কত ভলিয়ম দিয়ে ট্রেড করা ভালো? আমি জানি না। আপনারা কেউ জানলে আমাদেন জানান। কত ভলিওম দিয়ে ট্রেড করলে আমরা ভালো প্রফিট আনতে পারি।আপনারা কত ভলিওম দিয়ে ট্রেড করেন?
Printable View
কত ভলিয়ম দিয়ে ট্রেড করা ভালো? আমি জানি না। আপনারা কেউ জানলে আমাদেন জানান। কত ভলিওম দিয়ে ট্রেড করলে আমরা ভালো প্রফিট আনতে পারি।আপনারা কত ভলিওম দিয়ে ট্রেড করেন?
আপনি জানেন ফরেক্স টাকা ঙ্কামানোর মেশিন। তাই বলে যা ইছা তাই লট দিয়ে ট্রেড ওপেন করলে ই লাভবান হয়া যাবে না। বরং আপনি লসে পরবেন। ফরেক্স মারকেটে আপনি কত দিয়ে শুরু করবেন বা আপনার ব্যলেনচ কতো সেটার উপর ডিপেন্ড করে। আপনার আকান্টের আপনি ২-৫% লট বা ভলিউম ব্যবহার করতে পারেন। এর বেশি করলে রিস্ক হয়ে যায়। তবে আপনি যদি এক্সপেরিএন্স হন তাহলে।
ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে একটা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ যে ভলিউম যথার্থভাবে সেট করা ভলিউম সঠিকভাবে নির্ধারণ করা নির্ভর করছে সম্পূর্ণরুপে মানিম্যানেজমেন্ট এর উপরে অর্থ্যাৎ আপনি ঠিক কতটুকু বিনিয়োগ করবেন এবং প্রতিটা ট্রেডে মূল ব্যালেন্সের কতটুুকু পর্যন্ত ব্যবহার করবেন পাশাপাশি আপনাকে হিসাব নিকাশ করে সিদ্ধান্ত নিতে হবে যে ঠিককতটুকু পরিমাণে ঝুঁকি আপনি প্রতিটা ট্রেডে নিতে চান! যদি নতুন ট্রেডার হয়ে থাকেন তবে আপনার উচিত হবে প্রতি ১০০ ডলার এর জন্য 0.01 ভলিউম নির্ধারণ করা
কত ভলিউম নিয়ে ট্রেড করা উচিত এটা নির্ভর করে একাউন্ট ব্যালেন্সের উপর। তারপরেও একেকজনের একটা নির্দিষ্ট ব্যপার স্যাপার থাকে। আমার মনে হয় ১০০ ডলারের একাউন্টে সর্বোচ্চ ৫ সেন্ট ভলিউমে ট্রেড করা যায়। অবশ্য ক্ষেত্র বিশেষে ১০ সেন্টেও ট্রেড নেয়া যায়। আবার একাউন্ট যদি ৫০০ ডলারের হয় তাহলে ২০ সেন্ট ভলিউমেও ট্রেড নেয়া যায়। আমি মনে করি একাউন্ট ব্যালন্সের ২০ ভাগের এক ভাগ কে সেন্টে প্রকাশ করে ট্রেড করা উচিত।
কত ভলিয়ম দিয়ে ট্রেড করবেন এটি নির্ভর করবে আপনার ট্রেডিং প্লান এবং সম্পূর্ণ আপনার ব্যালেন্স এর উপর । ব্যালেন্সের সর্ব্বচ্চ দুই ভাগ রিস্ক নিবেন একটি ট্রেডে । তারপর সেটি অনুসারে আপনার ট্রেড ভলিয়ম ঠিক করে নিন ।
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে হলে আমাদের সর্বনিম্ন ভলিউম বা লট ব্যাবহার করে ফরেক্স ট্রেডিং করতে হবে,তাই আমাদের ফরেক্স মার্কেট এর নিয়ম অনুসারে যদি কোন ফরেক্স ট্রেডার ১০০ডলার ডিপোজিট করে তাকে সসর্বি নিম্ন ০.০১ লটে ট্রেডিং করতে হবে,তাহলে অনেক ভাল হবে,তাই করা ভাল।
কত ভলিয়ম দিয়ে ট্রেড শুরু করবেন সেটা একান্তই আপনার কাছে কারন এখন আমি বললাম ১০০০ ডলার দিয়ে ট্রেড করলে আপনি লস কম করবেন কিন্ত আপনার কাছে এই পরিমান অর্থ আপনার কাছে নাই তখন কি আপনি ট্রেড করবেন না! আপনি ফরেক্স মার্কেটে ১০ ডলার দিয়েও ট্রেড আরম্ব করতে পারবেন তবে যদি দক্ষ হন তাহলে লস কম করবেন এটা থেকে অনেক আয় করতে পারবেন আবার যদি দক্ষ না হন এই মার্কেট সম্পর্কে তাহলে ১০০ ডলার দিয়েও কিছু করতে পারবেন না। তবে নতুন অবস্থায় ১০০ ডলার দিয়ে ট্রেড করলে এবং কম লট এ ট্রেড করলে প্রফিট করা সম্ভব।
আমি ফরেক্স মার্কেটে ট্রেড করি আমার বেল্যেন্সের উপর নির্ভর করে। আমার একাউন্টে যদি বেশি বেলেন্স থাকে তবে আমি বেশি লট দিয়ে ট্রেড করে থাকি। কারন বেশি লট দিয়ে ট্রেড করতে হলে আপনাকে আপনার ব্যলেন্স দেখে ট্রেড করতে পারেন। আমি সব সময় কম কমকরে ট্রেড করে থাকি।
ফরেক্সে কত ভলিওম দিয়ে ট্রেড করা ভালো তা নির্ভর করে ব্যালেন্সের টাকার উপর ও যে ট্রেড করবে তার দক্ষতার উপর। তবে ৩-৫ ভলিওম দিয়ে ট্রেড করলে ভালো হই। যদি কেউ ফরেক্স সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করতে পারে তাহলে সে তার মত ভলিওম দিয়ে ট্রেড করতে পারে।
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ভলিউম নির্নয় অত্যান্ত গুরুত্বপূর্ণ । ভলিউম বা লট নির্বাচন সম্পূর্নভাবে নির্ভর করে মার্কেটের মুভমেন্ট এর উপর । মার্কেটের মুভমেন্ট দেখে লট নির্বাচন করা উচিত বলে আমি মনে করি । আমাদের মত ক্ষুদ্র ট্রেডারদের জন্য লট সাইজ ০.০১ থেকে ০.০৫ এর মধ্যে নির্বাচন করা ভাল । এতে করে ব্যলেন্স শূন্য হওয়া থেকে রক্ষা পাওয়া যেতে পারে ।
কত ভলিয়মে ট্রেড করা উচিৎ তা নির্ভর করে , আপনার ব্যলান্সের উপর, লিভারেজের উপর , আপনার দক্ষতার উপর । উপরে অনেকেই বলেছে যে ১০০ ডলার ডিপোজিট থাকলে .০১ সেন্ট এর ভলিউম দিয়ে ট্রেড ওপেন করতে। তাহলে ১০০ পিপস প্রতিকুলে গেলে মাইনাম হবে ১ ডলার । যা অনেক কম ঝুকি। তাই আমার কাছে মনে হয় .১০ সেন্ট খুলে ট্রেড করা যেতে পারে ।
ফরেক্স মার্কেটে ট্রেড করমতে আপনার দক্ষতা, জ্ঞান ও অভিজ্ঞতাই বলে দেবে আপনাকে কত ভলিউমটি নির্নয় করতে হবে? তবে সাধারণত লট সাইজ ০.০১ থেকে ০.০৫ এর মধ্যে নির্বাচন করা ভাল । এতে করে একাউন্ট শূন্য হওয়া সম্ভবনা কম থাকে।
আমার মনে হয় ফরেক্স এ লট বা ভলিয়ম কোন ব্যাপার না, আসল ব্যাপার মার্কেট সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করা, আর টেক প্রফিট ও স্টপ লচ ব্যবহার করে ট্রেড করলে আপনার লাভ বা লচ যায় হক না কেন আপনার অ্যাকাউন্ট জিরো হবে না এটা নিশ্চিত, তাই আপনি নিরাপদে ট্রেড করতে চাইলে আপনার অ্যাকাউন্ট এই উপর ২০% ঝুকি নিতে পারেন, আবার লট নির্ধারণ আপনি নেজেই করতে পারবেন।
ভাই কত ভলিয়ম দিয়ে ট্রেড করা ভাল এটা নির্ভর করে আপনার একাউন্ট ব্যলান্স এর উপর । আপনি যদি স্টপ লস ব্যবহার না করেন সে সেক্ষেত্রে অর্ডার করা কারেন্সি যদি ৩০০ পিপস প্রতিকুলে যায় সেই ব্যলান্স বেখে আপসি আপনার ভলিয়ম নির্ধারন করতে পারেন।
কত ভলিয়মের ট্রেড করা হবে সেটা নির্ভর করে কত ব্যালেন্স নিয়ে ট্রেড করা হচ্ছে অথবা কত পরিমানে লিভারেজ নেওয়ায়া হয়ে ছে।যাদের বড় পুজি রয়েছে তারা অবশ্যই বড় লটে ট্রেড করদে চাইবেন।এভাবে যাদের ছোট পুজি তাদের ছোট ভলিয়মের ট্রেড করা উচিত।সর্বোপরি ব্যালেন্সের হিসাবনিকাশ করে ট্রেড করাটাই ভালো বলে আমি মনে করি।
আমরা ট্রেড করা এ্যাকাউন্টের ডলারের উপর নির্ভর করে । যার এ্যাকাউন্টে যত বেশী ডলার রয়েছে সে তত বেশী লট নিয়ে ট্রেড করতে পারে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য এ্যাকাউন্টে ডলার বেশী রাখব তাহলেই জীবনে উন্নতি করতে পারব ।
যত ছোট লটে ট্রেড করা যায় তত ভালো। আমার মতে প্রতি ১০০ usd এর জন্য . ০১ লটে ট্রেড করা যেতে পারে। যারা বড় লটে ট্রেড করবেন তারা বড় ধরনের ধরা খাবেন। আশা করি বোঝাতে পেরেছি।
আমার মনে হয় ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে একটা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ যে ভলিউম যথার্থভাবে সেট করা ভলিউম সঠিকভাবে নির্ধারণ করা নির্ভর করছে সম্পূর্ণরুপে মানিম্যানেজমেন্ট এর উপরে অর্থ্যাৎ আপনি ঠিক কতটুকু বিনিয়োগ করবেন এবং প্রতিটা ট্রেডে মূল ব্যালেন্সের কতটুুকু পর্যন্ত ব্যবহার করবেন পাশাপাশি আপনাকে হিসাব নিকাশ করে সিদ্ধান্ত নিতে হবে যে ঠিককতটুকু পরিমাণে ঝুঁকি আপনি প্রতিটা ট্রেডে নিতে চান! যদি নতুন ট্রেডার হয়ে থাকেন তবে আপনার উচিত হবে প্রতি ১০০ ডলার এর জন্য 0.01 ভলিউম নির্ধারণ করা।
আমরা যারা নতুন বা মোটামুটি তাদের উচিত হবে কম ভলিউম দিয়ে ট্রেড করা। তাহলে আমরা ট্রেড মার্কেটে অনেক দিন তিকে থাকতে পারব। কমপক্ষে ৩০০/৫০০ দলার না হলে ০.০১ ভলিউম দিয়ে ট্রেড করা উচিত। তাহলে লস হলেও কম হবে আর লাভ হলেও কম হবে। তাতে মার্কেটে আমরা তিকে থাকতে পারব।
কত ডলার দিয়ে আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে চান তা নির্বর করবে আপনি কি পরিমান ডলার ইনভেস্ট করেছেন তার উপর আপনি যদি বেশি ডলার ইনভেস্ট করেন মানে আপনি যদি আপনি একশ ডলার ইনভেস্ট করেন তবে আপনি ০.০৫ লটে ট্রেড ওপেন করতে পারেন রিক্স কম হবে।
এটি নিভর করবে আপনি কত ডলার ইনভেস্ট করেছেন, আপনার মানি ম্যানেজমেন্ট কি, আপনার ট্রেডিং প্ল্যান কি , আপনার একাউন্ট কোন ধরনের ইত্যাদি বিষয়ের উপর । এসব বিষয় ঠিক করলেই আপনি কত লটে ট্রেড করবেন বুঝতে পারবেন । তবে সাধারনত ১০০০ ডলার = ১ ইন্সটালট হিসেবে ট্রেড করতে পারেন ।
আমি মনে করি ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে একটা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ যে ভলিউম যথার্থভাবে সেট করা ভলিউম সঠিকভাবে নির্ধারণ করা নির্ভর করছে সম্পূর্ণরুপে মানিম্যানেজমেন্ট এর উপরে অর্থ্যাৎ আপনি ঠিক কতটুকু বিনিয়োগ করবেন এবং প্রতিটা ট্রেডে মূল ব্যালেন্সের কতটুুকু পর্যন্ত ব্যবহার করবেন পাশাপাশি আপনাকে হিসাব নিকাশ করে সিদ্ধান্ত নিতে হবে যে ঠিককতটুকু পরিমাণে ঝুঁকি আপনি প্রতিটা ট্রেডে নিতে চান! যদি নতুন ট্রেডার হয়ে থাকেন তবে আপনার উচিত হবে প্রতি ১০০ ডলার এর জন্য 0.01 ভলিউম নির্ধারণ করা
কত ভলিয়মে ট্রেড করবেন , তা প্রত্যেকের নিজস্ব ব্যাপার । মার্জিন কম থাকলে ছোট লট ও মার্জিন বেশি থাকলে বড় লট এ ট্রেড এন্ট্রি নিতে হবে । আর এসএল/টিপি অবশ্যই ব্যবহার করতে হবে। 100$ এর একাউন্ট এ সর্বোচ্চ 0.10 লট এ ট্রেড এন্ট্রি নিতে হবে। এর বেশি না।
ব্যক্তিগতভাবে আমি বলবো কত ভলিউম নিয়ে ট্রেড করা উচিৎ এটা নির্ভর করে একাউন্ট ব্যালেন্সের উপর। তারপরেও একেকজনের একটা নির্দিষ্ট ব্যপার স্যাপার থাকে। আমার মনে হয় ১০০ ডলারের একাউন্টে সর্বোচ্চ ৫ সেন্ট ভলিউমে ট্রেড করা যায়। অবশ্য ক্ষেত্র বিশেষে ১০ সেন্টেও ট্রেড নেয়া যায়। আবার একাউন্ট যদি ৫০০ ডলারের হয় তাহলে ২০ সেন্ট ভলিউমেও ট্রেড নেয়া যায়। আমি মনে করি একাউন্ট ব্যালন্সের ২০ ভাগের এক ভাগ কে সেন্টে প্রকাশ করে ট্রেড করা উচিৎ।
আমরা মূলত লাভ ও লসের পরিমান কম বেশি রাখার জন্য লট ভলিউম দিয় । বেশি লট ভলিউম দিলে লাভ বেশি আবার লস হলে লস বেশি । তাই নিজের মুল্ধন যেন একেবারে শুন্য না হয় এ রকম লট ভলিউম নিয়ে কাজ করতে হয় । আমার খ্যেত্রে আমি প্রথমে অনেক দিন 0.1 দিয়ে ট্রেড করেছি । পড়ে যখন একটু বুঝতে শিখেছি তখন লট ভলিউম বারিয়ে 0.5 - 1 নিয়ে কাজ করি । তবে প্রথমেই বড় ভলিউম নিয়ে ট্রেড না করে ছোট ভলিউমে ট্রেড করাই ভালো ।
প্রাথমিক অবস্থায় বড় ভঅলিয়মে ট্রেড দিলে বড় ধরেনের লস হয়ে ক্যাশ জিরো হয়ে যাবে । কারন প্রথম দিকে লস হবেই তাই ছোট ভলিয়ামে ট্রেড করুন যেমন মাইক্রো অয়ান ভলিয়মে (o.01) ।
আপনি কত ভলিউম এ তারে করবেন এইটা সম্পূর্ণ আপনার পার্সোনাল বেপার , তবে ট্রেডিং এর আগে অবশ্যই একটি গন্তব্য ঠিক করা উচিত , আপনি যদি ভলিউম ঠিক না করেন সেই ক্ষেত্রে আপনি লস এর সম্মুখীন হতে পারেন , বেশির ভাগ ট্রেডার এ ভলিউম ০.১ সিলেক্ট করে আমার ও এই ভলিউম এ পছন্দ তবে সময়ের সাথে সাথে আপনি অবশ্যই আপনার ভলিউম বাড়াতে পারেন
কত ভলিয়ম দিয়ে ট্রেড শুরু করবেন সেটা একান্তই আপনার কাছে কারন এখন আমি বললাম ১০০০ ডলার দিয়ে ট্রেড করলে আপনি লস কম করবেন কিন্ত আপনার কাছে এই পরিমান অর্থ আপনার কাছে নাই তখন কি আপনি ট্রেড করবেন না! আপনি ফরেক্স মার্কেটে ১০ ডলার দিয়েও ট্রেড আরম্ব করতে পারবেন তবে যদি দক্ষ হন তাহলে লস কম করবেন এটা থেকে অনেক আয় করতে পারবেন আবার যদি দক্ষ না হন এই মার্কেট সম্পর্কে তাহলে ১০০ ডলার দিয়েও কিছু করতে পারবেন না। তবে নতুন অবস্থায় ১০০ ডলার দিয়ে ট্রেড করলে এবং কম লট এ ট্রেড করলে প্রফিট করা সম্ভব।
ফরেক্স ট্রেড করতে গেলে কম ভলিউম দিয়ে ট্রেড করা ভালো। কারন কম ভলিউম দিয়ে ট্রেড করলে প্রফিট যদি কমও হয় তাহলে লসের পরিমানও কমই হবে,তাতে অ্যাকাউন্ট সবসময় রিস্কমুক্ত থাকবে। আমি মনে করি ১০০ ডলার এর অ্যাকাউন্ট এ ০.০৫ সাইজের লট বা ভলিউম দিয়ে ট্রেড করা ভালো। তবে মাঝে মধ্যে মার্কেটের মুভিং ভালো ভাবে বুজতে পারলে ০.১০ ভলিউম দিয়ে ট্রেড করতে পারেন তাহলে বড় ধরনের প্রফিট হবে।
প্রাথমিক অবস্থায় বড় ভঅলিয়মে ট্রেড দিলে বড় ধরেনের লস হয়ে ক্যাশ জিরো হয়ে যাবে । কারন প্রথম দিকে লস হবেই তাই ছোট ভলিয়ামে ট্রেড করুন যেমন মাইক্রো অয়ান ভলিয়মে (o.01) ।
কত ভোলিউট বা লট দিয়ে ট্রেড করা ভাল তাহা সম্পূর্ন নীর্ভর করছে আপনি আপনার অ্যাকাউন্টে কি পরিমান ডলার ইনভেস্ট করছেন তার ওপরে। আমি মানি ম্যনেজমেন্ট হিসাবে আপনাকে সাজেস্ট করতে ইচ্ছুক ২০ ডলারে ০.০২ সেন্ট, ৪০ ডলারে ০.০৪ সেন্ট, ১০০ ডরারে ০.১০ সেন্ট। মানি ম্যনেজমেন্টে আপনার এই পরিমান লট সাইজ ই ভাল।
আমার মনে হয় ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে একটা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ যে ভলিউম যথার্থভাবে সেট করা। ভলিউম সঠিকভাবে নির্ধারণ করা নির্ভর করছে সম্পূর্ণরুপে মানিম্যানেজমেন্ট এর উপরে অর্থ্যাৎ আপনি ঠিক কতটুকু বিনিয়োগ করবেন এবং প্রতিটা ট্রেডে মূল ব্যালেন্সের কতটুুকু পর্যন্ত ব্যবহার করবেন পাশাপাশি আপনাকে হিসাব নিকাশ করে সিদ্ধান্ত নিতে হবে যে ঠিককতটুকু পরিমাণে ঝুঁকি আপনি প্রতিটা ট্রেডে নিতে চান! যদি নতুন ট্রেডার হয়ে থাকেন তবে আপনার উচিত হবে প্রতি ১০০ ডলার এর জন্য 0.01 ভলিউম নির্ধারণ করা
আসলে ঠিক কত ভোলউম দিয় ট্রড করা ভাল তাহা নিতান্তই নির্ভর করে আপনার একাইন্টের ক্যাপিটাল ও মান ম্যানেজমেন্টের ওপরে সুতরাং তা নির্ধারন করে বলা সম্বব নয়। কিন্তু আপনাকে এতটুকু ধারনা দিতে পারি যে যদি আপনার ক্যাপিটাল হয় ২০০ ডলার এবং লিভারেজ হয় ১ঃ২০০ তাহলে আপনার প্রতি লটে ০.২০ ডলার করে ট্রেড করতে পারবেন। মানি ম্যানেজমেন্ট আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। কারন ফরেক্স এর মূল আধার হল আপনার একাউন্ট টিকিয়ে রাখা।
ফরেক্স মার্কেট আপনি কত দিয়ে শুরু করবেন বা আপনার ব্যালেচ কতো সেটার উপর ডিপেন্ড করে। আপনার আকান্টের আপনি ২-৫% লট বা ভলিউম ব্যবহার করতে পারেন। যদি কেউ ফরেক্স সম্পর্কে ভালো দক্ষতা অর্জন করতে পারে তাহলে সে তার মত ভলিওম দিয়ে ট্রেড করতে পারে। তবে নতুন অবস্থায় ১০০ ডলার দিয়ে ট্রেড করলে এবং কম লট এ ট্রেড করলে প্রফিট করা সম্ভব।
ভলিউম এর বিষয়ে মূল নীতি হচ্ছে ব্যালান্স এর নিরাপত্তার পাশাপাশি সর্বোচ্চ প্রফিট। এর অর্থ হচ্ছে আপনি সর্বোচ্চ যে লটে ট্রেড করলে আপনার স্ট্রাটেজি অনুযায়ী আপনি ব্যালেন্স হারাবেন না সেই লটে আপনি ট্রেড ওপেন করবেন। উদাহরণ স্বরূপ আপনি ১ ডলার থেকে ১০ ডলার যে লট নিয়েই ট্রেড করুন না কেন আপনার স্ট্রাটেজি এবং মানি ম্যানেজমেন্ট এর হিসাব অনুযায়ী আপনার বিনিয়োগ নিরাপদ থাকবে তাহলে আপনি ১ ডলার নয় বরং ১০ ডলার লটের ট্রেড ওপেন করুন। কিন্তু ১২-১৫ ডলার লটের ট্রেড আপনার স্ট্রাটেজি এবং মানি ম্যানেজমেন্ট এর হিসাব অনুযায়ী আপনার বিনিয়োগ কে ঝুঁকির মধ্যে ফেলবে। তাহলে খুব যত্নের সাথে এর থেকে দূরে থাকুন। তবে যারা মানি ম্যানেজমেন্ট বুঝেন না তাদের জন্য নিরাপদ হলো লিভারেজ কমিয়ে রাখা, আমি সাজেস্ট করবো ১:২০ এর উপর কোনো ভাবেই লিভারেজ না নিতে। এটাই নিরাপদ ভলিউমের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি। এখন আপনি যত বড় লটে ইচ্ছে হয় ট্রেড ওপেন করুন। গুড লাক।
আমি মনেকরি, কত ভলিয়মে ট্রেড করবেন তা নির্ভর করবে আপনার ট্রেডিং দক্ষতা এবং আপনার ইনভেস্ট এর উপর।। ফরেক্সে আপনি কি পরিমাণ ইনভেস্ট করতে পারবেন তার উপর নির্ভর করে আপনাকে ট্রেড করতে হবে।। আপনার ইনভেস্ট যদি ১০০ ডলার হয় তাহলে আপনি সরবোচ্চ ৩০ সেন্ট এর ট্রেড ওপেন করতে পারেন।। এর চাইতে বেশি দিলে আপনার একাউন্ট জিরো হতে পারে।।
অনেকে ফরেক্স এ বেশি লিভারেজ ব্যবহার করে থাকেন বেশী প্রফিট করার জন্য। কারন লিভারেজ বেশী থাকলে বড় লটে ট্রেড দেয়া যায়। এই সব ট্রেডআর ফরেএক্স টিকে থাকতে পারে না। ব্যলেন্স কম থাকলে ছোট ছোট লট ব্যবহার করে ট্রেড করুন।
আপনি যত ভলিয়ম দিয়ে ট্রেড করতে পারবেন বিনা রিস্ক এ তত ভলিয়ম দিয়ে ট্রেড করা ভালো। এটা নিরভর করছে আপনার মানিমাঙ্গেমেন্ত এর উপর । আমি সাধারণত ০.২০ লট এ টেড করে থাকি । আপনার যত বালাঞ্চে আছে তাই উপর ভিত্তি করে আপনার টেড করা উচিত । তাই রিস্ক ফ্রী ভলিয়ম দিয়ে ট্রেড করা ভালো হবে আপনার জন্য বা সবার জন্য ।
ট্রেড শুরু করার আগে ট্রেডারকে যে বিষটি খেয়াল করতে হবে তা হল লট বা ভলিউম। লট বা ভলিউমের মাধ্যমে আমরা নির্ধারণ করে দিবো যে প্রতি পিপস আমাদের অনুকূলে বা প্রতিকূলে গেলে আমাদের কি পরিমান লাভ বা লস হবে। আমরা যত কম ভলিউমে ট্রেড করব তত কম লাভ বা লস হবে । আর যদি বেশী ভলিউমে ট্রেড করি আমাদের তত বেশী লাভ বা লস হবে । ভলিউম .01, .02 , .03, .5, 1 ,2 ,5 এভাবে হয়ে থাকে ।