-
আমার জানামতে ব্যাংকে ডিপোজিট করলে বছর শেষে ব্যাংকে থেকে লাভ আশা করতে হয়ে। তবে মাসে মাসে লাভ পেতে হলে ব্যাংকে ফিকসড ডিপোজিট করলে এক লক্ষ্য টাকা বছরে সর্বোচ্চ এক হাজার টাকা লাভ দেয়। কিন্তু ফরেক্স মার্কেটে ডিপোজিট করলে আপনি যদি ফরেক্সে দক্ষ হয়ে থাকেন তাহলে বছরে ঐ টাকা ডাবল করা সম্ভব যা অন্য কোন ব্যবসায় সম্ভব না। তাই ব্যাংক থেকে ফরেক্স এ ডিপোজিট লাভ জনক বলে মনে করি।
-
আমার মনে হয় ব্যাংকে ডিপোজিটের তুলনায় ফরক্সে ডিপোজিট করলে বেশ ভাল হয়। কারন ব্যাংকের চেয়ে ফরেক্সে বেশি লাভ করা যেতে পারে। কেননা এখানে স্বাধীন ভাবে ট্রেড করার সুবিধা রয়েছে। আপনি চাইলে যেকোন সময় ট্রেড ক্লোজ করে পেলতে পারেন। তাই আমার কাছে ব্যাংকের চেয়ে ফরেক্স বেশি ভাল বলে মনে হয়।
-
ব্যংকে ডিপোজিট করলে আপনি নির্দিষ্ট পরিমান লাভ পাবেন। আর আপনি যদি ফরেক্স এ ইনভেস্ট করেন তাহলে আনলিমিটেড আয় করতে পারবেন। এখানে আপনি যদি ফরেক্স ট্রেড করেন তাহলে আপনি ব্যাংক এ যা পাবেন তার দ্বিগুন টাকা আয় করতে পারবেন।
-
ব্যাংক এ টাকা রেখে মানুষ কত টাকা ইনকাম করতে পারে তা থেকে অনেক বেশি ইনকাম করতে পারে ফরেক্স থেকে। ভাল ট্রেড জানলে আপনি ফরেক্স থেকে অনেক টাকা আয় করতে পারবেন যা ব্যাংক থেকে অনেক গুন বেশি হবে।
-
েএকাউন্ট এর ব্যালেন্স দ্বিগুণ কর হলে স্বল্প সময়ে অাপনাকেও ফরেক্সে দ্বিগুণ টেকনিক দিয়ে কাজ করতে হবে । ফরেক্সে যে কেউ লাভবান হতে পারে না । ফরেক্সে ট্রেডিং করে লাভবান হতে হলে আমাদেরকে অবশ্যই অনেক বেশি পরিামাণে এখানের সুযোগ সুবিধাগুলোকে কাজে লাগাতে হবে । যে কেউ ফরেক্সে সফল হতে পারে এর জন্য প্রযোজন আপনার দক্ষতা ও ফরেক্স জ্ঞান ।
-
আপনি ফরেক্স বাজারে যদি আপনার মুলধন বিনিয়োগ করতে চান তাহলে আপনাকে এই বাজারে ব্যবসা সম্মন্ধে অভিজ্ঞতা অর্জন করতে হবে ব্যাংকে ডিপোজিট করার চেয়ে ফরেক্সে ডিপোজিট করা তখনই লাভজনক হবে যখন আপনি একজন ভালো ট্রেডার হবেন।আপনি যদি ফরেক্স এ অভিজ্ঞ হন এবং ভালো ট্রেড জানেন তাহলে তাহলে এই মার্কেট থেকে অনাক প্রফিত করতে পারবেন
-
আমিও মনেকরি ব্যংকে ডিপোজিট না করে ফরেক্স মার্কেটের কাজ ভালো করে শিখে ফরেক্স ডিপোজিট করলে। সেই ডিপোজিট ভালো টাকা আয় করা সম্বভ। শুধু কাজটি শিখতে হবে আর একটু সময় দিতে হবে। কারন ফরেক্সের ব্যাবসা লাভজনক ব্যাবসা।
-
হ্যা এটা সত্য ব্যাংক ডিপোজিট এর চেয়ে ফরেক্স এ ডিপোজিট করতে পারলে লাভ অনেক বেশি। কারণ আপনি ব্যাংকে ডিপোজিট করলে একটা নির্দিষ্ট পরিমাণ লাভ পাবেন। কিন্তু ফরেক্স মার্কেটে ডিপোজিট করতে পারবেন আপনি আনলিমিটেড লাভ উত্তোলন করত পারবেন। আর এর জন্য আপনাকে কিছু অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ফরেক্স মার্কেট থেকে অধিক প্রফিট মুনাফা অর্জন করত পারবেন যা অন্য কোন ব্যবসায়ের এত বেশি উপার্জন করতে পারবেন না।
-
ভালোভাবে ট্রেড করা জানলে ব্যাংকে ডিপোসিট করা থেকে ফরেক্স মার্কেটে বিনিয়োগ আরো বেশী লাভজনক হবে বলে আমি মনে করি। কারণ আমার মতে একজন ট্রেডার যদি ঝুকিবিহীনভাবে ট্রেড পরিচালনা করে যায় তবে মাসে সে অবশ্যই ৫ থেকে ১০% প্রফিট করতে পারবে। আর সেদিক থেকে কেউ যদি ব্যাংকে ডিপোসিট করে তবে সে বছরান্তে পাবে মোটের উপর ১০% এতে সহজেই অনুমেয় যে ফরেক্স বেশী লাভজনক ব্যাংকে ডিপোসিট করা থেকে।
-
ব্যাংক হচ্ছে আপনার টাকা বা মূলধন জমা রাখার জন্য একটা নিরাপদ ব্যবস্থা৷এখানে খুব সামান্য পরিমাণে profit আমরা পেয়ে থাকি যা কখনোই ব্যবসার আওতায় পড়ে না৷কারণ আমরা যখন কোনোও ব্যবসা করি তখন সেখানে বেশকিছু লস থাকে আবার লাভও থাকে৷ অথচ ব্যাংকে যদি আমরা টাকা জমা রাখি সেখানে কখনই লস গুনতে হয় না বরং অল্প কিছু হলেও লাভ পেয়ে থাকি৷আর ফরেক্স মার্কেটে টাকা দিয়ে আমরা সরাসরি ব্যবসা করি৷এখানে প্রতিনিয়তই লাভ/লস হতে থাকবে৷তাই ব্যাংকের সাথে ফরেক্স ব্যবসার কোনো প্রকার তুলনা করা চলেনা৷ফরেক্স হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা বাজার যেখানে আমরা বিশ্ববাসী সবাই একযোগে সরাসরি কারেন্সী ক্রয়/বিক্রয় করে ব্যবসা করে থাকি৷ফরেক্স মার্কেটে নিয়মিত প্রফিট পেতে হলে বেশ কয়েক বছরের অভিজ্ঞতা ও দক্ষতার প্রয়োজন হয়৷