-
প্রতিটা কাজেরই সুবিধা ও অসুবিধা থাকে৷স্টপ লস ব্যাবহারে কিছু সুবিধাও আছে আবার অসুবিধাও আছে৷প্রায়ই দেখি স্টপ লস হিট করেই আবার প্রাইস বিপরীত দিকে মুভ করছে৷তখন মনে হয় প্রাইস টা যেন আমার স্টপলস কেই হিট করার জন্য এসেছিলো৷আবার যখনই এই স্টপলস সেট করি না তখন দেখি আমার ব্যালেন্সটাই শুন্য হয়ে যাচ্ছে৷আসলে ট্রেডিং চার্টে সাপোর্ট এন্ড রেসিসট্যান্স লেভেল গুলো আমাদের ভালো করে চিনতে হবে,বুঝতে হবে৷তাহলে স্টপ লস সঠিক ভাবে ব্যাবহার করা যাবে৷আশা করি তখন এই সমস্যা হবেনা৷ফরেক্স মার্কেট এ স্টপ লস আপনার অ্যাকাউন্ট কে বাঁচিয়ে রাখবে কারন স্টপ লস ব্যবহার করলে আপনার ছোট লস হলেও মার্কেট হটাত যদি বড় মুভ করে তা হলে আপনার অ্যাকাউন্ট জিরো হবে না । স্টপ লস এর অপকারিতা আপনি যদি ফরেক্স মার্কেট সঠিক ভাবে স্টপ লস সেট করতে না পারেন তা হলে আপনার লস হবে ধরেন আপনি সেল দিলেন মার্কেট স্টপ লস হিট করে মার্কেট অনেক নিচে চলে গেল তখন আপনি মনে করবেন ইস স্টপ লস যদি না দিতেন তা হলে লাভ হত আমার।
-
স্টপ লস এর মানে হচ্ছে নিজের ক্ষতি কমানো বা বন্ধ করা | স্টপ লস এর অপকারিতা থেকে উপকারিতা একটু বেশি | তবে কিছু কিছু সময় দেখা যায় যতটুকু প্রফিট এ স্টপ লস সেট করা হয়েছিল ততটুকু যেয়ে ট্রেড বন্ধ হয়ে যায় এরপরও যদি প্রফিট হয় সেটি স্টপ লস এর কারণে সেই প্রফিট আর পাওয়া যায় না কিন্তু যদি সেটি প্রফিট না হয়ে লস হতো সেই ক্ষেত্রে স্টপ লস এর গুরুত্ব অপরিসীম স্টপ লস না থাকলে অনেক বড় ধরণের ক্ষতির সম্মুখীন হতে হতো তাই এটির উপকারিতাটাই বেশি |
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার পর থেকে অনেক কিছু সম্পর্কে জানতে পেরেছি এখন অনেক কিছু শিখার রয়ে গেছে। ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রপিট খুব গুরুত্বপুূর্ণ কারন ফরেক্স মার্কেটে যারা স্টপ লস ব্যাবহার না করেন তারা যে কোন সময় বড় ধরনের লসের সম্মুখিন হবে।ফরেক্স একটি ট্রেডিং মার্কেট এখানে জত রিক্স এ কাজ করা যাই তত বেশি মুনাফা হবে আবার তত বেশি লস অ হবে। আর এর জন্য স্টপ লস সিস্টেম আসে। এর অনেক উপকা ও অপকার আসে। যেমন স্টপ লস থাকলে বেশি লস হবে না আবার স্টপ প্রফিত থাকলে বেশি লাভ হবে না। কিন্তু ফরেক্স মারকেতে তিকে থাকা যাবে।
-
ফরেক্স ট্রেডিংয়ের সেই সিস্টেম যার মাধ্যমে একটি ট্রেডে লস এর পরিমাণ কে নির্দিষ্ট করা যায়। তাই স্টপ লস ব্যবহারের ফলে লস কে সীমিত রাখা যায়। আপনি সব সময় হয়তো ফরেক্স মার্কেটে থাকতে পারবেন না। যখন আপনি ফরেক্স মার্কেটে থাকবেন না তখন হয়তো মার্কেট আপনার ট্রেড এর বিপরীতে চলে যেতে পারে তখন আপনার অনেক লস হয়ে যেতে পারে কিন্তু আপনি যদি ফরেক্স মার্কেট থেকে বেরিয়ে আসার সময় ট্রেডে স্টপ লস ব্যবহার করেন তাহলে মার্কেট ওই লেভেল পর্যন্ত পৌঁছানোর সাথে সাথে আপনার ট্রেড অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। কিন্তু যদি স্টপ লস ব্যবহার না করেন তাহলে ট্রেড অটোমেটিক্যালি ক্লোজ হবে না এবং লসের পরিমাণ বেশি হয়ে যাবে এমনকি আপনি যদি মানি ম্যানেজমেন্ট অনুসরন না করে ট্রেড করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যালান্স শূন্য হয়ে যেতে পারে।প্রতিটা জিনিসের ভালো ও খারাপ দুটো দিকই আছে। আর ফরেক্সে স্পটলসের ক্ষেত্রেও একই রকম। এখানে আমরা ট্রেড করার পরে যদি দেখি অনাকাঙ্ক্ষিত ভাবে মার্কেট আমাদের বিপরীতে যায় তাহলে একাউন্ট টিকিয়ে রাখার জন্য স্টপলস ব্যবহার করাই ভালো। তবে সবক্ষেত্রে স্টপলস ব্যবহার না করাই ভালো কেননা এতে লসের সম্মুখীন হতে হয়। যদি আপনি ফরেক্সে দক্ষ ও অবিজ্ঞ হয়ে থাকেন তাহলে খুবই কম অনাকাঙ্ক্ষিত লসের সম্মুখীন হয়ে থাকেন। কেননা দক্ষ ট্রেডার লস করছেন খুবই কম। আর টেক প্রফিট ব্যবহার করা সকলের উচিত এতে একটা টার্গেট নিয়ে ট্রেড গুলো ছেড়ে দেয়া হয়। এটা সবাই ব্যবহার করে থাকে।
-
ফরেক্স ট্রেডিং করার আগে আমাদের অবশ্যই ফরেক্স বাজার ভালভাবে এনালাইসিস কিরে ট্রেডিং অর্ডার দিতে হবে।ফরেক্সে আমরা মুলত স্টপ লস,দিয়ে থাকি একাউন্ট কে অধিক লসের হাত থেকে রক্ষা করার জন্য।এছাড়া ও স্টপ লস ব্যাবহার করে আমরা ফরেক্স ট্রেডিং এর বিভিন্ন সুবিধা ভোগ করতে পারি।স্টপ লসের মাধ্যমে আমরা আমাদের একাউন্টকে বাড়তি লসের হাত থেকে রক্ষা করতে পারি।এতে আমরা আমাদের একাউন্ট বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা করি।আর অপকারিতা তেমন নেয়।যদি আপনার লস হয় তবে পরবর্তীতে আপনি আবার রিকোভারি করতে পারবেন।উপকারীতাই বেশি।
-
স্টপ লস করার উপকারিতা:-
স্টপ লস সেট করা থাকলে যদি ট্রেডার মার্কেটে অনুপস্থিত থাকে সেই সময়ে যদি মার্কেট খুব বেশি মুভমেন্ট করে থাকে এবং এন্ট্রির বিপরীতে চলে যায় তবে নির্দিষ্ট গন্তব্যে যেয়ে থেমে যায়। ফলে একাউন্ট বড় ধরণের লসের হাত থেকে রক্ষা পায়।
স্টপ লসের অপকারিতা:-
স্টপ লস সেট করা থাকলে অনেক সময় দেখা যায় যে, লস হতে হতে আবার ফিরে আসে কিন্তু যদি সেই পয়েন্টে যাওয়ার আগেই স্টপ লস সেট করা থাকে কিন্তু আবার মার্কেট পুন:রায় ফিরে আসে তখন আপনার আফসোস হতে পারে। সেক্ষেত্রে আপনাকে খুব ভালো ভাবে এনালাইসিস করে মার্কেট পর্যবেক্ষণ করতে হবে।