ভুল থেকে শেখা
মানুষ মাত্র ভুল হয়, এমন কেউ নয় যে ভুল না করে। ভুল থেকে শিখতে হবে, খুজে বাহির করতে হবে, আমার কি ভুল হল? তা সংশোধন করতে হবে। ছোটবেলার হাটা শেখার কথা চিন্তুা করুন, কত বার হোচট খেয়েছি? আর এখন আমরা দৌড় প্রতিযোগিতা দিতে পারি। আপনি পারবেন, আপনার ভুল গুলো লিপিবদ্ধ করুন, তার সমাধান করুন। আপনি পরবর্তিতে জয়ি নিশ্চিত।
https://www.facebook.com/bdforex

