যেকোন কারেন্সীতেই ট্রেড করা ভাল। কারেন্সী পেয়ার নির্ভর করে একজন ট্রেডারের ট্রেডিং স্ট্যাটেজির উপর। এর মধ্যে যদি ভাল বা মন্দ বলে কিছু থাকত তবে সবাই ভাল পেয়ারগুলোতেই ট্রেড করত এবং অন্য পেয়ারসমূহে ট্রেড করত না। বিশেষ করে মেজর কারেন্সিগুলো । তবে একসাথে সব কারেন্সি নিয়ে ট্রেড করা ভাল না । যেকোন কয়েকটা কারেন্সি নিয়ে ট্রেড করা ভাল হবে ।