আমি ফরেক্স ট্রেডিংয়ে নতুন তাই জানতে চাই ট্রেড করার ক্ষেত্তে আমার জন্য কোন টাইমফ্রেম ভাল হবে।:accute:
Printable View
আমি ফরেক্স ট্রেডিংয়ে নতুন তাই জানতে চাই ট্রেড করার ক্ষেত্তে আমার জন্য কোন টাইমফ্রেম ভাল হবে।:accute:
আমি আমার অনেক দিনের ফরেক্স ট্রেডিংয়ের অভিজ্ঞতা থেকে মনে করি ফরেক্সের নতুন ট্রেডারদের উচিত লং টাইমফ্রেমে ট্রেড করা কারন এতে করে ট্রেডিং ক্ষেত্রে লসের ঝুকি অনেকাংশে কুমে যায় যার দরুন প্রফিট করতে তেমন একটা বাধার সম্মূখীন হতে হয় না।
আমার ধারনা মতে লং টাইমফ্রেমে ট্রেড করা কারন এতে করে ট্রেডিং ক্ষেত্রে লসের ঝুকি অনেকাংশে কুমে যায়। আর ভাল একটা লাব আসে।আর অনেক বাল ট্রেডারা বলেচেন লং টাইমফ্রেম টা অনেক অনেক ভাল শরট টাইমফ্রেম তেকে।
যারা নতুন তাদের উচিত h4 টাইমফ্রেম ব্যবহার করা।
আমি দীর্ঘদিন ধরে ফরেক্সে একটাই টাইম ফ্রেম ব্যবহার করছি এবং সেটা হল লং ট্রাম টাইম ফ্রেম লং ট্রাম টাইম ফ্রেমের মাধ্যমে ট্রেডের রিস্ক কম থাকে এবং প্রফিট আসে বেশি আমি প্রথম প্রথম শর্ট ট্রাম টাইম ফ্রেমে কাজ করি এবং ক্রমাগতভাবে লস হওয়ার কারণে আমি লং ট্রাম ট্রেডে ফিরে এসেছি তাই আমি মনে করি যে একজন নতুন ট্রেডার এর জন্যও লং ট্রাম ট্রেড করা প্রযোজন কারণ লং ট্রাম ট্রেড এর মাধ্যমে আমরা লাভের পাশাপাশি অনেক কিছু জানতে পারি যা আমাদের ট্রেডিং স্কিল বৃদ্ধি করে
ফরেক্স এ মেটাট্রদের এ বিভিন্ন টাইম্ ফ্রেম দেয়া থাকে। সব টাইম্ফ্রেমগুলোই কাজের। কারন তা যদি না হত তাহলে এখানে এ টাইম্ফ্রেম দেয়া হত না। আপনি আপ্ন্আর সুবিধা মত বিভিন্ন টাইম্ফ্রেম ব্যভার করতে পারেন। আপনি যদি কম সময় পান তাহলে h4, d1 ব্যব-হার করতে পারেন। আর যদি স্কাল্পিং করেন তাহলে ১৫মিনিট এবং ৩০ মিনিট ব্যব-হার করতে পারেন। এক ঘ্নটার তাইম্ফ্রেম ও লং তাইম ট্রেড হয়ে যায়।
নতুনদের লং টাইমফ্রেমে ট্রেড করা ভালো। যেমন হতে পারে H4,D1, or w1 ইত্যাদি। কারন আমি মনে করি নতুনদের ইমোশন ফুল থাকে বিধায় ঝুকি কম নিতে হবে আর লং টাইমফ্রেমে শর্ট টাইমফ্রেম অপেক্ষা কিছুটা হলেও ঝুকি কম থাকায় অবশ্যই বলবো নতুনদের জন্য লং টাইমফ্রেম ভালো।
নতুনদেরকে সব টাইমফ্রেমে ডেমো প্রাকটিস করতে হবে। কে কোন টাইমফ্রেম থেকে মার্কেট ভাল বুঝবে এটা নির্ভর করবে তার রুচি ও অভিজ্ঞতার উপর। তাই আমরা যদি নতুন হই তাহলে সব টাইম ফ্রেমে আমাদেরকে বেশি বেশি করে ডেমো প্রাকটিস করে শিখতে হবে।
আপনি একদিনের ও ৪ ঘণ্টার টাইম ফ্রেম দেখে ট্রেড করুন, যখন দেখবেন বড় বড় টাইম ফ্রেম গুলো তে সফল হচ্ছেন তখন আপনি আরও শরত টাইম ফ্রেম গুলর দিকে নজর দিতে পারেন, প্রথম অবস্থায় লং টাইম ফ্রেম বেষ্ট নতুন্দের জন্য।
হা নতুনদের টাইমফ্রেমে কাজ করা ভাল। কিন্তু কিছু টাইম আছে যে সময়টটা নতুন্দের জন্য খুব ভাল হবে। কিছু সময় আছে যখন মার্কেট ক্রিটিকাল অবস্তাই থাকে অই সময়টা বাদে নতুন্দের কাজ করলে ভালহবে, ক্রিটিকাল সময় হচ্ছে সন্ধ্যা ৭-১২ এবং সকাল ৭-১২ পর*্যন্ত।
ফরেক্স মার্কেট এ যারা নতুন ট্রেডিং শিখতে চায় তাদের জন্য ডেমো একাউন্টে ট্রেডিং করার সময় লং টাইম ফেম ব্যাবহার করে যাতে ট্রেডিং করে থাকে কারন লং টাইম ফ্রেম ব্যাবহার কিভাবে করে ভাল প্রফিট করা যায় তার কলাকৌশল জানতে বা শিখতে পারলে অনেক ভাল করা যায় লাইভ মার্কেটে
ফরেক্স মার্কেটে একেবারে যারা নতুন তাদেরকে আমি মনে করি যে তারা যে ফরেক্স মার্কেটের রিয়াল একাউন্টে সরাসরি না করে। নতুন যারা ফরেক্স মার্কেটে আসবে তাদের কেত্রে আমার মনে হয় এক ঘন্টা এবং চার ঘন্টার টাইম ফ্রেমে ট্রেড করলে ফরেক্স মার্কেটে তারা ভাল কিছু করতে পারবে।
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য সবচেয়ে ভাল হল এক ঘন্টা ও ডেইলি মার্কেটের টাইম ফ্রেম ব্যবহার করা করতে পারসেনপিস কারন ডেইলি মার্কেটে টাইম ফ্রেম মুভমেন সঠিক ভাবে বুযা যায়।আপনার নিজের মতে একটি টাইম ফ্রেম তৈরি করতে পারলে আরও ভাল কারন নিজের একটি স্ট্রেট্রেজি তৈরি হবে।
ফরেক্স মার্কেটে টাইম ফ্রেম একটি গুরুত্বপূর্ন বিষয় । মিনিট ১ আথবা মিনিট ৫ টাইম ফ্রেম ট্রেড করার জন্য উপযোক্ত নয় । আপনি যদি লং টাইম ট্রেড করতে চান তাহলে ১ ঘন্টা বা ৪ ঘন্টা টাইম ফ্রেম উত্তম বলে আমি মনে করি । এই টাইম ফ্রেমে মার্কেট এ্যনালাইসিস করা খুবই কার্যকারী বলে মনে হয় । তাই নতুনদের জন্য ১ ঘন্টা থেকে ১ দিনের টাইম ফ্রেম ভাল বলে আমি মনে করি । ধন্যবাদ ।।
নতুনদের বেপারে আমি সবারসাথে একমত রেখে বলতে চাই লং টাইম ফ্রেম তাদের জন্য ভালো.কারণ দীর্ঘ সময় এর একটি ট্রেড এর ফলে ত্রাদের গণ পর্যালোচনা করার যথেষ্ট সময় পাই ট্রেড টি সম্পর্কে.যার ফলে তারা মার্কেট বুঝতে সক্ষম হয়.,কিন্তু শর্ত টাইম ফ্রেম তা অনেকটা কঠিন কারণ মার্কেট অনেক ক্ষণিক এ ক্ষণিক এ টার্ন করে.তাই আমি মনে করি লং টাইম ফ্রেম তাদের জন্য ভালো.
কোন টাইমফ্রেমে ট্রেড করবেন এটি নির্ভর করবে আপনি কোন ধরনের ট্রেডিং করছেন এবং আপনাার ট্রেডিং প্লান কিরকম তার ওপর । আপনি যদি একেবারেই নতুন ট্রেডার হন এবং আপনার কোন ধরনের ট্রেডিং প্লান না থেকে থাকে তাহলে বড় টােইমফ্রেম দেখে আপনি ট্রেডে এন্ট্রি নিবেন আর ছোট টাইমফ্রেম দেখে ট্রেড থেকে বের হবেন । এটাই সাধারন নিয়ম ।
আমি মনেকরি, নতুনদের প্রথমে ১৫- ৩০ মিনিট এর টেড নিয়ে প্রাকটিস করা উচিত। কারন এখানে বাজার প্রতিমুহূর্ত কি পরিমাণ উঠনামা করে তা বুঝা যায়। ছুট ছুট টেডে অতটা মার্কেট বুঝা যায় না। তাই নতুনদের উচিত একটু সময় নিয়ে ডেমোতে টেড করা উচিত।
ফরেক্স মার্কেটে আমাদের কে টাইম ফ্রেম নিয়ে এনালাইসিস করতে হয় কারন ফরেক্স টাইম ফ্রেমের উপর নির্ভর আমাদের সফলতা কেই বলে লং টাইম ফ্রেম আবার কেই বলে শর্ট টাইম ফ্রেম আমাকে সব গুলো টাইম ফ্রেম নিয়ে আমাদের কাজ করতে হবে।
আমি মনে করি যেহেতু ক্যান্ডেল স্টিকের নাড়াচড়াগুলো নতুন ট্রেডারদের লক্ষ্য করতে হয় ,সেহেতু আমি মনে করি ১৫ থেকে ৩০ মিনিটের বেশি বা কম টাইমফ্রেম ব্যবহার না করাই ভাল।এতে ট্রেডিং সিগনাল ভাল পাওয়া যায় এবং ট্রেডিং এর মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়ে তুলা যায়।
আমি যেটা মনে করি যে ফরেক্স করতে গেল টাইম ফ্রেমের বিষয়গুলো বেশ ভালভাবেই বুঝতে হবে । কেননা এগুলে ভালভাবে বুঝতে পারলে তবেই একজন ট্রেডার নিজের মধ্য বিশ্লেষণ শক্তিটা বৃদ্ধি করতে পারবে । আর টাইমফ্রেমের ক্ষেত্রে এক অভিজ্ঞ ভাইয়া আমাকে সবসময় লং ট্রাম টাইম ফ্রেম অণুসরণ করতে বলেছেণ । কেননা এই টাইম ফ্রেমে অনেক কিছূ শিখা যায় ।
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে হলে আপনাকে সব ধরনের টাইম ফ্রেম দেখে ট্রেড করতে হবে । একটি ট্রেড এন্ট্রি নিতে গেলে আপনাকে এনালাইসিস করতে হবে আর এনালাইসিস করার সময় আপনাকে বিভিন্ন টাইম ফ্রেম দেখে আপনাকে ট্রেড করতে হবে । আমি নতুন দের বলবো আপনারা সব ধরনের টাইম ফ্রেম দেখে ট্রেড করতে পারেন তবে তার আগে আপনাদের ফরেক্স মার্কেট এনালাইসিস আগে ভালো করে শিখতে হবে ।
ফরেক্স মার্কেটে টাইম ফ্রেম একটি গুরুত্বপূর্ন বিষয় । ফরেক্স মার্কেটে আপনি কোন টাইমফ্রেমে ট্রেড করবেন এটি নির্ভর করবে আপনি কোন ধরনের ট্রেডিং করছেন এবং আপনাার ট্রেডিং প্লান কি রকম তার ওপর । মিনিট ১ আথবা মিনিট ৫ টাইম ফ্রেম ট্রেড করার জন্য উপযোক্ত নয় । আপনি যদি লং টাইম ট্রেড করতে চান তাহলে ১ ঘন্টা বা ৪ ঘন্টা টাইম ফ্রেম উত্তম বলে আমি মনে করি । ধন্যবাদ।
আমি একজন নতুন ট্রেডআর আমি মনে করি যারা ফরেক্স এ নতুন ট্রেড করে তারা টাইমফ্রেমের h1 এবং h4 এ ট্রেড না করাই ভালো। কারন টাইমফ্রেমের h1 এবং h4 এ লং টাইম ট্রেড করতে হয় যা নতুন ট্রেডআররা পারে না। নতুন ট্রেডআরদের জন্য সবসময় m5,m15 এবং m30 টাইমফ্রেমে ট্রেড করা উচিত।
নতুনরা চাইলে ১৫ থেকে ৩০ মিনিটের টাইমফ্রেম ব্যবহার করতে পারেন।আর যেহেতু এটা ফরেক্স মার্কেট সেহেতু এখানে অনেক কিছু শেখার আছে।আর সেজন্য আমাদেরকে বেশ কিছু দিক ভালভাবে দেখতে হয়।যাতে আমরা ভাল করে কিছু শিখতে পারি।সুতরাং আমরা যদি ছোট টাইম ফ্রেম দিয়ে শুরু করি তাহলে আমরা আরো বেশ কিছু কিছু শিখতে পারব।আর ফরেক্স শেখার কোন শেষ নাই।
নতুনরা চাইলে ১৫ থেকে ৩০ মিনিটের টাইমফ্রেম ব্যবহার করতে পারেন।আর যেহেতু এটা ফরেক্স মার্কেট সেহেতু এখানে অনেক কিছু শেখার আছে।আর সেজন্য আমাদেরকে বেশ কিছু দিক ভালভাবে দেখতে হয়।যাতে আমরা ভাল করে কিছু শিখতে পারি।সুতরাং আমরা যদি ছোট টাইম ফ্রেম দিয়ে শুরু করি তাহলে আমরা আরো বেশ কিছু কিছু শিখতে পারব।আর ফরেক্স শেখার কোন শেষ নাই।
আমি বরাবরি আধা ঘন্টার টা দিয়ে কাজ করি এবং h1 দিয়ে মার্কেট সম্র্পকে ধারনা নিই । যারা নতুন তারা আমার এই পথ অনুসরন করতে পারেন এর পর আপনাদের যেটা ইচ্ছা ।
ফরেক্স মার্কেটে আপনি কোন টাইমফ্রেমে ট্রেড করবেন এটি নির্ভর করবে আপনি কোন ধরনের ট্রেডিং করছেন এবং আপনাার ট্রেডিং প্লান কি রকম তার ওপর । মিনিট ১ আথবা মিনিট ৫ টাইম ফ্রেম ট্রেড করার জন্য উপযোক্ত নয় । আপনি যদি লং টাইম ট্রেড করতে চান তাহলে ১ ঘন্টা বা ৪ ঘন্টা টাইম ফ্রেম উত্তম বলে আমি মনে করি । ধন্যবাদ।
আমি যেটা মনে করি ফরেক্স এ লং টাইম ট্রেড করাই শ্রেয়।কেননা অল্প সময়ে ট্রেড করে তেমন কিছু শিখা যায় না এবং তাতে উৎকন্ঠা বাড়ে।তাই লং টাইম যেমন ৪-৫ দিন অথবা ১ সপ্তাহ ধরে ট্রেড করা ভালো।
ফরেক্স এ নতুন ট্রেডারদের সর্ট টার্ম ট্রেড এর জন্য ছোট টাইম ফ্রেমে ( m1 / m5 / m15) এ টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেড এন্ট্রি নিতে হবে এবং লং টার্ম ট্রেড এর জন্য বড় টাইম ফ্রেমে ( h4 / d1) এ টেকনিক্যাল এনালাইসিস এর ভিত্তিতে ট্রেড করা ভালো। তবে লং টার্ম ট্রেড এ লস এর চেয়ে বেশি প্রফিট করা যায়।
লং ট্রাম ট্রেড এর মাধ্যমে আমরা লাভের পাশাপাশি অনেক কিছু জানতে পারি যা আমাদের ট্রেডিং স্কিল বৃদ্ধি করে । সব টাইম ফ্রেমে আমাদেরকে বেশি বেশি করে ডেমো প্রাকটিস করে শিখতে হবে । লং ট্রাম টাইম ফ্রেমের মাধ্যমে ট্রেডের রিস্ক কম থাকে এবং প্রফিট আসে বেশি ।
প্রথমে নতুনদেরকে সব টাইমফ্রেমে ডেমো প্রাকটিস করতে হবে। কে কোন টাইমফ্রেম থেকে মার্কেট ভাল বুঝবে এটা নির্ভর করবে তার রুচি ও অভিজ্ঞতার উপর। তাই আমরা যদি নতুন হই তাহলে সব টাইম ফ্রেমে আমাদেরকে বেশি বেশি করে ডেমো প্রাকটিস করে শিখতে হবে।
আসলে লং টাইম ফ্রেমের মাধ্যমে ট্রেডের রিস্ক কম থাকে এবং প্রফিট আসে বেশি নতুনদের লং টাইমফ্রেমে ট্রেড করা ভালো । কারন তাবা ওই টাইম ফর্মে সহজে মার্কেট বুঝতে পারবে । আমি মনে করি নতুনদের ইমোশন বেশি থাকে বিধায় ঝুকি কম নিতে হবে আর লং টাইমফ্রেমে শর্ট টাইমফ্রেম অপেক্ষা কিছুটা হলেও ঝুকি কম থাকায় অবশ্যই বলবো নতুনদের জন্য লং টাইমফ্রেম ভালো । তবে এনালাইসেস করতে হবে বেশি করে ।
আমার মতে আপনার যদি অনেক টাকা থাকে তা হলে Daily বা H4 চার্ট এ ট্রেড করা উচিত আর আপনার যদি কম টাকা থাকে তা হলে আপনার H1 বা M30 তে ট্রেড করতে পারেন তবে আপনার ট্রেডিং সিস্টেম যে টাইম এ ট্রেড করতে বলবে আপনি সেই টাইম এ ট্রেড করুন তা হলে আপনি ভাল লাভ করতে পারবেন আমার ট্রেড করার টাকা নাই তাই আমি H1 এ ট্রেড করে থাকি লাভ করার ও চেচটা করছি ফরেক্স মার্কেট থেকে
আমি যখন ফরেক্স ট্রেড শুরু করি তখন ১৫ মিনিট এর চার্ট দেখে ট্রেড করি। তারপর শুধু লস করি। নতুন ট্রেডাররা জানে না যে কত টাইম্ফ্রেম দেখে ট্রেড করা উচিত। তাদের কে পরাপর্শ কে দিবে সে রকম কেউ থাকে না বিধায় লোয়ার টাইমে ফ্রেম এ ট্রেড করে। কিন্তু নতুনদের ও হাইয়ার টাইম এ ট্রেড করা উচিত।
আমি ফরেক্স লাইফ এ প্রথম অবস্থায় ১৫ মিনিটের চার্ট এ ট্রেড করতাম। সারাদিন পিসির সামনে বসে থাকতাম। কিন্তু এখন বুঝতে পারছি। আসলে মার্কেট এর অবস্থা বুঝার জন্য আমাদের হাইয়ার টাইম্ফ্রেম দেখা উচিত। তা না হলে মার্কেট এ টিক থাকা যাবে না।
আমি মনে করি নতুনদের জন্য প্রথম অবস্থায় ১ ঘন্টা অথবা ৪ ঘন্টার টাইম ফ্রেম ফলো করা সবচেয়ে ভাল হবে। কারণ এই দুটো ঘন্টার মাঝে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে বিভিন্ন ধরনের কৌশল ও টেকনিক্যাল বিষয়গুলো সম্পর্কে অধিক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। বিশেষ করে বিভিন্ন ধরনের চার্ট এবং মার্কেট এনালাইসিস সম্পর্কে কিছুটা তথ্য অনুধাবন করতে পারবেন। এজন্য এই টাইম ফ্রেমটা সবচেয়ে আমার কাছে বেশি ভাল লাগে।
ফরেক্স মার্কেটে নতুন ট্রেডারদের এনালাইসিসের জন্য w1 এবং এন্ট্রী করার জন্য d1 টাইম ফ্রেম সবচেয়ে ভালো হবে৷বিশ্বের সকল অভিজ্ঞ ট্রেডারগণ এই d1 টাইমফ্রেমে এন্ট্রী করে প্রতিদিনেই প্রফিট করে থাকেন৷নতুনদের জন্য বড় বড় টাইমফ্রেমে ট্রেড করা সবচেয়ে নিরাপদ৷ছোট ছোট টাইমফ্রেম কখোনোই নিরাপদ নয় বরং খুবই ঝুকিঁপূর্ণ৷
আমার মতে নতুনদের জন্য ১ ঘন্টা অথবা ৪ ঘন্টা টাইম ফ্রেম ব্যবহার করা ভাল হবে। কারণ এই দুটো আওয়ারের মধ্যে আপনি ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক বেশি ধারণা ও অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এছাড়া আপনি উক্ত টাইম ফ্রেম দ্বারা আপনার ট্রেডিং পদ্ধতি সবচেয়ে বেশি নিরাপদ থাকবে যা কখনোই আপনার কাছে ঝুকিপূর্ণ বলে মনে হবে না।
একজন নতুন ট্রেডার স্বভাবতইঃ অধৈর্য্যশীল, চঞ্চল, অনভিজ্ঞ, আবেগ মনোভাবাপন্ন পূর্ণ হয়ে থাকে । তাই তাদের উচিৎ* ছোট টাইমফ্রেমে কাজ করা । যেমনঃ ৫ মিনিট, ১৫ মিনিট বা ৩০ মিনিট । এতে তাদের লাভ লস কম হবে । দ্রুত ট্রেড নিতে পারবে । একটি ট্রেডের জন্য ১ সপ্তাহ অপেক্ষা করতে হবে না । রিস্কও কম থাকবে । কারন আপনি যদি দৈনিক চার্টে কাজ করেন , আপনার লাভ লস হবে ৫০-৬০ পিপস্ এর মধ্যে । আপনি যদি ৫ মিনিটের চার্টে কাজ করেন , তবে আপনার লাভ লস হবে ৫-৭ পিপস্ এর মধ্যে । তাই নতুন অবস্থায় ছোট টাইম ফ্রেম উপযোগী ।
কোন টাইমফ্রেমে ট্রেড করবেন এটি নির্ভর করবে আপনি কোন ধরনের ট্রেডিং করছেন এবং আপনাার ট্রেডিং প্লান কিরকম তার ওপর । আপনি যদি একেবারেই নতুন ট্রেডার হন এবং আপনার কোন ধরনের ট্রেডিং প্লান না থেকে থাকে তাহলে বড় টােইমফ্রেম দেখে আপনি ট্রেডে এন্ট্রি নিবেন আর ছোট টাইমফ্রেম দেখে ট্রেড থেকে বের হবেন । এটাই সাধারন নিয়ম ।