-
আসলে যে কোন কাজ প্রথমে অনেক কঠিন মনে হতে পারে। তাই বলে সেই কাজ যদি আমরা ছেরে দেই তাহলে কখনোই সফল হতে পারব না। ফরেক্স এ সফলতা পেতে হলে মন প্রান দিয়ে ফরেক্স নিয়ে স্টাডি করতে হবে। কারন আপনি যদি স্টাডি না করেন তাহলে ফরেক্স এর গভীরতা সম্পর্কে জানতে পারবেন না।
-
আমি মনে করি যে কোন বিষয় অধিকতর সফলতা পেতে হলে আপনাকে দক্ষ হতে হবে। আর দক্ষতা একদিনে সম্ভব হয়না, আস্তে আস্তে সময় নিয়ে অর্জন করতে হয়। আর ফরেক্স লাভ করতে হলে আপনাকে দক্ষ হতে হবে। যত বেশি দক্ষ হবেন তত বেশি লাভ করতে পারবেন। একদিন আপনিও দক্ষ হয়ে অনেক বেশী লাভ করতে পারবেন ।
-
বাংলায় একটা প্রবাদ আছে, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, অর্থাৎ পরিশ্রম করলে যেকোনো কাজ থেকে সফলতা অর্জন করা সম্ভব।তাই আমরা যদি ফরেক্স মার্কেট সম্পর্কে সঠিকভাবে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে অভিজ্ঞ করে তুলতে পারি, ফরেক্স এর ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং প্রাকটিসের মাধ্যমে দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারি,এবং খরচের নিয়ম মেনে সকল প্রকার এনালাইসিস করে মানি ম্যানেজমেন্ট মেনে ধৈর্যসহকারে ট্রেডিং করার মাধ্যমে ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারি, তাহলে অবশ্যই একদিন না একদিন ফরেক্স থেকে সফলতা আসবেই।
-
আমি ও আপনার মত মনে করি ফরেক্স মার্কেট এ লেগে থাকলে লাভ করা সম্ভব । বাংলাদেশ এ এমন অনেক টেড আর আছে জার ১ বছর পর বা ২ বছর পর ফরেক্স মার্কেট এ সফল হইছে তারা এখন ফরেক্স মার্কেট থেকে ভাল টাকা ইনকাম করছে তাই আপনি যদি এখন লাভ এ না থাকেন তা হলে ফরেক্স মার্কেট এ লেগে থাকেন দেখবেন আপনি সফল একদিন হবেন ।
-
আমরা সবাই যে ভুলটা করে থাকি তাহলো প্রথমেই ফরেক্রকে আয়ের একমাত্র উৎস বানিয়ে ফেলি। ফলে আমাদের প্রফিটের পেছনে দৌড়াতে হয়। ফরেক্র এমন একটা মার্কেট যা দীর্ঘ সমায় পরে এটাকে পেশা হিসাবে নিতে পারবেন। ফরেক্র একটা ঝুকিযুক্ত মার্কেট তাই সফল হতে হলে আমাদের কিছুটা সমায় নিয়ে শিখে প্রফিটের আশা করা ভালো। লস হলে ভেঙে পড়া যাবে না। সফল হতে হলে অনেক কিছু জানতে হবে শিখতে হবে। আমরা মুলত শিখতে চাইনা রোবট খুজি ইন্ডিকেটর খুজি এসব করে আমাদের ফরেক্র ক্যারিয়ার শেষ করে ফেলি।
-
ফরেক্স ব্যবসা একটি মজার ব্যবসা।আমরা যদি ভালো করে ফরেক্স ব্যবসা শিখত পারে এবং ধরে রাখতে পারি তাহলে এখান থেকে একদিন সফলতা হবেই হবে।ফরেক্স ব্যবসা করতে হলে ধর্য্য ধরে করতে হবে।কোন লোভ করা যাবেনা।
-
লক্ষ্য অটুট থাকলে অবশ্যই সফলতা একদিন আসবেই। ফরেক্স এ নিয়মিত অনুশীলন এবং পরিশ্রমের মাধ্যমে সফল হওয়া সম্ভব। তাই আমাদের নিয়মিত ডেমো একাউন্টে অনুশীলন এবং পরিশ্রম করে ট্রেডিং স্কিল বৃদ্ধি করা উচিত। একদিন সফলতা আসবেই এভাবে এগিয়ে যেতে পারলে।
-
ফরেক্স সীমাহীন অনলাইন ব্যবসা। এবং এটি একদিনে 24 ঘন্টা খোলা থাকে, এক সপ্তাহে এই পৃথিবীতে বিনিময় হতে পারে। তবে, কিছু নিয়ম রয়েছে যা ফরেক্সে প্রতিটি ব্যবসায়ীর পক্ষে খুব গুরুত্বপূর্ণ। যে কোনও ব্যবসায়ীর জন্য সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফরেক্সে অনেকগুলি সেশন বেস ট্রেড রয়েছে। আমি পছন্দ করি সময়টি ফরেক্সে বাণিজ্য করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সেশন।
-
সফলতার জন্য প্রয়োজন দৈর্য্যশক্তি এবং কঠোর পরিশ্রম । কোন কাজেই খুব দ্রুত বা সহজে সফলতা পা্ওয়া যায় না আমরা সকলেই তা জানি । আপনি মনোবল ধরে রেখে মার্কেটে সময় দিয়ে যান দেখবেন আপনিই একদিন মার্কেটে সফল ট্রেডার হতে পারবেন*
-
আমি একনিষ্ট ভাবে পরিশ্রম করলে একদিন সফল হবোই ফরেক্সে।ভালোভাবে মানি ম্যানেজমেন্ট করলে,এনালাইসিস করলে ধৈর্য ধরে ট্রেড করলে একদিন সফল হবো ইনশাল্লাহ।