আসার মনে হয় সবাই রানিং ট্রেড নিয়ে কিছুটা হলেও চিন্তিত থাকে কেননা আমরা কেউ একেবারে নিদৃষ্ট করে বলতে পারবে না যে আমি নিশ্চিন্ত। আমার মনে হয় আমার মত সবারই একটু টেনসন থাকে আর এটা থাকা স্বাভাবিক।
Printable View
আসার মনে হয় সবাই রানিং ট্রেড নিয়ে কিছুটা হলেও চিন্তিত থাকে কেননা আমরা কেউ একেবারে নিদৃষ্ট করে বলতে পারবে না যে আমি নিশ্চিন্ত। আমার মনে হয় আমার মত সবারই একটু টেনসন থাকে আর এটা থাকা স্বাভাবিক।
ফরেক্স বিজনেসে আমরা সবাই ট্রেড করি লাভ করার জন্য। আর আমরা কেও চাই না আমাদের ট্রেড লস হোক।তাই ট্রেড ওপেন করার পর ও ভাবতে হয় আমাদের কারন ফরেক্স বাজার এমন একটি বাজার যেকোনো সময় বাজার পালটে যেতে পারে তাই খেয়াল রাখতে হবে।আর বিজনেসে লস তো হবেই আর লস হলে ইমোশনাল হলে আরো ক্ষতি হতে পারে আপনার।তাই আমি মনে করি আগে চিন্তা করে ট্রেড করবেন ট্রেড করে চিন্তা করে লাভ কি বলেন।
রানিং অপেন ট্রেডে সবার একটাই চিন্তা থাকে আর সেটা হলো কখন ট্রেড ক্লোজ করবো কোন পজিশনে ট্রেড ক্লোজ করবে। কারন আমরা সবাই জানি ফরেক্স অনেক রিস্কি ব্যবসা তাই যেকোন সমায় মার্কেট এর ব্যপক পরিবর্তন হতে পারে তাই ট্রেড ক্লোজ করার সমায় এনালাইসিস এর মাধ্যমে সঠিক সমায়ে ট্রেড ক্লোস করা উচিত। তবে যারা ভালো ফরেক্স ট্রেডার তারা আগে থেকেই বুঝতে পারে যে কোন টাইমে ট্রেড ক্লোস করতে হবে তাই তারা আগে থেকেই টেক প্রফিত এবং স্টপ লস লিমিট দেয়ে রাখে।
ট্রেডারদের এটা একটা সাধারণ সমস্যা। ট্রেডাররা চিন্তিত থাকবে ট্রেড নিয়ে এর কোন বিকল্প নেই। তবে সঠিক ভাবে মানি ম্যানেজমেন্ট এবং স্টপ টিপি ব্যবহার করে ট্রেড করতে পারলে কিছুটা কম চিন্তিত থাকা যায়। কিন্তু আমাদের বেশির ভাগ ট্রেডার তা করে না।
হা আমি রানিং ট্রেড নিয়ে অনেক চিন্তা করি। আমি আসলে তেমন আনায়সিস করতে পারি না। আমি বুঝি না যে আমার ট্রেড তা ১০০% সফল হবে। কখনও আমার ট্রেড লসের দিকে যেতে থাকে তখন আমার খুব খারাপ লাগে।
ফরেক্স মার্কেট এমন একাটি মার্কেট কেউ বলতে পারবে না যে পরবর্তি এক মিনিট কি হবে। তাই কোন ট্রেড ওপেন থাকলে অবশ্যই একজন ফরেক্স ট্রেডার চিন্তিত থাকে বলে আমার মনে হয়। কারন তার ট্রেড এক মিনিট পর কি হবে সে নিযেই জানে না।
আপনি যদি লং ট্রেড করে থাকেন তাহলে চিন্তা করার কোন কারন নেই। যদি শর্ট ট্রেডার হন তাহলে আপনাকে স্টপ লস দিয়ে ট্রেড করলে কোন কষ্ট পেতে হবে না। যা যাবার একবারেই চলে যাবে। আবার নতুন করে শুরু করতে পারবেন। এটাই ট্রেড করার নিয়ম। আপনাকে হার জিত মেনেই ট্রেড করে জিততে হবে।
ফরেক্স মার্কেটে যখন একটি টড়েড ওপেন করা হয় তখন আমার সেই ট্রেড কি অবস্থায় আছে কি হতে পারে এই নিয়ে আমি চিন্তিত থাকি কারন ফরেক্স মার্কেট কখন কন দিক জায় সেটা বলা খুভ কঠিন তাই আমি যদি কোন ট্রেড করি সেই ট্রেড ক্লোজ না হওয়া পর্যন্ত আমি খুভ চিন্তিত থাকি ।
না রানিং ট্রেড নিয়ে আমি কখনই চিন্তিত থাকি না কারন আমি ফরেক্সে ট্রেড করার পূর্বে সব সময় ট্রেডিং দক্ষতা এবং অভিজ্ঞতাকে সব থেকে বেশি প্রধান্য দিয়ে থাকি যার কারনে ট্রেডে আমার লসের সম।ভাবনা অনেক কম থাকে যার ফলে আমার টেনশনও অনেকাংশে কুমে যায়।
রানিং ট্রেড নিয়ে চিন্তিত থাকে ফরেক্সে এমন ট্রেডারের অভাব নেই।তবে সত্যি বলতে রানিং ট্রেড নিয়ে কখনই চিন্ততা করা যাবেনা।এতে করে অযথা শারিরিক প্রেসার বাড়তে পারেরে।তাই দক্ষতার সাথে ভালো পজিশনে ট্রেড এন্ট্রি নিন আর চিন্তামুক্ত থেকে ট্রেড করার চেষ্টা করুন। তাহলে আপরি মেন্টালি এবং পিজিকালি উভয় দিক থেকে স্ট্রং থাকবেন ইনশাল্লাহ।