আপনার কয়টি ফরেক্স একাউন্ট? ফরেক্সে বেশি একাউন্ট থাকা কি ভালো?
Printable View
আপনার কয়টি ফরেক্স একাউন্ট? ফরেক্সে বেশি একাউন্ট থাকা কি ভালো?
আমার মোট দুইট ফরেক্স একাউন্ট, আমি মনে করি দুইটা থাকলেই যথেষ্ট, মাইক্রো একাউন্ট নতুন ট্রেডারদের জন্য ভাল,
আমার ৫ টা ফরেক্স একাউন্ট । আবাক হবার কিছু নাই , আমি ব্যাবহার করি না সবগুলো। এর মধ্যে আমি দুইটা জিরো করেছি তাই ঐগুলো আর কখনই ব্যাভার করব না । আর ১ টা এই ফোরামের সাথে যুক্ত করা আছে । যেটা দিয়ে আমি আগামী মাস থেকে ট্রেড করব । আর বাকি যে দুইটা আছে সেগুলো আমি কোন এফিলিয়েট দিয়ে খুলি নি। সেগুলো আমি রিয়াল ডলার ঢুকানোর জন্য রেখে দিয়েছি । আমি লাভ করে সেগুলোতে আমার ডলার ট্রান্সফার করে দিব ।
আমার ফরেক্সে মোট দুইটি অ্যাকাউন্ট রয়েছে আর আমি এই দুটি অ্যাকাউন্ট দিয়েই মূলত ফরেক্সে নিয়মিত ট্রেড করে থাকি আমি মনে করি ফরেক্সে একাধিক অ্যাকাউন্ট না করে একটি বা দুটি অ্যাকাউন্টে কিভাবে কেৌশল অবলম্বন করে আরও ভাল এবং বেশি প্রফিট লাভ করা যায় সেটি নিয়ে কাজ করাই ভাল।
আমার একটি ফরেক্র একাউন্ট আছে । আর আমি চাই আমার এই একটি ফরেক্র একাউ্ন্ট দিয়ে আমার জীবনের পরিবরতন করতে। তবে ফরেক্র মারকেটে যত ধরনের টেকনিক আছে আমি সব ধরনের টেকনিক ব্যবহার করব। আমি লচ করতে পারি এই মানশিকতা নিয়ে ট্রেড করলে দেখবেন লাভ হয়ে বসে আছেন। মনে রাখবেন এই মারকেটে যারা ভাল যানে তারাই ভাল লাভের আশা করতে পারে। তবে যারা লুভ করে ধনি হতে চাই তারা ভিক্ষারি হয়ে বাহির হয়ে যায়।
আমি আসলে নতুন ট্রেডার তাই আমার শুদু মাত্র যে একাউন্ট গুলো লাগে সেগুলো ওপেন করছি।আমি মনে করি প্রথম অবস্তায় একটা যদি ইনভেস্ত করার মত ইচ্ছা না থাকে তাহলে তিনটা একাউন্ট যথেষ্ট,যেমন একটা ফোরাম একাউন্ট আর দুইটা রিয়াল একাউন্ট হলে যথেষ্ট হয়।কারন এর চেয়ে বেশি একাউন্ট মনে করি না।
আমি ফরেক্স শুরু করেছি অল্প কয়দিন হল এরই মধ্য দিয়ে আমি হাটি হাটি পা পা করে সামনে এগিয়ে যাচ্ছি ফরেক্স মার্কেটে অনেক ব্রোকার আছে তাই অনেকে মনে করে যে সব ব্রোকারে একাউন্ট ওপেন করলে হয়ত বা সব মিলিয়ে অনেক লাভ হবে কিন্ত প্রকৃত সত্য হচ্ছে একটা কিংবা দুইটার বেশি একাউন্ট থাকা মানে নিজেরই লস কারণ আমরা যদি একগ্রতার সহিত একটা একাউন্ট নিয়ে সাধনা করি তবে কিছুদূর পরিশ্রম করার পর অাপনি লক্ষ্য করবেন যে আপনি অনেক লাভবান হচ্ছেন আমার একাউন্ট আছে
আমি ফরেক্সে আসার সময় ইন্সটা ফরেক্সে একাউন্ট খুলেছিলাম। তারপর একাউন্ট ব্লক হয়ে যাওয়ার পর আরো দুই তিন বার ইন্সটা ফরেক্সে একাউন্ট খুলেছিলাম। বর্তমানে ইন্সটা ফরেক্সে মার একটাই একাউন্ট। এছাড়াও রোবো ফরেক্স, এক্স এম ব্রোকারের অধীনে আরো দুইটা একাউন্ট আছে। আসলে একাধিক ব্রোকারে একাউন্ট থাকার ব্যপার টা নিজের উপর নির্ভর করে।
ফরেক্স একাউন্ট অদিক থাকার মাজে কোন ক্যাডিট নেউ। একজন যদি ভালো ফরেক্স ট্রডার হতে পারে তাহলে তার জন্য একটি একাউন্টেই যতেস্ট।আর যদি খারাপ ট্রেডার হন যতই একাউন্ট করেন না কেন কোন লাভ নেই। আমি একটি খুলেছি।
আমি একজন পার্ট টাইম ফরেক্স ট্রেডার। পার্ট টাইম ট্রেডার হওয়ায় বেশি অ্যাকাউন্ট করি নাই। এজন্য আমার দুটো ফরেক্স অ্যাকাউন্ট রয়েছে । একটা হচ্ছে ইন্সটাফরেক্স ডেমো অ্যাকাউন্ট আরেকটা হচ্ছে ইন্সটাফরেক্স রিয়েল ট্রেডিং অ্যাকাউন্ট। মূলত আমার মতে বেশি অ্যাকাউন্ট করা ভালো কাজ হতে পারে না।
আমি ফরেক্সে নতুন তাই আমার ফরেক্সে একটা একাউন্ট। আমি চাই আগে ফরেক্স সম্পর্কে ভালো ভাবে জানতে এবং ট্রেড করা সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করতে। যদি আমি ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে পারি তাহলে আরেকটা একাউন্ট খোলার ইচ্ছা আছে। ফরেক্স সম্পর্কে ভালো না জেনে আপনি বেশি একাউন্ট খুলেও লাভবান হতে পারবেন না।
আমার ফরেক্স মার্কেট এ রিয়েল ২ টা অ্যাকাউন্ট । এছাড়া আমি প্রথমে অনেক ডেমো অ্যাকাউন্ট খুলে ডেমো ট্রেডিং অনুশীলন করেছি । আমি মনে করি ফরেক্স ট্রেডিং করার জন্য ২ টা অ্যাকাউন্টই যথেষ্ট । আপনি যদি ফরেক্স ট্রেডিং এ লস করেন তাহলে আপনি আবার ডেমো অ্যাকাউন্ট খুলে ডেমো ট্রেডিং অনুশীলন করেন । তাহলে ফরেক্স ট্রেডিং জ্ঞান আপনার বাড়তে থাকবে । আপনি আপনার ভুল গুলো সংশোধন করতে সক্ষম হবেন ।
ফরেক্স মার্কেটে আমার এই নিয়ে দুইটি একাউন্ট আছে তবে দুইটার একটাতে এখন ডলার নেই এবং একটা দিয়ে ট্রেড করছি। আর একটা একাউন্ট আছে যেটা কিনা ফোরাম এর সাথে যুক্ত তবে ফোরাম এর আইডি থেকে গত দুই তিন মাস আমি কিছুই আয় করতে পারি নি মানি আয় করেছি যেটা আবার আমার ভুলের কারনে লস করে ফেলেছি তাই এখন আমার একাউন্ট এ কোন ধরনের ব্যালেন্স নাই তাই এখন ট্রেড থেকে বিরত আছি। তবে আশা করি সামনের মাস থেকে আমি আবার ট্রেড করতে পারব।
আমার একটি ফোরাম একাউন্ট। অপরটি রিবেট একাউন্ট। ফোরাম থেকে যদি প্রফিট করতে পারি তাহলে আমি আমার রিবেট একাউন্টে ট্রান্সফার দিব। আমাদেরকে সব সময় একাধিক ট্রেডিং একাউন্ট ব্যবহার করা উচিত। একটি একাউন্টে ট্রেড রানিং থাকলে আমরা আমাদের প্রয়োজনে যেন অপর একাউন্ট থেকে টাকা তুলতে পারি।
ফরেক্স মার্কেট এ ঠিক ভাবে ট্রেড করতে হলে এবং ভাল ভাবে ট্রেড জানলে্ একাধিক একাউন্ট এর প্রয়োজন নেই। তবে দুটো্ একাউন্ট থাকা বেশ ভাল আমার মতে। কেননা একটা একাউন্টে লং টাইম ট্রেড এবং অপর একাউন্টে শর্ট টাইম ট্রেড করা যায়। তবে ঠিক ভাবে চালাতে পারলে একটিই যথেষ্ট।
আমার ফরেক্সে মোট দুইটি অ্যাকাউন্ট রয়েছে আর আমি এই দুটি অ্যাকাউন্ট দিয়েই মূলত ফরেক্সে নিয়মিত ট্রেড করে থাকি আমি মনে করি ফরেক্সে একাধিক অ্যাকাউন্ট না করে একটি বা দুটি অ্যাকাউন্টে কিভাবে কেৌশল অবলম্বন করে আরও ভাল এবং বেশি প্রফিট লাভ করা যায় সেটি নিয়ে কাজ করাই ভাল।
ফরেক্স মার্কেট এ অনেক জনের অনেক একাউন্ট থাকে,কিন্তু আমার এই মার্কেট এ তিন টি একাউন্ট আছে একটি ডেমো আর বাকি দুইটি লাইভ রিয়েল একাউন্ট আছে,তাই বলি ফরেক্স মার্কেট এ দুই তিনটা একাউন্ট থাকা ভাল,এর সুবিধা অনেক আছে।
ভাই ফরেক্সে আমার মাত্র একটি একাউন্ট । আর সেটি হচ্ছে ইন্সটা ফরেক্স এ । ফরেক্স মার্কেটে বেশি একাউন্ট থাকা ভাল কি না আমি ঠিক বলতে পারলাম না । কারন ফরেক্স মার্কেটে আমি একজন নতুন সদস্য । তবে আমার মতে ফরেক্স মার্কেটে একাউন্ট কয়টি ভাল সেটি না চিন্তা করে ফরেক্স মার্কেটে ট্রেডিং শেখার উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত । ধন্যবাদ ।
আমার এখন পযর্ন্ত একটাই ফরেক্স ট্রেডিং একাউন্ট আছে । আমি এখনও একাধিক একাউন্ট করিনি । তবে আমার মতে ফরেক্স এ একাধিক একাউন্ট থাকা দরকার । বিভিন্ন ব্রোকারে একাউন্ট থাকা ভাল । এতে অনেক বেশি সিকউর থাকা যায় । ফরেক্স ট্রেডিং এর বিভিন্ন একাউন এ ট্রেড করলে বিভিন্ন রকম সুবিধা পাওয়া যায় ।
ফরেক্স মার্কেটে আমার দুইটা একাউন্ট রয়েছে আর কোন একাউন্ট করার ইচ্ছা নেই কারন আমাকে কিছু করতে হলে এই দুইটি একাউন্ট যথেস্ট। ফরেক্স মার্কেটে বেশি একাউন্ট কি ভাল আপনাদের পারামর্শ দিবেন। আমার িচ্ছা আছে একটি পেম একাউন্ট করার ।
আসলে আমি একজন নতুন ট্রেডার আর এখন পর্যন্ত আমার ফরেক্স একাউন্ট হল একটা যেটা আমি তাও ইন্সটা ফরেক্স ব্রোকার এর মাধ্যমে করেছি । আমি ফরেক্সে মার্কেটে নতুন তাই এই মার্কেট সম্পর্কে বেশি *কিছু ধারণা নেই । আর অমার এক বড় ভাই আমাকে ইন্সটা ব্রোকারে একটা একাউন্ট খুলে দিয়েছে যার মাধ্যমে আমি এখন ট্রেড শুরু করেছি । আমি শুনলাম এবং গুগলে দেখেছি ইন্সটা ফরেক্স ব্রোকার হল এশিয়ার সবচেয়ে সেরা ও খ্যাতনামা ব্রোকার যা একাধিকবার পুরষ্কারে ভূষিত হয়েছে ।
আমার ৪ টা ফরেক্স একাউন্ট । আবাক হবার কিছু নাই , আমি ব্যাবহার করি না সবগুলো। এর মধ্যে আমি দুইটা জিরো করেছি তাই ঐগুলো আর কখনই ব্যাভার করব না । আর ১ টা এই ফোরামের সাথে যুক্ত করা আছে । যেটা দিয়ে আমি আগামী মাস থেকে ট্রেড করব । আর বাকি যে দুইটা আছে সেগুলো আমি কোন এফিলিয়েট দিয়ে খুলি নি। সেগুলো আমি রিয়াল ডলার ঢুকানোর জন্য রেখে দিয়েছি । আমি লাভ করে সেগুলোতে আমার ডলার ট্রান্সফার করে দিব ।
আমি ফরেক্স মার্কেটে নতুন একজন এখনো আমি শিখছি যেন ভালো করা যায় তাছাড়া আমি প্রথম শিখার উপর জোড় দিতে চাই কেননা এখানে লাভ তারাই করতে পারে যারা ভাল জানে। আমার একটি একাউন্ট আছে
আর এই একটি দিয়েই ভালো কিছু করার প্রত্যাশী
আমার ফরেক্স এ একটাই একাউন্ট রয়েছে.তবে ফরেক্স এ একাধিক একাউন্ট থাকলে তা লাভ এর কারণ হতে পারে.কারণ আপনার দুটি একাউন্ট এর লাভ আপনার মোট লাভ এর পরিমান কে বৃদ্ধি করতে পারে.আপনার একটি একাউন্ট এ লস হলেও আপনি আর একটা একাউন্ট লাভ করতে পারেন.আর একটি একাউন্ট এ লস করলেও আপনি আপনার অন্য একাউন্ট এ সাবধান হয়ে যেতে পারেন.
আমার তো একটি মাত্র এ্যকাউন্ট । এখানে পোস্ট পড়ে জানতে পাড়লাম অনেকের ৪/৫ টা এ্যাকাউন্ট আছে। এখন তো আমারো চিন্তা হচ্ছে যদি আমার এউ এ্যকাউন্ট জিোরা হয়ে যায় তখন কি করব। তাহলে কি পাশাপাশি আর একটি একাউন্ট রান করব।
আমি একজন নতুন ট্রেডার। ফরেক্স মার্কেটে নতুন এসেছি। আমার ফরেক্স মার্কেটে আসির খেত্রে জয়টা একাউন্ট এর দরকার তাই করেছি। ইন্সটা ফরেক্স এ একটা আর ফোরামে একটা। আমি এখন তেমন বুজি না। তবে প্রেকটিস করছি। আমার মনে হয় একাউন্ট একটা হলেই ভাল।
আমি অল্প কিছুদিন হল ফরেক্স মার্কেটে ইনভল্ব হয়েছি। তাছাড়া আমার একটি মাত্র একাউন্ট আছে। আমি এটি দিয়েই ভাল কিছু করতে চাই।
তবে দেখা যাক আমি কতদূর এগোতে পারি
আমি ফরেক্সে যোগ দিয়েছি খুব বেশিদিন হয় নি । যার কারণে আমি বর্তমানে একটা একাউন্ট নিয়েই আছি । আর ফরেক্স মার্কেটে একটার বেশি একাউন্ট থাকা উচিত নয় বলেই আমি মনে করি । কেননা একাধিক একাউন্ট ম্যানেজ করা অনেক বেশি পরিমাণে কষ্টকর ব্যাপার । তাই ফরেক্স মার্কেটে সবচেয়ে বেশি পরিমাণে সফল ব্যাপার হল যে একটা একাউন্ট নিয়ে ভালভাবে টিকে আছে ।
ফরেক্সে বেশি অ্যাকাউন্ট করা থেকে একটি অ্যাকাউন্ট করা ভালো বেশি অ্যাকাউন্ট করে কি হবে যদি ফরেক্স সম্পর্কে না জানি বা না জেনে কাজ করি অ্যাকাউন্ট বেশি থাকলে লাভ বেশি হবে তাতো না তাহলে বেশি অ্যাকাউন্ট এর থেকে একটা অনেক ভালো
আবাক হবার কিছু নাই , আমি ব্যাবহার করি না সবগুলো। এর মধ্যে আমি দুইটা জিরো করেছি তাই ঐগুলো আর কখনই ব্যাভার করব না । আর ১ টা এই ফোরামের সাথে যুক্ত করা আছে । যেটা দিয়ে আমি আগামী মাস থেকে ট্রেড করব । আর বাকি যে দুইটা আছে সেগুলো আমি কোন এফিলিয়েট দিয়ে খুলি নি। সেগুলো আমি রিয়াল ডলার ঢুকানোর জন্য রেখে দিয়েছি ।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অধিক একাউন্টের আদৌও কোনো প্রয়োজন নাই৷আপনি নিয়মিত ট্রেড করতে চাইলে একটি ভেরিফাইড একাউন্টই যথেষ্ঠ৷কেন আপনি দুই বা ততোধিক একাউন্ট খুলবেন ? আপনার একাউন্ট থাকবে ১০ টা,৯ টা একাউন্টে পুজিঁই নাই..১ টা একাউন্টে কিছু পুজিঁ আছে হয়তো৷তাহলে ঐ ৯ টা একাউন্ট হোল্ডার হয়ে আপনার লাভ কী ? একাউন্ট বেশি থাকলে আপনাকে বাড়তি কোনো বোনাস ডলার কেউই দিবে না..৷তাই একটা একাউন্ট নিয়েই দীর্ঘদিন ট্রেড করার অভ্যাস তৈরি করা ভালো৷
ফরেক্সে বেশি একাউন্ট করার দরকার নাই এতে কোন সুবিধা নাই । এখানে অভিজ্ঞতা এবং ন বেশ কোউশল খাটিয়ে প্রফিট করা গেলেই লাভ । বেশি একাউন্ট খোলার পিছনে সময় নস্ট না করে ট্রেডে ভিজ্ঞতা অরজন করাই শ্রেয় ।
আমার ফরেক্স একাউন্ট হল একটা তবে একাউন্ট জিরো হলে কপি একাউন্ট করে নতুন একাউন্ট করতে হয়। তাই আমাদের কে বেশি একাউন্ট না করে একটা একাউন্টে ফোরাম পোস্ট করে ভাল আয় করা যায়।
আমার ফরেক্স একাউন্ট একটা।দক্ষ ও ভালো ট্রেডের জন্য একটা একাউন্টই ভালো।কোন দক্ষতা ছাড়া বাই সেল জেনেই ট্রেডিং এ আসা উচিত।
ব্যক্তিগতভাবে আমি একজন পার্ট টাইম ফরেক্স ট্রেডার। পার্ট টাইম ট্রেডার হওয়ায় বেশি অ্যাকাউন্ট করি নাই। এজন্য আমার দুটো ফরেক্স অ্যাকাউন্ট রয়েছে । একটা হচ্ছে ইন্সটাফরেক্স ডেমো অ্যাকাউন্ট আরেকটা হচ্ছে ইন্সটাফরেক্স রিয়েল ট্রেডিং অ্যাকাউন্ট। মূলত আমার মতে বেশি অ্যাকাউন্ট করা ভালো কাজ হতে পারে না।
ফরেক্স মার্কেটে আমার এই নিয়ে দুইটি একাউন্ট আছে তবে দুইটার একটাতে এখন ডলার নেই এবং একটা দিয়ে ট্রেড করছি।
আমার ফরেক্স একাউন্ট একটি। আমি ফরেক্সে একটি একাউন্ট দিয়ে চালাই তাতে করে আমি যথেষ্ঠ পরিমাণে সময় দিতে পারি। ভাল এনালাইসিস করার সময় পাই। অনেকেই দুইটি বা তিনটি একাউন্ট চালায়। আমার কাছে একটি একাউন্ট সুবিধাজনক মনে করি। আরেকটি ডেমো একাউন্ট আছে আমি নিয়মিত সেখানে ও সময় দেওয়ার চেষ্টা করি।
আমারতো বেশি একাউন্ট করার কোন উচ্ছাই ছিল না। কিন্তু ফরেক্স ট্রেডিং এ লস খেয়ে খেয়ে একাউন্ট সংখ্যা দাড়িয়েছে ৫-৭ টার ও বেশি। তার থেকে বেশ যটো হয়েছে তা হোল বেশির ভাগ সময় আমার ফরামকে কারনে অথবা হোক অকারনে ব্যান করে দেয়া হয়েছে। আমার একটা একাউন্ট তো কোন কারন ছাড়াই ব্যান করে দেয়া হোল। কি জানি এবার এই একাউন্টের সাথে কি হতে যাচ্ছে। আর যাই হোক আমাি ব্যান হতে চাই না।
আমার মনে হয় একজন ট্রেডারের জন্য ফরেক্স মার্কেটে একটা একাউন্ট থাকলে যথেষ্ট। কেননা যদি আপনি ভাল ট্রেডার হন তাহলে ১টা একাউন্টই বেটার। আপনি যে কোন ব্যবসা করতে জাননা কেন লাভ লোকসান হতেই পারে তাই বেশি একাউন্টটের কোন দরকার নেই। লাভ হলে একটাতেই হবে আর লোকসান হলে একটাই হবে। তার চেয়ে বরং আমি মনে করি আপনি ফরেক্স মার্কেটে প্রবেশের আগে যদি ভাল করে মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন তাহলে হযতো আপনার জন্য একটা একাউন্টটি যথেষ্ট।
ভাই এখানে আমার একাউন্ট একটাই। কারন এখানে আপনি একটার বেশি একাউন্ট নিয়ে কাজ করতে পারবেননা । কেননা তাতে করে আপনার একাউন্ট বেন্ড হয়ে যাবে, আর তাছাড়া আপনি যদি একটু মনে করেন অভিজ্ঞ হন তাহলেতো একটা একাউন্টি যথেষ্ট তাই নয় কি? সুতরাং এখানে একাধিক একাউন্ট নিয়ে কাজ করা যাবেনা একাউন্ট ব্লক হয়ে যাবে।