ফরেক্স কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি।
Printable View
ফরেক্স কি দুঃখ কস্ট বা আনন্দের জায়গা?হা, আমার জানামতে ফরেক্সে সুধু আনন্দই নায় কিছু দুঃখ আছে।তবে ধৈরয সহকারে ট্রেড করলে আমরা লাভ করতে পারি।
বলতে পারেন তাই , আরেকটি অ্যাড করতে চাই সেটি হচ্ছে অভিমান , আমার ত মাঝে মাঝেই মার্কেট এর উপর অভিমান হই যখন দেখি আমার ট্রেড কয়েকটি পিপ এর জন্য টেক প্রফিট হিট করেনি এবং রাগ ও হই মাঝে মাঝে । তবে এসব নিয়েই ফরেক্স ট্রেড
আমার মতে ফরেক্স একটা আনন্দের জাইগা। ফরেক্স সবাইকে টাকা দিয়ে তাদের জীবন সুন্দর করে। ফরেক্স আমাকে খুব সাহাজ্জ করেসে টাকা দিয়ে। ফরেক্স সবসমই মানুষের পাসে থাকে। যেটা কোন বিজনেস থাকেনা। তাই আমার মতে ফরেক্স আনন্দের জাইগা।
দাওয়াত বাড়িতে কেউ যদি খালি ভাত পায় আর তার তরকারি না দেওয়া হয় সেকি করবে ,আবার খালি তরকারি দিলো আর পানি দিলনা সেকি দাওয়াত খাবে??
ঠিক খালি সুখ পেলে জিবন সম্পুন্য হয় না ,বরং কিছু টা দু:খ ও আমাদের জিবনের একটা অংশ বিশেষ ,আর এখানে সবই আছে।
ফরেক্সে দুঃখ কস্ট সবই আছে, কেননা আমি লস করলে নিজকে খুব ছোট মনে হয়, আর যখন লাভ করি তখন আনন্দ লাগে। তবে ব্যবসা মানে লাভ লস সবই হবে, প্রধান বিষয় হল আমি জেনে লস করলাম নাকি না জেনে লস করলাম। জেনে লস করলে একদিন লাভ আসবে এটার নিচ্ছয়তা আছে।
ফরেক্স ট্রেডারের জন্য আবেগ অনেক বড় শত্রু । নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে । তবে বাস্তবতা হচ্ছে আমরা সবাই খুব আবেগপ্রবণ । ফরেক্স ট্রেডে কষ্ট অবশ্যই আছে তবে যখন ভাল ট্রেড করে লাভবান হতে পারি তখন কষ্ট আর মনে থাকে না ।
ফরেক্স দুঃখ, কষ্ট কিংবা আনন্দের কোন জায়গা নয়। এটা হল একটা বিজনেস। প্রতিটি বিজনেসেই যেমন দুঃখ, কষ্ট বা আনন্দ আছে। ঠিক তেমনি ফরেক্স এ ও আছে। আপনি যখন লস করবেন, তখনি আপনার দুঃখ হবে। যখন এ্যাকাউন্ট জিরো হয়ে যাবে তখন খুবই কষ্ট পাবেন। ঠিক তেমনি আবার যখন আপনি লাভের মুখ দেখবেন তখন আনন্দিত হবেন। তাই বলে ফরেক্স কে দুঃখ, কষ্ট কিংবা আনন্দের জায়গা বলা যাবে না। সব সময়ই মনে রাখতে হবে এটা একটা বিজনেস।
ফরেক্স এ দুংখ- কস্ট বা আনন্দের জায়গা হতে পারে এটা হছে ব্যবসার উপর ভিত্তি করে ।দুংখ-কস্ট কখন অনুভব হবে যখন একজন ট্রেডার ট্রেডের ক্ষেত্রে ভাল ফল দেখা পাছে না আর আনন্দের জায়গা হবে যখন একজন ট্রেডার ভাল ফল পেয়ে যাছে।তবে আমার মতে ফরেক্স এ দুংখ -কস্টের চেয়ে আনন্দের জায়গা বেশি।
ফরেক্স মার্কেটে লোভ করলে কেউ টিকে থাকতে পারে না। তাই ফরেক্স মার্কেটে লোভ থেকে বিরত থাকুন
সব ব্যাবসাতে লাভ লস থাকে কেউ লাভ করে কেউ লস করে তাই ফরেক্স কারো জন্য দুঃখের কারো আনন্দের জায়গা
জীবন এই তিনটি নিয়ে শুরু । সব কাছুর পেছনে এই তিনটি কথা জড়িয়ে রয়েছে । আমরা যখন লস করি তখন আমদের অনেক খারাপ লাগে । আবার আমরা যখন লাভ করি তখন আমরা আনান্দ পাই । কিন্তু আমরা ফরেক্সে এই তিনটি নিয়ে টিকে থাকব ।
ফরেক্সে দু:খ কস্ট বা আনন্দ করা অর্থা্ৎআবেগী হওয়াটা আমি মনে করে অনুচিত। ফরেক্স একটি ব্যবসা তাই এখানে আবেগী হলে লাভের বদলে লোকসানই বেশি হয়,নিজের অস্তিত্ব টিকিয়ে রাখায় কঠিন হয়ে পড়ে।তাই ফরেক্সকে দুঃখ কষ্ট বা আনন্দের জায়গা না ভেবে এটাকে প্রতিষ্ঠিত ব্যবসা হিসেবে ভাবাটাই আমি উত্তম বলে আমি মনে করি।
হ্যা, ঠিক তাই। ফরেক্স মার্কেট দুঃখ, আনন্দ এবং অভিমানের জায়গা। সব ব্যবসাতেই তো লাভ লস আছে। ফরেক্স ও ঠিক তেমনি।
অভিজ্ঞ হলে ফরেক্স অবশ্যই আনন্দের জায়গা । কেননা ফরেক্স ব্যবসা করে আজ যারা সফল হয়েছেন তারা অবশ্যই আনন্দ উপভোগ করতেছে । তাদের আনন্দের কোন শেষ নেই । আর যারা অনভিজ্ঞ তারা আস্তে আস্তে ঝড়ে পড়তেছে । তারা তাদের অনভিজ্ঞতার কারণে তারা আর্থিক সমস্যায় জর্জড়িত হচ্ছে দিনের পর দিন । সুতরাং আমি বলব , যারাই ফরেক্স করেন তারা অবশ্যই অভিজ্ঞ হয়ে এই ব্যবসায় পর্দাপন করেন তাহলেই সফলতা সম্ভব ।
সাধারণত ফরেক্স কোন দুখ বা কষ্টের জাইগাই নয়। এটা একটা বেবসা যার মাদ্দমে আপনি কাজ করবেন । প্রতিটী কাজেই তো লাভ লস হবে তাই বলে কি মানুষ বিজনেস করবে না ।হ্যাঁ আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। প্রথমে যদি আপনি না বুঝেন তাহলে ডেমো ট্রেড করেন। এই খানে আপনি লাভ লস দিয়ে সিক্তে পারবেন ।এই খানে যে সব দয়ারল পাবেন তা ভার্চুয়াল তাই রিয়াল লস আপনার হবে না। এটার ফলে আপনি আপনার অভিজ্ঞতা বারাতে পারবেন এবং আপনি সফল হবেন ।
সাধারণত ফরেক্স কোন দুখ বা কষ্টের জাইগাই নয়। এটা একটা বেবসা যার মাদ্দমে আপনি কাজ করবেন । প্রতিটী কাজেই তো লাভ লস হবে তাই বলে কি মানুষ বিজনেস করবে না ।হ্যাঁ আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। প্রথমে যদি আপনি না বুঝেন তাহলে ডেমো ট্রেড করেন। এই খানে আপনি লাভ লস দিয়ে সিক্তে পারবেন ।এই খানে যে সব দয়ারল পাবেন তা ভার্চুয়াল তাই রিয়াল লস আপনার হবে না। এটার ফলে আপনি আপনার অভিজ্ঞতা বারাতে পারবেন এবং আপনি সফল হবেন ।
হে আমরা বলতে পারি ফরেক্র আসলে দুংখ কস্ট বা আনন্দের জায়গা। কারন এখানে যেমন আনন্দ তেমন দুংখ । যারা ভাল ভাবে এই ব্যবসা করতে পারে তারাই আনন্দ করেন আর যারা এই ব্যবসা সম্পরকে তেমন না যেনে লস খান তারা অনেক কস্ট পান।
দুঃখ, কষ্ট, আনন্দ নিয়েই জিবন। দুঃখ, কষ্ট না থাকলে আনন্দের কোন মহত্ব থাকবে না। জিবনে সবসময় আনন্দ থাকবে এমন হতে পারে না। ফরেক্সেও সবসময় লাভই হবে এমন কথা নেই। সব ধারণা বা সব বিশ্লেষণ সবসময় সঠিক হতে পারে না। কাজেই দুই-একবার লস হবেই, এতে দুঃখ করার বা কষ্ট পাবার কিছু নেই।
দুঃখ হবে তখন যখন আমরা লস করব। আর লাভ হলে আনন্দ পাব। এতাই সাভাবিক। মন খারাপ করে থাকলে ভাল ফল তো পাওয়া যাবে না উল্টা আরও লস হবে। তাই মন খারাপ বাদ দেন।
আপনি যদি ফরেক্স মার্কেট এ ভালো ট্রেড করতে পারেন তাহলে ফরেক্স মার্কেট আপনার জন্য সুখের জাগা আর যদি আপনি ফরেক্স মার্কেট এ ভুল ট্রেড করেন তাহলে ফরেক্স মার্কেট আপনার জন্য দুক্ষের জাগা।তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করে আপনি কি লস করবেন না লাভ করবেন তা আপনার উপর নির্ভর করে।আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে আনন্দ পাই।কারন আমি ফরেক্স মার্কেট এ সফল ভাবে ট্রেড করতে পারছি।তাই আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করে আনন্দ পাই।
যারা ট্রেড বুঝে করে না তাদের জন্য দুঃখ কষ্ট হওয়া অসম্ভব কিছু না । অার যারা ট্রেড বুঝে করে তাদের জন্য এটা অনন্দের উৎস তবে ফরেক্স সম্পর্কে আধিক ঞান আর ধয্য থাকতে হবে ।
ফরেক্স মার্কেটে দঃখ কস্ট আনন্দ দুইটা আছে সেটা আপনাকে বুঝে করতে। লাব করতে পারলে যেমন ভাল লাগে তেমনি লস করলে খারাপ লাগে। আপনাকে ধৈর্য ধরে ট্রেড করতে হবে। ধৈর্য ধরে ট্রেড করতে পারলে অবশ্যই আপনি সফল। সফলতা পেলে সেখানে আনন্দ ছাড়া আর কিছুই নেই।
ফরেক্স সবাইকে টাকা দিয়ে তাদের জীবন সুন্দর করে। ফরেক্স আমাকে খুব সাহাজ্জ করেসে টাকা দিয়ে। ফরেক্স সবসমই মানুষের পাসে থাকে। যেটা কোন বিজনেস থাকেনা। তাই আমার মতে ফরেক্স আনন্দের জাইগা।
ফরেক্স মুক্ত বেবসা। আমি মনে করি ফরেক্সে দুঃখ কষ্ট সবই আছে, কেননা আমি লস করলে খারাপ লাগে।আর যখন লাভ করি তখন আনন্দ লাগে। তবে ব্যবসা মানে
লাভ লস সবই হবে।
ফরেক্স দুক্ষ কস্ট আন্দের য়ায়গা না,ফরেক্স কর তে হইলে আমাদের অনেক চিন্তা ভাবনা করে ট্রেডিং করতে হবে,তা হলে আমরা সফল হতে পারবব।তাই আমাদের কে মন ভাল রেখে ট্রেড করিতে হবে।
একটা প্রবাদ আছে যে জীবন পুষ্পসয্য নয় , তেমনি ফরেক্স মার্কেট বাঁধা এবং ব্যার্থতা ছাড়া নয় যে কোন কাজে বাঁধা থাকবে , আর সেই বাঁধার ধরণ একেকজনের ক্ষেত্রে একেকরকম ফরেক্স মার্কেট ট্রেডারদের কাছে হতে পারে আনন্দের আবার হতে পারে বেদনা কিংবা দুঃখের উভয় পরিস্থিতি নির্ভর করছে ট্রেডারদের ট্রেডিং দক্ষতার উপর তাই আমরা যদি ভালভাবে ফরেক্সকে আয়ত্তে আনতে পারি তবে এটা হবে আমাদের জন্য আনন্দের স্থান আর যদি হুজুগে ট্রেডিং করি দবে এটা হবে চরম হতাশার স্থান
হা,
ফরেক্স দুঃখ কস্ট বা আনন্দের জায়গা। আমরা যদি কখনো লস করি অবস্যই আমাদের একটু কস্ট হবে। আর যদি আমাদের লাভ হয় তাহলে আমাদের অবস্যই আনন্দ হবে। আমাদের ফরেক্সে লাভ করতে হলে আমাদের ধৈর্যের সাথে ট্রেড করতে হবে। আপনারা কি মনে করেন?
ফরেক্স হচ্ছে সুখ আর দুখের মিলন মেলা। আমরা প্রথমে খুব কষ্ট পাই। কেননা এটা শিখতে আমাদেরকে অনেক কাঠ খর পোড়াতে হয়। ঠিক যেন আগুনে পুড়িয়ে খাটি সোনা বের করার মত। যেমন কষ্ট তেমনি লাভ। আমরা যেন সোনার হরিণের পিছনে ছুটছি। আসলে আমরা সঠিক পথ খুঁজে পাইনা বলেই কষ্ট পাই। আমাদেরকে আরও অনেক পরিশ্রম করতে হবে।
হ্যা ফরেক্স মার্কেট এমন একটি জায়গা যেখানে অনেক আনন্দ আছে আবার অনেক কস্টও আছে।যখন কেউ ট্রেড করে অল্প সময়ে অদিক লাভ করে তখন আনন্দের সীমা থাকেনা আর যখন কেউ লস করে তখন কস্ট পায়।
ফরেক্স দুঃখ কস্ট বা আনন্দের জায়গা এজন্য যে, এখানে যখন আপনি ট্রেড করতে পারছেন না অদক্ষতার কারনে তখন খুবই দুঃখ লাগে, আবার যখন কোন ট্রেডার ট্রেড করে লস করে থাকে তখন তখন তার লসের কারনে সে খুবই কষ্ট পায় । আর যখন কোন ট্রেডার ট্রেড করে ভালো প্রপিট করে তখন সে অত্যান্ত আনন্দিত হয় । তাহলে আমাদের সবার উচিৎ ফরেক্সে দক্ষতা অর্জন করে একজন সফল ট্রেডার হওয়া । তাহলেই ফরেক্স আমাদের আনন্দের জায়গা হতে পারে ।
ফরেক্স এমন কেন হাসায় আর কাদায়। হ্যা ভাই, এখানে মশকারি করে ট্রেড করলে কাঁদতে হয়। আর যে সহে সে রহে। অনেক সময় ও শ্রম দিয়ে ডেমোতে প্রাকটিস করলে মার্কেট সম্পর্কে ট্রেডিং অভিজ্ঞতা আসে। আর এই অভিজ্ঞতা দিয়েই আমরা ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারি।
প্রতিটি ব্যাবসায় যেমন লসের সাথে লাভ আছে আবার লাভ হলে আনন্দ হাওয়াই সাভাবিক তেমনি লস হলে কষ্ট লাগে ফরেক্স ও তো ব্যাবসায় তাই লাভ লস হতেই পারে
ফরেক্স এদুঃখ কস্ট আছে, আমাব লস হলে মনটা খুব ছোট থাকে , যখন লাভ হয় তখন আনন্দ লাগে। তবে ব্যবসা মধ্যে লাভ লস থাকবে, জেনে লস করলে একসময় লাভ আসবে এটার নিচ্ছয়তা আছে।
আমাদের নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে।তা না হলে আবার ডেমো ট্রেড করা শুরু করতে হবে।আমাদের মূল সমস্যা আমরা লোভ করি।আমরা বেশির ভাগ ক্ষেত্রে বড় লটে ট্রেড ওপেন করি যাতে আমাদের লসগুলো তাড়াতাড়ি রিকোভার হয়।এতে দেখা যায় হঠাত্ করে ভালফল হলে ও পরে এতে লসই বেশি হয়।এতে মন খারাপ হয়।
ফরেক্স এ আনন্দ এবং দুঃখ সবগুলই আছে । আপনি যাকে আপন করতে চান সে আপনার আপন হবে । যদি ট্রেডিং এর কৌশল অবল্মবন করে ট্রেড করে থাকেন তা হলে আমি নিশ্চিত আপনার কাছে কষ্ট কম আসবে । আর যদি না বুঝে শুধু শখের বসে ট্রেড করে থাকেন আপনাকে কেউ আনন্দ দিতে পারবে না । তাই কষ্টের কথা না ভেবে লাভ জনক ট্রেডিং এর কথা ভাবুন এবং ট্রেড করুন । মনে রাখতে হবে এই ফরেক্স এর প্রসার দিন দিন বাড়ছে শুধু মাত্র এর লাভের জন্য , বেশি লস হলে আমি কিংবা আপনি ও এখানে আসতেন না ।
ফরেক্স কখনো দঃখ বা কস্টের জায়গা না ফরেক্স হল একটি ব্যাবসা প্রতিস্ঠান সেটা তৈরি করত হবে অনেক পরিশ্রম করে। আপনি ফরেক্স সম্পর্কে যত বেশি জানবেন ততবেশি ফরেক্স সম্পর্কে শিখতে পারবেন আর এর ফলে ফরেক্স থেকে আপনি ভাল আয় করতে পারবেন।
হা ভাই ফরেক্স মার্কেটে আপনি যখন লাভ করতে পারবেন তখন আপনি অনেক খুশি হবে আর যখন আপনার লস হবে তখন আপনি অনেক কস্ট পাবেন। তাই এখনে কখন কস্ট আর কখন আবার আনন্দ বয়ে আনে আর আপনি যদি ভাল করে ট্রেড করতে পারেন তবে আপনি আনন্দ করতে পারবেন।
ফরেক্স তখনি আনন্দের যখন তা থেকে নিয়মিত প্রফিট করা সম্ভব হয়।আর এর বিপরিতে তা থেকে যদি শুধু লসই হয় তখন তা হয়ে যায় অতি কশটের।
আসলে তাই ফরেক্স মার্কেটে হচ্ছে দুক্ষ কস্ট আনন্দময় জায়গা ফরেক্স মার্কেটে আপনি যদি অবিজ্ঞতা নিয়ে ট্রেড করতে পারেন তবে আমি মনে করি আপনি লাভ করতে পারেন আর যদু আপনি না জেনে ফরেক্স মার্কেটে ট্রেড করতে যান তবে আপনি খুব একটা ভাল কিছু করতে পারবেন না।