Originally Posted by
FRK75
স্টপ লস ট্রেডিং এর এমন একটা সিস্টেম যার মাধ্যমে আপনি আপনার লসের পরিমান নির্ধারন করতে পারবেন। আপনি চাইলে ওপেনকৃত ট্রেডে স্টপ লস অপশনটি সেট করে দিতে পারেন। এতে যদি ট্রেডটি লসে পড়ে তাহলে একটি নির্দিষ্ট লেভেলে গিয়ে অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। অন্যথায় মার্কেট অতিরিক্ত উঠানামা করলে আপনার অনেক লস হয়ে যেতে পারে। আর আপনার পুজির পরিমান যদি কম হয় তাহলে একাউন্ট জিরো হয়েও যেতে পারে। তাই যাদের পুজি কম তাদের স্টপ লস অপশনটি সেট করা দরকার।ফরেক্স ট্রেডিংয়ের এমন একটি সিস্টেম যার মাধ্যমে একজন ট্রেডার তার প্রতিটি ট্রেডে লস এর পরিমাণ কে নির্দিষ্ট লেভেলে সেট করে দিতে পারেন।মার্কেট যদি কখনো ট্রেড এর বিপরীত ও চলে যায় তাহলে ওই সেট করা লেভেল পর্যন্ত পৌঁছালে মার্কেট অটোমেটিক্যালি ট্রেডটি ক্লোজ করে দেয়। ফলে অনাকাঙ্ক্ষিত লস থেকে একজন ট্রেডারের একাউন্ট নিরাপদ থাকে। তাই আমাদের উচিত ট্রেডিং এর সময় অবশ্যই প্রতিটি ট্রেডে স্টপ লস ব্যবহার করা।