বিলকুল সর আপনে বাহুত হৈ আছা সাওয়াল কিয়া হ্যায় আমাদের কিসি সময় ব্যবসায় গ্রহণের জন্য কুনকি ইয়াহ 24 ঘন্ট অনলাইন হট অ্যান্ড কিসি টাইম ট্রেড কি কি কি হ্যায় দুশওয়ার হ্যায় নাহিন হকি লেক এক হাফতে কিন হোটি হ্যায় ইসমেন হাম আপনা কদা বদ কনিষি
Printable View
ফরেক্সের উল্লেখযোগ্য সংখ্যক হাইলাইটের বিবেচনায় আমরা ফরেক্স বিজ্ঞাপনে টানছি। বৈদেশিক মুদ্রার বিস্তার এখন সামগ্রিক এবং এই সর্বব্যাপীতার একটি কারণ এখনকার বাহন হ'ল আদর্শ সময়। যেহেতু ফরেক্স প্রতিদিন 24 ঘন্টা খোলা থাকে, তাই বেশিরভাগ বণিকদের এখানে বিনিময় করা দরকার, এবং এখানে এক্সচেঞ্জিং অফ অফ সুযোগে উল্লেখযোগ্যভাবে লাভ করতে পারে যে তাদের দুর্দান্ত বিনিময় ক্ষমতা রয়েছে।
ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে। শুধু শনিবার বাংলাদেশ সময় 02:59 am থেকে সোমবার 2:59 am পর্যন্ত এই দুইদিন সাপ্তাহিক ছুটি হিসেবে ফরেক্স মার্কেট বন্ধ থাকে। এই দুইদিন ছাড়া বাকি ৫দিন ২৪ ঘন্টাই খোলা থাকে। এই চব্বিশ ঘন্টার মধ্যে এনালাইসিস অনুযায়ী মার্কেট ট্রেড করার জন্য অনুকূলে থাকলে এখানে যখন তখন যেকোন স্থান থেকে ট্রেড করা সম্ভব। ২৪ ঘন্টা ট্রেড করা যায় পৃথিবীতে ফরেক্স এর মত এমন কোন ট্রেড আছে কিনা সেটা আমার জানা নেই। ফরেক্স মার্কেট থেকে সফলতা পেতে হলে শুধু প্রয়োজন সঠিক প্রশিক্ষণ গ্রহনের এবং ট্রেডিং এর রুলসগুলি পালন করে ট্রেড কর করার, তবেই এখান থেকে সফল হওয়া সম্ভব।
ফরেক্স মার্কেট আন্তর্জাতিক মুদ্রা ক্রয় এবং বিক্রয়ের মার্কেট ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আর এই ৫ দিনে ২৪ ঘন্টাই যেকোনো সময় ট্রেড ওপেন করতে পারি এমন কোন বিজনেস নাই যে ২৪ ঘন্টা খোলা থাকে ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টাই খোলা থাকে।
ফরেক্স একটি ইন্টারন্যাশনাল অনলাইন মার্কেটপ্লেস যা সপ্তাহের শনি এবং রবিবার বাদে বাকি ৫ দিনই ২৪ ঘন্টা খোলা থাকে। তাই যে যার সময় অনুযাী বাকি পাচদিনের যেকোন সময় ট্রেড করতে পারে যা অন্য কোনো ব্যাবসায় হয়তো করা সম্ভব নয়। আর এটাই ফরেক্স ব্যাবসার সবচেয়ে বড় সুবিধা বলে আমি মনে করি।
ফরেক্স ট্রেডিং অন্য যে কোন ব্যবসার চেয়ে সম্পর্ন আলাদা । ফরেক্স ট্রেডিং ইন্টান্যাশনাল বিজনেস আর এখানে আমাদের ট্রেড করতে হয় হয় র্ভাচুয়াল মার্কেটে । আমার কাছে মনে হয় অন্য কোন ব্যবসার জ্ঞান আপনি ফরেক্সে ব্যবহার করতে পারবেন না কারণ ফরেক্স ট্রেডিং করতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে প্রচলিত জ্ঞান অভিজ্ঞতা অর্জন করে সফল হতে হবে ।
হ্যাঁ সত্যিই ফরেক্স হল ২৪ ঘণ্টার ব্যবসা । একমাত্র ফরেক্স হল এমন একটি আন্তর্জাতিক মানের ব্যবসা যেটার জন্য কোন প্রকার সময় নির্দিষ্ট করে দেয়া থাকে না । ফরেক্স মার্কেট সপ্তাহে পাঁচ দিন করে দিনরাত ২৪ ঘণ্টা খোলা থাকে । এছাড়া ফরেক্স এ যেকোনো শ্রেনীর এবং যেকোনো পেশার মানুষ তাদের নিজস্ব সময় মত, সুবিধা মত কাজ করতে পারে এবং অর্থ উপার্জন করতে পারে যা তাদের স্বাবলম্বী করে তুলতে সাহায্য করে ।
আরও বেশি সময় ব্যয় করা উচিত। বৈদেশিক মুদ্রা কেনা ও বিক্রয় সম্পর্কিত তাদের তথ্যের প্রতিস্থাপনের জন্য তাদের অবশ্যই বাজারের এবং আমেরিকার ডাউনদের সাথে যোগাযোগ রাখতে হবে। এবং সম্ভবত এটি ছাড়াও যে আমরা দীর্ঘ সময় ধরে সত্যিকারের অ্যাকাউন্টে এসেছি তা সত্ত্বেও আমাদের তবুও কোনও পরীক্ষার পাশাপাশি ঝুঁকির মধ্যে পড়েও কোনও কম পদ্ধতির সমাধানের জন্য একটি ডেমো অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে ইভেন্ট যদি আমরা একটি
ফরেক্স মার্কেট অন্যসব ব্যবসার মত নয় । ফরেক্স মার্কেট সপ্তাহের ৫ দিনে ২৪ ঘণ্টাই খোলা থাকে । এটা আমাদের জন্য অনেক বড় সুবিধা । কারণ অনেকই আছে দিনের বেলায় ব্যস্ত থাকে , কিন্তু রাতের বেলাতে অলস সময় কাটায় , তাঁরা রাতেই ফরেক্স মার্কেটে ট্রেড করে তাদের অলস সময়টাকে ভালোভাবে ব্যবহার করতে পারে । এসব কারণেই ফরেক্স ট্রেডিং একটা বিচিত্র ব্যবসা ।