ফরেক্স ম্যাজিক নয় - ইহা একটি গাণিতিক বিষয়। অর্থাৎ ফরেক্সকে ম্যাজিক হিসাবে ভাবলে তাদের জন্য এ ব্যবসায় টিকে থাকা দুষ্কর। এ ব্যবসার একটি গানিতিক হিসাব আছে। আর সেটি মেনে ট্রেড করলে বিফল হওয়ার কোন কারণ নেই।
Printable View
ফরেক্স ম্যাজিক নয় - ইহা একটি গাণিতিক বিষয়। অর্থাৎ ফরেক্সকে ম্যাজিক হিসাবে ভাবলে তাদের জন্য এ ব্যবসায় টিকে থাকা দুষ্কর। এ ব্যবসার একটি গানিতিক হিসাব আছে। আর সেটি মেনে ট্রেড করলে বিফল হওয়ার কোন কারণ নেই।
ম্যাজিক বিদ্যায় ১জন ম্যাজিক ম্যাজিসিয়ান যা দেখায় সবি ভাওতা বাজি,ফরেক্সে এরকম কোন ভাওদা বাজির কিছু নেই।অার যে ট্রেডিং কে ম্যাজিকের মত মনে করে সে ও সময় মত ছলে যেতে হবে
আসলেই এটা কোন ম্যজিক নয়্ । এটা এমন নয় যে সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমার একাউন্ট ব্যলান্স হাজার ডলার ছাড়িয়ে গেছে। এখানে আপনাকে নিয়ম মেনে অল্প অল্প করে প্রফিট করে বড় হতে হবে। যদি না পারেন তবে আপনার জন্য ফরেক্স নয়। আর একটা কথা এখানে অল্পদিনে বড়লোক হবার স্বপ্ন দেখলে আপনি শেষ।
আমিও আপনার সাথে একমত কারন আমিও মনে প্রানে এ কথা বিশ্বাস করি যে ফরেক্স কোন ম্যাজিক নয় ফরেক্স হল অত্যান্ত লাভ জনক একটি ব্যাবসা যেখানে যেকেউ ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতা নিয়ে ট্রেড করে ভাল আয় করে নিতে পারে।
ফরেক্স মার্কেট কখনো ম্যাজিক হতে পারেনা।ফরেক্স মার্কেট যদি ম্যাজিকের মাধ্যমে পরিচালিত হত তাহলে ফরেক্সে ট্রেড করে কেউ লস করতো না।ফরেক্স মার্কেটে ট্রেড বাস্তবে করতে হয় এবং ফরেক্স মার্কেটে সফল হতে গেলে আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয় ও ফরেক্স বিষয়ে প্রচুর পড়াশুনা করতে হয় যা ম্যাজিকের মাধ্যমে হয় না।তাই ফরেক্স আর ম্যাজিকের মধ্যে কোন সম্পর্ক নেই।
এটা ম্যাজিক নয় ,এটা সত্য কাজ করে টাকা নেওয়ার জাইগা ,এটানে কাজ করবেন বেনিফিট পাবেন আর জারা কাজ নাকরে বেনিফিট পেতে চান তারা শুধু আকাশের দিকে তাকিয়ে আমার টাকা আমার টাকা বোলে সপ্ন দেখেন ,সপ্ন দেখে হয় তো সপ্ন এর মধ্য পাই লেও পাইতে পারেন সেই আপনার ধন।
আপনার সাথে সম্পুর্ণ একমত এবং আমার মত সাধারণ ট্রেডাররা এই ভূলটাই করে বেশি। আমরা ভাবি মার্কেট এখান থেকে ঐ দিকে যাবে কিন্তু মার্কেট যায় তার উল্টা দিকে তবে আমরা যখন বলি তখন কিন্তু কোন ব্যখ্যা থাকে না কেন মার্কেট এদিকে যাবে। আমাদের উচিত আমাদের প্রশ্নের উত্তর জানা এবং তাতেই আমাদের সমস্যার বিশির ভাগ সমাধান হয়ে যাবে।
ড়ায়।আলাদিনের চেরাগের সাথে আমরা সবাই পরিচিত। যেই চেরাগের দৈত্য কে আদেশ করলে ম্যাজিকের সাথে সেই দৈত্য সেই আদেশ পালন করে। আমরা অনেকেই ফরেক্স কে সেই আলাদিনের চেরাগ মনে করি। মনে করি এখানে ট্রেড নিয়ে বসে থাকলেই কিংবা যেন তেন ভাবে ট্রেড নিলেই ম্যাজিকের মত কাজ করবে। আরে ফরেক্স কোনো ম্যাজিক নয়।
ফরেক্স কে ম্যাজিক লটারী ভাগ্যোর পরিহাস ইত্যাদি ভেবে কোন লাভ নাই। কারন এখানে আপনার কোন ভাগ্য আপনার সাথে নেই।যার মাথা যত চোকশ তার সফল হওয়ার সম্ভাবনা তত বেশি। তাই মাজিকের মতো ফরেক্স কে ভাবার কোন কারন ই নাই।আপনার দক্ষতা আপনার মেধা এই ক্ষেত্রে আপনার সহায্য করবে।তাই সফল হতে হলে চেস্টা করুন নয়তো বসে বসে ডেমো ট্রেড করুন।
ফরেক্স মার্কেট কখনো ম্যাজিক হতে পারেনা।ফরেক্স মার্কেট যদি ম্যাজিকের মাধ্যমে পরিচালিত হত তাহলে ফরেক্সে ট্রেড করে কেউ লস করতো না।ফরেক্স মার্কেটে ট্রেড বাস্তবে করতে হয় এবং ফরেক্স মার্কেটে সফল হতে গেলে আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয় ও ফরেক্স বিষয়ে প্রচুর পড়াশুনা করতে হয় যা ম্যাজিকের মাধ্যমে হয় না।তাই ফরেক্স আর ম্যাজিকের মধ্যে কোন সম্পর্ক নেই।
ফরেক্সকে অনেকেই মানি মেকার মেশিন মনে করে ফরেক্সে আসে । আর মনে রাখবেন যারা এই ধারনা নিয়ে ফরেক্সে ট্রেড করবেন তার কিন্তু সফল হতে পারবেন না । আপনি যদি একজন সফল ফরেক্স ট্রেডার হতে চান তাহলে আগে আপনাকে এই ধারনা বাদ দিতে হবে । ফরেক্সে রাতারাতি সফল হওয়া যায় না । ফরেক্সে সফল হতে হলে আগে আপনাকে ধৈর্য্যের পরিচয় দিতে হবে । দেখা যাবে আপনি অনেকবার একাউন্ট জিরো করেছেন তারপর আস্তে আস্তে ফরেক্স আসলে কি তা বুঝতে পেরেছেন ।
ম্যাজিক আর ব্যবসা আমি মনে করি দুইটা দই জিনিস । কারন ফরেক্স করে কেউ কোন মানুষ কে ধোকা দিতে পারে না। আর অন্যদিক ম্যাজিক হল মানুষ কে এক প্রকার ধোকা দেওয়া। আমার মনে হয় ফরেক্স হচ্ছে একটি গাণিতিক ব্যবসা। এখানে গাণিতিক হিসাব নিকাশ করে আগালে ফরেক্স এ উন্নতি করা সম্ভব। আর যারা ফরেক্স কে ম্যাজিক মনে করেন তাদের পক্ষে ফরেক্স এ টিকে থাকা অসম্ভব।
হ্যাঁ আপনি ঠিক ই বলছেন ফরেক্স ম্যাজিক না তবে আবার কোন কোন ক্ষেত্রে মযিক আপনি মাগে মাজে ফরেক্স দিয়ে একবারে অনেক ইনকাম করতে পারবেন অন্য সময় এর চাইতে বেশি তবে তার জন্য আপনাকে ফরেক্স মার্কেট এর নিউজ রাখতে হবে
ফরেক্স ম্যাজিক নয় - ইহা একটি গাণিতিক বিষয়
কথাটা ঠিক বলেছেন ,ফরেক্স ম্যাজিক নয় - ইহা একটি গাণিতিক বিষয় ।তাই মাজিকের মতো ফরেক্স কে ভাবার কোন কারন ই নাই।আপনার দক্ষতা আপনার মেধা এই ক্ষেত্রে আপনার সহায্য করবে।তাই সফল হতে হলে চেস্টা করুন ।
ফরেক্স ম্যাজিক নয় তবে আপনাকে একজন ভালো ট্রেডার হতে হবে তখন দেখবেন আপনার দক্ষতা দিয়ে ফরেক্সকে ম্যাজিকে রুপান্তর করতে পারবেন । আসলে আমি একজন নতুন ট্রেডার তাই আমার সবসময় মনে হয় ফরেক্স্ মার্কেট একটা জটিল মার্কেট প্লেস । তবে এখানে যে যত বেশি দক্ষতা অর্জন করতে পারবে সে তত বেশি এগিয়ে যাবে । ফরেক্স কোন ম্যাজিক নয় । যতে বেশি সুন্দরভাবে এনালাইসিস করে এই ব্যবসা করবেন দেখবেন আপনি লাভবান হচ্ছেন । আমি মনে করি ফরেক্সে একজন সফল ট্রেডার হওয়ার পূর্বে একজন সফল বিশ্লেষক হতে হবে ।
আমিও আপনার সাথে একমত কারন আমিও ফরেক্সকে ম্যাজিক মনে করি না এটি একটি গানিতিক বিষয় আর ম্যাজিক মানেই হল প্রতারোনা বা মানুষের চোখকে ধোকা দেওয়া আর আপনারা নিশ্চই জানেন যে ফরেক্স ট্রেডিংয়ে কোন ধোকা নেই এখানে আপনি আপনার ট্রেডিং দক্ষতার গুনে হিরো হতে যেমন পারবেন ঠিক তেমনি অদক্ষতার জন্য মূহত্বের মধ্যেই জিরো হয়ে যাবেন।
ফরেক্স কোন ম্যাজিক নয়। ফরেক্স একটি রিয়্যাল মার্কেট। এখানে সফল হতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে।অনেক কিছু জানত হবে।অনেক কৌশল সম্পর্কে জানতে হবে।ডেমো টেড বেশী বেশী করতে হবে।তাই আমার মনে হয় এটি কোন ম্যাজিক নয় বরং এটি বাস্তব।
অনেক মানুষ আছেন যারা ফরেক্স কে ম্যাজিক মনে করে ,আসলেই কিন্থু তা না ।ফরেক্স কোনো ম্যাজিক নয়,আপনি যদি ফরেক্স কে ভালো ভাবে বুজতে না পারেন তাহলে ফরেক্স ও আপনাকে বুজবে না ,আপনি শুধু লস আর লস করতে থাকবেন ।তাই ফরেক্স কে যারা ম্যাজিক মনে করে তা ভুলার চেষ্টা করেন তবেই আপনি ফরেক্স থেকে ভালো কিছু করতে পারবেন ।
আমরা অনেকেই ফরেক্সকে টাকা ইনকামের মেশিন মনে করি। বেশির ভাগ ইনভেস্টরের ধারনাই হল যে তারা ইনভেস্ট এর টাকা ১ মাস বা তারো কম সময়ে তুলে নিবে অর্থাৎ প্রফিট হবে প্রতি মাসে প্রায় ১০০&%। কিছু কিছু সময় হয়ত কেউ কেউ সফল হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ফলাফল নেতিবাচক হয়। মমে রাখা উচিত যে ফরেক্স কোন ম্যাজিক,মেশিন বা রাতারাতি বড়লোক হওয়ার উপায় নয়।
হ্যা, ফরেক্স কোন ম্যাজিক নয়। এটা অনেক জটিল বিষয়। ফরেক্স কে যে ম্যাজিক ভেবে সারাদিন রাত ট্রেড করে যাবে তার জন্যে ফরেক্স বেশি দিনের নয়। তাই ভাল ভাবে জানতে হবে শিখতে হবে।
আর্ন্তজাতিক ব্যবসার মধ্যে যে কয়টি ব্যবসা রয়েছে তার মধ্যে ফরেক্স হল অন্যতম । এই ফরেক্স ব্যবসার মাধ্যমে একজন মানুষ অল্পতেই সফল হতে পারবেন । তাই আমি বলব এই ফরেক্স ব্যবসা আসলে কোন ম্যাজিক নয় । ম্যাজিক হলে আজ এতদূর আগাতে পারত না । এতদূর এগিয়ে আজ সফল হতে পারত না । সুতরাং আমি বলব , আপনারা এই ব্যবসাকে ম্যাজিক বলবেন না কারণ এই ব্যবসার মাধ্যমে আমাদের দেশের অনেকে আজ স্বাবলম্বী হয়েছেন । তারা ফরেক্স ছাড়াতো অন্য কোন ব্যবসা বানিজ্য করে না । শুধু এই ফরেক্স ব্যবসা নিয়ে তারা তাদের জীবনকে অতিবাহিত করতেছে । তাতেই তারা সন্তোষ্ট ।
ফরেক্স এ অনেক ট্রেডাররাই দক্ষতার সাথে ট্রেড করে উন্নতি করেছেন।আর এই উন্নতির জন্য তাদের খুব কঠোর পরিশ্রম করতে হয়েছে।অনেক সময় ব্যয় করতে হয়েছে ফরেক্স সম্পর্কে জানার জন্য।তাই ফরেক্স কে ম্যাজিক হিসেবে ধরা যায় না।
ফরেক্স ব্যবসা কোন যাদু বা মন্ত্র নয় ইফরেক্স ব্যবসা হচ্ছে আন্তর্জাতিক মানের একটা ব্যবসা। এই ব্যবসা করেতে হলে মেজিশিয়ান হলে চলনে না,হতে হনে ফরেক্স সম্পর্কে অনেক অবিজ্ঞতা সম্পন্ন একজন ট্রেডার। তাহলে ফরেক্স করা যাবে।
ফরেক্স আসলে ম্যাজিক নয় যে আপনি একবার দেখলেন যে সব পেরে যাবেন। এটা শিখতে অনেক সময় লাগে। ফরেক্স একটি গানিতিক হিসাব। এখানে অনেক হিসাব নিকাশের ব্যপার আছে। আপনি ম্যজিক মনে করলে ভুল করবেন ফরেক্সেকে
আমি ও মনে করি ফরেক্স মারকেট কোন ম্যাজিকের জায়গা না, যে ম্যাজিকের মাদ্ধমে নিজের টাকা দুই গুন, তিন গুন করে ফেলবো।ফরেক্সে টাকা কামাতে হলে পরিশ্রম করতে হবে,ফরেক্স নিয়ে প্রচুর লেখা পরা করতে হবে।
ফরেক্স একটা স্মার্ট ট্রেডিং ব্যবসা।এটাকে কখনই ম্যাজিক বা টাকার মেশিন বা অন্য অলীক কিছু বলে কল্পনা করার দু:সাহস করবেন না। তাহলে বাজে চিন্তার কারনে সঠিকভাবে ট্রেড করতে পারবেন না এতে করে লস করতে হবে স্বাভাবিকভাবেই। তাই সবসময়ই ফরেক্সে কে ইজিলি গ্রহন করুন এবং ইজিলি ট্রেড করার চেষ্টা করুন।
ফরেক্স আসলে কোন ম্যাজিক নয়। এ জায়গাটা হলো একটা স্বাধীন ব্যবসা স্থান। আপনি এখানে যেমন কাজ করবেন,যেমন দক্ষতা দেখাবেন তেমনি ফলাফল পাবেন।
আনেকের ধা্রনা ফ্রেক্স এক ধ্রনের ম্যাজিক আসলে কিন্তু তা নয় ফ্রেক্স হচ্ছে এক ধ্রনের গানিতিক বিষয় যেখানে আনেক ধ্রনের বিষয়াদি জানা বোঝা আনুশিলন ক্রা এনালাইসিস ক্রা স্ক্ল নিয়ম কানুন মেনে ট্রেড ক্রে ভাল ইনকাম ক্রার সু্যোগ রয়েছে ।ভাল ভাবে সব কিছু নিজের আয়ত্তে আনতে পারলে ফরেক্সে ভাল কিছু ক্রা সম্ভব।
অবশ্যই এটা কোন ম্যজিক নয় । এটা এমন নয় যে সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমার একাউন্ট ব্যলান্স হাজার ডলার ছাড়িয়ে গেছে। এখানে আপনাকে নিয়ম মেনে অল্প অল্প করে প্রফিট করে বড় হতে হবে। যদি না পারেন তবে আপনার জন্য ফরেক্স নয়। আর একটা কথা এখানে অল্পদিনে বড়লোক হবার স্বপ্ন দেখলে আপনি শেষ।
আমিও আপনার সাথে একমত পোষন করলাম। ফরেক্স কোন ম্যজিক না। যদি মনে করা হয় যে , ম্যজিক এর মত আমার একাউন্ট হাজার ডলার ছাডিয়ে যাবে, তাহলে সেটার বাস্তবরুপ আমার একাউন্ট জির হইয়ে যাবে। আর এটাই ফরেক্স এর সবচেয়ে বড় ম্যজিক।।
ফরেক্স কোন ম্যাজিক নয় এটা একটা গাণিতিক হিসেব আছে তা আআপ্নাকে আয়ত্ত করতে হবে । তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন আর না হয় । আপনি আপ্রবেন না এবং লস দিবেন ।। এই খানে আম্রকেত সম্পর্কে আপনি যদি না বুজেন তাহলে আপনি ট্রেড করে কন সফলাতা পাবেন না। গাণিতিক হিসেব বুজে ট্রেড করলে আপনি সফলাতা পাবেন। এই জন্য আপনাকে গাণিতিক হিসেব তা বুজতে হবে।
ফরেক্স ম্যাজিক নয় বা জুয়া খেলা।নয় এটি একিট আন্তর্জাতিক ব্যাবসা যা করে আমরা আমরা অনেক অর্থ ইনকাম করতে পারি সে জন্য আমাদের কিছু নিয়ম অনুসরন করে ট্রেডিং করতে হয়,তাই ফরেক্স মার্কেটে ব্যাবসা করতে হলে ফরেক্স মার্কেটের নিউজ প্রতিবার ট্রেড অপেনিং করার সময় দেখতে হবে তাহলে প্রফিট ভাল হবে।
হ্যা এটা সত্য যে ফরেক্স কোন আলাদিনের চেরাগ নয়। যে ঘসা দিলেই ফরেক্স ত্রাদে করে প্রফিত এ সবুজ হয় যাবে। এটি একটি শিক্ষনীয় বিষয়। কারন কোন ব্যবসায় শিক্ষা ছাড়া করা সম্ভব নয়।
ফরেক্স ব্যবসা কোন প্রকার মেজিক না। কারন ফরেক্স ব্যবসা করতে হলে একজন ফরেক্স ব্যবসাহিকে ভাল করে ফরেক্স ব্য্যবসা শিখতে হয়। আর এর জন্য অনেক পড়াশুনা করতে হয়।তবে আপনি যদি ফরেক্স মার্কেট কে ভাল কতে আয়েত্ত করতে পারেন তবে ফরেক্স করতে পারেন তাই অটাই ভাল।
আমিও মনেকরি ফরেক্স কোন ম্যাজিক নয় । ফরেক্স কতগুলো সুত্রের মাধ্যামে উঠা নামা করে। আমরা বিভিন্ন ইন্ডিকেটর এর ব্যবহার করতে পারলে ফরেক্স এর মুভমেন্ট বুঝতে পারব এবং সে মোতাবেক ট্রেড এন্ট্রি নিতে পারব। ফরেকস্ যোগ বা বিয়োগ এর মতো সহজ নয় । এটা একটা জটিল ব্যবসা।
ফরেক্স মার্কেট কোন ম্যাজিক বা যাদুর বিষয়বস্তু নয় এটি বিশ্বমানের একটি কারেন্সি মার্কেট যেখানে প্রতিদিন পৃথিবীর সবচেয়ে বেশি পরিমান কারেন্সি বা বৈদেশিক মুদ্র ক্রয়-বিক্রয় করা হয়ে থাকে। ডারদের ফরেক্স ট্রেডিংয় বিষয়ে রয়েছে অনেক ভাল দক্ষতা এবং অভিজ্ঞতা তারা এখান থেকে ম্যাজিকের ন্যায় প্রফিট লাভ করে নিতে পারে খুবই অল্প সময়ের ব্যাবধানে।
কথাটায় যুক্তি আছে , ফরেক্স ব্যবসায় হচ্ছে আসলেই একটি সূত্র এর মত যে এই মার্কেটের সূত্র মত কাজ করতে পারবে তারাই ফরেক্স থেকে বাল কিছু আশা করতে পারবে । আমি আমার ট্রেড চালাই সম্পণ নিজের বুদ্ধি দিয়ে ।
হা ভাই আপনি ঠিক কথাই বলেছেন ফরেক্স মার্কেট কোন প্রকার মেজিক নয় আপনি যদি ফরেক্স মার্কেটে ভাল করে ট্রেড না করতে পারেন তবে আপনার লাভ হবে না পদে পদে আপনি লস করবেন। তাই ফরেক্স মার্কেটকে মেজিক না বেভে ভাল করে পড়া শুনা করে ট্রেড করতে পারলে ভাল।
ফরেক্স কখনো ম্যজিক হতে পারেনা এটা একটা ব্যাবসা এই খানে ব্যাবসা করে পরিবার চালাচ্ছে অনেক রেকর্ড রয়েছে তাই আমাদের কে ফরেক্স মার্কেট সফল ট্রেডার হতে হবে অনেক কিছু মেনে ট্রেড করতে হবে।
ফরেক্স ট্রেডিং কে যদি ম্যাজিক ভাবা হয় তাহলে কোনদিনই ভাল করা সম্ভব নয় বলে আমি মনে করি । আসলে এটা কোন ম্যাজিক নয় । এটি একটি ব্যবসায । এটিকে ব্যবসায়ের মত করে নিতে পারলে ভাল হবে । আর যারা এটিকে ব্যবসায় হিসেবে নিতে পারবে না । অন্যভাবে দেখবে তারা সফল হবে না ।