আপনি ফরেক্স মার্কেটে সর্বোচ্চ কত ভলিওম দিয়ে ট্রেড করেন। বেশি ভলিওম দিয়ে ট্রেড করা ভাল না কম ভলিওম দিয়ে ট্রেড করা ভাল। আপনারা কি মনে করেন?
Printable View
আপনি ফরেক্স মার্কেটে সর্বোচ্চ কত ভলিওম দিয়ে ট্রেড করেন। বেশি ভলিওম দিয়ে ট্রেড করা ভাল না কম ভলিওম দিয়ে ট্রেড করা ভাল। আপনারা কি মনে করেন?
আসলে তার কোন ঠিক নেই এটি নির্ভর করে মার্কেট মুভমেন্টের উপর এবং মার্কেট অ্যানালাইসিসের উপর আর লট সেট করার পেছনে অবশ্যই ব্যালেন্সের একটি ভূমিকা রয়েছে সুতরাং এমন কোন লট আমি কখনই সেট করি না যাতে করে অ্যাকাউন্ট ব্যালেন্স কোন ঝুকিতে পরে। আর আমি ফরেক্সে ট্রেড করার সময় মানিম্যানেজমেন্ট করে তার পরই ট্রেড করে থাকি।
ট্রেড করতে হলে ভলিয়মটা নিজেকে বিবেচনা করে দিতে হবে তবে কম ব্যলেন্স দিয়ে ট্রেড করতে হলে ভলিয়ম বাড়িয়ে ট্রেড করা ভালো আর সবার জন্য বলবো ট্রেডকরা ভালোভাবে জেনে ভলিয়মটা নিজেরমত করে দেন ।
আমি ফরেক্স মার্কেটে খুব কম ভলিউম দিয়ে ট্রেড করি। কারন কম ভলিয়মের মাধ্যমে ট্রেড করলে ঝুকি কিছুটা হলেও কমে। আর তাছাড়া ফরেক্সের মত ঝুঁকিপূর্ণ মার্কেটে নতুন ট্রেডার হিসেবে অবশ্যই কম ভলিয়মের ট্রেড করতে হবে। সর্বোপরি ফরেক্সের মত রিস্কি মার্কেটে সর্বদায় চেষ্টা করতে হবে কম ভলিউম দিয়ে ট্রেড করে ঝুকি কম নেওয়া।
আপনি ফরেক্স মার্কেট এ কত ভলিয়ম দিয়ে ট্রেড করবেন এটা নির্ভর করবে আপনার ব্যালেন্স এর উপর এবং আপনার ম্যানি ম্যানেজমেন্ট এর উপর । আমার মতে ব্যালেন্স ১০০ ডলার থাকলে লস সাইজ ১০ সেন্ট এর বেশি নেয়া ঠিক হবে না । তাই ফরেক্স ট্রেডিং এ ভালো সফলতা পেতে হলে ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করে সঠিক ম্যানি ম্যানেজমেন্ট ফলো করে সঠিক ভলিয়ম দিয়ে ট্রেড এন্ট্রি নিতে হবে । না হলে অ্যাকাউন্ট যেকোনো সময় জিরো হয়ে যেতে পারে ।
আসলে ভলিওম ডিপেন্ড করে আপনার ব্যালান্স এর উপর কেননা এটা মানি ম্যানেজমেন্ট এর একটা বেশ বড় অংশ। আপনি বড় লটে ট্রেড করলে এবং একাউন্টে পর্যাপ্ত ব্যালান্স না থাকলে যে কোন সময় স্টপ আউট খাবেন। তাই ভলিউম ব্যবহারের ক্ষেত্রে সাবধান হওয়াই ভাল।
কত লটে বা কত ভলিউমে ট্রেড করব সেটা সম্পুর্নভাবে নির্ভর করে আপনার ব্যলেন্স এর উপর আর মার্কেট এর উপর, এখন আপনার ব্যলেন্স হচ্ছে ৩০ ডলার এখন আপনি ০.০৫ ধরে করতে হবে কিন্ত আপনার ব্যলেন্স যদি ১০০ বা তার বেশি তাহলে আপনি আর একটু বেশি লটে ধরতে পারেন কারন সাধারনত মার্কেট একদিনে ৩০০ পিপ্স বা তার একটু বেশি উঠানামা করে তাই আপনি অই হিসাব করে কত লটে ট্রেড ওপেন করডবেেন তা নিজেই ঠিক করে নিবেন। তবে আপনি যদি বেশি লটে ট্রেড ওপেন করেন তাহলে মনে রাখবেন একের অধিক ট্রেড ওপেন করা যাবে না।
যদি আপনি অভিজ্ঞ ট্রেডার হয়ে থাকেন তাহলে কত ভলিউমে ট্রেড করবেন সেটা আপনার উপর ডিপেন্ডেড আর যদি নতুন ট্রেডার হয়ে থাকেন তাহলে বলতে পারি ফরেক্স ট্রেড শিখার নিমিত্তে আপনি ছোট ভলিয়মে ট্রেড করবেন যেমন. ১,০.২, ০.৩,০.৪, ০.৫ এর মধ্যে ট্রেড করবেন এতে আপনার লসের পরিমান থাকবে লিমিটেড আর আপনি যদি এক লাফে গাছের আগায় উঠতে পারেন তাহলে আমার কিছু বলার নেই।
সাধারনত একহাজার ডলার দিয়ে ট্রেড করলে লট সাইজ ০.১০ হওয়া উচিৎ বলে আমি মনে করি । এটি স্ট্যার্ন্ডাট একাউন্টের হিসাব । আপনার পর্যায়ক্রমে লট সাইজ কমতে থাকবে । যদি ১০০ ডলার ব্যালেন্স হয় তবে লট সাইজ হবে ০.০১ ।
আমি ফরেক্সে একজন শিক্ষানবিশ বলতে পারেন যে আমি ফরেক্স মার্কেটে এখনো শিখছি এবং এটা বুঝতে পারছি যে ফরেক্স হল একটা বিশাল জগত যারা মাধ্যমে আমরা নিজেদেরকে আর্থিকভাবে স্বাবলম্বি করতে পারি ফরেক্স মার্কেটে আমি নতুন ট্রেডার বিধায় আমাকে এখনো ট্রেড করতে য়হ ডেমোতে এবং ফোরাম পোস্টিং বোনাস এর মাধ্যমে আমি এখনো ট্রেড করি 0.20 ভলিউম এর মধ্য তবে মাঝে মাঝে মার্কেটের অবস্থাভেদে এটি রুপ পরিবর্তন হয়ে থাকে
কত ভলিওম দিয়ে ট্রেড করা উচিত এটা নতুন্দের জন্য একটা কম্অন প্রশ্ন। কারন ফরেক্স টিকে তাহক্তে হলে আপনাকে একাটা নিরদিশট পরিমান লট ব্যভার করতে হবে। এতা নিরভর করে আপনার আকান্ট এ ব্যলেনচ কতো। আপনি আপনার আকান্টের ২-৫% লট বা ভলিউম ব্যবহার করতে পারেন।
কত ভলিওম দিরে ট্রেড করা হবে এটা নির্ভর করবে একজন ফরেক্স ট্রেডার তার একাউন্টে ব্যালেঞ্চ কত তার উপর। বেলেঞ্চ যত বেশি হবে একাউন্টের ভলিওম তত বেশ হবে। ভলিওম বেশি হলে ফরেক্স মার্কেটে ট্রেড ভাল করে করা যায়, রিক্স কম থাকে।
আমি যেভাবে ত্রেদ করি তা হল হখন আমি একটি ট্রেড ওপেন করি তখন আমি আগেই হিশাব করে নেই যে যদি আমি এই ট্রেড এ লস করি তবে আমি জেন আমার মুল্ধনের ৩% এর বেশি না হারাই এবং আমি আমার স্তপ লস্তি সেই ভাবেই সেট করে থাকি।
কত ভলিউম নিয়ে ট্রেড করা উচিত এটা নির্ভর করে একাউন্ট ব্যালেন্সের উপর। তারপরেও একেকজনের একটা নির্দিষ্ট ব্যপার স্যাপার থাকে। আমার মনে হয় ১০০ ডলারের একাউন্টে সর্বোচ্চ ৫ সেন্ট ভলিউমে ট্রেড করা যায়। অবশ্য ক্ষেত্র বিশেষে ১০ সেন্টেও ট্রেড নেয়া যায়। আবার একাউন্ট যদি ৫০০ ডলারের হয় তাহলে ২০ সেন্ট ভলিউমেও ট্রেড নেয়া যায়।
ফরেক্স মার্কেট এ আমি সর্ব নিম্ন ০.০১ লটের মধ্যে একটি ভলিউম কে বাডিয়ে দিয়ে ০.০২ দারা ট্রেডিং করে থাকি,তাই আমাদের ফরেক্স ট্রেডিং করার আগে আমাদের ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করতে হবে ফরেক্স নিউজ দেখে ট্রেডিং করতে হবে তাহলে ফরেক্স ট্রেডিং করলে অনেক ভাল হয়।
আসলে আপনি কত ভলিউমে ট্রেড করবেন তাহা নির্ভর করে আপনার ব্যলেন্সের উপর।আপনার ব্যলেন্সে যদি বেশী থাকে তাহলে আপনি বড় ভলিউমের ট্রেড অপেন করে রিস্ক নিতে পারবেন।তাতে করে আপনার যদি লাভ হয় তাতে অনেক পরিমান লাভ হবে আর অন্যদিকে যদি লস হয় তাহলে বেশী পরিমান লস হবে।তবে আমার মতে যারা ফরেক্স মার্কেটে নতুন তাদের ক্ষেতে ছোট ভলিউমে ট্রেড করাই উত্তম।কারন তাদের মার্কেটে সমন্ধে অভিজ্ঞতা কম থাকে।ধন্যবাদ
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ভলিউম নির্নয় অত্যান্ত গুরুত্বপূর্ণ । ভলিউম বা লট নির্বাচন সম্পূর্নভাবে নির্ভর করে মার্কেটের মুভমেন্ট এর উপর । মার্কেটের মুভমেন্ট দেখে লট নির্বাচন করা উচিত বলে আমি মনে করি । আমাদের মত ক্ষুদ্র ট্রেডারদের জন্য লট সাইজ ০.০১ থেকে ০.০৫ এর মধ্যে নির্বাচন করা ভাল । এতে করে ব্যলেন্স শূন্য হওয়া থেকে রক্ষা পাওয়া যেতে পারে ।
ফরেক্স মার্কেটে আপনি কত ভলিয়ম ট্রেড করবেন তা নির্বর করবে একেবারে আপনার নিজের উপর আপনি যদি বেশি ইনভেস্ট করেন তবে আপনি বেশি বেশি করে ভলিয়ম দিয়ে ট্রেড করতে পারেন আর আপিনি ক। ইনভেস্ট করেনবতবে কম করে ভলিয়ম দিয়ে ট্রেড করলে আপনার রিক্স কম হবে।
আমি বড় লটে ট্রেড করে আজ তিন মাস যাবত লস রিকভার করতে পারছি না। আমাকে নতুন করে পোস্ট করতে হচ্ছে। ছোট লটে ট্রেড করলে আমার এই অবস্থা হতো না। বরং আমি আর ও প্রফিট তুলতে পারতাম। তাই ছোট লটে ট্রেড করা সবচেয়ে নিরাপদ ও লাভজনক।
ফরেস্কে কম ভলিওম দিয়ে ট্রেড করা ভাল। মুলত ব্যালেন্স এর সাথে সামনজস্য রেখে ভলিওম দিতে হবে। ১০০:০.০১ লটে ট্রেড করাই ভালো।
অামি ফরেক্স মার্কেটে ট্রেড করতাম বেশি ভলিউমে এখন কম ভলিউমে ট্রেড করার চেস্টা করি। আমার প্রথম ট্রেড হল মার্জিল লেভেল যতটুকু গেছে সে পরিমান ভলিউমে ট্রেড করেছি। আমার লসের আরেক টা কারন হল ভলিউম সম্পর্কে না জানা। আমি মনে করতাম যত বেশি ভলিউমে ট্রেড করা যায় বেশি লাভ করা যায় এর বিপরীতে গেলে এই পরিমান লস হবে সেটা জানতাম না। তাই এখন ভলিউম কমে ট্রেড করি।
ফরেক্স ব্যবসা করতে গেলে অবশ্যই ভলিওমের দিকে খেয়াল রাখতে হবে । আমরা যখনই ট্রেড করব তখনই আমি এই চিন্তা করব লোভ করব না । ভলিওম ০.২০ এর মধ্যে রাখার চেষ্টা করব । তাহলেই ফরেক্স ব্যবসা করে জীবনে সফলতা অর্জন করতে পারব ।
ফরেক্স এক টি রিক্স কি বিজনেস একান থেকে অনেকেই অনেক বেশি লাভবান হই আবাএল্র অনেকেই লসস করে। ফরেক্স মারকে টে টিককে থাকাতাই অনেক সমই কঠিন হইয়া পরে থাই নতুন্দে অবিজ্ঞতা অরজ নের পরে ফরেক্সে ট্রেড করা উচিৎ মনে করি। আর ট্রেডড করার টাইম এ বেশি লভ লরা যাবে না। খুব অল্প পরিমানে ট্রেড ধরতে হবে।
ফরেক্স মার্কেট একটি অভিজ্ঞতার বিষয়। আপনি যদি কোন বিষয় কিছু না জেনে থাকেন তাহলে আপনার জন্য ফরেক্স রিস্কি। আপনি ভলিউম কত দিবেন তার জন্য আপ্নাকে মাই মেনেজমেন্ট জানতে হবে। আবুল তাবুল ট্রড ওপেন করে সীমিত সময় লাভবান হওয়া যায়। কিন্তু লং টাইম তিক্তে হলে আপ্নকে অব্যশই এগুলো জানতে হবে।
কত ভলিয়মে ট্রেড করবেন তা নির্ভর করবে আপনার ডিপোজিট এর উপর। আপনি যত বেশি ডিপোজিট করতে পারবেন আপনার ট্রেডিং ভলিয়ম তত বেশি হবে।
। যেমন আপনার ডিপোজিট যদি ৫০ ডলার হয় আপনি বড় করে ১০ সেন্ট এর ট্রেড করবেন আর ১০০ ডলার হলে ২০ সেন্ট ইনভেস্ট করলে আপনার একাউন্ট সিকিওর থাকবে।।।
ফরেক্স মার্কেটে ট্রেডিং এর জন্য মানি ম্যানেজমেন্ট অত্যান্ত গুরুত্বপূর্ন একটি বিষয় বলে আমি মনে করি । মার্কেটে আপনি কত ভলিউমে ট্রেড করবেন তা নির্ভর করবে আপনার একাউন্টে কত ডলার আছে এবং মার্কেটের কন্ডিশন কি তার উপর । সব কিছু বিবেচনা করে তারপর আপনাকে ভলিউম নির্ধারণ করতে হবে । ক্ষুদ্র ট্রেডারদের ক্ষেত্রে আমার মনে হয় স্টেন্ডারর্ড একাউন্টে 0.10 ভলিউমের বেশি লটে ট্রেড করা উচিত নয় । ধন্যবাদ ।
বিভিন্ন সময়ে বিভিন্ন ভলিয়মে ট্রেড করে থাকি। কারন মার্কেট পরিস্থিতি সবসময় একরকম থাকে না তাই প্রথমে একদম ছোট ভলিয়মে ট্রেড করি যদি মনে হয় ভলিয়ম বাড়ানো প্রয়োজন তখন একটু বড় ভলিয়মে নতুন ট্রেড ওপেন করি। একজন ট্রেডার সর্বদা মার্কেটের বর্তমান পরিস্থিতিকে প্রাধান্য দিয়ে ট্রেড ওপেন করে থাকে। আমি সর্বদা কম ভলিয়মকে সাপোর্ট করি কারন এখনো তেমন দক্ষতা লাভ করি নি।
আমার কাছে যেটা মনে হয় ফরেক্স মার্কেট আমি কত ভলিয়মে ট্রেড করব সেটা নির্ভর করে আমার মার্কেট এনালাইসিস এর উপর আমি যখন ভাল কোন সিগনাল পাই মার্কেট এনালাইসিস করার পরে তখনি স্টপলস সেট করে তারপর ভলিয়ম ভাঁড়িয়ে দিয়ে ট্রেড ওপেন করি তবে আমার মতে রিস্ক না নিয়ে অল্প ভলিয়ম দিয়ে ট্রেড করা অতি উত্তম কারন তাহলে একাউন্ট টিকে থাকে।
আসলে তার কোন ঠিক নেই এটি নির্ভর করে মার্কেট মুভমেন্টের উপর এবং মার্কেট অ্যানালাইসিসের উপর আর লট সেট করার পেছনে অবশ্যই ব্যালেন্সের একটি ভূমিকা রয়েছে সুতরাং এমন কোন লট আমি কখনই সেট করি না যাতে করে অ্যাকাউন্ট ব্যালেন্স কোন ঝুকিতে পরে। আর আমি ফরেক্সে ট্রেড করার সময় মানিম্যানেজমেন্ট করে তার পরই ট্রেড করে থাকি।
আমার কাসে মনে হয় কত ভলিওম দিয়ে আমি ট্রেড করবো তা নির্ভর করবে আমার মানি মেনেজমেন্ট এর উপর ।আমার মানি মেনেজমেন্ট যদি হয় ৫০০ ডলার সে ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ সেন্ট টড়েড ওপেন করা যাবে বলে আমি মনে করি।তার পরেও অনেক সময় সিগনালের উঠা নামা দেখে বেশি ট্রেড করা যায়।আমি মনে করি রিক্স না নিয়ে অপ্ল করে ট্রেড করা ভাল কারন তাতে ব্যলাঞ্চ হারানোর কোনো ভয় থাকবে না ।ধন্যবাদ
সঠিক ম্যানি ম্যানেজমেন্ট ফলো করে সঠিক ভলিয়ম দিয়ে ট্রেড এন্ট্রি নিতে হবে । ফরেক্স মার্কেটে আমি নতুন ট্রেডার বিধায় আমাকে এখনো ট্রেড করতে য়হ ডেমোতে এবং ফোরাম পোস্টিং বোনাস এর মাধ্যমে । ফরেক্সের মত রিক্সি মার্কেটে সর্বদা চেষ্টা করতে হবে কম ভলিউম দিয়ে ট্রেড করে ঝুঁকি কম নেওয়া ।
এটা আপনার ব্যালনেস কত সেই অনুপাতে আপনাকে ভলিয়ম ব্যবহার করতে হবে। শুধু ভলিয়ম বারালে হবে না আমাদেরকে ব্যলেন্স এর দিকে লক্ষ্য রাখতে হবে। ব্যলেন্স যদি বেশি থাকে আপনি বেশি লট সাইজ ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে অল্প পিপ এ বেশি লাভ করা যেতে পারে।
ভলিয়ম অবশ্যই কম দিয়ে ট্রেড করা উচিৎ এবং নিরাপদ৷আমি সর্বোচ্চ 0.05 লটে ট্রেড ওপেন করে থাকি৷নিয়মিত 0.01 লটেই ট্রেড ওপেন করে থাকি৷ভলিয়ম যত বেশি বেশি নিয়ে ট্রেড করবেন আপনার ব্যালেন্স ততই ঝুঁকির মধ্যে পড়বে৷
আমি বর্তমানে ০.১০ ইন্সটাফরেক্স স্টেনডার্ড লট দিয়ে ট্রেড করছি, তারমানে প্রতি পিপস ১০ সেন্ট করে। বর্তমানে এই লটের উপরে ট্রেড করার আমার ইচ্ছা নাই। কারণ আমি এখন উপার্জনের নয় শিক্ষার জন্য ট্রেড করতাছি। আমি যেদিন থেকে উপার্জনের কথা চিন্তা করবো সেদিন থেকে আমার লট সাইজ সম্পূর্ণ অর্থ ব্যবস্থাপনার উপর নির্ণয় করবো। আমি আশা করি তখন আমি বর্তমান এর থেকে ভাল পরিমাণের মুনাফা উপার্জন করতে পারবো।
ভাই বর্তমানে আমি একেক সময় একেক রকম ভলিউম দিয়ে ট্রেড করছি। কেননা আমার সবসময় একই লর্ট নিয়ে ট্রেড করতে করতে একটু বিরক্তিবোধ চলে এসেছে বলা যায়। সেজন্য যখন যেটা ভাল মনে হচ্ছে তখন সেই ভলিওম দিয়ে একটার পর একটা ট্রেড ওপেন করেই চলেছি। তবে আমর মতে লাইফে একটু চেন্জ অনেক জরুরী। তাই নতুন ট্রেডারদের একটা কথাই বলতে চাই মানি ম্যানেজম্যান্ট ঠিক রেখে সব কাজ করবেন তাহলে আর কোন সমস্যা হবেনা বলা যায়।
এটা নির্ভর করে ট্রেডার কিধরনের ট্রেডিং প্লান অনুসরণ করছে। তার ট্রেডিং প্লান যদি স্বল্পসময়ের ট্রেড হয় তবে সে মধ্যম আকারের ভলিয়মে ট্রেড করবে আর যদি সে দীর্ঘ সময়ের জন্য ট্রেড করে তবে সে অবশ্যই ছোট ছোট ভলিয়মে ট্রেড করবে কারণ তাকে অনেক সময় ধরে মার্কেটে ট্রেড ধরে রাখতে হয় যদি বড় ট্রেড করে অনেক সময় মার্কেটে অবস্থান করে তবে সে অবশ্যই বড় ধরনে ক্ষতির সম্মুখিন হতে পারে। আমি সবসময়ই ছোট ছোট ট্রেড করি কারণ আমি আর নিজের বিনিয়োগকৃত অর্থ শুন্যের কোঠায় দেখতে চাইনা।
আমি মনে করি ভলিওম সবচেয়ে কম দিয়ে ট্রেড করা উচিত এবং এটা আপনার ট্রেডিং এর জন্য সবচেয়ে নিরাপদ দিবে। আমি বেশির ভাগ সময় ০.০৫ লটে ট্রেড করে থাকি তবে মাঝে মাঝে ০.১০ লটে ট্রেড ওপেন করে থাকি। কারণ আমি এখনও ফরেক্স মার্কেটে সম্পর্কে জানার জন্য ট্রেড করে থাকি লাভের জন্য নয়। তবে আমি ফরেক্স মার্কেটে যেদিন থেকে মুনাফার উদ্দেশ্য ট্রেড করব তখন অবশ্যেই আমি আমার মানি ম্যনেজমেন্টের উপর নির্ভর করে ট্রেড করব।
ভাই আমি বর্তমানে 1 ডলারে ট্রেড করছি। কারন আমি মনে করি আপনার যদি মানি ম্যানেজ ম্যান্ট ঠিক থাকে তাহলে আপনি ভলিওম বেশি রেখে ট্রেড করতে পারবেন, আর সবচেয়ে বড় কথা হলো মনের সাহস, মনের জোর, তাই আপনার কনফিডেন্স যদি ঠিক থাকে তাহলে আপনি যে কোন পরিস্থিতির মোকাবিলা করতে বিলম্ব কিংবা দ্বিধাবোধ করবেন না। কারন আপনি এখানে একটা রিসকি মার্কেটে ট্রেড করছেন সেদিক থেকে বিবেচনা করলে ভলিওম বাড়িয়ে ট্রেড করলে সমস্যা কোথায় ? তা না হলে ইনকামটাতো বেশি আসবে না।
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ভলিউম নির্নয় অত্যান্ত গুরুত্বপূর্ণ । ভলিউম বা লট নির্বাচন সম্পূর্নভাবে নির্ভর করে মার্কেটের মুভমেন্ট এর উপর । মার্কেটের মুভমেন্ট দেখে লট নির্বাচন করা উচিত বলে আমি মনে করি । আমাদের মত ক্ষুদ্র ট্রেডারদের জন্য লট সাইজ ০.০১ থেকে ০.০৫ এর মধ্যে নির্বাচন করা ভাল । এতে করে ব্যলেন্স শূন্য হওয়া থেকে রক্ষা পাওয়া যেতে পারে ।
ছোট ছোট বালুকনা বিন্দু বিন্দু জল, গড়ে তুলে মহাদেশ সাগর অতল এই কথাটার প্রতি খেয়াল রাখবেন। আপনার ছোট ছোট লটই কিন্তু অনেক বড় ধরনের রিওয়ার্ড দেবে আপনাকে। লট সাইজ কেমন দিবেন সেটা নির্ভর করবে আপনার ব্যালেন্স আর সে অনুপাতে প্রতি ট্রেডে কত % রিক্স নেবেন তার উপর। যদি ব্যালেন্স ১০০ ডলার হয় তাহলে আমি সাজেস্ট করব প্রতি ট্রেডে সর্বোচ্চ ০.০১ লটে ট্রেড অপেন করবেন আর প্রতি ট্রেডে ২% এর বেশি রিক্স না নেওয়ায় বেটার। তাহলে আপনি যদি টানা ৫০ টা ট্রেড এসএল খান তাহলে আপনার একাউন্ট জিরো হবে। অল্প ব্যালেন্সে বেশি লট খুললে একাউন্ট অল্পতেই হারিয়ে যাবে। তাই মানি ম্যানেজমেন্ট মেনে সে অনুপাতে লট নির্ধারন করা বুদ্ধিমানের কাজ হবে।