যেকোন সময় যেকোন ব্যক্তি ফরেক্স ব্যবসায় অংশ গ্রহন করতে পারবে ও টাকা আয় করতে পারবে । শুধু ফরেক্স ব্যবসা বলে না অন্য ব্যবসায়ও অল্প পুজিতে বেশি লাভের আশা করা ঠিক না । এই জন্য তো আমি অনেক বড় এমাউন্ট ইনভেষ্ট করেছি । আমি বলি যে সকল ট্রেডারদের বড় এমাউন্ট ইনভেষ্ট করা উচিত । আপনি যদি আগে ফরেক্স টা ভালভাবে শিখতে পারেন ডেমো ট্রেড এ অভিজ্ঞ হয়ে ট্রেড করতে পারেন জীবনে দেখবেন আপনার অল্প পুজিতেই অনেক বেশি লাভ চলে আসবে।তাই আগে অল্প পুজিতে বেশি লাভের কথা না ভেবে আগে ফরেক্স এ দক্ষতা অর্জন করুন দেখবেন আপনার মুলধন কম হলেও লাভ ঠিক থাকবে।