার একাউন্ট কে লস ও হতে হতনা.
স্টপলস আমাদেরকে বড় ধরনের ঝুঁকি থেকে রক্ষা করে। আমরা আমাদের মূলধনকে যত বেশি সময় এই মার্কেটে ধরে রাখতে পারব ততই বেশি শিখতে ও আয় করতে পারব। এ জন্য আমাদের প্রতিটি ট্রেডে টেক প্রফিট ব্যবহার না করলেও অন্তত স্টপ লস ব্যবহার করা উচিত।
স্টপলস ইউজ করলে আপনি বেশি লস থেকে বাচতে পারবেন। আমরা সবসময মারকেতে এ থাকি না তাই আমাদের করা ট্রেড লসে গেলে আমাদের অনেক লস হতে পারে। এটা ব্যাবহার করলে নিদিষ্ট পরিমাণ লস হয় এর বাইরে লস হয় না।
আমার মনে হয় একাউন্ট যত বড়ই হোক সব সময় একটি যুক্তিসংগত স্টপলস ব্যবহার করাই উত্তম । স্টপলস ব্যবহার না করলে এক সময় না এক সময় বড় ধরনের ঝুকির মধ্যে পড়ার সম্ভাবনা থাকে । বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি ।
ফরেক্স মার্কেট একটি আন্তর্যাতিক মুদ্রা বাজার এখানে কোন ব্যাপারে নিশ্চিত করে বলা যায় যে মার্কেট আপে যাবে নাকি ডাউনে যাবে কিন্ত অ্যানালাইসিস করে এবং ইকোনমিক ক্যালেন্ডার রিড করে মার্কেট সম্বন্ধে ধারসা নেওয়া যায় এই ধারনার উপর ভিত্তি করে ট্রেড করলে ফরেক্স মার্কেটে সফল হওয়া যায় এবং সুনির্দিষ্ঠ কিছু নিয়ম অনুসরন করতে হয়
ফরেক্স মার্কেট একটা জটিল মার্কেট। এখানে মার্কেট বিভিন্ন সময় বিভিন্ন আচরন করে। কখনো আপ হয় কখনো ডাউন হয়। এভাবে মার্কেট মুভমেন্ট করে। কিন্তু অনেক দিন পর দেখা যায় মার্কেট একটি নিয়ম মেনে যেকোন একদিকে যাচ্ছে। কিন্তু যদি তা না বুঝে ট্রেড এর বিপরিতে দিয়ে রাখা হয় তাহলে অনেক লস হতে পারে। আর তার জন্য স্টপ লস সেট করা জরুরি। এতে লস একটি নির্দিস্ট সীমার মধ্যে থাকে। এতে একাউন্ট পুরোপুরি বেশি লসের হাত থেকে রক্ষা পায়।
স্টপলস ইউজ করলে লস থেকে বাচা যায়।এটা ব্যাবহার করলে নিদিষ্ট পরিমাণ লস হয় এর বাইরে লস হয় না।স্টপলস ব্যাবহার করাটাই লংটাইম ট্রেডে টিকে থাকার একটা উপায়। একজন ভাল মানের ট্রেডার হবার জন্য আপনাকে অবশ্যই স্টপ লস ব্যাবহার করতে হবে।
আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই স্টপ লস ব্যবহার করে ট্রেড করা উচিৎ। স্টপ লস ফরেক্স এর আরেকটি গুরুত্ব পূর্ণ একটা বিষয়। স্টপ লস ব্যাবহারে আপনার একাউন্তে পুরোপুরি ফাকা হওয়া থেকে বাচিয়ে দেয়, যদি আপনি ট্রেড এ লস খান অর্থাৎ ট্রেড যদি আপনার বিপক্ষে যায়। তবে স্টপ লস দিয়ে আপনি ট্রেড কে নিয়ন্তন করতে পারবেন, অর্থাৎ আপনি কতটুকু লস মানিয়ে নিতে পারবেন টা আগেই নির্ধারণ করাই হচ্ছে স্টপ লস।
ফরেক্স মার্কেটে স্টপ লস ব্যবহার সবার করা উচিৎ কারন স্টপ লস ব্যবহার করলে ফরেক্স মার্কেটে কার একাউন্ট জিরো হবে না ফরেক্স মার্কেটে কার বড় ধরনের লস হবে তাই ফরেক্স মার্কেটে টড়েড করতে গেলে স্টপ লস ব্যবহার করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে ।
ফরেক্স স্টপ লস কথাটি প্রায় শুনা যায়। ফরেক্স আকাউন্ট জিড়ো হবার প্রথম কারন হছে এই স্টপ লস ব্যবহার না করা। অনেকে বলে আমি মার্কেট এ স্টপ লস নেবো না। তারাই ফরেক্স জিরো হয়ে যায়। স্টপ লস ব্যবহার করে আপনি বড় ধরনের লস থেকে বাচতে পারবেন।
ফরেক্স মার্কেট এ যে সকল ট্রেডার স্টপ লস ব্যাবহার করে নি সে সকল ট্রেডার অনেক বড় ধরনের লস খেয়েছে তাই অল্প ব্যালেন্সনিয়ে ফফরেক্স ট্রেডিং করতে হলে স্টপ লস ব্যাবহার করা দরকার,তা না হলে ব্যালেন্স জিরো হয়ে যায়,এ জন্য স্টপ লস ব্যাবহার করা অনেক ভাল।