-
আসলে ফরেক্স ট্রেডিং সম্পর্কে আমার ধারণা সবার মতই । সবাই যেমন মনে করে ফরেক্স ট্রেডিং থেকে একটা ভালো আমউন্ট এর অর্থ আয় করা যায় , আমিও তেমনি মনে করি । আমি মনে করি আমরা যদি ফরেক্স মার্কেটটা ভালোভাবে বুঝতে পারি তাহলে খুব সহজেই এই মার্কেট থেকে অনেক অর্থ উপার্জন করা সম্ভব । তাই আমাদের উচিত প্রথমে খুব ভালোভাবে ফরেক্স সম্পর্কে বোঝা , কিভাবে মার্কেট আনাল্যসিস করা যায় । নিজের ট্রেডিং কওশল তৈরি করা । এগুলো আমরা করতে পারলে খুব সহজেই ফরেক্স ট্রেডিং থেকে অর্থ আয় করতে পারব ।
-
যদিও ফরেক্স বিজনেস ২৪ ঘন্টাই করা যায়,তারপরও একটি নির্দিষ্ট সময় ঠিক করে নেয়া জরুরী।তাই আমার জন্য সন্ধ্যার পর সময়টা ট্রেড উপযুক্ত সময়।কিন্তু আমি দেখেছি সন্ধ্যা প্রায় ৬.০০ টা থেকেই বাজারের ভোলাটিলিটি বেশি থাকে।তাই এ সময় ট্রেড করতে পছন্দ করি বেশি।এই সময় ট্রেড করলে সেই ট্রেড থেকে লাভ হওয়ার সম্বভনা অনেক বেশি।
-
ফরেক্স ট্রেড যে কোন পেশার মানুষ করতে পারে। কারন এখানে যার যার সময় সুযোগমত ট্রেড করে লাভ করতেপারে। আর তাছাড়া বিকাল এর পর থেকে মার্কেট এ ভোলাটাইল বেশি থাকে। মার্কেট এসময় ট্রেড করেও ভালো প্রফিট অল্প সময়ে করা যায়।
-
যদিও ফরেক্স বিজনেস ২৪ ঘন্টাই করা যায়,তারপরও একটি নির্দিষ্ট সময় ঠিক করে নেয়া জরুরী।তাই আমার জন্য সন্ধ্যার পর সময়টা ট্রেড উপযুক্ত সময়।কিন্তু আমি দেখেছি সন্ধ্যা প্রায় ৬.০০ টা থেকেই বাজারের ভোলাটিলিটি বেশি থাকে।তাই এ সময় ট্রেড করতে পছন্দ করি বেশি।এই সময় ট্রেড করলে সেই ট্রেড থেকে লাভ হওয়ার সম্বভনা অনেক বেশি।
-
ফরেক্স মার্কেটে সর্বদা গতিশীল অবস্থা বিরাজমান থাকে। কিন্তু তাই বলে সবসময়ই মার্কেটের গতি সমান থাকে না। কোনো কোনো সময় মার্কেটের গতি অত্যাধিক বেশি থাকে। যারা পার্ট টাইম ফরেক্স ট্রেডার তারা অনেকেই বেশি মুভমেন্ট মার্কেটে ট্রেড করতে পছন্দ করে। এজন্য বাংলাদেশ সময় দুপুর ২ টা - রাত ৯ টা পর্যন্ত ভালো সময় বলে বিবেচিত হতে পারে বলে আমি মনে করি।
-
ফরেক্স বাজার ২৪ ঘন্টাই খোলা তাকে। তবে একটা মানুষের পক্ষে কখনও ২৪ ঘন্টা ট্রেড করা সম্ভব নয় তাই সে তার পছন্দ মোতাবেক সকাল বিকাল সন্ধ্যা বা রাত এক্টি নির্দিষ্ট সময় নির্ধারন করে ট্রেড করে থাকে।কোন সময় ট্রেড করলে বেশি প্রফিট হয়, কোন সময় ট্রেড করলে লসের সম্ভাবনা থাকে সেটা আগে থেকে ঠিক করে নেয়া ভাল। এই সময় কে ঠিক করে নিলে ফরেক্স এ তাড়াতাড়ি লাভ করা যায়।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা । ফরেক্স ব্যবসার জন্য নির্দিষ্ট কোন টাইম নেই । এ ব্যবসা দিনে ২৪ ঘন্টাই করা যায় । তবে তারপরেও ফরেক্স ব্যবসার জন্য একটি টাইম যার যার সুবিধা অনুযাই বের করে নেয়া উচিত । কারণ কম বেশি সবাই ফরেক্স ছাড়াও অন ব্যবসা বা চাকরির সাথে জরিত আছে । আর একটি টাইম নির্ধারন করলেও এটা বুঝায় কোন কাজটা থেকে কত লাভ হচ্ছে । তাই একটি নির্দিষ্ট টাইম কি করে নেয়াই ভাল ।
-
আসলে ফরেক্স মার্কেট হল এমন একটা মার্কেট প্লেস যেখানে আমরা দিনে রাতে যে কোন সময় যে কোন অবস্থাতেই ট্রেড করতে পারি । আর এখন মোবাইলের মাধ্যমে ট্রেড করতে পারা যায় বলে যে কোন অবস্থাতেই ট্রেড চেক করা যায় মোবাইলে খুব স্বল্প ডাটা ব্যবহার করেই । তবে আমাদের বেশিরভাগ ট্রেডারই ফরেক্সকে পার্ট টাইম পেশা হিসেবে নিয়েছে ।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার নির্দিষ্ট কোন সময় নেই আপনি যেকন সময় ট্রেড করতে পারেন তবে কথা হচ্ছে বাকি সময়গুলাতে মার্কেট একি নিয়মে চলে কিন্ত সন্ধার সময় মার্কেট অনেক বেশি উঠা নামা করে তার কারন হচ্ছে এই সময় নিউজ আপডেট হয় তার একটা প্রভাব পরে। আর এই সময়ে ট্রেড বসালে যেমন লাভ করা যায় আবার একটু ভুল হলেই আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে তাই এই সময় ট্রেড ওপেন করার সময় খুবই সতর্ক থাকতে হবে।
-
আমিও আপনার সাথে একমত , ফরেক্স মার্কেট 24 ঘন্টাই খোলা থাকে .... যারা ট্রেডার তাদের প্রত্যেকই তাদের একটি সময় মত তারা কাজ করে থাকে ... আমিও তার ব্যতিক্রম নয় , আমি সন্ধার পর ট্রেড করতে অনেক বেশি পছন্দ করি কারন অই সময় সব থেকে বেশি নিউজ থাকে এবং বেশি প্রভাব পড়ে মার্কেটে ।