সাপ্তাহিক দুই দিন ছুটি ছাড়া,অর্থাৎ যে দুইদিন মার্কেট বন্ধ থাকে ওই দুই দিন ছাড়া, আপনি যেকোন সময় ই ফরেক্সে ট্রেডিং করতে পারবেন।রবিবার ভোর ৩ টা থেকে শুক্রবার ভোর ৩ টা,এই পাঁচ দিনের ২৪ ঘন্টা ই মার্কেট খোলা থাকে। তাই আপনি চাইলে এর ভিতরে যে কোন সময় ট্রেডিং করতে পারবেন। তবে দিনের বেলা থেকে তুলনামূলকভাবে রাতের মার্কেটটি ভাল মুভ করে । তাই আমার মতে আপনি আপনার সুবিধা অনুযায়ী যেকোনো সময় ট্রেডিং করতে পারবেন।