-
মার্কেটে আপনি যে দেশের মুদ্রা নিয়ে ব্যবসা করবেন সেই দেশে যদি কোন প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক,সামাজিক অবস্থার পরিবর্তন হয় তাহলে সেই দেশের বাজার উঠা নামা করে। ফরেক্স মার্কেটে বাজার উঠানামা সম্পর্কে ভাল ধারনা নিতে হলে ফান্ডামেন্টাল এনালাইসিস অনুসরন করতে হবে এবং এনালাইসিস সম্পর্কে ভাল ধারনা রাখতে হবে। তাহলে বুঝতে পারবেন মার্কেট কখন বেশি উঠাআনাম করে।
-
এটা তে বেশি উঠানামা করে দুপুর ১ টা থেকে স্যাদ্ধা ৬ টা পর্যন্ত । তাই এই সময় ফরেক্স এর সাধারণ নিয়ম হল প্রত্যকটা ট্রেড ওপেন করার পূর্বে সেই ট্রেড সম্পর্কে যথার্থ জ্ঞান অর্জন করা । এছাড়া ফরেক্স বিশ্বব্যাপি বহুল জনপ্রিয় হল কেন্ডেল স্টিক । তাই এই ক্যান্ডেল স্টিক এর মাধ্যমে আমরা ট্রেডগুলোকে ভালভাবে বিশ্লেষণ করতে পারি।
-
মার্কেট মূলত কোন নিউজ রিলিজের সময়, সপ্তাহে সোম মঙ্গলবার অথবা যখন মার্কেটে ক্রেতা বিক্রেতা বেশি থাকে তখন মার্কেট বেশি উঠা-নামা করে । এরকম সময়ে সর্তকতার সাথে ট্রেড করা উচিৎ । নতুনরা ট্রেড না করলেই ভাল ।
-
আপনি যে পেয়ারে ট্রেড করছেন সেই পেয়ারগুলার নিউজ যখন রিলিজ হয় তখন তাদের মুভমেন্ট অনেক বেড়ে যায়,এছাড়া ইউএসএ এবং ইউরোপ এর টাইম যখন এক জন আরেকজনের সাথে ক্রস করে তখন ও মুভমেন্ট অনেক বেড়ে যায়।
-
ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা ফরেক্স মার্কেট মুভমেন্ট করতে থাকে ফরেক্স মার্কেট সবসময় উঠানামা করে তবে ফরেক্স মারকেট বেশি উঠানামা করে যখন কোন নিউজ হয় তখন দেখা জায় যে বেশি উঠা নামা করে ।
-
ফরেক্স মার্কেটের উঠানাম অনেক কিছুর উপর নির্ভর করে। অনেক সময় যে দেশের মুদ্রায় বিজনেস করছেন সে দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাকৃতিক ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে। আবার অনেক সময় মার্কেট সেশন ওঠা নামা করার কারনেও এমন হয়। মার্কেটের ওঠানামা ভাল করে জানার জন্য ফান্ডামেন্টাল এনালাইসিস ভালভাবে জানতে হবে।
-
আমার জানা মতে ফরেক্স মার্কেট কখন উটানামা করে সব নিরভর করে হছে যে দেশের ডলার বাই বা সেল করি সেই দেশের পরিস্তির উপর ভিত্তি করে।যেমন একটা দেশের অত্তনিতির অবস্তা অনেক ভাল রুপ নিছে তাহলে সেই দেশের অবসস্ই ভাল ডিমান আসবে তাহলে তখন মার্কেট উদ্দগামি হবে।আর অত্তনিতি যদি কারাপ হয় তাহলে মার্কেট নিম্নগামি হবে।
-
আমরা যখন কোন কারেন্সি পেয়ারে ট্রেড করি তখন সেই দেশের কোন ইকোনমিক নবিউজ থাকলে মার্কেট অনেক বেশি মুভ করে । যেসব ট্রেডার নিউজ ট্রেড করেন তারা মার্কেট এর এই বড় মুভমেন্ট কাজে লাগিয়ে অনেক লাভ করতে পারে । আর এজন্য দরকার সঠিকভাবে নিউজ এনালাইসিস করার দক্ষতা । আর সেশন পরিবর্তনের সময়ও মার্কেট অনেক মুভ করে আমাদেরকে এই বিষয় গুল মাথায় রেখে ট্রেডে এন্ট্রি নিতে হবে ।
-
আমার মতে ফরেক্স মার্কেটে বাজার উঠানামা সম্পর্কে ভাল ধারনা নিতে হলে ফান্ডামেন্টাল এনালাইসিস অনুসরন করতে হবে এবং এনালাইসিস সম্পর্কে ভাল ধারনা রাখতে হবে।মার্কেট এ যখন কোন হাই ইম্পেক্ট নিউজ থেকে থাকে সেই সময়েই মার্কেট সব থেকে বেশী উঠা নামা করে ।দেশ যখন উন্নতি হতে থাকে তখন মার্কেট উপরে উঠতে থাকে। আর দেশের অবনতি হলে মার্কেট নিচের দিকে নামতে থাকে।
-
ফরেক্স মুদ্রার প্রাইজ উঠানামার সাথে সে সমস্ত দেশের সার্বিক অবস্থার একটা প্রভাব থাকে । মনে করুন যদি আমেরিকাতে কোন ধরনের বড় কোন অর্থনৈতিক বিপর্যয় ঘটল তবে সে ক্ষেত্রে ইউএসডি কারেন্সি নেগিটিভ-ভাবে মার্কেটে একটা প্রভাব বিস্তার করবে এবং দাম ওই পরিস্থিতিতে কমে যাবে । এভাবে কোন দেশের রাজনৈতিক ,সামাজিক এবং বিশেষ করে অর্থনৈতিক অবস্থা ফরেক্স মার্কেটে অত্যন্ত বেশি প্রভাব বিস্তার করে ।