:rules: একবার ভুল হইয়ে গেলে আর ফেরান যায় না। তাই জেনে শুনে ভুল করার মত আর কোন কিছু বড় ক্ষতি নেই। তাই ফরেক্স করার আগে ফনফারম হতে হবে যে কি করছে এবং কিভাবে করছেন। আসা করি ফরেক্স সম্পর্ক এ ভাল ভাবে জেনে ফরেক্স করবে। আর ভুল নই শুধুই প্রফিট।:rules:
Printable View
:rules: একবার ভুল হইয়ে গেলে আর ফেরান যায় না। তাই জেনে শুনে ভুল করার মত আর কোন কিছু বড় ক্ষতি নেই। তাই ফরেক্স করার আগে ফনফারম হতে হবে যে কি করছে এবং কিভাবে করছেন। আসা করি ফরেক্স সম্পর্ক এ ভাল ভাবে জেনে ফরেক্স করবে। আর ভুল নই শুধুই প্রফিট।:rules:
হ্যাঁ আমাদেরকে আমাদের ভুল সম্পর্কে সজাগ থাকতে হবে তবে আমি মনে করি যে কোন মানুষই ভুলের উর্ধে্ব নয় , ফরেক্সে বেশির ভাগ নতুন ট্রেডার যখন এই মার্কেটপ্লেসের সাথে পরিচিত হয় তখন অনেক বেশি ভুল করে এবং ক্রমাগত কিছুদিন যখন ভুল করে তখন তারা বুঝতে পারে যে তারা ঠিক কোথায় ভুল করে আসলে ভুল করার মাধ্যমে অনেক কিছু শিখা যায় ফরেক্স মার্কেটে যদিও ভুল করা মানে আমাদের ক্ষতি হওয়া কারণ সবই-তো টাকার ব্যাপার , কে চাই ভুলের কারণে তার টাকা লস করতে ! তাই ভুল সম্পর্কে সচেতনতাই কাম্য
ভুল থেকে শেখা
মানুষ মাত্র ভুল হয়, এমন কেউ নয় যে ভুল না করে। ভুল থেকে শিখতে হবে, খুজে বাহির করতে হবে, আমার কি ভুল হল? তা সংশোধন করতে হবে। ছোটবেলার হাটা শেখার কথা চিন্তুা করুন, কত বার হোচট খেয়েছি? আর এখন আমরা দৌড় প্রতিযোগিতা দিতে পারি। আপনি পারবেন, আপনার ভুল গুলো লিপিবদ্ধ করুন, তার সমাধান করুন। আপনি পরবর্তিতে জয়ি নিশ্চিত।
মানুষ মাত্র ভুল হয়, এমন কেউ নয় যে ভুল না করে। ভুল থেকে শিখতে হবে, খুজে বাহির করতে হবে, আমার কি ভুল হল? তা সংশোধন করতে হবে। ছোটবেলার হাটা শেখার কথা চিন্তুা করুন, কত বার হোচট খেয়েছি? আর এখন আমরা দৌড় প্রতিযোগিতা দিতে পারি। আপনি পারবেন, আপনার ভুল গুলো লিপিবদ্ধ করুন, তার সমাধান করুন। আপনি পরবর্তিতে জয়ি নিশ্চিত।
https://www.facebook.com/bdforex :woo:
আমি ভুল করছি জার মাসুল আমি যত সপ্তাহ ধইরা দিতাছি। জাই হোক আমি আর এইরক্ম ভুল করব না। আমি স্টপ লস না দিয়া যে কি ভুল করলাম এখন কাইন্দা মরতাছি। ট্রেড টা ক্লোজ করা উচিৎ ছিল।
তাই জেনে শুনে ভুল করার মত আর কোন কিছু বড় ক্ষতি নেই। তাই ফরেক্স করার আগে ফনফারম হতে হবে যে কি করছে এবং কিভাবে করছেন। আসা করি ফরেক্স সম্পর্ক এ ভাল ভাবে জেনে ফরেক্স করবে। আর ভুল নই শুধুই প্রফিট।
ছোটবেলার হাটা শেখার কথা চিন্তুা করুন, কত বার হোচট খেয়েছি? আর এখন আমরা দৌড় প্রতিযোগিতা দিতে পারি। আপনি পারবেন, আপনার ভুল গুলো লিপিবদ্ধ করুন, তার সমাধান করুন। আপনি পরবর্তিতে জয়ি নিশ্চিত
হ্যা, আপনার মতামত যুক্তিসম্মত। ফরেক্স ট্রেডিং করার আগে ভালোভাবে নির্ধারন করতে হবে যে ফরেক্স কেমন ব্যবসা। অনেকেই না জেনে না শুনে ঝোকের বশে ফরেক্স ট্রেডিং ব্যবসায় করতে চলে আসে। কিন্তু পরক্ষনে যখন অনবরত লস খায় তখন ভুল করে ফিরে যায় বাস্তবতায়। তাই ফরেক্স ট্রেডিং ব্যবসায় করার পূর্বে ভেবেচিন্তে নিতে হবে সকল ফরেক্স বিষয়গুলো।
ফরেক্স এমন একটা ব্যবসা যা একবার ভুল হয়ে গেলে সংশোধন করা খুবই কষ্টসাধ্য । সুতরাং আমি বলব যখনই ট্রেড করব তথনই ভেবে চিন্তে তারপর করব । কেননা মানুষের জীবন ক্ষণস্থায়ী । অনেক হিসাব নিকাশ করে যেকোন কাজ করতে হয় । হিসাব ছাড়া কোন কাজ করলে অবশ্যই সেখানে ক্ষতির সম্ভাবনা থাকে । সুতরাং ভুল করার আগেই এটাকে শোধরে নেয়া উচিত ।
ভুল সবারই হতে পারে তার জন্য যে ফরেক্স করা যাবেনা তা কিন্তু নয় কারন আপনার ভুল হতেই পারে তবে ফরেক্সে কাজ করতেহলে আপনাকে অনেক বেশি সময় দিতে হবে কারন ফরেক্স মার্কেট এনালাইসিস করে আপনি যদি ট্রেড করেন তাহলে আপনার লস খাওয়ার সম্ভাবনা ও অনেক কম থাকে তাই ফোরাম করাটা চালু রাখতে হবে।
এখানে বড় ধরনের ভুল করলে আমাদের ক্ষতিটাও বড় হয়। তাই সবাই লট ছোট রেখে ট্রেড করার চিন্তা ভাবনা করে। আমরা এখানে যত বেশি ভুল করব ততই শিখতে পারব। তাই বলে আমাদেরকে এটা ছেড়ে চলে গেলে হবে না। আবার এ ব্যবসার সাথে রাগ ও করা যাবে না। অনেক কঠিন সাধনা করে আমাদেরকে এখান থেকে ট্রেড শিখতে হবে।
মানুষ মাত্র ভুল হয়, এমন কেউ নয় যে ভুল না করে। ভুল থেকে শিখতে হবে, খুজে বাহির করতে হবে, আমার কি ভুল হল? তা সংশোধন করতে হবে। ফরেক্স করার আগে ফনফারম হতে হবে যে কি করছে এবং কিভাবে করছেন। আসা করি ফরেক্স সম্পর্ক এ ভাল ভাবে জেনে ফরেক্স করবে। আর ভুল নই শুধুই প্রফিট।
আসলে ভুল করাই মানুষের ধর্ম আর ভুল না করলে আপনি শিখবেন কি করে। ফরেক্স মার্কেট এমন এক্তা জায়গা যেখানে ভুল হওয়াটা একবারে সাবাবিক একটা বিষয়। তবে ফরেক্স মার্কেটে বার বার ভুল করলে আকজন ট্রেডারের একাউন্টের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে।
ভুল থেকে শিক্ষা অর্জন করা বুদ্ধিমানের কাজ। আসলে মানুষ ভুল করার আগে কখনই বলতে পারে না এটা কি ভুল হচ্ছে নাকি আর তাই ভুল হয়ে থাকে তবে একই ভুল যাতে দুইবার না হয় সে জন্য আপনাকে খুবই সতর্ক থাকতে হবে। ফরেক্স মার্কেটে ভুল করলে অনেক ক্ষতির সম্মুখিন হতে হয় আপনি চাইলে এই ভুল হওয়া থেকে বাচতে পারেন। আপনি যদি এই ভুল না করতে চান তাহলে আপনাকে ফরেক্স সম্পর্কে অনেক ভাল্ভাবে সবকিছু আয়ত্ত করতে হবে ফরেক্স এর ইন্ডিকেটর এর ব্যবহার জানতে হবে,স্ট্রেটিজি জানতে হবে তাহলেই আপনি আর ভুল করবেন না।
যে কোন কাজেই ভুল হতে পারে তাই বলে আত্মবিশ্বাস হারানো ঠিকনা । আপনার ভুল হলে তা সংশোধন করার চেষ্টা করতে হবে । ফরেক্স ট্রেডিং এ ভুল হয়ে গেলে তা সঠিক নিয়মে সংশোধন করতে হবে । আপনি নিয়ম এর বাহিরে ট্রেডিং করলে আপনার আরও বড় ক্ষতি হতে পারে তাই আপনাকে ফরেক্স ট্রেডিং করতে হলে ভালো ভাবে শিখে করতে হবে । ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হবে । আপনি যত বেশি জ্ঞান অর্জন করতে পারবেন আপনার তত বেশি দক্ষতা বৃদ্ধি পাবে ।
ফরেক্স মার্কেটের একটা শর্ত হলো এখানে আপনি ভুল করবেন তো লস করবেন। প্রতিটা ভুলের জন্যই আপনাকে মাশুল দিতে হবে। তবে এটাও মাথায় রাখবেন ভুল যা করার তা করে ফেলেছেন, সেটাকে ঝেড়ে ফেলুন। তবে হ্যা অবশ্যই ভুল থেকে শিক্ষা নিবেন এবং সেটা যাতে ভবিষ্যতে না হয় সেদিকে খেয়াল রাখবেন। হ্যা এখানে ভুল থেকে ফেরা যায় না, কিন্তু ভুল থেকে শিক্ষা নেয়া যায়।
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করে প্রফিট করতে হলে ফরেক্স বিষয়ে দক্ষ জ্ঞান থাকতে হবে তাই ফরেক্স শিক্ষা অর্জন করতে হবে, ফরেক্স ট্রেডিং চার্ট এনালাইসিস করা,ফরেক্স নিউজ দেখা,কিছু কিছু সময়য় আমরা ট্রেড করে অনেক লোভে পড়ে শুন্য হয়ে যায় আমাদের ব্যালেন্স, তাই ভুল করে অভার ট্রেড থেকে বিরত থাকা।
ফরেক্সের কাজ এমনি কাজ যা একবার ভুল হয়ে গেলে আর ফেরানো যাই না। ফরেক্সের কাজ করতে হলে খুব সাবধানে ও ধৈর্য সহকারে কাজ করতে হই। যেন ভুল না হই সে দিকে খুব ভালো ভাবে খেয়াল রাখতে হই। ফরেক্সে যদি আপনি কোন কাজ ভুল করে ফেলেন তাহলে মন খারাপ করে বসে না থেকে আবার ও চেষ্টা করুন।
ফরেক্স মার্কেটে না কোন কাজে একবার ভুল করলে সেই ভুল আর ফিরিয়ে আনা জায় না তাই ফরেক্স মার্কেটে কোন ট্রেড ওপেন করা হলে সেই ট্রেড আর ফেরান জায় না তাই ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে অনেক চিন্তা ভাবনা করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে জেন কোন ভুল ট্রেড না হয় জেন তাই কোন ট্রেড যদি ভুল হয়ে জায় সেই ভুল আর ফেরান যাবে সেই ট্রেড আর ফেরান যাবে না ।
ফরেক্স ট্রেডিং এ ভুল করলে তা রিকভার করা খুবই কস্টকর ব্যাপার । একবার ভুল করলেই যথেষ্ট । তাই প্রতিটি পদক্ষেপ অত্যন্ত ভেবে চিন্তে নেয়া উচিত যাতে বড় ধরনের কোন ভুল না হযে যায় । এভাবেই লাভবান হওয়া যাবে ।
ফরেক্সে বেশির ভাগ নতুন ট্রেডার যখন এই মার্কেটপ্লেসের সাথে পরিচিত হয় তখন অনেক বেশি ভুল করে এবং ক্রমাগত কিছুদিন যখন ভুল করে তখন তারা বুঝতে পারে যে তারা ঠিক কোথায় ভুল করে আসলে ভুল করার মাধ্যমে অনেক কিছু শিখা যায় ।
ফরেক্স মার্কেটে একবার ভুল করলে তা আর ফিরে আসে না বা ফিরে পাওয়া জায় না তাই ফরেক্স মার্কেটে ট্রেড করতে করতে অনেক সময় আছ যে ভুল ট্রেড ওপেন করা হয়ে জায় তাই এই ভুল ট্রেদ করার পর সেই ট্রেড আর ফিরিয়ে আনা জায় না একটি ভুল ওপেন করার পর সেটা আর কখনো ফিরিয়ে আনা সম্ভব না ।
আসলেই তাই একবার ভুল হয়ে গেলে আর ফেরান যায়না। ঠিক তীর যেমন একবার নিক্ষেপ করলে আর ফেরান যায়না । ট্রেড ও ঠিক তেমন । একবার অর্ডার প্লেস করলে সেই অর্ডার আর ফেরানো যায় না । তাই আমদাএর কে বুঝে শুনে অর্ডার প্লেস ক্করতে হবে । পরে যেন আফসুস করতে না হয়। আমরা প্রায়ই আফসোস করি ভুল ট্রেড করে । আসুন আমরা সবাই ভুল না করে সঠিক ট্রেড করার চেষ্টা করি।
ভুল মানুষের জীবনে সাভাবিক এটা হয়ে থাকে ,কিন্ত তাই বলে বার বার ভুল করা এটা বলতে গেলে এক ধরনের বুকামি ছাড়া আর কিছুই না,আমার জানা মতে কেউ যদি একবার ভুল করে পরে কিন্ত সে ভুলটা শুধরানোর চেষ্টা করে ,যে নিজের ভুল টাকে শুধরাতে পারেনা সে নিজেই নিজেকে বিপদের মুকে টেলে দেয়।
ফরেক্স এমন একটি মার্কেট ব্যবস্থা যে যেখানে আপনি খুব ভালভাবে জানবেন যে একবার যদি আপনার ট্রেড বা সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয় তাহলে তা আপনাকে অবশ্যই মেনে নিতে হবে।উদাহারণ সরুপ মার্কেট ভোলাটাইল অবস্থায় আছে এ সময় ভুল ট্রেড ওপেন করলেন।তাহলে আর কি করা যা হবার তাই হবে।
ফরেক্স মার্কেটে টা খুব কঠিন বলে আমি মনেবকরি কারন ফরেক্স মার্কেটে আপনি যদি এক বার ভুল কপ্রেন তবে আপনার সেই ভুলটা ফেরানু অনেক কটিন হয়ে যাবে বলে আমি মনে করি। তাই ফরেক্স মার্কেটে ট্রেড নেবার আগে আপনি দুবার ভেবে নেন যেন আপনার লস নাহয়ে যায়।
আমার একবার এমন ভুল হয়েছে যে মনে হলো ফরেকস্ কতৃপক্ষ কেন ভুল ফিরিয়ে নেওয়ার টুল রাখেনি। আমার মনে হয় ১ মিনিটের মধ্যে কেউ যদি চায় তার অর্ডার যেন ফেরত আনতে পারে । বা দিনে অন্তত ১ বার হলেও যেন ভুল রিমুভ করা যায় । আমি নেব সেল কিন্তু হয়ে গেল বাই । তারপর দিলাম ক্লজ , লস হল .৩০ সেন্ট।
আমি বলবো আপনার মতামত যুক্তিসম্মত। ফরেক্স ট্রেডিং করার আগে ভালোভাবে নির্ধারন করতে হবে যে ফরেক্স কেমন ব্যবসা। অনেকেই না জেনে না শুনে ঝোকের বশে ফরেক্স ট্রেডিং ব্যবসায় করতে চলে আসে। কিন্তু পরক্ষনে যখন অনবরত লস খায় তখন ভুল করে ফিরে যায় বাস্তবতায়। তাই ফরেক্স ট্রেডিং ব্যবসায় করার পূর্বে ভেবেচিন্তে নিতে হবে সকল ফরেক্স বিষয়গুলো।
একবার ভুল হয়ে গেলে আর ফেরানো যায় না এটা আমরা সবাই জানলেও আমরা সবাই এটা মানি না । যার কারণে উল্টা পাল্টা প্ল্যানবিহীন ট্রেড দেওয়ার ফলেই আমরা অনেক বেশি ক্ষতির সম্মুখিন হই । তাই আমি মনে করি যে আমরা যদি নিজেদের ক্ষতি পোষাতে চায় তবে অবশ্যিই জেনে বুঝে ভালভাবে এনালাইসিস করে ট্রেড দিতে হবে ।
ব্যবসায়ে ভুল হওয়া মানেই লসের সম্মুখীন হওয়া। তেমনি ফরেক্সে ট্রেড করার সময় ভুল হলেই লসের সম্মুখীন হতে হয়। তাই ট্রেড করার আগে উচিত মার্কেট ভালো করে এনালাইসিস করা, মার্কেটের বাই মুড না সেল মুড তা নির্ধারন করা। এছাড়াও ট্রেডের মানি ম্যনেজমেন্ট সঠিক ভাবে করা। সব সময় উছিত একটি ট্রেড ওপেন করার জন্য একটু সময় নিয়ে ওপেন করা।
সবাই ভুল করে, তবে সে ভুল কে ভুল বলে রেখে দেওয়া টা হবে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল।। তাই ভুল থেকে শিখতে হবে, খুজে বাহির করতে হবে, আমার কি ভুল হল? তা সংশোধন করতে হবে। আর ভুল থেকে কাটিয়ে উঠার জন্য আপনাকে প্রচুর সময় দিতে হবে ফরেক্স মার্কেট এ। যাআতে মার্কেট এনালাইসিস করে ভুল টা শুধরে নিতে পারেন। এ ক্ষেত্রে আপনারই লাভ।।
ভুল হলে লস হবেই এর কোন বিক্লপ নাই । খতি হলে আমরা হতাস হয়ে যাই এর পরে খতি পোষানওর জন্ন আবার ভুল করে ট্রেড দেই আবার লস হয় । উচিত হলো ভুল হলে পুনরায় সঠিকভাবে মারকেট মুল্যায়ন করে পুনরায় ট্রেড দেয়া উচিত ।
আমি আপনার সাথে একমত হতে পারলাম কারন আমাদের ভুল হবে ভুল থেকে আমাদের কে শিখতে হবে। ফরেক্স মার্কেটে ভুল করে নাই এরকম রোখ খুজে পাওয়া কঠিন তাই আমাদের কে ভুল গুলো বের করতে হবে কেন ভুল হল সেই ভুল যেন পরবর্তিতে আর না হয়।
অনেকেই না
জেনে না শুনে ঝোকের বশে ফরেক্স
ট্রেডিং ব্যবসায় করতে চলে আসে। কিন্তু
পরক্ষনে যখন অনবরত লস খায় তখন ভুল করে
ফিরে যায় বাস্তবতায়। তাই ফরেক্স ট্রেডিং ব্যবসায়
করার পূর্বে ভেবেচিন্তে নিতে হবে.....
আমাদেরকে আমাদের ভুল সম্পর্কে সজাগ থাকতে হবে তবে আমি মনে করি যে কোন মানুষই ভুলের উর্ধে্ব নয় , ফরেক্সে বেশির ভাগ নতুন ট্রেডার যখন এই মার্কেটপ্লেসের সাথে পরিচিত হয় তখন অনেক বেশি ভুল করে এবং ক্রমাগত কিছুদিন যখন ভুল করে তখন তারা বুঝতে পারে যে তারা ঠিক কোথায় ভুল করে আসলে ভুল করার মাধ্যমে অনেক কিছু শিখা যায় ফরেক্স মার্কেটে যদিও ভুল করা মানে আমাদের ক্ষতি হওয়া কারণ।ফরেক্স মার্কেট এনালাইসিস করে আপনি যদি ট্রেড করেন তাহলে আপনার লস খাওয়ার সম্ভাবনা ও অনেক কম থাকে তাই ফোরাম করাটা চালু রাখতে হবে।
ফরেক্স এ ট্রেড করতে গেলে সবাই কিছ না কিছু ভূল করে পরে তার থেকে শিক্ষা নেয় যা পরবতীতে তাকে ভূল শুধরানোর সুয়োগ থাকে।তাই আমি বলব ভূল আমাদের ভবিষ্যতে বড় বূল থকে রক্ষার করার জন্য ব্যাপক ভূমিকা পালন করে থাকে।কিন্তু কিছু বিষয় আমাদের অনিয়মতার কারনে ভূল হয়ে থাকে।তাই আমাদের ট্রেড করার সময় আরো বেশি আগ্যহী হতে হবে।
আসলে ফরেক্স মার্কেটে আপনি যদি একবার ভুল করেন তবে আপনি ফরেক্স মার্কেটে ভাল করতে পারবেন না তা নয় কিন্তু তবে ফরেক্স মার্কেটে ভাল কিছু করতে হলে আপনাকে অবশ্যই আপনাএ বেশি বেশি পড়াশুনা করতে হবে যদি আসলেই আপনি লাভ করতে চান তাহলেই।
হ্যা আপনার কথাই ঠিক । মার্কেটে আপনি একবার ভূল করলে সেই লস রিকভারী দেওয়াটা খুবই কষ্টকর হয়ে দাড়ায় । আমার মতে মার্কেটে তারাই সফল ট্রেডার যারা মার্কেটে তাদের করা লসগুলো রিকভার করতে পারে । তাই মার্কেটে করা আপনার ভূলগুলো থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ট্রেডের জন্য অভিজ্ঞতা দিসেবে কাজে লাগান । ধন্যবাদ॥
মানুষ মাত্র ভুল হয়, এমন কেউ নয় যে ভুল না করে। ভুল থেকে শিখতে হবে, খুজে বাহির করতে হবে, আমার কি ভুল হল? তা সংশোধন করতে হবে। ফরেক্স করার আগে ফনফারম হতে হবে যে কি করছে এবং কিভাবে করছেন। আসা করি ফরেক্স সম্পর্ক এ ভাল ভাবে জেনে ফরেক্স করবে। আর ভুল নই শুধুই প্রফিট।
মানুষ মাত্রই ভুল তাই ভুল সবারই হতে পারে তার জন্য যে ফরেক্স করা যাবেনা তা কিন্তু নয় কারন আপনার ভুল হতেই পারে তবে ফরেক্সে কাজ করতে হলে আপনাকে অনেক বেশি সময় দিতে হবে কারন ফরেক্স মার্কেট এনালাইসিস করে আপনি যদি ট্রেড করেন তাহলে আপনার লস খাওয়ার সম্ভাবনা ও অনেক কম থাকবে।