-
আমি যে সময় থেকে ফরেক্স ট্রেডিং করা শুরু করলাম সেই সময় থেকে আজ অব্দি প্রর্যন্ত আমি ট্রেডিংয়ের জন্য একটি কারেন্সি পেয়ারকেই বেছে নিয়েছি আর সেটি হল eur/usd আর আমি মনে করি এইু কারেন্সি পেয়ারের মুভমেন্ট প্রতিদিনই ভাল থাক যা্র ফলে সহজে ভাল প্রফিট করা সম্ভাব হয়্
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য পেয়ার নিয়ে ট্রেড করতে হয় আমার মনে হয় ট্রেড করার জন্য eur/usd পেয়ারই সব থেকে ভালো ফরেক্স এই দুই কারেন্সি পেয়ারের মুভমেন্ট প্রতিদিনই ভাল থাক যা্র ফলে সহজে ভাল প্রফিট করা সম্ভাব হয়্ তবে ভালো ফল পেতে দরকার ফরেক্স সম্পর্কে আপনার জ্ঞান
-
আমি সব চাইতে বেশি পছন্দ করি eur/usd এবং এই মুদ্রাতে বেশি ট্রেড করি, তবে ইতোমধ্যে এই মুদ্রাতে ট্রেড করা একটু রিস্কেবল হয়ে গেছে, যেমন; ধরন যদি আপনি মার্কেট এনালাইসিস করার পরেও সেল বা বাই অরডার দিয়ে থাকেন, এরপর দেখবেন যে, মার্কেট আপনার বিপরীতে চলে যাচ্ছে, মার্কেট আপনার পক্ষে নেই, কারন এই পেয়ারটি বরতমানে স্থির নেই, যার কারনে এরকমটি করে থাকে, তাই এই পেয়ারে ট্রেড করতে সচেতন থাকবেন।
-
ইউ এস ডি পেয়ার আমি পছন্দ করি । এটাতে কাজ করলে অনেক কিছু জানা যায় । সহজে কাজও করা যায় ।
-
ফরেক্স মার্কেট এ প্রায় সব পেয়ার আমার খুব পছন্দের । তার মদ্ধ্যে আমার খুব বেশি পছন্দের পেয়ার হচ্ছে ইউরো/ইউএসডি । এই পেয়ারের মার্কেট সম্পর্কে খুব সহজেই ধারনা করতে পারা যায় । অন্য সব পেয়ারের মত এই ট্রেডিং ধাওরনা পাওয়া খুব বেশি কষ্টের না । তাই এটি আমার পছন্দের ।
-
আমার মতে ফরেক্স মার্কেটে আমার সবচাইতে পছন্দনীয় পেয়ার হচ্ছে eur-usd ।এই পেয়ার ট্রেড করতে আমি খুব পছন্দ করি।আপনি যদি নতুন ট্রেডার হন তাহলে আপনি ইউরো-ইউ্এসডি পেয়ার বেছে নিতে পারেন। আর আমার কাছে সবচেয়ে ভাল লাগে ইউএসডি পেযার।
-
আমার পছন্দের পেয়ার হল জিবিপি ইউএসডি এই পেয়ার আমার অনেক পছন্দ হয় কারন আমি দেখেছি যে এই পেয়ার অনেক বেশি মুভ করে অন্য জ্ব কোন পেয়ারের তুলনায় এই পেয়ারটা সবসময় ভাল করতে দেখা জায় তাই আমি এই পেয়ারকে বেশি পছন্দ করি।
-
ফরেক্স ট্রেড করার জন্য সকলের কিছু না কিছু পছন্দ পেয়ার থাকে সেই পেয়ারে বেশির ভাগ ট্রেড করা হয় তাই আমার পছন্দের পেয়ার আমি বলবো ইউর/ইউএসডি এই পেয়ারে আমি বেশি ট্রেড করি এই পেয়ারে আমার ভাল লাগে।
-
ফরেক্সে পছন্দের পেয়ারের ব্যাপারটি একেকজনের নিকট একেকরকম। কিন্তু আমার সবচেয়ে পছন্দের পেয়ার হচ্ছে ইউরো/ইউএসডি পেয়ার। আমার এই পেয়ারে ট্রেড করতে অনেক ভালো লাগে। কারন এই পেয়ারের উঠানামা অনেক বেশি। আর এই পেয়ারে ট্রেড করতে করতে আমার একটা ভালো লাগা তৈরি হয়েছে। তাই আমি এই পেয়ারেই ট্রেড করি। তবে পছন্দের ব্যাপারটি সবার নিকট একই নয়।
-
ফোরেক্স মার্কেটের সবথেকে শি ট্রানজেকশন হয় ইউরো ইউএসডিতে। আমারও এই পেয়ারটি অনেক খালো লাগে। তবে এর সাথে ইউসএডি এর সাথে এইউডি, জেপিওয়াই, ইউরো এর সাথে এমন কিছু পেয়ার নিঢেও আমি মার্কেট করি। তবে আমার সবথেকে ভালো লাগে। জিবিপি/ইউএসডি।