ভাল ফরেক্স জানলে স্টপ লস দরকার হয় নাহ, যদি মানিমেনেজমেন্ত ঠিক থাকে।
অনেক অভিজ্ঞ ট্রেড আর আছে যারা স্টপ লস ব্যাবহার করে নাহ। তারা সময় ভিত্তিক ট্রেড করে।
সুতারং আগে একটা সিস্তাম ভাল মত বুজে তার পরে ট্রেড করতে হবে,
তবে নিউজ এর ক্ষেত্রে আলাদা হিসাব।
Printable View
ভাল ফরেক্স জানলে স্টপ লস দরকার হয় নাহ, যদি মানিমেনেজমেন্ত ঠিক থাকে।
অনেক অভিজ্ঞ ট্রেড আর আছে যারা স্টপ লস ব্যাবহার করে নাহ। তারা সময় ভিত্তিক ট্রেড করে।
সুতারং আগে একটা সিস্তাম ভাল মত বুজে তার পরে ট্রেড করতে হবে,
তবে নিউজ এর ক্ষেত্রে আলাদা হিসাব।
বুঝে বুঝে ট্রেডিং করলে স্টপ লস লাজে না । কিন্তু যদি ফরেক্সে দক্ষ না হয়ে কাজ করেন তাহলে স্টপ লস ব্যবহার করতে হয় । তাই স্টপ লস ব্যবহার না করে ভাল কাজ শিখলে দক্ষ ট্রেডার হওয়া যায় ।
ভালো প্রোফিট করতে হলে বা ভালো ট্রেডার হতে হলে আনাকে অবশ্যই স্টপলস এবং টেকপ্রফিট বসাতে হবে। আসি চাইলে অনেক লস বা লাভ করতে হবে। কিন্তু একজন ভালো ট্রেডারের মার্কেট করার মধ্যে যেপ্লান থাকে তার একটি নির্দিষ্ট মাপকাঠি থাকে যে সে প্রতিট্রেড থেকে কত লাভ বা প্রফিট করবে এটির উপর নির্ভর করে সে এস.এল এবং টিপি ব্যবহার করে।
স্টপ লস এবং টেক প্রফিটকে আমাদের ট্রেড এর বডি গার্ড বলা যেতে পারে । ফরেক্সের এই দুটি টুলস আমাদের একাউন্ট আমাদের ট্রেড কে উপযুক্ত লাভ নিয়ে মার্কেট থেকে ক্লজ করে দিবে তাতে আমরা মার্কেটের সামনে থাকি বা না থাকি । আর স্টপ লস আমাদের একাউন্ট কে রক্ষা করে । স্টপ লস হিট করলে ট্রেড ক্লোজ হয়ে যায় তাই ট্রেড টি আর বেশি লসে যেতে পারে না । স্টপ লস এবং টেক প্রফিট দিয়ে দিলে মার্কেটে আর বসে থাকার দরকার হয় না ।
যে কোন ব্যবসা করতে হলে সেই ব্যবসার নিয়ম নিতি আইন কানুন জানা থাকতে হবে। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ফরেক্স মার্কেটের নিয়ম নিতি ভাল করে নাজানলে ক্ষতর সম্মক্ষিন হতে হবে। তাই আমি মনে করি ট্রেড করার সময় স্টপ লস এবং টেইক প্রফিট ব্যবহার করা অনেক ভাল বলে আমি মনে করি।
আমার মতে আপনি যদি শর্ট টার্ম ট্রেড করেন তাহলে টেক প্রফিট এর প্রয়োজন নাই।আর যদি লং টার্ম ট্রেড করেন তাহলে টেক প্রফিড দেওয়া প্রয়োজন আছে।মাঝে মাঝে আমাদের অনেক ট্রেড বিপরীতে চলে যায় তখন অপেন করা ট্রেডটি পুনরায় আগের অবস্হানে আসতে অনেক সময় লাগে ততক্ষন আমরা কম্পিউটারের সামনে অনেক সময় থাকতে পারি না সেক্ষেতে টেক প্রফিট গুরুত্বপূণ ভূমিকা পালন করে থাকে।ধন্যবাদ
হ্যা ভালো প্রোফিট করতে হলে বা ভালো ট্রেডার হতে হলে আনাকে অবশ্যই স্টপলস এবং টেকপ্রফিট বসাতে হবে। আসি চাইলে অনেক লস বা লাভ করতে হবে। কিন্তু একজন ভালো ট্রেডারের মার্কেট করার মধ্যে যেপ্লান থাকে তার একটি নির্দিষ্ট মাপকাঠি থাকে যে সে প্রতিট্রেড থেকে কত লাভ বা প্রফিট করবে এটির উপর নির্ভর করে সে এস.এল এবং টিপি ব্যবহার করে।
স্টপ লস টেক প্রফিট ট্রেডিং আর জন্য অনেক কার্যকরি.ত্রাদের রা তাদের ট্রেড আর পাশাপাশি দৈনন্দিন কাজ ও করে থাকে তাই দিনের ২৪ ঘন্মটা একজন ত্রাদের কেবল ই ট্রেড করতে অপারেনা.তাই ত্রাদের গণ ট্রেডিং এর সময় একটি ট্রেড ওপেন করে তারা ট্রেড ক্লাসে করার জন্য স্টপ লস বা টেক প্রফিট এর মাধ্যমে একটি টার্গেট করে দেয় যেহানে গেলে ট্রেড ক্লাসে হয়ে যায়.
স্টপ লস ও টেইক প্রফিট ব্যবহারের সুবিধা অনেক । যে এই স্টপ লস ও টেইক প্রফিট ব্যবহার করার ফলে অবশ্যই সে সফলকাম হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ট্রেড করার সময় স্টপ লস ও টেইক প্রফিট অবশ্যই ব্যবহার করব ।
ফরেক্স মার্কেটে স্টপ লস টেক প্রফিট অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয়।ফরেক্স মার্কেটে যারা স্ক্ল্যাপিং করে তদের স্টপ লস টেক প্রফিট ব্যবহার না করলেও চলে।কিন্তুু যারা ফরেক্স মার্কেটে লং ট্রেড করে বা যারা ফরেক্স মার্কেটে পার্ট টাইম হিসাবে কাজ করে তাদের অবশ্যই টেক প্রফিট ও স্টপ লস ব্যবহার করতে হবে।তানা হলে বিশাল লসের সমূখীন হতে হবে।স্টপ লস টেক প্রফিট ব্যবহার করে ট্রেড করলে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন।তাই প্রতিটি ট্রেড কার সময় স্টপ লস টেক প্রফিট ব্যবহর করা উচিত।
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট একটি গুরুত্বপূর্ণ বিষয় । আমাদের মত ক্ষুদ্র ট্রেডাররা স্টপ লস ব্যবহার না করলে ব্যালেন্স শূন্য হতে সময় লাগবে না । মার্কেট এ্যনালাইসিস করে, মার্কেটের মুভমেন্ট দেখে ট্রেড ওপেন করতে হবে এবং ট্রেড ওপেন করার সাথে সাথে একটি পরিকল্পিত লজিকাল স্টপ লস ব্যবহার কারতে হবে। স্টপ লস ব্যবহারের মাধ্যমে আপনি আপনার একাউন্ট ব্যালেন্স শূন্য হওয়া থেকে বিরত রাখতে পারেন ।অভিজ্ঞ ট্রেডাররা সব সময় স্টপ লস ব্যবহার করে ট্রেড করে থাকে ।আর টেক প্রফিট হচ্ছে অতিরিক্ত লোভ না করে একটি নির্দিষ্ট লক্ষমাত্রা নিয়ে ট্রেডটি আপনা আপনি বন্ধ করে দেওয়ার একটি কৌশল ।
ফরেক্স ট্রেডিং এ স্টপলস এবং টেক প্রফিট লাগামের মত কাজ করে । ঘোড়া যেমন লাগামের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় তেমন ফরেক্স ট্রেডিং এ স্টপলস এবং টেক প্রফিট ব্যবহারের মাধম্রে আমরা আমাদের লোভের লাগাম টেনে ধরতে পারি । স্টপলস এবং টেক প্রফিট বেশিরভাগ ক্ষেতেই ভাল ফলাফল দেয় । তাই এটি ব্যবহার করাই ভাল বেশি ।
যেটা থেকে কিছু ভাল আয করতে পারব।এতে দিন দিন আমাদের ফরক্সের প্রতি ইচ্ছা বাড়বে এবং আমরা ফরেক্সে নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে পারব।আসল কথা হল যে নিয়ম মানলে প্রফিটে থাকা সম্ভব।কারণ যারা নিয়ম মেনে ট্রেড করে তারা অবশ্যই উন্নতি করতে সক্ষম হয়।
টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করা খুবই প্রয়োজন। এতে আমাদের লাভ এবং লস দুটোই সীমার ভিতরে অবস্থান করে। আমরা যদি সীমা ছাড়িয়ে প্রত্যাশা করি তাহলেই বিপদের মুখোমুখি হই। বিশেষ করে স্টপ লস ব্যবহার না করলে আমরা বড় ধরনের ঝুঁকি নিয়ে ট্রেড করে থাকি। এটা উচিত নয়।
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট ভাল একটি দিক। স্টপ লস এবং টেক প্রফিট ট্রেডারদের অনেক বড় লসের হাত থেকে বাচাতে পারে। বিশেষ করে নিউজ ট্রেডের সময় স্টপ লস ব্যাবহার করা খুব জরুরী। কারন এই সময় হটাত করে অনেক বড় লস হয়ে যেতে পারে। যদি একটি স্টপ লস সেট করা থাকে তবে এই বড় লস থেকে বাচা সম্ভব, আর এর জন্য আপনার কম্পিউটারের কাছে থাকতে হবেনা। তাই আমাদের সবার উচিত স্টপ লস ব্যাবহার করা।
ফরেক্স মার্কেট এ স্টপ লস টেক প্রফিট একটি গুরুত্বপুরনো বিষয়।ফরেক্সে ট্রেড করার সময় স্টপ লস টেক প্রফিট সেট করলে অনাকাঙ্ক্ষিত ক্ষতি এবং লাভ দুটই নির্দিষ্ট পরিমানে থাকে।
যদি আপনি ভালো ত্রাদের হয়ে থাকেন এবং আপনার সিদ্ধান্তের প্রতি আত্মবিশ্বাসী হয়ে থাকেন তবে স্টপ লস টেক প্রফিট বেবহার এর প্রশ্ন আসেনা.এইটা তারা বেবহার করে থাকে যারা অনেক বেস্ট আর যারা তাদের আশংকা জনক বিপদ এড়িয়ে যেতে চায়.তাই যেখানে আপনি ভালো ত্রাদের হয়ে থাকলে আপনার এইটি বেবহার করার প্রয়োজন পরে না.
স্টপ লস (stop loss): স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
টেক প্রফিট (take profit): টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
ধরুন, আপনি ১.৩৫৪০ তে একটি বাই ট্রেড ওপেন করলেন। আপনি চাচ্ছেন ৫০ পিপস লাভ করবেন এবং ৫০ পিপসের বেশি লস করবেন না। তাহলে আপনি ৫০ পিপস স্টপ লস এবং ৫০ পিপস টেক প্রফিট সেট করে রাখতে পারেন। আপনার কম্পিউটার বন্ধ থাকলে বা কোন স্পাইকের ফলে হঠাৎ প্রাইস বেড়ে বা কমে গেলে, স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে অটোমেটিক ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে।
যারা ভালো ফরেক্স জানে তারা সবসময়ই স্টপলস ব্যবহার করে ট্রেড করার চেষ্টা করে।কেননা মানি ম্যানেজমেন্টের মূল হাতিয়ারই হচ্ছে স্টপলস। একটি ট্রেডে কত পার্সেন্ট বা সর্বোচ্চ কত পিপ রিস্ক নেওয়া হবে তা স্টপলস এর মাধ্যমে সমাধান করা হয়। কিন্তু আমরা যদি স্টপলস না ব্যবহার করি তবে কিভাবে মানি ম্যানেজমেন্টের প্রয়োগ করবো? সুতরাং স্টপলস ব্যবহারের চেষ্টা করবো।
সঠিকভাবে মানিম্যানেজমেন্ট এর মাধ্যমে স্টপ লস ও টেক প্রফিটের ব্যবহার করতে হবে । কেননা এই উভয় অপশন ব্যবহার করার মাধ্যমেই আমরা মুলত নিজেদেরকে লাভবান করতে পারি । কেননা স্টপ লস ব্যবহারে একজন ট্রেডার তার লসকে নিয়ন্ত্রনে নিতে পারে এবং টেক প্রফিট অপশন ব্যবহারে পর্যাপ্ত ও প্রত্যশিত লাভ নিয়ে ট্রেড ক্লোজ করে দিতে পারে যেখানে টেনশনের কারণ থাকে না ।
ব্যক্তিগতভাবে আমি বলবো স্টপ লস এবং টেক প্রফিটকে আমাদের ট্রেড এর বডি গার্ড বলা যেতে পারে । ফরেক্সের এই দুটি টুলস আমাদের একাউন্ট আমাদের ট্রেড কে উপযুক্ত লাভ নিয়ে মার্কেট থেকে ক্লজ করে দিবে তাতে আমরা মার্কেটের সামনে থাকি বা না থাকি । আর স্টপ লস আমাদের একাউন্ট কে রক্ষা করে । স্টপ লস হিট করলে ট্রেড ক্লোজ হয়ে যায় তাই ট্রেড টি আর বেশি লসে যেতে পারে না । স্টপ লস এবং টেক প্রফিট দিয়ে দিলে মার্কেটে আর বসে থাকার দরকার হয় না ।
অামরা ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেইক প্রফিট অবশ্যই ব্যবহার করব । যে এইগুলো ব্যবহার করবে সে অবশ্যই লসে পড়বে না । অার অামরাও চাই না লসে পড়তে । সে জন্য অবশ্যই অামরা স্টপ লস এ টেইক প্রফিট ব্যবহার করে নেব । যে এই গুলো ব্যবহার করবে সে অবশ্যই লাভবান হতে পারবে ।
স্টপলস ও টেকপ্রফিট ব্যাবহার করা নিঃসন্দেহে নিরাপদ৷ফরেক্স ট্রেড হলো নতুন ট্রেডারদের জন্য ১০০ ভাগ ঝুকিঁপূর্ণ ৷তাই তাদেরকে অবশ্যই স্টপলস ও টেকপ্রফিট ব্যাবহার করা উচিৎ৷নইলে তাদের ব্যালেন্স দ্রুত শুন্য হয়ে যেতে পারে৷আর দক্ষ ট্রেডারদের পদ্ধতি সর্বদা ভিন্ন৷নতুন ট্রেডারগণ যখন দক্ষ হয়ে যাবেন তখন তাদেরকে এগুলো ব্যাবহার না করলেও ব্যালেন্সের কোনো সমস্যা হবেনা৷
আমি সব সময় স্টপ লস ব্যাবহার করি। এবং যদি কেউ বলে মার্কেট এ স্টপ লস ছারাই ভালো ট্রেড করা যায় তাহলে সেই একাউন্ট টিকে থাকবে কি না তা বলা যায় না। ফরেক্স স্টপ লস ব্যবহার করা মানে একাউন্ট এর নইরাপদে রাখা।
একজন দক্ষ ট্রেডার এর গুনাবলি ফরেক্স এর যথাযথ ব্যবহার। স্টপ লস ও টেক প্রফিট ফরেক্স এর অন্যতম ২ টা টুলস। নিজেকে লসের হার থেকে বাচানোর অন্যতম উপায় হচ্ছে এই স্টপ লস ও টেক প্রফিট এর ব্যবহার। যারা ফরেক্স মার্কেটে লং ট্রেড করে বা যারা ফরেক্স মার্কেটে পার্ট টাইম হিসাবে কাজ করে তাদের অবশ্যই টেক প্রফিট ও স্টপ লস ব্যবহার করতে হবে।তানা হলে বিশাল লসের সমূখীন হতে হবে।স্টপ লস টেক প্রফিট ব্যবহার করে ট্রেড করলে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন।তাই প্রতিটি ট্রেড কার সময় স্টপ লস টেক প্রফিট ব্যবহর করা উচিত।
এখানে একটা কথা বলা যায় যে, ট্রেডিং এর ক্ষেত্রে বা ট্রেড নেওয়ার সময় স্টপ লস এবং টেক প্রফিটের ব্যবহার আমাদের সকলের জন্য অত্যন্ত জরুরী একটা বিষয়। এটাকে এড়ানো মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারার সমতুল্য । কারন আমারা কেহই কিন্তু জানিনা যে দুই মিনিট পরে মার্কেটের মুভটা কিরকম হতে পারে বা হবে, আমরা শুধু বিভিন্ন এনালাইসিস কিংবা বেকটেস্ট করে ধারনা নিতে পারব তবে ১০০% সিওরিটি কেহই দিতে পারবেনা। সুতরাং যে কোন ট্রেডে যাওয়ার আগে বা নেওয়ার সময় আমাদের স্টপ লস এবং টেক প্রফিটের ব্যবহারটাও মাথায় রাখা দরকার।
আমি মনে করি নির্ভরযোগ্যতা জন্য প্রতিটি ট্রেডে আপনাকে স্টপ লস সেট ব্যবহার করতে হবে, ব্যবহার করলে আপনি নির্ভরযোগ্য*থাকতে পারবেন উই ক্ষেত্রে,* ব্যবহার না করলে আপনি আপনার সম্পূর্ণ একাউন্ট জিরো যাওয়ার সম্ভাবনা থাকে।
ফরেক্স এ স্টপলস টেকপ্রফিট মানিম্যনেজমেন্ট এর একটি অংশ। যদি কেউ মার্কেট এ সব সময় অবস্থান করে এবং নিজে ট্রেড সবসময় দেখাশুনা করতে পারেন তাহলে এ দুটি ব্যবহার না করলেও হয়। তবে আমরা সবাই ব্যস্ত অন্যান্য কাজ করতে হয় তাই ভাল ভাবে এনালাইসিস করে ট্রেড কনফার্ম করার পর ট্রেড নিয়ে নির্দিষ্ট পরিমান লাভ এবং লস সেট করে রাখি। তারপর আর আমার মার্কেট এ না থাকলেও চলে আমি আমার অন্য কাজ করতে থাকি। এখন যদি স্টপলস এবং টেকপ্রফিট ব্যবহার না করি তাহলে যদি লাভ হয় তাহলে খুব ভাল অার লস হয় তাহলে কিহবে একেবারে একাউন্ট শূন্য সুতরাং স্টপলস টেকপ্রফিট ব্যবহার করার প্রয়োজন আছে।
টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করা খুবই প্রয়োজন। এতে আমাদের লাভ এবং লস দুটোই সীমার ভিতরে অবস্থান করে। আমরা যদি সীমা ছাড়িয়ে প্রত্যাশা করি তাহলেই বিপদের মুখোমুখি হই। বিশেষ করে স্টপ লস ব্যবহার না করলে আমরা বড় ধরনের ঝুঁকি নিয়ে ট্রেড করে থাকি। এটা উচিত নয়।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে স্টপলস টেক প্রফিট ব্যাবহার করা জরুরী।কারন আপনার যদি লাভ হয় তবে ,আপনি ভাল লাভ করতে পারবেন।আর যদি লস হয় তাহলে আপনার পুজি শুন্য হবে আপনি টেরও পাবেন না।সুতরাং স্টপ লস টেক প্রপিট ব্যাবহার করুন।
ভাই এই মার্কেটে শক্তভাবে নিজের অবস্থানকে ধরে রাখতে হলে আপনাকে অবশ্যই প্রতিটি ট্রেডের মধ্যে সুন্দরভাবে মানি-ম্যানেজম্যান্ট ফলো করে স্টপ লস এবং টেক প্রফিট সেট করতে হবে। কেননা এটা আপনি করবেন আপনার নিরাপত্তার জন্য। সুতরাং এটার ব্যবহার প্রতিটি ট্রেডারের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এটা একটা চরম ভূল থিওরী যে স্টপ লস লাগে না। আপনি কি ব্রেক ছাড়া গাড়ি কি চালাবেন বা চালাতে চাইবেন যদি আপনি জানেন যে এই গাড়ি আপনাকে নিশ্চিত খাদে ফেলবে। তাই কখনও স্টপলস ছাড়া ট্রেড করবেন না যত ভাল সিস্টেমই আবিষ্কার করতে পারেন না কেন।
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে আপনাকে স্টপ লস দিয়ে ট্রেড করতে হবে কারন মার্কেট যে কোন সময় বড় মুভ করতে পারে সে সময় ট্রেড এ যদি আপনার স্টপ লস না দেওয়া থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে আর আপনি ফরেক্স মার্কেট এ স্টপ লস ছাড়া মানিমেনেজমেনট করতে পারবেন না তাই ফরেক্স মার্কেট এ আপনি টিপি না দিলেও স্টপ লস দিয়ে ট্রেড করতে হবে ফরেক্স মার্কেট এ
স্টপ লস টেক প্রফিত ঠিক জায়গায় বসালে অ্যাকাউন্ট জিরো হওয়ার হাত থেকে বেচে যায়। আমার মতে জারা স্ক্ল্যাপিং করে তদের স্টপ লস টেক প্রফিট ব্যবহার করা উচিত। তানা হলে বিশাল লসের সমূখীন হতে হবে।
ফরেক্স মার্কেটে আমার মতে স্টপ লস এবং টেক প্রফিটকে আমাদের ট্রেড এর বডি গার্ড বলা যেতে পারে । ফরেক্সের এই দুটি টুলস আমাদের একাউন্ট আমাদের ট্রেড কে উপযুক্ত লাভ নিয়ে মার্কেট থেকে ক্লজ করে দিবে তাতে আমরা মার্কেটের সামনে থাকি বা না থাকি । আর স্টপ লস আমাদের একাউন্ট কে রক্ষা করে । স্টপ লস হিট করলে ট্রেড ক্লোজ হয়ে যায় তাই ট্রেড টি আর বেশি লসে যেতে পারে না । স্টপ লস এবং টেক প্রফিট দিয়ে দিলে মার্কেটে আর বসে থাকার দরকার হয় না ।
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। কারণ এর মাধ্যমে আমরা খুবই সুরক্ষিতভাবে এই মার্কেটে ট্রেড করতে পারি। যারা স্টপলস এবং টেকপ্রফিট ব্যবহার করে না তারা কখনই সুরক্ষিতভাবে এই মার্কেটে ট্রেড করতে পারে না। আপনি যদি সুরক্ষিতভাবে এই মার্কেটে হতে মুনাফা উপার্জন করতে চান তাহলে আপনি অবশ্যই এটি ব্যবহার করবেন। আর যদি আপনি সেটা না করেন তাহলে ধরে নিবেন আপনি যে কোন সময় আপনার সম্পূর্ণ মূলধন লস করে দিতে পারেন।
টেক প্রফিট এবং স্টপ লস হলো ফরেক্স ট্রেডিং এর অন্যতম একটি সিস্টেম।এর মাধ্যমে একটি ট্রেডের লাভ এবং লস পূর্ব হতেই নির্ণয় করা যায়।টেক প্রফিট এবং স্টপ লস এর মাধ্যমে লাভ লস কে নির্দিষ্ট করে দেওয়া যায়।আপনি কি পরিমান লাভ করতে চান তার জন্য টেক প্রফিট এবং কত পার্সেন্ট লস করতে চান তার জন্য স্টপ লস ব্যবহার করা হয়।স্টপ লস এর মাধ্যমে আপনার একাউন্টকে অতিরিক্ত লসের হাত থেকে রক্ষা করা যায়।
ফরেক্স ট্রেডিং এ দক্ষ ও অবিজ্ঞ সকল শ্রেণির ট্রেডারই এগুলো ব্যবহার করে থাকে।স্টপলস এবং টেক প্রফিট কে বলা যেতে পারে বডিগার্ড। ভালো প্রোফিট করতে হলে বা ভালো ট্রেডার হতে হলে আমাদের অবশ্যই স্টপলস এবং টেক প্রফিট বসাতে হবে।তাহলে লসের সম্মুখীন হতে হবে না। আবার লাভও সীমাবদ্ধ থাকবে। এবং এমনটাই হওয়া উচিত বলে আমি মনে করি। এতে করে মার্কেটে টিকে থাকা সম্ভব হয়। এবং লোভ পরিহার করা যায়। আর তাই আমাদের সকলের এগুলো ব্যবহার করে ট্রেড করা উচিত। ধন্যবাদ
ফরেক্স ট্রেডিং এ অংশগ্রহণ করার জন্য পূর্ব পরিকল্পনা ও মানি ম্যানেজমেন্ট এবং বিভিন্ন পর্যায়ের এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ। ট্রেডিং করার সময় অবশ্যই সঠিক সময়ে মার্কেটে এন্ট্রি করা ও টার্গেট অনুযায়ী প্রফিট বা লস করার জন্য টেক প্রফিট ও স্টপ লস এর সীমা নির্ধারণ করা উচিত। সঠিক মানি ম্যানেজমেন্ট মানে টেক প্রফিট ও স্টপ লস নির্ধারণ।কারণ কেউ যদি টেক প্রফিট ও স্টপ লস এর সীমা নির্ধারণ না করে তবে তার ট্রেডিং অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে থাকে, যা যে কোন মুহূর্তে বড় ধরনের প্রফিট বা বিপরীতে বড় ধরনের ক্ষতি বয়ে আনতে পারে।